নভেম্বর ২৫, ২০২১ ১৬:৩০ Asia/Dhaka
  • নাঈমকে চাপা দেওয়া গাড়িটি চালাচ্ছিলেন পরিচ্ছন্নতাকর্মী

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম :

  • খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল?’-দৈনিক কালেরকণ্ঠ
  • ফার্মগেটে বৈধ কাগজ দেখে গাড়ি ছাড়ছেন শিক্ষার্থীরা-প্রথম আলো
  • টিকা জীবন বাঁচায়, সংক্রমণ রোধ করে না- বিশ্ব স্বাস্থ্য সংস্থা- মানবজমিন
  • নাঈমকে চাপা দেওয়া গাড়িটি চালাচ্ছিলেন পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ-দৈনিক ইত্তেফাক
  • হাফ ভাড়ার বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত শিগগিরই: কাদের- যুগান্তর
  • ইউরোপের মতো উন্নয়ন চাই না, যেখানে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়’-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • সাফল্যের দাবির সঙ্গে মিল নেই সরকারি তথ্যের, বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র চান ধনখড় -আনন্দবাজার পত্রিকা
  • ত্রিপুরায় আরও ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে, পুরভোটের মাঝেই নির্দেশ সুপ্রিম কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন
  •  কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা, অভিযোগ জানাতে নতুন ওয়েবসাইট কমিশনের –আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার প্রশ্ন
১.নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্নস্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ, তীব্র দুর্ভোগ। কি বলবেন আপনি?
২. লেবাননের প্রতিরোধ কমিশন গঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে অস্ট্রেলিয়া। কতটা যৌক্তিক অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

ফার্মগেটে বৈধ কাগজ দেখে গাড়ি ছাড়ছেন শিক্ষার্থীরা-প্রথম আলো: সিইসি-প্রথম আলো

গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলন শুরু করেন ছয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ এলাকায় কোনো গণপরিবহন চলাচল করতে দিচ্ছেন না তাঁরা। তল্লাশি করা হচ্ছে গাড়ির কাগজপত্র।

সরেজমিন দেখা যায়, ফার্মগেট মোড়ে সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও কমার্স কলেজ, আইডিয়াল কমার্স কলেজ, বি এ এফ শাহীন কলেজ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও হলিক্রস কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এ ছাড়া বাসভাড়ায় হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিও জানিয়েছেন তাঁরা। 

ফার্মগেট এলাকায় শিক্ষার্থীরা বাসসহ কোনো গণপরিবহন চলাচল করছে দিচ্ছেন না। ব্যক্তিগত গাড়ির চালকের লাইসেন্সসহ কাগজপত্র তল্লাশি করে দেখা হচ্ছে। কোনো অসংগতি পেলে গাড়ি আটকে রাখা হচ্ছে। তবে অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

 খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল?’- কালের কণ্ঠ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সর্বশেষ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ নভেম্বর। জ্বর নিয়ে ভর্তি হলেও এখন নানা জটিলতায় ভুগছেন তিনি। তাঁর সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে প্রেসক্লাবের সামনের সড়কে জাতীয়তাবাদী যুবদল বিক্ষোভ সমাবেশে করে। সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখার সময় স্লো পয়জনিং করা হয়েছিল কি না- আমরা এটা পরিষ্কার করে জানতে চাই। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ বৃহস্পতিবার (২৫নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রীর বয়স এখন ৭৫ এর ওপরে। সেই নেত্রীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এক/এগারোতে যে চক্রান্ত শুরু হয়েছিল, সেই চক্রান্তের অংশ হিসেবে সম্পূর্ণ একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছিল। তিনি আরো বলেন, আপনারা জানেন পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে একেবারে পরিত্যাক্ত ভবনে যেখানে ইঁদুর আর চিকা দৌড়াদৌড়ি করতো সেই স্যাঁতস্যাঁতে একটা ঘরে দুই বছর আটক রাখা হয়েছিল। এরপরে তাকে পিজি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল কিন্তু কোনো চিকিৎসা দেওয়া হয়নি।

নাঈমকে চাপা দেওয়া গাড়িটি চালাচ্ছিলেন পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ-দৈনিক ইত্তেফাক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ বলেছেন, ‘ডিএসসিসি ময়লাবাহী গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গ্রেফতার গাড়িচালক রাসেল খান আসলে একজন পরিচ্ছন্নতাকর্মী। তিনি গাড়িটির প্রকৃত চালক মো. হারুনের কাছ থেকে চাবি নিয়ে সায়েদাবাদ থেকে গাড়িটি নিয়ে বের হন।' আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টন থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ

তিনি বলেন, ঘটনার সময় হারুন গাড়িতে ছিলেন না। তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি তিনি যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় অবস্থান করছিলেন। হারুনের নামে গাড়ি বরাদ্দ থাকলেও তিনি রাসেলকে গাড়ি চালাতে দিয়েছিলেন। কিন্তু তিনি প্রকৃত চালক নন। হারুন তাকে বদলি হিসেবে চালাতে দেন। রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটিয়েছে। গ্রেফতার রাসেল সিটি করপোরেশনের কেউ না। এমন কি তার গাড়ি চালানোর লাইসেন্স নেই। 

হাফ ভাড়ার বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত শিগগিরই: কাদের- যুগান্তর-দৈনিক

গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে শিগগিরই যৌক্তিক সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সেমিনার হলে সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন তিনি এ কথা বলেন। সকাল ১০ টায় পবিত্র কুরআন তেলওয়াত, জাতীয় সংগীত এবং শোকবার্তার মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। পরে সংগঠনের বিভাগীয় প্রতিনিধিরা বক্তৃতা করেন।  দুপুরে এই সভায় উপস্থিত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের হাফ ভাড়ার নির্ধারনের দাবিতে তিনি বলেন, এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত আসবে। মন্ত্রী বলেন, আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। তাতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।  আশা করছি, সভা থেকে এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত আসবে।  পাশাপাশি শনিবার বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা বাস মালিকদের সঙ্গে বসে এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা রাখি।

খ) টিকা জীবন বাঁচায়, সংক্রমণ রোধ করে না- বিশ্ব স্বাস্থ্য সংস্থা- মানবজমিন

 

করোনা ভাইরাস নিয়ে আবারো সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বড়দিনের উৎসবকে সামনে রেখে সংস্থাটি নতুন হুঁশিয়ারি দিয়েছে। বলেছে, সামাজিক মেলামেশা আবার সেই মহামারি শুরুর আগের অবস্থায় এসে পৌঁছেছে। এর ফলে সামনে ছুটির দিনগুলোতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরোস আধানম ঘেব্রেয়েসাস

এ খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলছে, সংস্থার মহাপরিচালক টেডরোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, আমাদের মধ্যে একটি ধারণা সৃষ্টি হয়েছে যে- করোনা ভাইরাসের টিকা নেয়ার ফলে বুঝি এই মহামারি শেষ হয়ে গেছে।এটা আসলে আমাদের নিরাপত্তা বিষয়ক একটি ভুল অনুভূতি। তিনি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, যেসব মানুষ টিকা নিয়েছেন তারা মনে করছেন, তাদেরকে আর কোনো পূর্ব সতর্কতা অবলম্বন করতে হবে না।

ইউরোপের মতো উন্নয়ন চাই না, যেখানে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়’-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ইউরোপের অন্ধ অনুকরণে এমন বস্তুগত উন্নয়ন চাই না, যেখানে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ইউরোপে দুর্ঘটনা ঘটলে শত শত গাড়ি পাশ কাটিয়ে চলে যায়। কেউ খবর রাখে না। সেখানে বিয়ে হয়, আবার ৫০ শতাংশ বিয়ে ভেঙেও যায়, সেই উন্নয়ন চাই না।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

আজ বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আজকে বাংলাদেশ পাকিস্তানকে মাথাপিছু আয়, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, মানব উন্নয়নসহসহ সব সূচকে পেছনে ফেলে দিয়েছে। এটাই বঙ্গবন্ধুর বাংলাদেশ রচনার স্বার্থকতা। আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে হা-হুতাশ করে। পাকিস্তানের আলোচনার ঝড় ওঠে। সেদেশের প্রধানমন্ত্রী অকপটে স্বীকার করে সব সূচকে বাংলাদেশ তাদের পেছনে ফেলে গেছে।

সাফল্যের দাবির সঙ্গে মিল নেই সরকারি তথ্যের, বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র চান ধনখড় -আনন্দবাজার পত্রিকা

আরও বিনিয়োগ টানার লক্ষ্যে আগামী বছর ২০-২১ এপ্রিল ফের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এর আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। বুধবার দিল্লি সফরে ওই সম্মেলনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বাণিজ্য সম্মেলনের সাফল্য নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এ নিয়ে মমতাকে চিঠিও দিয়েছেন ধনখড়।বৃহস্পতিবার এ নিয়ে টুইট করেছেন ধনখড়।

মমতা অফিশিয়াল অ্যাকাউন্টটিকে জুড়ে দিয়ে তিনি লিখেছেন, ‘গত পাঁচটি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের তথ্য চেয়েছি।’ আরও লিখেছেন, ‘সাফল্যের উচ্চকিত লম্বা লম্বা কথার সঙ্গে বাস্তবের মিল নেই।’ এর সঙ্গে মমতাকে তিনি যে চিঠিটি দিয়েছেন তাও তুলে ধরেছেন। চিঠিতে তাঁর দাবি, ২০২০ সালে বাণিজ্য সম্মেলন নিয়ে একাধিক তথ্য জানতে চেয়ে তিনি রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলেন। ২০১৬ সাল থেকে ওই সম্মেলন করতে কত খরচ হয়েছে, কোন কোন সংস্থার মাধ্যমে টাকা খরচ হয়েছে, সরাসরি না ফিকির মাধ্যমে কোন কোন সংস্থাকে টাকা দেওয়া হয়েছে, কতগুলি মউ সই হয়েছে, ২০১৬ সাল থেকে কত বিনিয়োগ হয়েছে, কত কর্মসংস্থান হয়েছে— ইত্যাদি প্রশ্ন ফের এক বার জানতে চেয়েছেন রাজ্যপাল। 

 কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা, অভিযোগ জানাতে নতুন ওয়েবসাইট কমিশনের –আজকাল

বেজে গেল পুরভোটের দামামা। ১৯ ডিসেম্বরেই হবে কলকাতায় পুরভোট। এদিন সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনার সৌরভ দাস ভোটের বিস্তারিত তথ্য তুলে ধরেন। জানানো হয়েছে, আজ থেকেই নির্বাচনী আচরণবিধি লাগু। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হল এদিন থেকে। ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর স্ক্রুটিনি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রয়োজন হলে পুনর্নির্বাচন হবে ২০ ডিসেম্বর। ফলপ্রকাশ কবে তা আগামিকাল (‌শুক্রবার)‌‌ জানানো হবে। তবে সৌরভ দাস জানিয়েছেন, সম্ভবত ২১ ডিসেম্বর ভোটগণনা হবে।

এদিন কমিশনের তরফে ইজিএমএস সিস্টেম চালু করা হয়েছে। ভোট নিয়ে কোনও অভিযোগ থাকলে এবার নাগরিকরা ওয়েবসাইটেই তা জানাতে পারবেন। পুরভোটের দায়িত্বে কত পুলিশ থাকবে তা ডিজি ও সিপি-‌র কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানান সৌরভ দাস। তিনি জানিয়েছেন, ভোটারের সংখ্যা ৪০ লক্ষেরও বেশি। ৪ হাজার ৭৪২টি বুথে ভোটগ্রহণ হবে। কোভিডের কথা মাথায় রেখে ৩৮৫টি অক্সিলিয়রি বুথ তৈরি করা হবে। এদিকে প্রচার নিয়ে বেশ কিছু গাইডলাইন দিয়েছে রাজ্য কমিশন। 

ত্রিপুরায় আরও ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে, পুরভোটের মাঝেই নির্দেশ সুপ্রিম কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন

উত্তেজনার আবহেই বৃহস্পতিবার ত্রিপুরায় চলছে পুরভোট (Tripura Civic Polls)। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠে আসছে বারবার। একদিকে যখন উত্তর-পূর্ব রাজ্যে পুরভোট চলছে, তখন অন্যদিকে সুপ্রিম কোর্টে চলছে এই সংক্রান্ত মামলা। আর সেই মামলার প্রেক্ষিতেই কড়া দেশের শীর্ষ আদালত। শান্তিপূর্ণ ভোটের জন্য অতিরিক্ত ২ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) বা কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ দেওয়া হল।

ত্রিপুরার শাসক দল বিজেপির বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগে শীর্ষ আলাদতের দ্বারস্থ হয়েছিল সিপিএম। তাদের অভিযোগ, পুরভোটের আগে থেকেই গেরুয়া শিবির বিরোধীদের উপর ‘হামলা’ চালাচ্ছে। শুধু সিপিএম নয়, তৃণমূলের নেতা কর্মীরাও আক্রান্ত হচ্ছেন। ফলে হিংসার পরিবেশ তৈরি হয়েছে সে রাজ্যে। এরপরই সুপ্রিম কোর্ট স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দেয়, স্বচ্ছ, স্বাধীন ও শান্তিপূর্ণ ভোটের জন্য ত্রিপুরায় অতিরিক্ত দুই কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠাতে হবে। শুধু তাই নয়, পুরনির্বাচন যাতে সুষ্ঠুভাবে আয়োজিত হয়, তার জন্য কেন্দ্র ও ত্রিপুরা সরকারকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিতে হবে।

 

পার্সটুডে/বাবুল আখতার/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

  

ট্যাগ