কাপ নিতে চাইলে আমার দুবাইয়ের দফতরে আসতে হবে ভারতকে!
https://parstoday.ir/bn/news/event-i152568-কাপ_নিতে_চাইলে_আমার_দুবাইয়ের_দফতরে_আসতে_হবে_ভারতকে!
এশিয়া কাপের তিনদিন পর অবশেষে এশিয়া কাপের ট্রফি বিতর্ক নিয়ে প্রথম মন্তব্য করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডোর চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট করে দিয়েছেন, ট্রফি তার হাত থেকেই নিতে হবে ভারতকে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ০১, ২০২৫ ২০:২৮ Asia/Dhaka
  • পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি
    পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি

এশিয়া কাপের তিনদিন পর অবশেষে এশিয়া কাপের ট্রফি বিতর্ক নিয়ে প্রথম মন্তব্য করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডোর চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট করে দিয়েছেন, ট্রফি তার হাত থেকেই নিতে হবে ভারতকে।

এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার পর থেকে আক্রমণ-পাল্টা আক্রমণ হচ্ছে ভারত-পাকিস্তান দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। মঙ্গলবার এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এসব সব খবর বিভিন্ন সূত্রের মাধ্যমে আসছিল অবশেষে মুখ খুললেন মহসিন নকভি।

বিতর্ক শুরু হওয়ার তিন দিন পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট করে জানিয়েছেন, ট্রফি তার হাত থেকেই নিতে হবে ভারতকে।

আজ(বুধবার) ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম খবর প্রচারিত খবরে বলা হয়, এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন নকভি। এই খবরকে অসত্য বলে জানিয়েছেন নকভি।

ফেসবুক ও এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভারতীয় সংবাদমাধ্যম অসত্য কথা বলছে। আমি সকলের সামনে বিষয়টা পরিষ্কার করে দিতে চাই। আমি কোনও ভুল কাজ করিনি। আমি কোনও দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাইনি। ভবিষ্যতেও কোনও দিন চাইব না।”

নকভি বলেন, ভুয়ো খবর প্রচার করে ভারতের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে সংবাদমাধ্যমগুলি। তিনি লেখেন, 'এই বানানো ভিত্তিহীন কথাগুলো অপপ্রচার ছাড়া কিছুই নয়। তার আসল উদ্দেশ্য নিজেদের মানুষকেই ভুল বোঝানো। দুর্ভাগ্যজনক ভাবে ভারত বার বার ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে। ফলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে।'

এশিয়া কাপের ফাইনাল শেষে ভারতীয় বোর্ড অভিযোগ করেছিল, ট্রফি নিয়ে পালিয়ে গিয়েছেন নকভি। তাকে ট্রফি ফেরত দিতে বলা হলেও তিনি দেননি। নকভি বলেছেন, ট্রফি দিতে কোনও সমস্যা নেই তার। তিনি লেখেছেন, 'এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসাবে আমি সে দিনও ট্রফি তুলে দিতে চেয়েছিলাম। এখনও চাই।' তবে ট্রফি তার হাত থেকেই নিতে হবে ভারতকে।

অন্যদিকে ভারতীয় বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, নকভির হাত থেকে ট্রফি তারা নেবে না। ট্রফি ভারতে পাঠিয়ে দিতে হবে। নইলে দুবাইয়ে এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতরে রেখে দিতে হবে। নকভি তার নিজের অবস্থানে অনড়। তিনি লেখেন, 'যদি ভারত সত্যিই ট্রফি নিতে চায়, তা হলে এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতরে এসে আমার হাত থেকে ভারতকে নিতে হবে।'

তবে ভারতীয় বোর্ড বিষয়টিকে সহজে ছেড়ে দিতে চাইছে না। নকভির বিরুদ্ধে স্বার্থের অভিযোগ করতে যাচ্ছে ভারতীয় বোর্ড। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান, এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়ার পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। আর মহসিন নকভির রাজনৈতিক সেই পরিচয় সামনে এনে আইসিসি-র কাছে অভিযোগ জানাতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এশিয়া কাপ জেতার পর ভারতীয় দল নকভির হাত থেকে ট্রফি নিতে চায়নি। তার পরেই ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিজের হোটেলের ঘরে নিয়ে চলে যান নকভি। এই ঘটনায় এশীয় ক্রিকেট কাউন্সিলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের অভিযোগ, এশীয় কাউন্সিলের প্রধান নন, এশিয়া কাপে নকভি পাকিস্তানের মন্ত্রীর মতো ব্যবহার করেছেন। যে দল যোগ্য দল হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে তাদের ট্রফি দেওয়া হচ্ছে না। এতে বিশ্বের সামনে এশীয় ক্রিকেটের সম্মানহানি হচ্ছে। তাই নকভিকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানাতে যাচ্ছে ভারত।#

পার্সটুডে/জিএআর/১