জানুয়ারি ০২, ২০২২ ১৬:২২ Asia/Dhaka
  • এক নজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম :

  • ইঞ্জিনচালকদের ভূমিকা ছিল ধৃষ্টতাপূর্ণ ও পলায়নপর: রাষ্ট্রপক্ষের আইনজীবী: প্রথম আলো
  • জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব, এটাই আমার প্রতিজ্ঞা’-দৈনিক কালেরকণ্ঠ
  • ভারতে অনলাইনে মুসলিম নারী বেচা কেনা!-দৈনিক ইত্তেফাক
  • জীবন উৎসর্গ করতে প্রস্তুত ২০ লাখ মুসলিম’-- দৈনিক মানবজমিন
  • ব্লিঙ্কেনকে দেওয়া চিঠিতে কী লিখেছেন আবদুল মোমেন : যুগান্তর
  • দুর্নীতি যেই করুক ছাড় নয় : প্রধান বিচারপতি-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • সরাসরি: সন্ধের পর রাজ্যে লোকাল ট্রেন চলবে না, সোমবার থেকে বন্ধ স্কুল-কলেজ’- দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ভোটে লড়বই, কোন আসনে তা ঠিক করে দেবে দল: যোগী আদিত্যনাথ  ’ আজকাল
  •  ফের ত্রিপুরায় তৃণমূলকে বাধা, অভিষেকের কর্মসূচির অনুমতি দিল না প্রশাসন-দৈনিক সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা!

শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার প্রশ্ন
১. চেয়ারম্যান হয়ে ২৫০ ডেক বিরিয়ানি খাওয়ালেন ইউপিবাসীকে। দৈনিক মানবজমিনে এই খবর প্রকাশিত হয়েছে। কি বলবেন আপনি?
২. ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মারাত্মক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হুমকির ফলাফল কি হতে পারে?

ইঞ্জিনচালকদের ভূমিকা ছিল ধৃষ্টতাপূর্ণ ও পলায়নপর: রাষ্ট্রপক্ষের আইনজীবী: প্রথম আলো

ঢাকা থেকে বরগুনাগামী অভিযান–১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ইঞ্জিনকক্ষের দুই চালককে আত্মসমর্পণের পর জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, ইঞ্জিনচালকেরা কেবল দায়িত্বে অবহেলাই করেননি, অগ্নিকাণ্ডের পর তাঁদের ভূমিকা ছিল ধৃষ্টতাপূর্ণ ও পলায়নপর।

আজ রোববার নৌ আদালতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ নম্বর আসামি লঞ্চের ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ ও ৮ নম্বর আসামি দ্বিতীয় চালক আবুল কালাম নৌ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন। তিনি আসামিদের জামিনের বিরোধিতা করে বলেন, ইঞ্জিনকক্ষের সার্বিক দায়িত্ব ইঞ্জিনচালকদের ওপর বর্তায়। ইঞ্জিনকক্ষ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যায়। তাঁরা যদি দায়িত্বশীলতার সঙ্গে তদারকি করে সঠিকভাবে ইঞ্জিনকক্ষ পরিচালনা করতেন, তাহলে হয়তো স্মরণকালের এই ভয়াবহ ট্র্যাজেডি ঠেকানো যেত। কিন্তু তাঁরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেননি।

জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব, এটাই আমার প্রতিজ্ঞা’-দৈনিক কালেরকণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘চলার পথ যত অন্ধকারাচ্ছন্ন, বন্ধুর, কণ্টকাকীর্ণই হোক না কেন—আমরা থেমে থাকব না। যত রক্তক্ষরণ হোক, সব পদদলিত করে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা।’

আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় মার্কিন কবি রবার্ট ফ্রস্টের বিখ্যাত একটি কবিতার কয়েকটি লাইন উদ্ধৃত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি কবির ভাষায় বলতে চাই যে The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.’

সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করি। আর যারা সহযোগী, আমার সঙ্গে আছেন—তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তারা বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণভবন প্রান্তে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রান্তে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্লিঙ্কেনকে দেওয়া চিঠিতে কী লিখেছেন আবদুল মোমেন : যুগান্তর

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও সংস্থাটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ।  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে অনুরোধ জানিয়ে এ চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ইংরজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আবদুল মোমেন চিঠি পাঠিয়েছেন অ্যান্থনি ব্লিঙ্কেনকে। অ্যান্থনি ব্লিঙ্কেনকে পাঠানো পররাষ্ট্রমন্ত্রীর চিঠিতে র্যা বের সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার বিষয়টি রয়েছে।

চিঠিতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে র্যা বের শক্তিশালী ভূমিকার কথা চিঠিতে উল্লেখ করা হয়। 

গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যা বের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে তলব করে বাংলাদেশ।

নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তারা হলেন— চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (র‌্যাবের বর্তমান মহাপরিচালক), বেনজীর আহমেদ (সাবেক র্যা ব মহাপরিচালক, জানুয়ারি ২০১৫-এপ্রিল ২০২০), খান মোহাম্মদ আজাদ (বর্তমান অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স), তোফায়েল মুস্তাফা সরওয়ার (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, জুন ২০১৯-মার্চ ২০২১), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, সেপ্টেম্বর ২০১৮-জুন ২০১৯) এবং মোহাম্মদ আনোয়ার লতিফ খান (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, এপ্রিল-২০১৬- সেপ্টেম্বর ২০১৮)।একে আবদুল মোমেন মার্কিন এ নিষেধাজ্ঞাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, র‌্যাব মানবাধিকার লুণ্ঠন করে না, মানবাধিকার রক্ষা করে চলে।

ভারতে অনলাইনে মুসলিম নারী বেচা কেনা!-দৈনিক ইত্তেফাক

 

ভারতে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে মুসলিম নারীদের ছবি বিজ্ঞাপন দিয়ে বিক্রির জন্য ভুয়া নিলামে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রীতিমতো পণ্যের মতো নারীদের দাম নির্ধারণ করা হয় ওই অ্যাপে। সম্প্রতি এমনই এক ঘটনায় ভারতে সৃষ্টি হয়েছে তোলপাড়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, মুসলিম মেয়েদের নিলামে বিক্রির বিষয়ে একটি অভিযোগ সম্প্রতি ভারতীয় পুলিশের হাতে এসেছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। নিলামের বিজ্ঞাপনে বিনা অনুমতিতে শত শত এসব মুসলিম নারীর ছবিও ব্যবহার করা হয়েছে। এই ঘটনাকে চূড়ান্ত অবমাননাকর বলেই মনে করছেন মুসলিম নারীরা।

এর আগে এই একই ধরনের একটি অ্যাপ ব্লক করা হয়েছিল ভারতে। সেই অ্যাপটির নাম ছিল ‘সুল্লি ডিলস’। সম্প্রতি দিল্লির এক সাংবাদিকের ছবি দেখা যায় ‘বুল্লি বাই’ নামক অ্যাপটিতে। তারপরই এই অ্যাপটি নিয়ে তোলপাড় শুরু হয়। ওই অ্যাপটিতে শত শত মুসলিম নারীর ছবি তাদের অনুমতি ছাড়াই আপলোড করা হয়েছে। এই ছবিগুলি সংগ্রহ করা হয়েছে সামাজিক যোগাযোগ-মাধ্যম থেকে। এবং পণ্যের মতো ওই নারীদের দাম নির্ধারণ করা হয়েছে। নিলামে তুলে তাদের বিক্রি করারও উদ্যোগ নেয়া হয়েছে। অথচ, এসবের কিছুই জানতে পারেননি ছবি ব্যবহার করা ওইসব নারীরা। 

দিল্লি পুলিশ জানায়, অভিযোগকারী নারী সংবাদ কর্মী তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মুসলিম মহিলাদের হেনস্থা ও অপমান করার উদ্দেশ্যে এই অ্যাপটি চালু করা হয়েছে। এদিকে, 'বুল্লি বাই' অ্যাপ নিয়ে অভিযোগ ওঠার ভারতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 'বুল্লি বাই' অ্যাপ ব্লক করা হয়েছে৷ এর আগে শনিবার টুইটারে এক নারী সাংবাদিক বুল্লি বাই অ্যাপ নিয়ে লেখেন, ‘খুবই দুঃখজনক যে একজন মুসলিম নারী হিসেবে আপনাকে এই ভয় ও বিতৃষ্ণার অনুভূতি নিয়ে আপনার নতুন বছর শুরু করতে হবে।’

জীবন উৎসর্গ করতে প্রস্তুত ২০ লাখ মুসলিম’-- দৈনিক মানবজমিন

ভারতে শান্তি নিশ্চিত করতে জীবন উৎসর্গ করতে প্রস্তুত ২০ লাখ মুসলিম। উত্তর প্রদেশের রায়বেরেলির সুপরিচিত ইসলামি চিন্তাবিদ এবং ইত্তেহাদে মিল্লাত কাউন্সিলের প্রতিষ্ঠাতা তৌকির রেজা খান এমন মন্তব্য করেছেন। সম্প্রতি ভারতের হরিদ্বারে হিন্দু সম্প্রদায়ের সমাবেশ থেকে মুসলিমদের বিরুদ্ধে যে ঘৃণামূলক বক্তব্য দেয়া হয়েছে, তার প্রতিবাদে রায়বেরেলিতে অবস্থিত ইসলামিয়া স্কুলে সমবেত হতে রাজ্যের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সেখানে ৭ই জানুয়ারি উপস্থিত হয়ে ‘ম্যাস স্যাক্রিফাইসে’ অংশ নিতে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

এ ইস্যুতে শনিবার সংবাদ সম্মেলন করেছেন তিনি। বলেছেন, সাম্প্রতিক সময়ের আগেও ধর্ম সংসদ অনেকবার অনেক ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে আপত্তি তুলে ধরেছে আমাদের সম্প্রদায়। কিন্তু বর্তমান সরকার কখনোই কোনো কথাই শুনতে প্রস্তুত নয়।আমাদের উলেমারা তিনটি মিটিং করেছেন। সেই মিটিংকে ধর্ম সংসদ বলা হয়নি কখনো। কিন্তু সম্প্রতি ধর্ম সংসদ থেকে যে ধরণের ভাষা ব্যবহার করা হয়েছে, তা আমাদের উলেমারা ব্যবহার করেছেন এমন কোনো নজির নেই। আমাদের উলেমারা শান্তি, দেশপ্রেম এবং শৃংখলার প্রতি ভালবাসা প্রদর্শন করেছেন।তিনি আরো বলেন, এটা বাস্তবেই একটি লজ্জার বিষয় যে, আমাদের ভারতে বর্তমানে এমন একটি অবস্থা বিদ্যমান। তারা আমাদের ২০ লাখ মুসলিমকে হত্যা করতে চায়। তাই আমরা আমাদের প্রাণ উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আমাদেরকে হত্যা করতে তার লোকদের পাঠায়। আগামী ৭ই জানুয়ারি প্রথমবারের মতো শুক্রবারে জুমার নামাজের পর তাদের সামনে আত্মসমর্পণ করবেন কমপক্ষে ২০ হাজার মুসলিম। দেশের শান্তি নিশ্চিত করতে এসব মুসলিম তাদের জীবন উৎসর্গ করবেন। এটাই উত্তম পথ। তিনি আরো বলেন, এখন থেকে প্রতি শুক্রবার আমরাও বিপুল সংখ্যায় সমাবেশ করবো। বিশ্বকে দেখাবো, দেখুন ভারতের মুসলিমরা বর্তমানে কি অবস্থায় আছেন।কিন্তু রায়বেরেলিতে মুসলিমদের এমন প্রতিবাদ সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

দুর্নীতি যেই করুক ছাড় নয় : প্রধান বিচারপতি-দৈনিক ইনকিলাব

নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি একটি ক্যান্সার। দুর্নীতির বিষয়ে কোনো কম্প্রোমাইজ করবো না। রোববার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, দুর্নীতি যেই করুক আমার কর্মকর্তা-কর্মচারী হলেও তাকে ছাড় দেওয়া হবে না।তিনি বলেন, ‘আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি।’এ সময় তিনি মামলাজট কমানো, বিচারবিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করার কথা বলেন।

নবনিযুক্ত প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ছাড়াও বারের সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলও বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।

সরাসরি: সন্ধের পর রাজ্যে লোকাল ট্রেন চলবে না, সোমবার থেকে বন্ধ স্কুল-কলেজ’- দৈনিক আনন্দবাজার পত্রিকা

রাজ্যে কোভিড সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি পর্যালোচনা করে সোমবার থেকে কিছু কিছু বিধিনিষেধ ঘোষণা করা হতে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রবিবার এ নিয়ে নবান্নে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। সেখানেই সম্ভাব্য বিধিনিষেধ নিয়ে আলোচনা হয়। চলতি সপ্তাহে সোমবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ৪৩৯। শনিবার তা বেড়ে ছাড়িয়ে গিয়েছে সাড়ে চার হাজারের গণ্ডি। অর্থাৎ, গত ছয় দিনে দৈনিক আক্রান্তের সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি হয়েছে রাজ্যে। এমনকি রাজ্যে দৈনিক সংক্রমণের হারও ১২ শতাংশ ছাড়িয়েছে। শুধু কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দু’হাজার। পাল্লা দিয়ে অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে মহানগরী সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

মূলবিষয়গুলো হচ্ছে:: 

  • রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ। মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
  • বিদেশ থেকে বিমানে এলে যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করা হবে।
  • বিয়ে-সহ সমস্ত রকম সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোক থাকতে পারবে না।
  • রাত দশটার পর বন্ধ শপিং মল, সিনেমা হল।
  • সমস্ত সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেই নিয়ম মানতে হবে।
  • সোমবার সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো এবং লোকাল ট্রেন।
  • সোমবার থেকে বন্ধ থাকবে সুইমিং পুল, পার্ক, সেলুন বন্ধ থাকবে। শপিং মল খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
  • সোমবার থেকে রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
  • সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমানকে শহরে ঢুকতে দেওয়া হবে না
  • রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি বলেন, “সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমানকে শহরে ঢুকতে দেওয়া হবে না।”

ভোটে লড়বই, কোন আসনে তা ঠিক করে দেবে দল: যোগী আদিত্যনাথ  ’ আজকাল

আগামী বছর দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন।

তবে প্রায় সমস্ত আকর্ষণ উত্তরপ্রদেশে নিয়ে। যোগী আদিত্যনাথ আরও পাঁচ বছর রাজ্যপাট ধরে রাখতে পারবেন নাকি অন্য কোনও দল জয়ী হবে, তা নিয়ে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে। এই আবহেই যোগী নিজেই জানিয়ে দিলেন, তিনি লড়ছেনই। তবে কোনও আসন থেকে তা ঠিক করবে তাঁর দল বিজেপিই।

এদিন তুমুল আত্মবিশ্বাসের সঙ্গে যোগী বললেন, রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে ৩০০টি জিতে ক্ষমতায় ফিরবে বিজেপি। কিছু নামী সাংবাদিকের সঙ্গে ডিনারে বসে এ কথা শোনান তিনি। সমাজবাদী পার্টির নেতা আজম খানকে একহাত নিয়ে যোগী বলেন, “আমরা ‘গুরু’ পরম্পরা অনুসরণ করে রামপুরি ছুরি ব্যবহার করি। ভাল লোকজন এই অস্ত্র দেশ এবং ধর্মের রক্ষা করতে ব্যবহার করে।” দেশজুড়ে করোনার সংক্রমণ বাড়ছে। ওমিক্রন আতঙ্কে কাঁপছে গোটা দেশ। এই সময় নির্বাচন করা উচিত কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। রামপুরে দাঁড়িয়ে যোগী বলে দিলেন, বিধানসভা নির্বাচনা যথাসময়েই হওয়া উচিত। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার আগেই জানিয়েছিলেন, পূর্ব-নির্ধারিত সময়ে ভোট হওয়ার সপক্ষেই রয়েছে সব রাজনৈতিক দল।   

 ফের ত্রিপুরায় তৃণমূলকে বাধা, অভিষেকের কর্মসূচির অনুমতি দিল না প্রশাসন-দৈনিক সংবাদ প্রতিদিন 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC leader Abhishek Banerjee) দলীয় কর্মসূচি ফের আটকে দিল ত্রিপুরা প্রশাসন। অন্য দলের অনুষ্ঠানের অজুহাতে বাতিল করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দু’টি কর্মসূচি। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগেই ত্রিপুরা প্রশাসনের তরফে চিঠি দিয়ে এ কথা জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল (TMC in Tripura)। টুইটারে ঘাসফুল শিবিরের আক্রমণ, “ভয় পাচ্ছেন বিপ্লব দেব।”

বারামুড়ার ইকো পার্কে আদিবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল অভিষেকের। তারপর তেলিয়ামুড়াতে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করার কথা ছিল তাঁর। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর। ইকো পার্কের কর্মসূচিতে অনুমতি দিল না জেলা প্রশাসন। 

তেলিয়ামুড়ার এসডিপিও অফিস থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, বারামুড়া ইকো পার্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদিবাসীদের সঙ্গে দেখা করার কথা ছিল। তা বাতিল হয়ে গিয়েছে। ইতিমধ্যে একই স্থানে আরেকটি অনুষ্ঠানের জন্য অন্য একটি সংগঠনকে অনুমতি দেওয়া হয়েছে। যেখানে প্রতিমন্ত্রী মেবারকুমার জামাতিয়াও উপস্থিত থাকবেন।

ত্রিপুরা প্রশাসনের এই পদক্ষেপের তুমুল সমালোচনা করেছে তৃণমূল। তাঁদের প্রশ্ন, “বিপ্লব দেব কি ভয় পেয়েছেন? বিজেপি ভয় দেখিয়ে আমাদের আটকাতে পারবে না। আমরা মানুষের পাশে থাকব।” উল্লেখ্য, এদিন চতুর্দশ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপির তরফে ডিজে চালিয়ে দেওয়া হয়েছিল। #

পার্সটুডে/বাবুল আখতার/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ