তিউনিশিয়া সংসদের অধিবেশন ডাকলেন স্পিকার
https://parstoday.ir/bn/news/world-i98118-তিউনিশিয়া_সংসদের_অধিবেশন_ডাকলেন_স্পিকার
তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটির স্পিকার রাশেদ ঘানুচি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। তিনি সংসদ সদস্যদেরকে স্বাভাবিকভাবে কাজ শুরুর কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০২, ২০২১ ১৮:০৯ Asia/Dhaka
  • রাশেদ ঘানুচি
    রাশেদ ঘানুচি

তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটির স্পিকার রাশেদ ঘানুচি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। তিনি সংসদ সদস্যদেরকে স্বাভাবিকভাবে কাজ শুরুর কথা বলেছেন।

গতকাল (শুক্রবার) থেকে রাজধানীতে সংসদ অধিবেশন আহ্বানের ঘোষণা দেন তার এই পদক্ষেপের মধ্যদিয়ে দেশটির চলমান রাজনৈতিক সঙ্কট আরো ঘনীভূত হবে বলে মনে করা হচ্ছে

গত জুলাই মাসে প্রেসিডেন্ট কায়েস সাঈদ তিউনিশিয়ার জাতীয় সংসদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন এবং প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন। পাশাপাশি তিনি দেশটির সমস্ত ক্ষমতা কুক্ষিগত করেনতার এই উদ্যোগকে বিরোধীরা রাজনৈতিক ক্যু বলে মন্তব্য করেছেন

গতকাল স্পিকার রাশেদ ঘানুচি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে সংসদ অধিবেশন ডাকার কথা জানান। এর আগে বুধবার সংসদের ২১৭ সদস্যের মধ্যে ৭৩ জন সদস্য একটি বিবৃতিতে সই করেন যার মাধ্যমে প্রেসিডেন্ট কায়েস সাইদের নির্দেশ অমান্য হয়। এসব সংসদ সদস্য চলতি অক্টোবর মাসের প্রথম দিকেই অধিবেশন ডাকার আহবান জানিয়েছেন।#

পার্সটৃুডে/এসআইবি/২