জেনারেল সোলাইমানি হত্যায় ব্রিটিশ গুপ্তচর সংস্থা জড়িত
(last modified Sun, 03 Oct 2021 11:36:18 GMT )
অক্টোবর ০৩, ২০২১ ১৭:৩৬ Asia/Dhaka
  • ইয়র্কশায়ারে অবস্থিত ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর গুপ্তচর ঘাঁটি
    ইয়র্কশায়ারে অবস্থিত ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর গুপ্তচর ঘাঁটি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে ব্রিটিশ গুপ্তচর সংস্থা জড়িত ছিল। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটেনের অত্যন্ত প্রভাবশালী পত্রিকা দ্যা গার্ডিয়ান জানিয়েছে, গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে সম্ভবত জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ব্যাপারে ইয়র্কশায়ারে অবস্থিত ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর গুপ্তচর ঘাঁটি তথ্য দিয়ে সাহায্য করেছে। মেনউইথ হিল নামের গোয়েন্দা ঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা হয়েছে

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার জন্য মেনউইথ হিল বিদেশি ঘাঁটি হিসেবে কাজ করেছে

এই গবেষণা প্রতিবেদনে এ প্রশ্ন তোলা হয়েছে যে, ইয়েমেন, সোমালিয়া এবং পাকিস্তানের ওপর মার্কিন বাহিনী বছরের পর বছর যে ড্রোন হামলা চালিয়েছে তাতেও ব্রিটিশ গুপ্তচর সংস্থা সহায়তা করছে কিনা

মার্কিন বাহিনীর সঙ্গে ব্রিটেনের এই গুপ্তচর সংস্থার অব্যাহত সহায়তা ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে।#

 পার্সটুডে/এসআইবি/৩

ট্যাগ