মার্চ ২৫, ২০২২ ১৬:১৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • আজ ভয়াল কালরাত গণহত্যা দিবস -কালের কণ্ঠ
  • 'বিচার নাই, কার কাছে চাইব’-প্রথম আলো
  • পূর্ব ইউরোপে আরও ২০ হাজার সেনা পাঠাচ্ছে ন্যাটো-যুগান্তর
  • তিন হাজার কোটি টাকা পাচার মামলা-সম্পূরক চার্জশিটের সুযোগ আছে কী-মানবজমিন
  • ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: বাইডেন-ইত্তেফাক
  • নগদ ২৫৪ কোটি টাকা নিয়ে পালাতে গিয়ে বিপাকে ইউক্রেনীয় রাজনীতিবিদের স্ত্রী: ডেইলি মেইল -বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • দ্রুত সমস্ত সেনা প্রত্যাহার করুন’, চিনা বিদেশমন্ত্রীকে কড়া বার্তা ‘সুপার স্পাই’ ডোভালের -সংবাদ প্রতিদিন
  • সিটে আস্থা নেই, বগটুই-‌কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের- আজকাল
  • পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাই, বগটুই নিয়ে রূপা রাজ্যসভায় কেঁদে ভাসালেন!- আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

২৫শে মার্চ গণহত্যার কালরাত্রি-মানবজমিন/কালের কণ্ঠ

ভয়াল ২৫শে মার্চ আজ। ১৯৭১ সালের এইদিনে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। সংঘটিত হয় ইতিহাসের জঘন্যতম গণহত্যা। দিবসটি উপলক্ষে পালিত হয়েভে বিভিন্ন কর্মসূচি।

তিন হাজার কোটি টাকা পাচার মামলা-সম্পূরক চার্জশিটের সুযোগ আছে কী-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে অন্যতম মেগা মামলা। প্রায় তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগ। এরইমধ্যে ঢাকার আদালতে শুরু হয়েছে এ মামলার বিচার কার্যক্রম। চার্জশিটভুক্ত আসামি ১০ জন। বিচারের মুখোমুখি এক সময়কার প্রভাবশালী মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরও। সম্প্রতি গ্রেপ্তার করা হয় তাকে। প্রথমে মামলা হয় দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে। পরে চার্জশিট দাখিল করা হয় ১০ জনের বিরুদ্ধে।আর আবেদন করা হয় ৪২ আসামিকে অব্যাহতি দেয়ার।

ইউক্রেন-রাশিয়া সংঘাতের খবর: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে তার যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো এর জবাব দেবে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সম্পর্কিত ইত্তেফাকের অপর দুটি খবর এরকম, একটি রিপোর্টে বলা হয়েছে, অর্ধেকের বেশি রুশ ক্ষেপনাস্ত্র ব্যর্থ হয়েছে। আর ইইউ রাশিয়ার উপর নির্ভরশীলতা কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্যাস বিষয়ক একটি চুক্তি করতে যাচ্ছে। আর প্রথম আলোর খবরে লেখা হয়েছে, জাতিংসঘ বলেছে রাশিয়া বেসামরিক ইউক্রেনীয়দের তুলে নিয়ে যাচ্ছে, আটক করছে।

নগদ ২৫৪ কোটি টাকা নিয়ে পালাতে গিয়ে বিপাকে ইউক্রেনীয় রাজনীতিবিদের স্ত্রী: ডেইলি মেইল-বাংলাদেশ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে,

নিহত প্রীতি ও তার বাবা জামাল উদ্দিন

বিচার নাই, কার কাছে চাইব’-প্রথম আলোসহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতির শান্তিবাগের বাসায় চলছে শোকের মাতম।

শোকে অনেকটাই নির্বাক সামিয়ার মা হোসনে আরা। তিনি এখন তাঁর প্রিয় সন্তানের লাশের অপেক্ষায়। শোকে কাতর এই মা বলেন, ‘বিচার চাই না। শুধু মেয়ের লাশ আমাকে পৌঁছে দিলেই হলো।’ আর সামিয়ার বাবা মো. জামাল উদ্দিন বলেছেন, ‘কার শাস্তি চাইব? বিচার নাই, বিচার কার কাছে চাইব?’ মামলা চালানোর মতো অবস্থাও নেই। আমরা নিরীহ মানুষ। বিচার চাইলে আল্লাহর কাছে চাই। তিনিই বিচার করবেন।’ জামাল উদ্দিন এখন মেয়ের লাশ পেতে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে অপেক্ষা করছেন।

তিনি প্রথম আলোকে জানান, তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। মেয়ের লাশ রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে দাফন করার কথা ভাবছেন তাঁরা। লাশ পেলে আজকেই দাফন করবেন।

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন সামিয়া। অকৃতকার্য হওয়ায় আবার পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

গতকাল রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৫৮)। একই ঘটনায় নিহত হন সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা সামিয়া।জামাল উদ্দিন বলেন, তাঁর মেয়ের পিঠের বাঁ পাশে গুলি লেগেছে। তাঁকে একটা গুলি লাগার ছবি দেখানো হয়েছে।জামাল উদ্দিন বলেন, ‘সন্তানের এ রকম মৃত্যু কোনো মা-বাবারই কাম্য নয়।’

টিপু হত্যায় তথ্য পাওয়া গেছে র‍্যাব

এদিকে, শাহজাহানপুরের দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপুসহ দুজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।জাহিদুলের স্ত্রী ফারহানা ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এই মামলা করেন। এদিকে টিপু হত্যার বেশ কিছু আলামত ও তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক তার মতামত কলামে লিখেছেন, সুখবর আছে অনেকগুলো। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের দেশ হয়ে গেছে, বিচ্ছিন্ন চরেও পৌঁছে গেছে বিদ্যুৎ। ওয়ালটনের মতো কোম্পানিগুলোর ফ্রিজ বিক্রি হচ্ছে প্রত্যন্ত গ্রামে-গঞ্জে। সুখী দেশের বিশ্বতালিকায় বাংলাদেশ এগিয়েছে ৭ ভাগ, ১০১ থেকে এসেছে ৯৪-তে। প্রবাসী আয়ের গতিবৃদ্ধি হয়েছে মার্চ মাসে। এ হার অব্যাহত থাকলে মার্চে প্রবাসী আয় ছাড়িয়ে যাবে ২০০ কোটি ডলার। পাশাপাশি আছে মন খারাপ করা খবরও। আগের বছরের মতো ২০২১ সালেও বাংলাদেশ পৃথিবীর ১ নম্বর বায়ুদূষণের দেশ হিসেবে গণ্য হয়েছে। বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে চলে গেছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, এ খবর বেশ পুরোনো।

পাশাপাশি এ খবরটাও আপনাদের জানিয়ে রাখি, চালসহ খাদ্যশস্য মজুত এখন বাংলাদেশে সবচেয়ে বেশি। খাদ্যনিরাপত্তার দিক থেকে দুর্ভাবনা নেই। দেশে এখন খাদ্য মজুত আছে ২০ লাখ টনের বেশি। চাল, ডাল, তেল, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার ব্যবস্থা নিচ্ছে। টিসিবিতে কম দামে নিত্যপণ্য বিক্রি করার পাশাপাশি ওএমএস কার্যক্রম জোরদার করা হয়েছে, এখন শুরু হয়েছে এক কোটি মানুষকে ন্যায্যমূল্যে কার্ডের মাধ্যমে নিত্যপণ্য বিক্রির মহাকর্মসূচি। করোনার সময় মুঠোফোনের মাধ্যমে আড়াই হাজার টাকা পাঠানো হয়েছিল দুই দফায়, ৫০ লাখ টার্গেট করে প্রায় ৩৮ লাখ মানুষকে টাকা পাঠানো গিয়েছিল, সেই ডেটা ব্যবহার করা হবে। আরও নতুন ৬০ লক্ষাধিক মানুষকে কার্ড দেওয়া হচ্ছে। এ কার্ডধারীরা ডিলারের দোকান থেকে দুই দফায় ভর্তুকি দেওয়া দামে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ পাবেন।

বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন, ‘অন্যান্য দেশ পায় সোনার খনি, আমি পেয়েছি...খনি।’ শূন্যস্থান আমি আর পূরণ করলাম না। ৫০ লাখ মানুষকে মুঠোফোনে টাকা দেওয়ার উদ্যোগ নিয়ে ৩৮ লাখকে দিতে পারা গিয়েছিল, বাকি বরাদ্দ টাকা ফেরত গিয়েছিল, কারণ বাকি নম্বরগুলো ছিল ভুয়া, একই নম্বর নানাজনের নামে দেওয়া তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এখন প্রথম আলোর ২৩ মার্চের প্রথম পাতার খবর, ‘কার্ড নিতে দিতে হলো টাকা’। ঘটনা গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নে। আমার সোনার দেশের চেয়ারম্যান-মেম্বাররা শতভাগ সৎ, বুক ফুলিয়ে এ কথা বলতে পারলে দুর্নীতির তালিকায় বাংলাদেশের নাম কোনো দিনও আসত না।

সরকার যে নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য উদ্যোগী হয়েছে, তা তো দেখাই যাচ্ছে। বিশাল কর্মযজ্ঞ চলছে, জেলায় জেলায় খাবারের প্যাকেট বানানো হচ্ছে। তা যাচ্ছে উপজেলায়, উপজেলা থেকে ইউনিয়নে, সেখানে ডিলারের মাধ্যমে একটা থেকে তিনটা কেন্দ্র থেকে চলছে ন্যায্যমূল্যে বিক্রি। বাংলাদেশে সেফটি নেট আছে। খাদ্যশস্যের মজুত ভালো। তারপরও এ পরিস্থিতি হলো কেন?

একবার দেখেছিলাম, একটা টিসিবির ট্রাক ধীরে ধীরে চলছে, তার পেছনে মানুষের দীর্ঘ লাইনটাও চলছে। যেন পিঁপড়ার লাইন। দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল। আমরা কবে দারিদ্র্যবিহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব?

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

বগটুই কাণ্ড নিয়ে গোটা পশ্চিমবঙ্গসহ ভারত উত্তাল। এ সম্পর্কিত নানা খবর ভারতের আজকের বাংলা দৈনিকগুলোতে প্রকাশিত হয়েছে। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাই, বগটুই নিয়ে রূপা রাজ্যসভায় কেঁদে ভাসালেন! রূপা আরও বলেন, পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ। এখানকার মানুষদেরও বেঁচে থাকার অধিকার আছে। পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা অপরাধ নয়। পুরো খবরে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাই, এই দাবি তুলে বগটুই-কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যসভায় কেঁদে ভাসালেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বীরভূমের রামপুরহাটের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। এমনকি রাজ্যের সীমা টপকে দেশ জুড়েও এই ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে। সেই ঘটনা নিয়ে রাজ্যসভায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রূপা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘‘আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। পশ্চিমবঙ্গে গণহত্যা চলছে। মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছেন। বাচ্চা-বয়স্ক সবাই চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বেঁচে থাকা দায় হয়ে উঠেছে।’’রূপার মন্তব্য, ‘‘পশ্চিমবঙ্গের এই ঘটনা নিয়ে কথা বলার সময় আমার মাথা ঝুঁকে যাচ্ছে। শুধু আট জন মারা গিয়েছেন। বাকিরা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু কেউ স্বাভাবিক ভাবে মারা যাননি। সবাইকে পুড়িয়ে মারা হয়েছে। সবার কাছে বেআইনি অস্ত্র ছিল। ফরেন্সিক রিপোর্টে এসেছে নিহতদের হাত-পা বেঁধে পুড়িয়ে মারা হয়েছে।’’

সিটে আস্থা নেই, বগটুই-‌কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের-আজকাল

বগটুই-‌কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।এখন থেকে আর রাজ্যের গঠিত সিট তদন্ত করতে পারবে না। হাইকোর্টের নজরদারিতে এই মামলার তদন্ত হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করতে হবে সিবিআইকে, ১৩ দিনের মধ্যে স্টেটাস রিপোর্ট তৈরি করে আগামী ৭ এপ্রিল আদালতে তা জমা দিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। এমনকী, দ্রুত দোষীদের গ্রেপ্তার করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে হাইকোর্টের এই রায়ে ধাক্কা রাজ্যের। রাজ্যের গঠিত সিটের ওপর আস্থা রাখল না আদালত।

দ্রুত সমস্ত সেনা প্রত্যাহার করুন’, চিনা বিদেশমন্ত্রীকে কড়া বার্তা ‘সুপার স্পাই’ ডোভালের-সংবাদ প্রতিদিন

সীমান্ত সংঘাত নিয়ে কড়া অবস্থান ভারতের (India)। শুক্রবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-কে সীমান্তবর্তী এলাকা থেকে দ্রুত সমস্ত সেনা প্রত্যাহার করার বার্তা দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

বৃহস্পতিবার দিল্লি পৌঁছন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)। আজ বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দেখা করবেন তিনি। তার আগে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসেন ওয়াং। প্রত্যাশিতভাবেই দু’জনের আলোচনায় লাদাখে চলা সীমান্ত সমস্যার বিষয়টি উঠে আসে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পূর্ব লাদাখ সীমান্তে সংঘর্ষের কেন্দ্রবিন্দু থেকে চিনকে (China) দ্রুত সেনা সরানোর আরজি জানিয়েছেন দুঁদে গুপ্তচর থেকে নিরাপত্তা উপদেষ্টা হয়ে ওঠা ডোভাল। একইসঙ্গে, সীমান্ত সমস্যা সমস্যা সমাধানে কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষেও সহমত প্রকাশ করেন দু’জনে। বলে রাখা ভাল, ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এটাই ভারত ও চিনের মধ্যে উচ্চস্তরের প্রথম বৈঠক।

সূত্রের খবর, সীমান্ত সংঘাত দুই দেশের পক্ষেই ক্ষতিকর বলে বৈঠকে মত প্রকাশ করেছেন ওয়াং এবং ডোভাল। ফলে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে থাক বিশাল ফাটল মেরামত করতে সীমান্তে শান্তি স্থাপনের পক্ষে সওয়াল করেছেন তাঁরা। একইসঙ্গে, আগামীদিনে চিন সফরেও যেতে পারেন ডোভাল বলে জানা গিয়েছে। 

আইপিএল চলাকালীন জঙ্গি হামলার আশঙ্কা, বাড়ানো হল ক্রিকেটারদের নিরাপত্তা-সংবাদ প্রতিদিন

আইপিএল চলাকালীন সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা মুম্বইয়ে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা বা মহারাষ্ট্র ATS গোপন সূত্রে খবর পেয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে মুম্বই পুলিশকে। এটিএসের সতর্কবার্তা পাওয়ার পরই আইপিএলের টিম হোটেল এবং স্টেডিয়ামগুলিতে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মুম্বই পুলিশ (Mumbai Police)। বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫