আফগানিস্তানে বিয়েতে মিউজিক বাজানোয় তালেবানের গুলি: নিহত ২, আহত ১০
https://parstoday.ir/bn/news/world-i99338-আফগানিস্তানে_বিয়েতে_মিউজিক_বাজানোয়_তালেবানের_গুলি_নিহত_২_আহত_১০
আফগানিস্তানের নানগারহার প্রদেশে বিয়ের অনুষ্ঠানে মিউজিক বাজানোয় গুলি চালিয়েছে তালেবান সদস্যরা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩০, ২০২১ ১৯:২২ Asia/Dhaka
  • তালেবানের কয়েক জন অস্ত্র (ফাইল ফটো)
    তালেবানের কয়েক জন অস্ত্র (ফাইল ফটো)

আফগানিস্তানের নানগারহার প্রদেশে বিয়ের অনুষ্ঠানে মিউজিক বাজানোয় গুলি চালিয়েছে তালেবান সদস্যরা।

এর ফলে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আফগান বার্তা সংস্থা 'আভা' এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় নেতা বলেছেন, গতকাল শুক্রবার তাদের এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে অনেকেই অংশ নেন। তালেবান প্রথমে বিয়েতে মিউজিক বাজানোর অনুমতি দেয়। কিন্তু কিছু সময় পর তাদের একদল সদস্য সেখানে উপস্থিত হয় এবং গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আফগানিস্তান আবারও ক্ষমতা নেওয়ার পর সেদেশ থেকে অনেক গায়ক ও বাদক পালিয়ে গেছেন। অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছেন এবং মিউজিক ইন্সট্রুমেন্ট লুকিয়ে ফেলেছেন।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।