কথাবার্তা
ইউক্রেন-রুশ সংঘাতে নতুন মোড়: পাকিস্তান সংকট, করোনার ভয়াবহ ভ্যারিয়েন্ট আসছে!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- সরকারের লোভে দ্রব্যমূল্য আকাশচুম্বী-ফখরুল:প্রথম আলো
- ‘দেশে যত উন্নতি হচ্ছে, তত বৈষম্য বাড়ছে’-মানবজমিন
- হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ-ইত্তেফাক
- বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৬১ লাখ ৭১ হাজার -বাংলাদেশ প্রতিদিন
- পাকিস্তানের সেনাবাহিনী কোন্পক্ষে?-যুগান্তর
- ওয়েবিনারে দুই নোবেল বিজয়ী বললেন, সারা বিশ্বেই সংঘাত বন্ধ করতে হবে-কালের কণ্ঠ
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- নয়া ভ্যারিয়েন্ট XE ওমিক্রনের চেয়ে ১০ গুণ দ্রুত ছড়ায়! বিশ্বকে নতুন করে সতর্ক করল WHO -সংবাদ প্রতিদিন
- বিজেপিবিরোধী আন্দোলনে শীতঘুম থেকে বেরচ্ছে না কংগ্রেস-তৃণমূল- আজকাল
- বিধানসভা থেকে সাপপেন্ড, আদালতে পারেন শুভেন্দুসহ বিজেপির বিধায়করা- আনন্দবাজার পত্রিকা
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
ঢাকার বাতাসে বিষ-মানবজমিন

বায়ু দূষণের শীর্ষ অবস্থানে ঢাকা। প্রতিনিয়তই অপরিকল্পিতভাবে গড়ছে নগরায়ন। বাড়ছে জনসংখ্যা ও শিল্পকারখানা। নির্মাণ হচ্ছে রাস্তাঘাট ও স্থাপনা। শুষ্ক এই মৌসুমেও উন্নয়ন কাজের নামে
চলছে খোঁড়াখুঁড়ি। এতে ধুলোয় ধূসরময় রাজধানী। শিল্পায়ন, উৎপাদন, নগরায়নের ফলে বাতাসে ভাসছে বিষ। সেই বিষ ঢুকছে মানবদেহে।প্রতি শ্বাসে নগরবাসী গ্রহণ করছে বিষাক্ত পদার্থ। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় বায়ু দূষণের কারণে নগরবাসীর গড় আয়ু কমেছে সাত বছর। বায়ুবাহিত রোগের কারণে প্রতি বছর দেড় লাখের বেশি মানুষ মারা যাচ্ছেন। বাড়ছে ক্যান্সার, কিডনি, হৃদরোগের মতো জটিল অসুখ। নষ্ট হয়ে যাচ্ছে নারী-পুরুষের প্রজনন ক্ষমতাও। বাতাসের মাধ্যমে অতি সূক্ষ্ম কণা সরাসরি মানব শরীরের ব্রেণে ঢুকে ছোট সেলগুলোকে অকেজো করে দিচ্ছে। যা অনেকটা কার্বন মনোক্সাইডের মতো নীরব ঘাতক। এতে শুধু স্বাস্থ্য ঝুঁকিই বাড়ছে না। ব্লাক কার্বন, সিএফসি ও ওজন স্তরকেও উত্তপ্ত করে তুলছে। বায়ু দূষণ কমাতে আদালতের নির্দেশনা থাকলেও তা আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। সিটি করপোরেশনের পক্ষ থেকে সড়কে পানি ছিটানোর কথা বললেও তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। এছাড়া যেসব স্থানে বায়ু দূষণ হচ্ছে, যেখানে সিটি করপোরেশনের পানিবহনকারী গাড়ি যাচ্ছে না। পরিবেশ অধিদপ্তরও অনেকটা নিশ্চুপ। ঢিলেঢালা ভাবে চলছে নির্মল বায়ু আইন-২০১৯। এ সংস্থাটির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নগরবাসী।তারা বলছেন, দূষণকারী প্রতিষ্ঠানের বেশির ভাগই সরকারি। পরিবেশ অধিদপ্তর এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে দূষণ কমে আসতো।
সম্প্রতি সুইজারল্যান্ড ভিত্তিক দূষণ প্রযুক্তি সংস্থা আইকিউএয়ারের বার্ষিক প্রকাশিত প্রতিবেদনে ১১৭টি দেশের মধ্যে দূষণের তালিকায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ নাম। তবে এবারই প্রথম নয়। এর আগেও টানা ৩ বার দূর্ষণের তালিকার শীর্ষে নাম উঠেছে।
হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ-ইত্তেফাক
দেশে হঠাৎ করেই ভয়াবহ আকারে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। এক মাস আগেও যেখানে আইসিডিডিআরবিতে (ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ) প্রতিদিন ৪৫০ থেকে ৫০০ রোগী ভর্তি হতো, এখন প্রতিদিন সেখানে ভর্তি হচ্ছে ১ হাজার ৩০০ জনেরও বেশি। অর্থাৎ দ্রুত গতিতে দুই থেকে আড়াই গুণ রোগী বেড়েছে।পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, হাসপাতালের বিছানায় রোগীদের এখন ঠাঁই দেওয়া যাচ্ছে না। আইসিডিডিআরবিতে দুটি তাঁবু টানিয়ে রোগীদের চিকিত্সা দেওয়া হচ্ছে।
দামের কারসাজি রুখতে মাঠে প্রশাসন কিন্তু তাতে বাজারে সুফল মিলছে না। আর মির্জা ফখরুলের অভিযোগ, সরকারের লোভের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী।কালের কণ্ঠে ছাপা হযেছে। দৈনিকটির দুর্নীতি বিষয়ক একটি খবরে লেখা হয়েছে, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল-অর্থাৎ পঙ্গু হাসপাতালে নিয়োগ চারজনের অথচ বেতন দেয়া হয়েছে ১০১ জনের।বেতনের নামে প্রায় দেড় কোটি টাকা দুর্নীতি হয়েছে। এভাবে ১৩ টি সরকারি হাসপাতালে ৪৫ কোটি টাকার অনিয়ম হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসব অনিয়ম ও দুর্নীতির সঙ্গে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এবং হাসপতালের কিছু কর্মকর্তা জড়িত।
আওয়ামী লীগ নেতা টিপু হত্যা মামলার কি অবস্থা? এর জবাব খানিকটা মিলবে যুগান্তরের একটি খবরে। তাতে লেখা হয়েছে, মুসা ছাড়া তদন্তে গতি আসছে না।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, এখন পর্যন্ত মুসার অবস্থান শনাক্ত করা চেষ্টা চলছে। স্থানীয়ভাবে নজরদারির পাশাপাশি তাকে গ্রেফতারে প্রযুক্তির সহায়তাও নেওয়া হয়েছে। সীমান্ত এলাকাগুলোতেও তাকে শনাক্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য বিমানবন্দরগুলোতেও ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। কিন্তু কোনো পর্যায় থেকেই আশাব্যঞ্জক তথ্য পাওয়া যায়নি। টিপু হত্যার আগেই মুসা দেশ ছেড়ে ভারতে গেছেন এমন গুঞ্জন রয়েছে মতিঝিল এলাকায়। গুঞ্জনে ভিত্তি দিয়েছে হত্যাকাণ্ডে আন্ডারওয়ার্ল্ড কানেকশন এবং শীর্ষ সন্ত্রাসী ফ্রিডম মানিকের ভারতে অবস্থান।
রাজধানীর শাহজাহানপুরের ব্যস্ত সড়কে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার তদন্তে বেশ অগ্রগতি দেখিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার করা হয়েছে টিপুর ওপর গুলি চালানো শুটার মাসুম মোহাম্মদ আকাশকে (৩৪)।
শনাক্ত করা হয়েছে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল। বৃহস্পতিবার রিভলভারসহ সন্ত্রাসী আরফান উল্লাহ দামালকে গ্রেফতার করা হয়েছে। এত অর্জনের পরেও তদন্তে প্রত্যাশিত সাফল্য আসছে না পরিকল্পনাকারী সুমন শিকদার মুসা গ্রেফতার না হওয়ায়।
এই হত্যাকাণ্ডটি ‘কাটআউট’ সিস্টেমে হওয়ায় এক অপরাধী অন্য অপরাধীদের বিষয়ে খুব বেশি তথ্য দিতে পারছে না। এতে মুসা ছাড়া এ হত্যাকাণ্ডে জড়িত অন্য নামগুলোর বিষয়ে ধারণা পাওয়া গেলেও পরিষ্কার চিত্র পাওয়া কঠিন হচ্ছে।
পাকিস্তান পরিস্থিতি: তিন বিকল্প প্রস্তাব পেয়েছেন ইমরান খান। মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ায় পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনী তৎপর হয়ে উঠেছে। দেশটির রাজনৈতিক পট পরিবর্তনে সামরিক বাহিনীর ভূমিকা সব সময়েই গুরুত্বপূর্ণ। এবার তারা চলমান সরকারের পক্ষে থাকবে নাকি বিরোধী পক্ষে যোগ দেবে, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ায় পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনী তৎপর হয়ে উঠেছে। দেশটির রাজনৈতিক পট পরিবর্তনে সামরিক বাহিনীর ভূমিকা সব সময়েই গুরুত্বপূর্ণ। এবার তারা চলমান সরকারের পক্ষে থাকবে নাকি বিরোধী পক্ষে যোগ দেবে, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।
শুক্রবার একটি বেসরকারি চ্যানেলে এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, সামরিক এস্টাবলিশমেন্ট তার কাছে বিরোধী দলের কাছ থেকে তিনটি বিকল্প উপস্থাপন করেছে। খবর দ্য নিউজের।
প্রতিবেদন অনুযায়ী সামরিক সূত্র বলেছে, সামরিক নেতৃত্ব বিরোধী দলের কাছ থেকে কোনো প্রস্তাব আনেনি। তারা বরং বেসামরিক সরকারের শীর্ষ নেতৃত্বের কাছে ফোন করে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য একটি বৈঠকের প্রস্তাব করেছে। সরকারের অনুরোধে সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও গোয়েন্দা সংস্থা আইএসআই ডিজি বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছেন। দুপক্ষ সেখানে তিনটি বিকল্প নিয়ে আলোচনা করেন।
সামরিক বাহিনীর সূত্র জানায়, তিনটি বিকল্পের মধ্যে রয়েছে— জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব মোকাবিলা করা, ইমরান খানের পদত্যাগ করা এবং পার্লামেন্ট ভেঙে দেওয়া। তবে প্রধানমন্ত্রী প্রথম দুটি বিকল্প প্রত্যাখ্যান করে তৃতীয়টিতে সম্মত হন।
পাকিস্তানের সেনাবাহিনী কোন্পক্ষে?
এদিকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।প্রায় সব দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে।

ইউক্রেন-রাশিযা সংঘাত: নতুন মোড় নিয়েছে এবার ইউক্রেন হামলা চালিয়েছে রাশিয়ায় এবং ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন মিডিয়ায় খবর এসেছে। ইত্তেফাকের কয়েকটি খবর এরকম,রাশিয়ার তেল ডিপোতে হামলা এবং আগুন। রাশিয়ায় ঢুকে কয়েকদফায় ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। যুগান্তর লিখেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ায় ভয়াবহ হামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। ইউক্রেনে লড়তে শত শত সিরীয় ভাড়াটে যোদ্ধা যাচ্ছে রাশিয়ায়। কালের কণ্ঠ লিখেছে, ইউক্রেনে৩০০ মিলিয়ন ডলার সামরিক সহয়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেনে আগ্রাসনে দেড় শতাধিক শিশু নিহত এবং তিনশরও বেশি শিশু আহত হয়েছে। কালের কণ্ঠের খবর- ওয়েবিনারে দুই নোবেল বিজয়ী রিচার্ড জন রবার্টস এবং জোডি উইলিয়াস বললেন, সারা বিশ্বেই সংঘাত বন্ধ করতে হবে।
‘দেশে যত উন্নতি হচ্ছে, তত বৈষম্য বাড়ছে-মানবজমিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, শুধু স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। দেশে যত উন্নতি হচ্ছে, তত বৈষম্য বাড়ছে। গত ৫০ বছরেও দেশের জনগণের প্রকৃত মুক্তি মেলেনি।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ‘২০ পেরিয়ে ব্রতী’ শীর্ষক অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বর্তমান উন্নয়নের অন্তরালে রয়েছে আর্তনাদ, বেদনা। এই উন্নতিতে বৈষম্য বাড়ছে। এই করোনা মহামারিতেও ধনীরা আরও ধনী হয়েছে। সুযোগ বঞ্চিত ব্যক্তিদের উন্নতি হচ্ছে না।সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান সময়ে দেশের তরুণেরা সবচেয়ে বেশি হতাশ ও বিভ্রান্ত। তরুণেরা বিপদের মধ্যে আছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
নয়া ভ্যারিয়েন্ট XE ওমিক্রনের চেয়ে ১০ গুণ দ্রুত ছড়ায়! বিশ্বকে নতুন করে সতর্ক করল WHO –সংবাদ প্রতিদিন/আজকাল
এখনও বিদায় নেয়নি করোনা ভাইরাস। বরং এর আরও ভয়ংকর রূপ দেখা বাকি। মারণ ভাইরাসের নয়া স্ট্রেন মারাত্মক হারে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। এমন আশঙ্কা প্রকাশ করেই দুনিয়াকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। হুয়ের তরফে জানানো হয়েছে, নয়া ভ্যারিয়েন্টটি XE নামে পরিচিত। আর এই স্ট্রেনই ওমিক্রনের (Omicron) সাব ভ্য়ারিয়েন্ট BA.2-এর চেয়ে অন্তত দশ গুণ বেশি সংক্রামক! এতদিন পর্যন্ত BA.2 স্ট্রেনটিকেই সবচেয়ে সংক্রামক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। যা বিশ্বের বিভিন্ন দেশের জল-হাওয়াকে উপেক্ষা করেই ছড়িয়ে পড়েছে হু হু করে। এর মধ্যে এই স্ট্রেন সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মার্কিন মুলুকে। তবে এবার নাকি তাকেও ছাপিয়ে যাবে XE ভ্যারিয়েন্টটি। হুয়ের মতে, কার্যত সবচেয়ে সংক্রামক স্ট্রেন হতে চলেছে XE।
অপরাধ দমনে কড়া মধ্যপ্রদেশ, গুঁড়িয়ে দেওয়া হল নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্ত ধর্মগুরুর বাড়ি -সংবাদ প্রতিদিন
দৌড়চ্ছে ‘মামা’র বুলডোজার। মধ্যপ্রদেশকে (Madhya Pradesh) অপরাধমুক্ত করার ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। তারই এক নিদর্শন দেখা গেল শুক্রবার। গতকাল বিকেলে গুঁড়িয়ে দেওয়া হল একটি বাড়ি। সেই বাড়ি স্বঘোষিত ধর্মগুরু মোহন্ত সীতারাম ওরফে সমর্থ ত্রিপাঠীর। এক নাবালিকাকে গণধর্ষণের অন্যতম অভিযুক্ত তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, পুলিশ এই মামলার সব অভিযুক্তদের বাড়ি খুঁজে বের করে তা গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ‘মামা’ নামেই পরিচিত শিবরাজ। বহুদিন থেকেই তিনি রাজ্যের অপরাধের সংখ্যা কমাতে মরিয়া। সম্প্রতি খোলা মঞ্চে অপরাধীদের চ্যালেঞ্জও দিতে দেখা গিয়েছিল। এই পরিস্থিতিতে এবার গুঁড়িয়ে দেওয়া হল গণধর্ষণের অন্যতম অভিযুক্ত সীতারামের বাড়ি। জানা যাচ্ছে, এই ধর্মগুরু প্রাক্তন সাংসদ ও অযোধ্যার রাম জন্মভূমি ন্যাসের এক সদস্যের শিষ্য।
বিধানসভা থেকে সাপপেন্ড, আদালতে পারেন শুভেন্দুসহ বিজেপির বিধায়করা- আনন্দবাজার পত্রিকা
বাজেট অধিবেশনে শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে মারামারির জেরে সাপপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপির পাঁচ বিধায়ককে।রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের সাসপেনশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যেতে পারে বিজেপি পরিষদীয় দল।তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২