খার্তুমে মিলিয়ন ম্যান মার্চের ডাক দিয়েছে সেনাশাসন-বিরোধী জোট
(last modified Thu, 11 Nov 2021 15:33:37 GMT )
নভেম্বর ১১, ২০২১ ২১:৩৩ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সুদানের সাম্প্রতিক সামরিক ক্যুর বিরুদ্ধে অবস্থান নেয়া জোট আগামী ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মিলিয়ন ম্যান মার্চের ডাক দিয়েছে।

সুদানের প্রফেশনালাস এসোসিয়েশন ও সহযোগী গোষ্ঠীগুলো এই মার্চের ডাক দিয়েছে এবং এর প্রতি সমর্থন দিয়েছে ফোর্সেস অব ফ্রিডম অ্যান্ড চেইঞ্জ। রাজধানী খার্তুমের এক সমাবেশ থেকে মিলিয়ন ম্যান মার্চের ডাক দেয়া হয়। গত ২৫ অক্টোবর সুদানে যে সামরিক ক্যু সংঘটিত হয়েছে তার বিরুদ্ধে খার্তুমে সমাবেশের আয়োজন করা হয়।

সুদানের প্রতিবাদী গোষ্ঠীগুলো যদিও ইন্টারনেট ব্ল্যাকআউট ও টেলিফোনের ক্ষেত্রে নেটওয়ার্ক সমস্যা মোকাবেলা করছে তারপরও গত ৩০ অক্টোবর সামরিক শাসনের বিরুদ্ধে হাজার হাজার মানুষকে রাজপথে নামাতে সমর্থ হয়।

বিরোধী জোট গণপ্রতিবাদ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে যার স্লোগান হবে “কোনো আলোচনা নয়, কোনো অংশীদারিত্ব নয়, কোনো বৈধতা নয়।” পাশাপাশি বিরোধী জোট দেশজুড়ে সাধারণ ধর্মঘট ও আইন অমান্য করার কর্মসূচি নেয়ার হুমকি দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১১

ট্যাগ