কথাবার্তা
'শেষ পর্যন্ত পাকিস্তানে কী হতে চলেছে!'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- মতামত-শেষ পর্যন্ত পাকিস্তানে কী হতে চলেছে-প্রথম আলো
- টিপু হত্যা/ আসলে শুটার কে?-মানবজমিন
- মার্চে রেমিট্যান্স এসেছে ১৮৬ কোটি ডলার-ইত্তেফাক
- শেখ হাসিনাকে চিঠিতে যা বললেন বাইডেন-বাংলাদেশ প্রতিদিন
- গোপনে আরও ৬০ হাজার সেনা পাঠাচ্ছে রাশিয়া, দাবি ইউক্রেনের-যুগান্তর
- ‘টিপ পরছোস কেন’ বলে গালি দেওয়া পুলিশ সদস্য চিহ্নিত-প্রথম আলো
- মার্চে দেশজুড়ে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি, ঝরে ৫৮৯ প্রাণ-কালের কণ্ঠ
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- কথা রাখলেন মুখ্যমন্ত্রী, বগটুইয়ে নিহতদের পরিবারের ১০জনের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগপত্র-সংবাদ প্রতিদিন
- ঝাড়খণ্ডে বেআইনি অস্ত্র কারখানার খোঁজ, পুরুষের সঙ্গে পাল্লা দিচ্ছে মহিলা মিস্ত্রিরাও- আজকাল
- উপাচার্য নিগ্রহই নয়, বিশ্ববিদ্যালয়ে ঝামেলায় আগেও নাম জড়িয়েছে গিয়াসুদ্দিনের- আনন্দবাজার পত্রিকা
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

মতামত-শেষ পর্যন্ত পাকিস্তানে কী হতে চলেছে? যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর অধ্যাপক আলী রীয়াজ তাঁর এ কলামে লিখেছেন, আগামী কয়েক দিন পাকিস্তান একটি সাংবিধানিক সংকট মোকাবিলা করবে, দেশে অস্থিশীলতা ও সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে; বিরোধীরা ঐক্যবদ্ধ থাকতে পারলে তাঁদের হাতে দেশের শাসনভার অর্পিত হওয়ার সম্ভাবনাই বেশি। এ সংকটে সেনাবাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে ভূমিকা রাখছে, তাতে পরবর্তী সরকারের ওপরে তাদের প্রভাব আরও বাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রশ্ন হচ্ছে, সেই সহযোগিতা কত দিন থাকবে, দুই বছর বা তার আগে যে নির্বাচন, সেখানে সেনাবাহিনী কী ভূমিকা নেবে।যদিও সেনাবাহিনী বলছে যে এই সংকটে নিরপেক্ষই আছে, কিন্তু এ কথা বিস্মৃত হওয়ার কোনো কারণ নেই যে ২০১৮ সালে পাকিস্তানের ক্ষমতায় ইমরান খানের উত্থানের পেছনে সেনাবাহিনীই কলকাঠি নেড়েছিল। পাকিস্তানের যেকোনো শাসককে সেনাবাহিনীকে তুষ্ট করতেই হয়। আর যুগান্তরের একটি খবর এরকম- ইমরান খানের অভাবনীয় পদক্ষেপে ‘হতভম্ব’ বিরোধীরা। তবে অনাস্থা ভোট ঠেকালেও আগাম নির্বাচন ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যতের জন্য আসলে কী বয়ে আনবে সেই প্রশ্ন থেকে যাচ্ছে।
এদিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সাংবিধানিকভাবে ইমরান খানই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি রোববার এক টুইটে এ তথ্য জানিয়েছেন।
গোপনে আরও ৬০ হাজার সেনা পাঠাচ্ছে রাশিয়া, দাবি ইউক্রেনের-যুগান্তর

ইউক্রেনে গোপনে আরও ৬০ হাজার অতিরিক্ত সেনা পাঠাচ্ছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনীর সর্বশেষ বুলেটিনে এই দাবি করেছে। ইউক্রেনের দাবি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসের শুরুতে বলেছিলেন, তিনি ইউক্রেনে যুদ্ধের জন্য নতুন সেনা ও সংরক্ষিত সেনা পাঠাবেন না। সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় এই বুলেটিন প্রকাশ করা হয়।
টিপু হত্যা/ আসলে শুটার কে?-মানবজমিন
গত ৯ দিন আগে রাজধানীর শাহজাহানপুরের ব্যস্ততম সড়কে প্রকাশ্যে জোড়া খুনের ঘটনা ঘটে। ওই খুনের ঘটনায় সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। টনক নড়ে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর। ঘটনাস্থলেই জব্দকৃত আলামত উদ্ধার, সিসিটিভির ফুটেজ উদ্ধার, ভুক্তভোগীর পরিবারের বক্তব্য এবং প্রথাগত সোর্স এর মাধ্যমে পুলিশ ও র্যাব এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে।

মতিঝিলকেন্দ্রিক রাজনৈতিক দলের নেতাকর্মী এবং টেন্ডারের সঙ্গে জড়িত প্রায় ৭৫ জনকে ডিবি এবং র্যাব কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী কর্মকর্তারা। ঘটনার দুইদিন পর বগুড়ার একটি আবাসিক হোটেল থেকে মাসুম নামে এক যুবককে ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে। ডিবি জানিয়েছে, মাসুম টিপু হত্যার মূল শুটার। মাসুমের বাড়ি ঢাকার পশ্চিম মাদারটেক এলাকায়।ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সে গ্রেপ্তার হওয়ার পরেই টিপু হত্যার কথা স্বীকার করেছে।
অন্যদিকে র্যাবের পক্ষ থেকে শনিবার রাতভর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানিয়েছে, যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এবং কয়েকজন ঘটনাস্থলে ছিল। তবে ঘটনাস্থলে কে শুটার ছিল তা তারা র্যাবকে নিশ্চিত করতে পারেনি। এজন্য র্যাব মূল শুটার কে তা নিয়ে দ্বিধায় রয়েছে। র্যাব জানিয়েছে, এ ঘটনার মূল পরিকল্পনাকারী আন্ডারওয়াল্ডের শীর্ষ সস্ত্রাসী জিসান। তাকে সহযোগিতা করেছে এবং কিলার ভাড়া করেছে মূসা। মূসা হত্যাকাণ্ডের কয়েকদিন আগেই দুবাই পালিয়ে যায়। যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা মাঠে থেকে হত্যাকাণ্ডের মিশন সম্পন্ন করেছে। মূসাকে ধরতে পারলেই ঘটনাস্থলে টিপুকে কে সরাসরি হত্যা করেছে তা জানা যাবে। র্যাব জানিয়েছে, এই খুন ক্যাটআউট (তৃতীয় পক্ষ) পদ্ধতিতে করা হয়েছে। মতিঝিল কেন্দ্রিক ব্যবসার ভাগবাটোয়ারা, চাঁদাবাজি, ফুটপাত নিয়ন্ত্রণ, দোকান দখল, মার্কেট নিয়ন্ত্রণসহ আরও কিছু বিষয় নিয়ে একাধিক গ্রুপের রেষারেষি চলে আসছিল। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। র্যাব জানিয়েছে, কিলার মূসাকে দুবাই থেকে দেশে কীভাবে ফিরিয়ে আনা যায় তার জন্য কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় শুটার মাসুমকে ধরার পর সে আসল শুটার কী-না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় গোয়েন্দাদের মধ্যে। পরে র্যাব মূল পরিকল্পনাকারী ৪ জনকে গ্রেপ্তার করার পর তাদের জিজ্ঞাসাবাদ করে যে, কিলিং মিশনে স্পটে দায়িত্বে কে ছিল? তারা এর কোনো উত্তর দিতে পারেনি। অথচ তারাই শাহজাহানপুর এলাকায় টিপু হত্যাকাণ্ডের পরিকল্পনাসহ স্পটে থেকে দায়িত্ব পালন করেছে।
সূত্র জানায়, এ হত্যাকাণ্ডের পর জিসান গ্রুপের শুটার জসিমকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। তার এখনো হদিশ পাওয়া যায়নি।
মার্চে রেমিট্যান্স এসেছে ১৮৬ কোটি ডলার-ইত্তেফাক
বছরের সবচেয়ে ছোট মাস ফেব্রুয়ারিতে রেমিট্যান্সে বড় ধস নেমেছিল। মহামারির মধ্যেও গত অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ার পরে প্রবাসীদের আয়ে মাসটিতে বিপরীত চিত্র দেখা যায়। তবে এর পরের মাস, অর্থাৎ সদ্য বিদায়ি মার্চ মাসে ফের ঘুরে দাঁড়িয়েছে রেমিট্যান্স। মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট ১৮৬ কোটি ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, দেশীয় মুদ্রায় (প্রতি ১ ডলার সমান ৮৬ টাকা হিসাবে) ১৫ হাজার ৯৯৬ কোটি টাকা।
খাতসংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক মহামারির মধ্যেও ব্যবসা-বাণিজ্য সচল হয়েছে। শিক্ষা, চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন বহির্বিশ্বের সঙ্গে যাতায়াত বেড়েছে। ফলে ব্যাংকিং চ্যানেলের চাহিদা বেড়েছে। তাছাড়া পবিত্র রমজান উপলক্ষ্যে প্রবাসীরা তাদের জমানো টাকা পরিবারের জন্য পাঠিয়েছেন। ফলে চলতি অর্থবছরের মার্চে বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।
শাহবাজ শরিফকে পাকিস্তানের ‘নতুন প্রধানমন্ত্রী’ ঘোষণা বিরোধীদলের-যুগান্তর
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। অন্যদিকে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি নাকচ করে দিয়েছেন।
তবে বিরোধীরা ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যান করার আদেশকে অবৈধ ঘোষণা করে শাহবাজ শরিফকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে একতরফা ঘোষণা দিয়েছে। ‘নতুন প্রধানমন্ত্রী’ হিসেবে আইনসভায় এরই মধ্যে ভাষণও দিয়েছেন শাহবাজ খান। খবর হিন্দুস্তান টাইমসের।
এদিকে, ১৯৭ জন সদস্য পিএমএল-এনের সংসদ সদস্য আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত করেছেন বলে দাবি করে পাকিস্তান পিপলস পার্টির নেতা শেরি রেহমান একটি ভিডিও টুইট করেছেন।
সাদিক স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনি ইমরান খানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চালু করেন বলে জানা গেছে। পার্লামেন্টে ইমরান খানের জোটের সদস্যদের অনুপস্থিতিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
এদিকে, ২৫ এপ্রিল পর্যন্ত মুলতবি হওয়ার পর পার্লামেন্টের অধিবেশন পুনরায় আহ্বান করার ক্ষেত্রে বিরোধীরা একটি ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন। নিয়মানুযায়ী স্থগিত হওয়া অধিবেশন কেবল প্রেসিডেন্ট বা স্পিকার ডাকতে পারেন।
অন্যদিকে, জাতীয় পরিষদ (পার্লামেন্টের নিম্নকক্ষ) ভেঙে দিয়ে একটি দাপ্তরিক নোটিশ জারি করা হয়েছে। ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
উপাচার্য নিগ্রহই নয়, বিশ্ববিদ্যালয়ে ঝামেলায় আগেও নাম জড়িয়েছে গিয়াসুদ্দিনের-আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিগ্রহকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। অনেকেই অভিযোগ করছেন, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং পূর্বপরিকল্পিত ভাবে নিগ্রহের ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্ত গিয়াসউদ্দিন আলিয়ার প্রাক্তন ছাত্রনেতা। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের আগে গিয়াসউদ্দিন যুক্ত ছিলন তৃণমূলের সঙ্গে। গ্রেফতার হওয়ার আগে গিয়াসউদ্দিন জানিয়েছিলেন তিনি এখনও তৃণমূল দলেরই সমর্থক। তবে গিয়াসউদ্দিন এখন বিজেপি ঘনিষ্ঠ কবিরুল ইসলামের সঙ্গে বিজেপি সমর্থক বলে মনে করছেন আলিয়ার ছাত্রসংসদের সাধারণ সম্পাদক ওয়াদিল আলম। উপাচার্যকে নিগ্রহের ভিডিয়ো সামনে আসতেই রবিবার গিয়াসউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
কথা রাখলেন মুখ্যমন্ত্রী, বগটুইয়ে নিহতদের পরিবারের ১০জনের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগপত্র-সংবাদ প্রতিদিন

কথা রাখলেন মুখ্যমন্ত্রী। বগটুইয়ে নিহতদের পরিবারের ১০ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কাজে যোগ দিতে এই দশজনের যাতে কোনওরকম কোনও সমস্যা না হয়, জেলাশাসককে তা দেখার নির্দেশ দিলেন তিনি।

ঝাড়খণ্ডে বেআইনি অস্ত্র কারখানার খোঁজ, পুরুষের সঙ্গে পাল্লা দিচ্ছে মহিলা মিস্ত্রিরাও-আজকাল/সংবাদ প্রতিদিন
আসানসোলে উপনির্বাচনের (Asansol By Election) আগেই ঝাড়খণ্ডে হদিশ মিলল বেআইনি অস্ত্রের কারখানার। উপনির্বাচনের আগে ওই অস্ত্র আসানসোল বা কলকাতার দিকে আসত কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে বেআইনি অস্ত্র তৈরির কাজে নেমেছে মুঙ্গেরের মহিলা ‘মিস্ত্রি’ও। ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকার বেআইনি অস্ত্র কারখানা থেকে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (STF) হাতে যে ৬ জন গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে রয়েছে এক মহিলাও। সামনেই আসানসোলে উপনির্বাচন। তার সঙ্গে উপনির্বাচন কলকাতার বালিগঞ্জেও। তার আগেই গোয়েন্দাদের কাছে খবর আসে যে, ঝাড়খণ্ডের দুমকায় বেআইনি অস্ত্র কারখানায় তৈরি হচ্ছে ৭.৬৫ এমএম পিস্তল। ফলে উপনির্বাচনের আগে ওই অস্ত্রগুলি কোথায় কোথায় সরবরাহ করা হত, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এসটিএফের গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন যে, ঝাড়খণ্ড থেকে বীরভূম হয়েই মূলত দক্ষিণবঙ্গে অস্ত্র ছড়াচ্ছিল অস্ত্র পাচারকারীদের চক্র।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪