কথাবার্তা
টিপু হত্যা: দুই কোটি টাকার কিলিং মিশন,গ্রেপ্তার কিলার
শ্রোতা/পাঠকবন্ধুরা!কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ।আজ ২৭ মার্চ রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
ঢাকার কয়েকটি খবরের শিরোনাম
- বিশ্বে ৪ কোটি মানুষকে চরম দারিদ্র্যে ঠেলে দেবে খাদ্যের মূল্যবৃদ্ধি-কালের কণ্ঠ
- আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু মুক্তি পাইনি: জিএম কাদের -যুগান্তর
- আওয়ামী লীগ নেতা টিপু ও প্রীতি হত্যার শুটার গ্রেপ্তার –ইত্তেফাক/যুগান্তর
- রাজধানী ঢাকায় হঠাৎ বেড়েছে খুন-মানবজমিন
- গত বছর পর্নোগ্রাফির শিকার ৫২ কন্যাশিশু-প্রথম আলো
- রাজধানীতে দুবৃত্তের গুলিতে চিকিৎসক নিহত-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার শিরোনাম:
- বগটুই কাণ্ডে আরও তৎপর সিবিআই, ২১ জনের নামে এফআইআর দায়ের-সংবাদ প্রতিদিন
- পুলিশ কেন গেল না? বগটুইয়ের ঘটনায় এ প্রশ্নই ভাবাচ্ছে সিবিআই কর্মকর্তাদের-আজকাল
- ডেউচা পাঁচামি আটকাতে বগটুইয়ে ষড়যন্ত্র, শিলিগুড়িতে বললেন মমতা-আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবারে বিশ্লেষণে যাচ্ছি।
বিশ্লেষণের বিষয়:
১. আওয়ামী লীগ নেতা টিপু ও প্রীতি হত্যার শুটার গ্রেপ্তার। এ খবর দিয়েছে প্রায় সব দৈনিক। বিষয়টিকে কিভাবে দেখছেন?
২. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কসাই বলে মন্তব্য করেছেন। পাশাপাশি বাইডেন বলেছেন, পুতিন ক্ষমতায় থাকতে পারেন না। জো বাইডেনের এসব মন্তব্য কতটা গ্রহণযোগ্য?
বিশ্লেষণের বাইরের কয়েকটি খবর:
রাজধানী ঢাকায় হঠাৎ বেড়েছে খুন-মানবজমিন/ইত্তেফাক
রাজধানীর মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতিকে ফিল্মিস্টাইলে গুলি করে হত্যার ঘটনায় এক শ্যুটারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সকালে ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

দুই কোটি টাকার চুক্তিতে জাহিদুল ইসলাম টিপুকে খুন করার পরিকল্পনা নেওয়া হয়। ‘কিলিং মিশন’ শেষ হলে পর্যায়ক্রমে এ টাকা পরিশোধ করা হবে। এই টাকা টেন্ডারবাজির কমিশন থেকে দেওয়া হবে।
২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর মতিঝিল এজিবি কলোনীর ১৭-বি ভবনের সামনে দুর্বৃত্তরা গুলি করে যুবলীগ কর্মী রিজভী হাসান বাবু ওরফে বোচা বাবুকে খুন করে। এই খুনের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। এই মামলাটি তুলে নিতে টিপুর ওপর চাপ প্রয়োগ করে আসামিরা। ব্যর্থ হওয়ার পর আসামিরা টিপুর প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করে। এই মামলায় আসামি ছিলেন যুবলীগ ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মারুফ রেজা সাগর। তিনি পানি সাগর নামে পরিচিত। এই মামলার চার্জশিটে টিপুর মধ্যস্থতায় সাগরের নাম বাদ দেওয়া হয়।
উল্লেখ্য, টিপু হত্যাকান্ডের সময় তাকে বহন করা মাইক্রোবাসের পিছনের সিটে বসেছিলেন বোচা বাবুর বাবা আবুল কালাম। তিনি টিপুর ঘনিষ্ট বন্ধু। মামলাটি তুলে নিতে টিপুর পাশাপাশি মামলার বাদী বোচা বাবুর বাবাকেও চাপ দেওয়া হয়।
এদিকে টিপু হত্যাকান্ডের পর ঘটনাস্থল থেকে সিআইডি’র ক্রাইম সিন আলামত সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষা করছে। সংগৃহীত আলামত পর্যালোচনা করে একজন কর্মকর্তা বলেছেন, এই খুনে ঘাতক নাইনএমএম (9mm) পিস্তল ব্যবহার করে। সেভেন পয়েন্ট সিক্স ফাইভ (7.65) ক্যালিবারের পিস্তলে স্বয়ংক্রিয়ভাবে ১৫টি গুলি করা যায়। ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ গোয়েন্দারা পর্যবেক্ষণ করছেন। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা।
মোটরসাইকেলের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুইজনকে আটক করেছে। তবে আটককৃতরা ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিলিং মিশনে অংশ নেওয়ার কথা অস্বীকার করেছে। গোয়েন্দারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। তবে আটকের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কোন কর্মকর্তাই নিশ্চিত কোন তথ্য দেননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ক্রীড়া পরিষদ, রেলওয়ে, রাজউক, গণপূর্ত, কমলাপুর আইসিডি ও বিদ্যুৎ ভবনের টেন্ডারবাজির একক নিয়ন্ত্রণ নিয়ে টিপুর সঙ্গে একটি বড় গ্রুপের দ্বন্দ্ব হয়। এই গ্রুপটি হচ্ছে ২০১৩ সালের ২৯ জুলাই গুলশানে ‘শপার্স ওয়ার্ল্ড’ বিপণী বিতানের সামনে খুন হওয়া যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিলকীর গ্রুপ। মিলকী হত্যা মামলার চার্জশিটে ১০ নম্বর আসামি জাহিদুল ইসলাম টিপুর নাম বাদ দেওয়া হয়। চার্জশিটে যুবলীগ নেতা মারুফ রেজা সাগর ওরফে পানি সাগরের নামও বাদ দিয়ে তার স্ত্রী ফাহিমা ইসলাম লোপার নাম দেওয়া হয়। মিলকী গ্রুপের প্রধান শেল্টারদাতা দুবাইয়ে আত্মগোপন করা তেইশ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম জিসান আহমেদ মন্টি ওরফে জিসান। টিপুর প্রতিপক্ষ গ্রুপটি জিসানের কিলার গ্রুপ দিয়ে ‘কিলিং মিশন’টি সম্পন্ন করায়। কিলিং মিশন সম্পন্ন করার পর পর্যায়ক্রমে ২ কোটি টাকা জিসানের কাছে পৌঁছে যাবে।
অন্যদিকে, টিপু খুনের পর মতিঝিল, পল্টন, শাহজাহানপুর ও খিলগাঁও এলাকার আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন গ্রুপে থমথমে বিরাজ করছে। টিপু চলে যাওয়ার পর বিশাল এলাকার হাজার হাজার কোটি টাকার টেন্ডারবাজির কমিশন কার হাতে যাবে-তা নিয়ে চলছে গোপন আলোচনা। বিদেশ থেকে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কথোপকথন চলছে।
এদিকে, স্বামী টিপু হত্যার পর অজানা আতংকে ভুগছেন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি।
তিনি বলেন, ‘‘ঘটনার দিন সকালে বাসা থেকে বের হওয়ার সময় তার স্বামী তাকে বলেছিলেন, ‘ডলি আমারে তো মাইরা ফেলব।’ আতংকে আছি।’’ ঘটনার পর থেকে শান্তিবাগে টিপুর বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউক্রেন বিষয়ক খবর: মার্কিন প্রেসেডেন্ট জো বাইডেন বলেছেন,পুতিন 'স্মার্ট', কিন্তু ইউক্রেন আক্রমণ করে 'বড় ভুল' করেছেন। বাইডেন আরো বলেছে বিশ্বের ১১ তম বৃহৎ অর্থনীতি ছিল রাশিয়ার এখন ২০ এর মধ্যেও থাকবে না। তাছাড়া ন্যাটোকে বিভক্ত করার পুতিনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বাইডেন। অপর এক খবরে লেখা হয়েছে পুতিন হামলা বন্ধ করলে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠতে পারে। আর ক্রেমলিন বলেছে, পুতিন রাশিয়ার ক্ষমতায় থাকবেন কি না তা বলা বাইডেনের কাজ নয়। এসব খবর দৈনিক মানবজমিনের পরিবেশিত হয়েছে।
এদিকে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, এবার রুশ হামলার শিকার ইউক্রেনের পারমাণবিক গবেষণা চুল্লি। তাছাড়া এবার ইউক্রেনে যুদ্ধ কৌশল বদলাচ্ছে রাশিয়া।
বিশ্বে ৪ কোটি মানুষকে চরম দারিদ্র্যে ঠেলে দেবে খাদ্যের মূল্যবৃদ্ধি-কালের কণ্ঠ
ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির পাশাপাশি খাদ্যপণ্যের দাম বাড়ছে অব্যাহতভাবে। এতে চার কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যসীমায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে উন্নয়ন সংস্থা দ্য সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট (সিজিডিইভি)। গত শুক্রবার সংস্থাটি রপ্তানি নিয়ন্ত্রণ ও রাশিয়ার খাদ্য উৎপাদনে নিষেধাজ্ঞা নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করে।
এক বিশ্লেষণ ব্লগে ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক জানায়, ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি আগের অভিজ্ঞতাকে ছাড়িয়ে গেছে।
২০০৭ ও ২০১০ সালে খাদ্যের যে মূল্যবৃদ্ধি ঘটেছিল বর্তমানে তার চেয়ে অনেক বেশি হচ্ছে। বিশ্বব্যাংকের উদ্ধৃতি দিয়ে সংস্থা জানায়, ২০০৭ সালে খাদ্যপণ্যের দাম বাড়ার ফলে ১৫৫ মিলিয়ন মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে নেমছিল। আরেকটি গবেষণায় দেখা যায়, ২০১০ সালের ঘটনায় ৪৪ মিলিয়ন মানুষ চরম দারিদ্র্যে পড়েছিল।
সিজিডিইভির গবেষণায় বলা হয়, ‘২০১০ সালে যে হারে খাদ্যপণ্যের দাম বেড়েছিল, বর্তমানেও একই মাত্রায় বাড়ছে। তাই আমাদের বিশ্লেষণ বলছে, ২০২২ সালের এ মূল্যবৃদ্ধি ৪০ মিলিয়ন বা চার কোটি মানুষকে চরম দারিদ্র্যসীমায় ঠেলে দেবে। ’ বিশ্বব্যাংকের সংজ্ঞা অনুযায়ী চরম দারিদ্র্যসীমা হচ্ছে দিনে ১.৯০ ডলারের কম আয় করা।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
বগটুই কাণ্ডে আরও তৎপর সিবিআই, ২১ জনের নামে এফআইআর দায়ের-সংবাদ প্রতিদিন

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে বগটুই কাণ্ডের তদন্তভার নেওয়ার পরই তৎপর সিবিআই। এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ২১ জনের নাম এফআইআরে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবারের পর রবিবার সকালেও ফের রামপুরহাটের বগটুই (Bagtui) গ্রামে যান সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় ফরেনসিক দলও আরও একবার ওই গ্রামে যায়। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। রামপুরহাট থানার পুলিশের সঙ্গেও দেখা করেন সিবিআই আধিকারিকরা। বিভিন্ন নথি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সেখানে শান্তি ফেরাতে তৎপর রাজ্য পুলিশও। এদিকে, এখনও পর্যন্ত এই ঘটনায় ধৃত আনারুল হোসেন-সহ ১১ জন।
ডেউচা পাঁচামি আটকাতে বগটুইয়ে ষড়যন্ত্র, শিলিগুড়িতে বললেন মমতা-আনন্দবাজার পত্রিকা

দু’একটা দুষ্টু গরু সব জায়গায় থাকে...কিন্তু আমি মাপ করব না। এমন ঘটনা আমি কখনও মাপ করব না।দাদু-নাতির গন্ডগোল হলেও সিবিআই চাই! মা-মেয়ের গন্ডগোল হলে সিবিআই চাই! আর কত নীচে নামবেন? ডেউচা পাঁচামি আটকাতে বগটুইয়ে ষড়যন্ত্র হয়েছে। পুরো পুলিশকে দায়ী করা হচ্ছে। মমতা বললেন, হ্যাঁ পুলিশের ভুল ছিল। এদিকে সরেজমিনে সেখানকার চিত্র নিয়ে কোনো কোনো দৈনিকে লেখা হয়েছে, পরিত্যক্ত বগটুই গ্রামে এখন শ্মশানের নিস্তব্ধতা, পোড়া ঘরবাড়ি শুধু সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মানব বর্বরতার।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭