মস্কোয় ন্যাটোর দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিল রাশিয়া
(last modified Tue, 19 Oct 2021 00:48:20 GMT )
অক্টোবর ১৯, ২০২১ ০৬:৪৮ Asia/Dhaka
  • ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর
    ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর

মস্কোয় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোয় ন্যাটোর দপ্তরের কর্মীদের জানিয়ে দেয়া হয়েছে, নভেম্বরের পর তাদের কাজ করার অনুমতিপত্র আর নবায়ন করা হবে না।

ন্যাটো জোটে রুশ দপ্তরের আট কর্মীকে সম্প্রতি এই সামরিক জোট বহিস্কার করে এবং সেখানকার রুশ দপ্তরের কর্মী সংখ্যা ১০ জনে নামিয়ে আনে ন্যাটো। এর জের ধরে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিল রাশিয়া।

রাশিয়ার এ পদক্ষেপকে ল্যাভরভ ‘পাল্টা ব্যবস্থা’ বলে নিশ্চিত করেন। তিনি বলেন, “পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনায় ন্যাটোর মোটেই আগ্রহ নেই।”

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে ন্যাটো জোট আর তার দপ্তরের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তবে রাশিয়ার সঙ্গে কোনো প্রয়োজন থাকলে ন্যাটো ব্রাসেলসের রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

অবশ্য ন্যাটোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা এখনও আনুষ্ঠানিকভাবে রাশিয়ার এ পদক্ষেপ সম্পর্কে কিছুই জানে না যদিও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস রাশিয়ার এ পদক্ষেপকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “এ ঘটনা শুধু দুঃখজনকই নয় বরং এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের মারাত্মক ক্ষতি হবে।”#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ