লেবাননের রাজনীতিতে হিজবুল্লাহর ভূমিকার প্রশংসা করলেন পুতিন
https://parstoday.ir/bn/news/world-i98960-লেবাননের_রাজনীতিতে_হিজবুল্লাহর_ভূমিকার_প্রশংসা_করলেন_পুতিন
লেবাননের রাজনীতিতে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২২, ২০২১ ০৬:৫৫ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

লেবাননের রাজনীতিতে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার উপকূলীয় সোচি শহরে অনুষ্ঠিত ভলদাই ডিস্কাশন ক্লাবের সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় পুতিন এ প্রশংসা করেন।

তিনি বলেন, "আমি ভালো করেই জানি হিজবুল্লাহর ব্যাপারে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রকমের অবস্থান গ্রহণ করে। তবে প্রকৃতপক্ষে, লেবাননের রাজনীতিতে হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ শক্তি।"

ভ্লাদিমির পুতিন আরো বলেন, "রাশিয়া বাস্তবক্ষেত্রে লেবাননের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে এবং তা অব্যাহত থাকবে। কোনো সংঘাত ছাড়াই লেবাননের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। দেশটিতে যেকোনো ধরনের রক্তপাত এড়ানোর জন্য রাশিয়া কাজ করছে।"

সম্প্রতি লেবাননে রাজনৈতিক সহিংসতায় বহু মানুষ হতাহত হওয়ার পর রুশ প্রেসিডেন্ট এসব কথা বললেন। গত ১৪ আগস্ট হিজবুল্লাহ সর্মথকরা রাজধানী বৈরুতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জড়ো হলে তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে সাতজন নিহত ৪০ জন আহত হয়েছে। গত বছর বৈরুত বন্দরে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল তার সুষ্ঠু তদন্তের দাবিতে হিজবুল্লাহ সমর্থকরা এই সমাবেশের আয়োজন করে।#

পার্সটুডে/এসআইবি/২২