এপ্রিল ২০, ২০২৪ ১৫:৪৫ Asia/Dhaka
  • অভিযান শেষে ফেরার পথে বিধ্বস্ত হলো রাশিয়ার কৌশলগত বোমারু বিমান 

রাশিয়ার বিমান বাহিনীর একটি টুপোলেভ টিউ-টুয়েন্টি টু-এমথ্রি সুপারসনিক দীর্ঘ পাল্লার বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে।

রাশিয়ার বিমান বাহিনীর একটি টুপোলেভ টিউ-টুয়েন্টি টু-এমথ্রি সুপারসনিক দীর্ঘ পাল্লার বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় স্টাভরোপল অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ‌ রাশিয়া টুডে বলছে, প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধমিশন শেষে ঘাঁটিতে ফেরার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ফলে এ সময় বিমানে কোনো বোমা বা বিস্ফোরক ছিল না। 

আঞ্চলিক গভর্নর ভ্লাদিমির ভ্লাদিমিরভ জানিয়েছেন, বিমানের এক ক্রু নিহত হয়েছেন তবে দুইজন নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। বিমান ঘটনায় আরেক ক্রু নিখোঁজ রয়েছেন। রাশিয়ার এ কৌশলগত বিমানটি বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে রুশ বিমানে হামলা চালানো হয়। ইউক্রেন সীমান্ত থেকে ৩০০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ