এপ্রিল ১৩, ২০২২ ১৫:৫৭ Asia/Dhaka
  • পুতিনের বিরুদ্ধে বাইডেনের ‘গণহত্যা’র অভিযোগ প্রত্যাখান করলেন ম্যাকরন

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৩ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতির’ মাশুল দিলেন কি ইমরান খান- প্রথম আলো
  • শাহবাজ শরিফকে শেখ হাসিনার অভিনন্দন–ইত্তেফাক
  • ইউক্রেনে জয়ের বিষয়ে নিশ্চিত পুতিন, যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান-মানবজমিন
  • ভ্যাকসিন কেনার নামে জনগণের টাকা লোপাট করেছে সরকার: রিজভী–যুগান্তর
  • পুতিনের বিরুদ্ধে বাইডেনের ‘গণহত্যা’র অভিযোগ প্রত্যাখান করলেন ম্যাকরন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • করোনা টিকার হিসাবে ২৩ হাজার কোটি টাকার ফারাক, টিআইবির ১০ দফা সুপারিশ-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • মারিয়ুপোলে আত্মসমর্পণ করেছেন সহস্রাধিক ইউক্রেনীয় সেনা, দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রকের-আনন্দবাজার
  • হাঁসখালি কাণ্ডে মমতার মন্তব্য ‘‌অসংবেদনশীল ও আপত্তিকর’‌, ফেসবুকে লিখলেন সৃজিত-আজকাল
  • প্রায় ৫০০ প্রাক্তন আফগান আমলাকে খুন করেছে তালিবান, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতির’ মাশুল দিলেন কি ইমরান খান- প্রথম আলো

ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়টি আকস্মিক মনে হতে পারে। ৮ মার্চ থেকে ৯ এপ্রিল খুব বেশি সময় নয়। বলা যায়, ৮ মার্চ বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার সময়ও কেউ ভাবেনি ইমরানের বিদায় নিশ্চিত।

তবে এমন পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয়নি। ইমরানের বিদায়ের পেছনে দেশটির অর্থনৈতিক দুরবস্থা ও অভ্যন্তরীণ রাজনীতির বড় ভূমিকা ছিল নিঃসন্দেহে। কিন্তু অনাস্থা প্রস্তাব ঘিরে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ‘বিদেশি হস্তক্ষেপের’ বিষয়টি। কার্যত একটি ‘ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি’ গ্রহণ করতে গিয়ে চড়া মাশুল দিলেন ইমরান খান, যেটাকে তিনি ‘স্বাধীন পররাষ্ট্রনীতি’ বলে আসছিলেন।

সরকার উৎখাতে অনাস্থা প্রস্তাব ঘিরে শুরুতে একটি বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের কথা সামনে আনেন ইমরান খান নিজেই।

করোনা টিকার হিসাবে ২৩ হাজার কোটি টাকার ফারাক, টিআইবির ১০ দফা সুপারিশ-কালের কণ্ঠ

করোনার টিকা কেনাসহ সার্বিক টিকা কার্যক্রমে সরকারের ব্যয় সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব অবস্থার বড় ফারাক আছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অঙ্কের হিসাবে ফারাকটি প্রায় ২৩ হাজার কোটি টাকার। নিজেদের গবেষণায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটি এ দাবি করেছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, ‘কভিড মোকাবেলায় ব্যয় সম্পর্কিত কিছু তথ্য স্বাস্থ্যমন্ত্রী মোটাদাগে উল্লেখ করলেও সুনির্দিষ্ট ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সরকারি সূত্রে তথ্যের অনুপস্থিতিতে নির্ভরযোগ্য অন্য সূত্রে প্রাপ্ত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখেছি, ক্রয়সহ সার্বিক টিকা কার্যক্রমে খরচ হওয়ার কথা ১৩ থেকে ১৭ হাজার কোটি টাকা। কিন্তু মন্ত্রী বলেছেন, খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা। তাই প্রশ্ন উঠতে পারে, প্রকৃত ব্যয়ের তথ্য উন্মুক্ত না করার পেছনে তথ্যের অবাধ প্রবাহ বাধাগ্রস্ত করা ও গোপনীয়তার সংস্কৃতির পাশাপাশি সম্ভাব্য অনিয়ম-দুর্নীতি আড়াল করার প্রয়াসও অন্তর্নিহিত কি না। ’

শাহবাজ শরিফকে শেখ হাসিনার অভিনন্দন–ইত্তেফাক

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, এই অঞ্চলের দেশগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, তা নিরসনে নিজেদের স্বার্থে সবগুলো দেশ একসঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদী। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন। অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর গত ১১ এপ্রিল শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

ইউক্রেনে জয়ের বিষয়ে নিশ্চিত পুতিন, যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান-মানবজমিন

এক সপ্তাহেরও বেশি সময় পর ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া এ যুদ্ধে জয়ী হচ্ছে এবং যুদ্ধের সকল উদ্দেশ্য হাসিল হতে যাচ্ছে বলে নাগরিকদের আশ্বস্ত করেন তিনি। তবে রুশ সেনাদের কিয়েভ থেকে সরে আসা নিয়ে কিছু বলেননি পুতিন।

এছাড়া রুশ সেনাদের বিরুদ্ধে পশ্চিমা নেতারা যে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন তাও উড়িয়ে দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে রয়টার্স।খবরে জানানো হয়, রাজধানী মস্কো থেকে ৫ হাজার ৫৫০ কিলোমিটার দূরের শহর ভস্তোচনি কসমোড্রোমে সফরকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে বারবার যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগ এনে শান্তি আলোচনা ভেস্তে দিয়েছে ইউক্রেন। এই অবস্থাকে ‘ডেড-এন্ড’ বলে আখ্যায়িত করেন তিনি। 

ভ্যাকসিন কেনার নামে জনগণের টাকা লোপাট করেছে সরকার: রিজভী–দৈনিক সমকাল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভ্যাকসিন ক্রয় এবং ব্যবস্থাপনার নামে নিশিরাতের সরকার রাষ্ট্রের তথা জনগণের ২৩ হাজার কোটি টাকা লোপাট করেছে। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

রিজভী বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, কোভিড-১৯ মোকাবিলায় সরকারের ভ্যাকসিন ক্রয় ও ব্যবস্থাপনায় ২৩ হাজার কোটি টাকার গরমিল রয়েছে। নিশিরাতের সরকার এই টাকা লোপাট করেছে। প্রাক্কলিত ব্যয় স্বাস্থ্যমন্ত্রী প্রদত্ত হিসাবের অর্ধেকেরও কম। এছাড়াও ১০ দশমিক ১ ভাগ নাগরিক টিকার জন্য ঘুষ দিতে বাধ্য হয়েছেন। ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকার বিনিময়ে পছন্দ অনুযায়ী টিকা প্রদান করা হয়েছে এবং টিকা না নিয়েও টাকার বিনিময়ে প্রবাসীরা টিকা সনদ সংগ্রহ করেছেন। 

পুতিনের বিরুদ্ধে বাইডেনের ‘গণহত্যা’র অভিযোগ প্রত্যাখান করলেন ম্যাকরন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে গণহত্যা চালানোর অভিযোগ তুললেও তা প্রত্যাখান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইওয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিনের বিরুদ্ধে এই অভিযোগ করেন বাইডেন।

এ বিষয়ে ফরাসি টেলিভিশন ‘ফ্রান্স-২’ এর সঙ্গে সাক্ষাৎকারে ম্যাকরন বলেন, “আমি আজ এই ধরনের পরিভাষার ব্যাপারে সতর্ক থাকব, কারণ এই দু’জন (রাশিয়া ও ইউক্রেন) পরস্পর ভাই ভাই।” তিনি বলেন, “আমি যতটা সম্ভব এই যুদ্ধ বন্ধ করতে এবং শান্তি পুনর্গঠন করতে চেষ্টা চালিয়ে যেতে চাই। এই পরিভাষা ব্যবহার করে উত্তেজনার বৃদ্ধির কারণটা সে ব্যাপারে আমি নিশ্চিত নই।

মারিয়ুপোলে আত্মসমর্পণ করেছেন সহস্রাধিক ইউক্রেনীয় সেনা, দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রকের-আনন্দবাজা

পূর্ব ইউক্রেনের মারিয়ুপোলে এক হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। এমনই দাবি করল রুশ প্রতিরক্ষা মন্ত্রক। গত এক মাসেরও বেশি সময় ধরে ভৌগোলিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিয়ুপোলের চার দিক ঘিরে ধরে লাগাতার আক্রমণ চালাচ্ছে রাশিয়া। মস্কো থেকে এই সংক্রান্ত যে বিবৃতি প্রকাশ হয়েছে তাতে বলা হয়েছে, ‘মারিয়ুপোল শহরে ৩৬তম মেরিন ব্রিগেডের ১,০২৬ জন সেনাকর্মী তাঁদের অস্ত্র রেখে আত্মসমর্পণ করেছেন।’

আত্মসমর্পণকারী সেনার মধ্যে রয়েছেন ১৬২ জন সেনা আধিকারিক, তার মধ্যে ৪৭ জন মহিলা। তার আগে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষে শতাধিক জখম হয়েছেন বলেও জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।

হাঁসখালি কাণ্ডে মমতার মন্তব্য ‘‌অসংবেদনশীল ও আপত্তিকর’‌, ফেসবুকে লিখলেন সৃজিত-আজকাল

হাঁসখালির ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ‘‌অসংবেদনশীল’‌ ও ‘‌আপত্তিকর’‌ বলে মন্তব্য করলেন পরিচালক সৃজিত মুখার্জি। নদিয়ার হাঁসখালিতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই কিশোরী মারাও যায়। সোমবার বিশ্ববাংলা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে হাঁসখালির ঘটনায় অভিযোগ জানাতে দেরি হয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ঘটনায় আরও বেশি কথা বলেন মমতা। সেই প্রসঙ্গে সৃজিত লিখেছেন, ‘হাঁসখালির ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী যে ধরনের আপত্তিকর এবং অসংবেদনশীল মন্তব্য করেছেন, তা অভাবনীয়।’ পরিচালকের কথায়, তিনি ‘হতবাক এবং বাক্‌রুদ্ধ’। হাঁসখালির ঘটনায় সোমবার মমতা বলেন, ‘‌আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, না কি লাভ অ্যাফেয়ার বলবেন... না কি শরীরটা খারাপ ছিল, না কি কেউ ধরে মেরেছে? আমি পুলিশকে বলেছি ঘটনাটা কী? মেয়েটার না কি লাভ অ্যাফেয়ার ছিল শুনেছি।’ হাঁসখালির ঘটনায় অভিযোগ জানাতে পাঁচ দিন দেরি হল কেন, তা নিয়েও মন্তব্য করেন মমতা। 

প্রায় ৫০০ প্রাক্তন আফগান আমলাকে খুন করেছে তালিবান, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য-সংবাদ প্রতিদিন

গত বছরের আগস্ট মাসে আফগানিস্তান (Afghanistan) দখল করেছে তালিবান। ক্ষমতায় এসে শুদ্ধিকরণের প্রতিশ্রুতি দিয়েছিল জেহাদিরা। তবে সহিষ্ণু হয়ে ওঠার আশ্বাস দিলেও অচিরেই পরিষ্কার হয়ে যায়, তালিবান আছে তালিবানেই। এবার জানা গিয়েছে যে ক্ষমতার আসার পর ক্ষমতাচ্যুত আশরফ ঘানি সরকারের প্রায় ৫০০ জন প্রাক্তন আধিকারিককে হত্যা করেছে জেহাদি দলটি।

সম্প্রতি ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর একটি তদন্তমূলক প্রতিবেদনে জানা গিয়েছে যে আফগানিস্তানের মার্কিন মদতপুষ্ট পূর্ববর্তী সরকারের প্রায় ৫০০ আধিকারিককে অপহরণ করে খুন করেছে তালিবান। আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তাঁদের হত্যা করেছে জঙ্গিরা। নিহতদের মধ্যে বেশ কয়েকজন আফগান সেনার প্রাক্তন অফিসারও রয়েছেন বলে খবর। ক্ষমতায় আসার ছ’মাসের মধ্যেই জেহাদিদের এহেন তাণ্ডবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা স্পষ্ট।

 

পার্সটুডে/ বাবুল আখতার /১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ