কথাবার্তা
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: কূটনৈতিক সমাধান না হলে যুদ্ধ দীর্ঘ হবে
শ্রোতা/পাঠকবন্ধুরা!কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ।আজ ২৪ মার্চ বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
ঢাকার কয়েকটি খবরের শিরোনাম
- কূটনৈতিক সমাধান না হলে যুদ্ধ দীর্ঘ হবে-কালের কণ্ঠ
- মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করছে রাশিয়া-যুগান্তর
- যানজটে নাকাল ঢাকা-ইত্তেফাক
- চেতনা’র ফাঁদে গ্রাহকের ৩০০ কোটি টাকা হাওয়া-মানবজমিন
- মানবতাবিরোধী অপরাধ/জামায়াতের সাব্ক সাংসদ খালেকসহ ২ জনের মৃত্যুদণ্ড-প্রথম আলো
- ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার শিরোনাম:
- ইসলামিক দেশগুলোর পাশে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে নাক গলাচ্ছে চীন! তীব্র প্রতিবাদ নয়াদিল্লির-সংবাদ প্রতিদিন
- অবিলম্বে বাংলায় ৩৫৫ ধারা জারির দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন অধীর-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবারে বিশ্লেষণে যাচ্ছি।
বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশ গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম ১১৭ শতাংশ দাম বৃদ্ধি এবং প্রতি ঘনমিটারে বিতরণ চার্জ ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৫৫ পয়সা করার প্রস্তাব করা হয়েছে এবং এ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হলো। কি আশা করছেন শুনানি থেকে?
২. ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা দেশের অর্থনীতিকে পরমাণু চুক্তির ওপর নির্ভরশীল না করার পরামর্শ দিয়েছেন। কি বলবেন আপনি?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ।
বিশ্লেষণের বাইরের কয়েকটি খবর:

ইউক্রেন বিষয়ক খবর: কূটনৈতিক সমাধান না হলে যুদ্ধ দীর্ঘ হবে বলে খবর দিয়েছে কালের কণ্ঠ। দৈনিকটির আরও কয়েকটি খবর এরকম-ইউক্রেনকে আরো ৬ হাজার ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর দাবি ইউক্রেনে ১৫ হাজারের বেশি রুশ সৈন্য নিহত হয়েছে। মানবজমিন লিখেছে, ইউক্রেন ইস্যুতে পদত্যাগ করলেন চুবাইস। খবরে লেখা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা আনাতোলি চুবাইস। একইসঙ্গে তিনি রাশিয়া ছেড়েছেন বলেও খবর পাওয়া গেছে। টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার প্রধান দূত হিসেবে কাজ করতেন তিনি। ক্রেমলিনের তরফ থেকে বুধবার তার পদত্যাগের খবর নিশ্চিত করা হয়। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। খবরে জানানো হয়, ইউক্রেনে পুতিন যে যুদ্ধ শুরু করেছেন তার বিরোধীতা থেকেই এই পদত্যাগের সিদ্ধান্ত নেন চুবাইস। প্রথমে এই রিপোর্ট প্রকাশ করে ব্লুমবার্গ, দুই সূত্রের বরাত দিয়ে তারাই প্রথম পদত্যাগের কারণ জানায়। ধারণা করা হচ্ছে, চুবাইস এখন তুরস্কে রয়েছেন। সেখানকার স্থানীয় সংবাদপত্র কমেরসান্ট একটি ক্যাশপয়েন্টে থাকা এক ব্যাক্তির ছবি প্রকাশ করেছে, যিনি দেখতে চুবাইসের মতো।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গ্যাসের দাম বাড়ছে বলে জানালেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল। এদিকে গ্যাসের দাম বাড়ানোর আলোচনায় বাজারে শঙ্কা ফের পণ্য মূল্য বাড়বে।
দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ-এরকম শিরোনাম আজ দেশের সব জাতীয় দৈনিকে। ইতিহাস গড়ে দেশের পথে সাকিব।টেস্ট সিরিজ খেলতে ফের আফ্রিকায় যাবেন সাকিব। তাসকিনের কীর্তি গত দশ বছরেও কেউ গড়তে পারিনি!সিরিজ জেতায় বাংলাদেশ দলকে বিসিসিবির ৩ কোটি টাকা পুরস্কার।
যানজটে নাকাল ঢাকা-ইত্তেফাক

রাজধানী ঢাকায় যানবাহনের জট চরম আকার ধারণ করেছে। মহানগরীতে যানজট নিত্যনৈমিত্তিক ব্যাপার হলেও দিনদিন তা সীমা ছাড়িয়ে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তাতেই থাকতে হচ্ছে যাত্রীদের। যান চলাচলে চরম বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত জনসংখ্যা ও রাস্তা সরু হওয়াই যানজটের মূল কারণ। ১০ বছর আগেও ঘণ্টায় ২১ কিলোমিটার গতিতে চলত গাড়ি। এখন তা কমে চলে এসেছে সাত কিলোমিটারে, যা পায়ে হাঁটার গতির চেয়ে সামান্য কিছু বেশি। এ অবস্থা চলতে থাকলে কয়েক বছর পরে রাজধানী ঢাকায় হেঁটে চলা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
যান চলাচলে বিশৃঙ্খলার কারণ অনেক। সারা বিশ্বের রাজধানীগুলোতে প্রতি বর্গকিলোমিটারে ৩০ থেকে ৪০ জন বসবাস করে। অথচ ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে গড়ে ৪০০ জন বসবাস করছে। বিশ্বের অন্য দেশগুলোর রাজধানীতে ২৫ ভাগ রাস্তা থাকে। কিন্তু ঢাকাতে রাস্তা আছে ১০ ভাগ। বিশ্বের অন্য দেশের রাজধানীতে যানজট দিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। এরপর আর থাকে না। কিন্তু ঢাকাকে দিন-রাত প্রায় ২৪ ঘণ্টা যানজট থাকে।
ঢাকার আশুলিয়ায় জামগড়া এলাকায় অবস্থিত চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান ১ হাজারের মতো গ্রাহকের ৩০০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। ২০০৮ সাল থেকে তারা এই প্রতারণা করে যাচ্ছিল। গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সাড়ে চারশ কোটি টাকা চাঁদাবাজির লক্ষ- যুগান্তরের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে,ঢাকার ফুটপাত ঘিরে সক্রিয় চাঁদাবাজ চক্র। এরা রমজান মাসে সাড়ে চারশ কোটি টাকা আদায়ের মিশন নিয়ে মাঠে নেমেছে। যারা চাঁদা তোলেন তাদেরকে লাইনম্যান বলা হয়। এ লাইনম্যানদের মাধ্যমে তোলা চাঁদার টাকা যাচ্ছে রাজনৈতিক নেতাকর্মী, দুর্নতিবাজ কিছু পুলিশ এবং অদৃশ্য গডফাদারদের পকেটে। এই চাঁদার হিসাবটা এরকম, দিনে সাড়ে ১০ কোটি টাকার চাঁদা তোলা হবে। মৌসুমে জায়গা বিক্রি হয় ১০০ কোটি টাকায়।রাজধানীর ফুটপাত জুড়ে চাঁদাবাজির জন্য রয়েছে প্রায় অর্ধশতাধিক গ্রুপ। তাদের সদস্য সংখ্যা প্রায় তিনশ। ফুটপাতের ব্যবসায়ীরা বলছেন, চাঁদাবাজরা বিভিন্ন অভিযানে ধরা পড়ে আবার কিছুদিন না যেতেই জামিনে বেরিয়ে আসে। আবার শুরু করে চাঁদাবাজি।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
রামপুরহাটের পর নদিয়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি করা হলো। এবার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।এদিকে আজ বগটুই গেছেন মুখ্যমন্ত্রী-তার সঙ্গে দেখা করতে গ্রামে ফিরেছে নিহত ভাদু শেখের পরিবার। একইদিনে বগটুই গেছেন অধীর ও বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা। অধীর রঞ্জন ঐ ইস্যুতে অবিলম্বে বাংলায় ৩৫৫ ধারা জারির দাবি জানিয়েছেন।
ইসলামিক দেশগুলোর পাশে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে নাক গলাচ্ছে চীন! তীব্র প্রতিবাদ নয়াদিল্লির-সংবাদ প্রতিদিন
কাশ্মীর ইস্যুতে ফের এক মেরুতে চীন এবং পাকিস্তান। এবার পাকিস্তানে ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসি’র অনুষ্ঠানে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে মন্তব্য করলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াংই । কার্যত কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলোর পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি। চীনা বিদেশমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে নয়াদিল্লি। বস্তত বছর দুই ধরেই অরুণাচল এবং লাদাখ সীমান্তে ভারতীয় ভূখণ্ড দখলের মরিয়া চেষ্টা করে যাচ্ছে চীন।যদিও লাদাখ সীমান্তে দুই দেশের মধ্যে শান্তি ফেরানোর প্রক্রিয়া এখনও চলছে।এসবের মধ্যেই পাকিস্তানের পাশের দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে ভারতকে চাপে রাখার কৌশল নিয়েছে চীন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪