ভারত-আফগানিস্তানকে বিদায় করে সেমিফাইনালে নিউজিল্যান্ড
https://parstoday.ir/bn/news/world-i99702-ভারত_আফগানিস্তানকে_বিদায়_করে_সেমিফাইনালে_নিউজিল্যান্ড
আফগানিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এতে গ্রুপ পর্ব থেকেই আফগানিস্তানের সঙ্গে ভারতের বিদায়ঘণ্টাও বেজে গেল! গ্রুপ টু’তে চ্যাম্পিয়ন হিসেবে পাকিস্তান আগেই শেষ চারে জায়গা করে নিয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ০৭, ২০২১ ১৯:৩৬ Asia/Dhaka
  • ভারত-আফগানিস্তানকে বিদায় করে সেমিফাইনালে নিউজিল্যান্ড

আফগানিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এতে গ্রুপ পর্ব থেকেই আফগানিস্তানের সঙ্গে ভারতের বিদায়ঘণ্টাও বেজে গেল! গ্রুপ টু’তে চ্যাম্পিয়ন হিসেবে পাকিস্তান আগেই শেষ চারে জায়গা করে নিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে আজ (রোববার) দুপুরে টসে জিতে ব্যাট নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক মোহম্মদ নবী। তবে, ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি আফগান ব্যাটাররা। কিউই বোলারদের তোপে টপঅর্ডারের তিন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছার আগেই বিদায় নেন। পরে ইশ সোধির বলে বোল্ড হওয়া গুলবাদিন নাইব ১৫ করে ফেরেন।

পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে ৪৮ বলে ৫৯ রানের পার্টনারশিপ গড়েন নাজিবুল্লাহ জাদরান। তবে দুই ওভারের ব্যবধানে দুজনই আউট হন। টিম সাউদির বলে তাকেই ক্যাচ দিয়ে মাঠ ছাড়ে ১৪ রান করা নবী। আর ট্রেন্ট বোল্টের বলে বাউন্ডারিতে থাকা জিমি নিশামকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নমূখী হন জাদরান। বাঁহাতি এই ব্যাটার ৪৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭৩ করেন।

শেষদিকে খেই হারিয়ে ফেলে আফগানরা। সেই সুযোগে চেপে ধরে নিউজিল্যান্ড বোলাররাও। ফলে কোনোমতে দলীয় ১২০ রান পার করে তারা।

নিউজিল্যান্ড বোলারদের মধ্যে বোল্ট সর্বোচ্চ ৩টি উইকেট পান। ম্যাচ সেরার পুরস্কারও তিনিই পেয়েছেন। আর ২ উইকেট পান টিম সাউদি।

ম্যাচ সেরার পুরস্কার পান বোল্ট

১২৫ রানের লক্ষ্য তাড়ায় খুব একটা বেগ পেতে হয়নি কিউইদের। শুরুর দিকে ওপেনার মিচেলকে হারিয়ে ধাক্কা খেলেও পরে ঠিকই সহজ জয় তুলে নেয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন উইলিয়ামসন। ৪২ বলে তাঁর ইনিংসটিতে ছিল তিনটি বাউন্ডারি। এ ছাড়া ৩২ বলে ৩৬ রান করেছেন ডেভন কনওয়ে। ২৮ রান এসেছে ওপেনার মার্টিন গাপটিলের ব্যাট থেকে। 

আফগান বোলারদের মধ্যে মুজিব উর রহমান ও রশিদ খান একটি করে উইকেট নেন।

আগামী ১০ নভেম্বর প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। অন্যদিকে ১১ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭