দোষীদের শাস্তির অঙ্গীকার ব্যক্ত করল তালেবান
(last modified Sat, 09 Oct 2021 11:33:03 GMT )
অক্টোবর ০৯, ২০২১ ১৭:৩৩ Asia/Dhaka
  • শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ (গতকালের ছবি)
    শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ (গতকালের ছবি)

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ শহরের খানাবাদ বন্দর এলাকার একটি শিয়া মসজিদে গতকাল (শুক্রবার) যে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে তাতে জড়িতদের কঠোর শাস্তি দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তালেবান। গতকালের হামলার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

গতকাল জুমার নামাজের সময় মসজিদটিতে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিস্ফোরণে একশর বেশি মানুষ নিহত এবং ২০ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। বিস্ফোরণের সময় মসজিদে তিনশোর বেশি মুসল্লি উপস্থিত ছিলেন

জবিউল্লাহ মুজাহিদ

তালেবান মুখপাত্র এবং আফগান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, এই ঘৃণ্য হামলার সাথে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি এক টুইটার বার্তায় বলেন, ইসলামিক আমিরাত এই ঘৃণ্য হামলার জোরালো ভাষায় নিন্দা জানাচ্ছে এবং হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে ইনশাল্লাহ

গতকালই জবিউল্লাহ মুজাহিদ আফগানিস্তানের তোলো নিউজ এজেন্সিকে বলেছিলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে তালেবান কোনো হুমকি মনে করে না তবে তারা মাথা ব্যথার কারণ। এর কয়েক ঘণ্টা পর কুন্দুজ শহরের শিয়া মসজিদে দায়েশ ভয়াবহ বোমা হামলা চালালো। জবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, দায়েশের প্রতি আফগান জনগণের কোনো সমর্থন নেই এবং নিশ্চয়ই তারা খুব শিগগিরই নির্মূল হবে#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ