বেসামরিক নাগরিকদের আইন অমান্য করতে প্রধান বিরোধী জোটের ডাক
(last modified Tue, 26 Oct 2021 07:45:15 GMT )
অক্টোবর ২৬, ২০২১ ১৩:৪৫ Asia/Dhaka
  • সুদানে সামরিক অভ্যুত্থানের পর জনতার বিক্ষোভ প্রতিবাদ
    সুদানে সামরিক অভ্যুত্থানের পর জনতার বিক্ষোভ প্রতিবাদ

সুদানে সামরিক অভ্যুত্থানের পর দেশটির প্রধান বিরোধী জোট বেসামরিক নাগরিকদের প্রতি আইন অমান্য করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা সারা দেশে বিক্ষোভ প্রতিবাদ জানানোর কথা বলেছে। সুদানে অন্তর্বর্তী মন্ত্রিসভা বাতিল এবং বেসামরিক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুকসহ কয়েকজন মন্ত্রীকে আটক করার পর বিরোধী জোট এই আহ্বান জানালো।

সুদানের তথ্য মন্ত্রণালয় গতকাল সোমবার বলেছে, দা ফোর্সেস অফ ফ্রিডম অ্যান্ড চেঞ্জ দাবি করেছে, অন্তর্বর্তী সামরিক পরিষদকে পদত্যাগ করতে হবে এবং বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া, আটক সমস্ত মন্ত্রী ও সবরেইন কাউন্সিলের সদস্যদের শিগগিরই মুক্তি দিতে হবে। সুদানের সবরেইন কাউন্সিলের মাধ্যমে সামরিক ও বেসামরিক নেতাদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির হয়েছে। অবশ্য সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান‌এে কাউন্সিল ভেঙে দিয়েছেন।

গতকাল তিনি সুদান টেলিভিশনে দেয়া বক্তৃতায় সবরেইন কাউন্সিল ভেঙে দেয়ার ঘোষণা দেন এবং দেশে জরুরি অবস্থা জারি করেন। সে সময় তিনি অঙ্গীকার  করেন যে, শিগগিরই আরো বেশি যোগ্যতাসম্পন্ন একটি সরকার গঠন করা হবে।# 

পার্সটুডে/এসআইবি/২৬ তত

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ