মার্কিন দূতাবাসের তিন কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ আনল রাশিয়া
(last modified Sat, 09 Oct 2021 12:08:09 GMT )
অক্টোবর ০৯, ২০২১ ১৮:০৮ Asia/Dhaka
  • মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস
    মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস

মস্কোয় মার্কিন দূতাবাসের তিন কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাদের দায়মুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন দূতাবাসের ওই তিন কর্মী এক রুশ নাগরিকের ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, আমেরিকা যদি এই তিন কর্মীর ওপর থেকে কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার না করে তাহলে তাদেরকে দ্রুত রাশিয়া থেকে চলে যেতে হবে

ইন্টারফ্যাক্স-এর তথ্য অনুযায়ী, মার্কিন দূতাবাসের ওই তিন কর্মী মস্কোর একটি বার থেকে এক রুশ নাগরিকের ব্যাগ হতে অ্যালকোহল চুরি করেছেন

মস্কো পুলিশ জানিয়েছে, মার্কিন দূতাবাসের ওই তিন কর্মীকে শনাক্ত করা হয়েছে এবং তারা মেরিন কোরের সদস্য যাদের বয়স ২১ থেকে ২৬ বছরের মধ্যে

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাস জানিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর এই চুরির ঘটনা ঘটে এবং রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করে দেখেছে যে, চুরি যাওয়া পণ্যের মূল্য ২০০ ডলারের সামান্য কিছু বেশি#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ