এপ্রিল ১৭, ২০২২ ১৫:৪২ Asia/Dhaka

শ্রোতা/পাঠকবন্ধুরা! কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ।আজ ১৭ এপ্রিল রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

ঢাকার কয়েকটি খবরের শিরোনাম

  • ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ-কালের কণ্ঠ 
  • পাসপোর্টের বড় ঘুসে এবার সচিবের নাম-যুগান্তর
  • চরম দায়িত্বহীনতায় ঝুলছে ২৯৩ প্রকল্প-যুগান্তর
  • আফগান সীমান্তে গোলাগুলি, ৭ পাকিস্তানি সেনা নিহত–ইত্তেফাক
  • ৩০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে কামরুল-ভিজিট ভিসায় মানব পাচার-মানবজমিন
  • সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতি-এবার ঈদে দ্বিগুণ মানুষ বাড়ি যাবে, নারকীয় পরিস্থিতি হতে পারে-প্রথম আলো
  • পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনীয় বিমান ধ্বংস করার দাবি রাশিয়ার-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

দেশে করোনায় প্রকৃত মৃত সরকারি হিসেবের ৮ গুণ! রিপোর্ট উড়িয়ে WHO-কে বিঁধল ভারত-সংবাদ প্রতিদিন

সাম্প্রদায়িক অশান্তি নিয়ে মুখ খুলতে ব্যর্থ মোদি, তীব্র আক্রমণ ১৩টি বিরোধী দলের-আজকাল-আজকাল

করোনা পরিস্থিতিতে দুর্বল হচ্ছে অর্থনীতি, জাতীয় সঙ্কটের পথে এগচ্ছে চিন?-আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবারে বিশ্লেষণে যাচ্ছি। 

বিশ্লেষণের বিষয়:

১. চট্টগ্রামের সাতকানিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি’র ইফতার মাহফিলে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন গুরুতর আহত হয়েছেন। কীভাবে দেখছেন এই খবরকে?

২. ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইসরাইলি হত্যা-নির্যাতনের মুখে কতটা সাড়া পড়তে পারে এই আহ্বানে?

বিশ্লেষণের বাইরের কয়েকটি খবর:

মিয়ানমারে অভ্যুত্থান বিরোধীদের গ্রাম পুড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী-কালের কণ্ঠ

মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান হয়েছে। যারা এর বিরোধিতা করছে, তাদের এলাকা পুড়িয়ে দিচ্ছে দেষটির সামরিক বাহিনী।

অধিকার গোষ্ঠী ‘ডাটা ফর মিয়ানমার’ গণমাধ্যমে প্রকাশিত তথ্য সংগ্রহ করে জানিয়েছে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনী শতাধিক গ্রাম পুরোপুরি বা আংশিক পুড়িয়ে দিয়েছে। গত বছরের অভ্যুত্থানের বিরোধীদের দমাতে সাড়ে পাঁচ হাজারের বেশি বেসামরিক ভবন পোড়ানো হয়েছে।যুক্তরাষ্ট্রের আর্থ-ইমেজিং কম্পানি প্ল্যানেট ল্যাবস ও নাসার স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে বার্তা সংস্থা রয়টার্স মিয়ানমারের সাগাইং অঞ্চলে গ্রাম পোড়ানোর প্রমাণ পেয়েছে।

পাসপোর্টের বড় ঘুসে এবার সচিবের নাম-যুগান্তর

পাসপোর্ট কর্মকর্তাদের পদোন্নতি ঘিরে বিপুল অঙ্কের ঘুস বাণিজ্যে একজন সিনিয়র সচিবের যুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। নাম শহিদুজ্জামান। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে দায়িত্ব পালন শেষে এখন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) আছেন। এক বছর আগে তিনি চাকরি থেকে অবসরে যান। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার তথ্যনির্ভর রিপোর্টে তার ঘুস বাণিজ্যের ফিরিস্তি তুলে ধরা হয়। চাঞ্চল্যকর রিপোর্ট নিয়ে প্রশাসনের অনেকে বিব্রত। কেউ কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চূড়ান্ত তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এদিকে বিষয়টি ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) পর্যন্ত গড়িয়েছে। ঘুসের বিনিময়ে যারা পদোন্নতি দিয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। অপরদিকে যারা ঘুস দিয়েছেন, তাদের জবনাবন্দিতে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে। ইতোমধ্যে দুদকের জিজ্ঞাসাবাদে তারা সবিস্তারে ঘটনার বর্ণনা দেন।

এ সংক্রান্ত দুটি সংস্থার গোয়েন্দা রিপোর্টের ফটোকপি সম্প্রতি যুগান্তরের হাতে এসেছে। এর মধ্যে একটি প্রতিবেদনে সচিবের ঘুস বাণিজ্য প্রসঙ্গে বলা হয়, ‘পাসপোর্ট কর্মকর্তাদের পদোন্নতির জন্য অনেক ক্ষেত্রে ঘুস লেনদেন হয়ে থাকে।

এক্ষেত্রে স্বরাষ্ট্র সচিবের (সুরক্ষা সেবা) সংশ্লিষ্টতা পাওয়া গেছে।’ এছাড়া অপর এক প্রতিবেদনে সচিব সম্পর্কে বলা হয়, ‘একজন কর্মকর্তা নিজস্ব পদোন্নতির জন্য তৎকালীন সুরক্ষা সচিব শহিদুজ্জামানকে ৭৫ লাখ টাকা প্রদান করেছেন।’

সূত্র বলছে, রাজশাহী আঞ্চলিক অফিস থেকে হাফেজ আহাম্মেদ ওরফে রাশিদ মালবেরী (বিদেশি নাগরিক) নামের এক আন্তর্জাতিক মাফিয়া ডন পরিচয় গোপন করে বাংলাদেশি পাসপোর্ট পেতে সক্ষম হন। ঘটনা জানাজানি হলে গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর হয়ে ওঠেন। এর সঙ্গে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করতে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে।

অনুসন্ধানের একপর্যায়ে দুর্নীতিবাজ হিসাবে পরিচিত বেশ কয়েকজন পাসপোর্ট কর্মকর্তা-কর্মচারীকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কেউ কেউ পাসপোর্টের অভ্যন্তরীণ ঘুস-দুর্নীতি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেন। অধিদপ্তরে বদলি, পদোন্নতি ও কেনাকাটাসহ বিভিন্ন খাতে দুর্নীতির ভয়াবহ তথ্য উঠে আসে। এমনকি মাঠ পর্যায় থেকে সিন্ডিকেটের মাধ্যমে বিশেষ চ্যানেলে কোটি টাকা মাসোহারা আদায় ও ভাগাভাগির অবিশ্বাস্য তথ্য পাওয়া যায়। গোয়েন্দা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজন পরিচালকের বক্তব্যে তৎকালীন সচিব শহিদুজ্জামানের ঘুস বাণিজ্য উঠে আসে। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাকে পদোন্নতি পাইয়ে দিতে ৭৫ লাখ টাকা ঘুস নেন সচিব। সচিবের বিরুদ্ধে ঘুসের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক পাসপোর্ট অধিদপ্তরের এক উপ-পরিচালক পদোন্নতির সময় তার তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি যুগান্তরকে বলেন, ‘সরকারি চাকরিতে যথাসময়ে পদোন্নতি পাওয়া তার অধিকার। কিন্তু শহিদুজ্জামান সচিব থাকাকালে নির্ধারিত ডিপিসির (বিভাগীয় পদোন্নতি কমিটি) বৈঠক নিয়ে অহেতুক সময়ক্ষেপণসহ পদোন্নতি প্রক্রিয়া বিলম্বিত করা হয়। একপর্যায়ে তিনি সচিবের দপ্তরে যোগাযোগ করেন। সাক্ষাতের সময় সচিব যথারীতি রুটিন কথাবার্তা বলে বিদায় করেন। তবে সচিবের কক্ষের বাইরে এলে তার অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা এগিয়ে আসেন। ভেতরে কী কথাবার্তা হয়েছে জানতে চান তিনি। একপর্যায়ে টেবিল থেকে সাদা চিরকুট টেনে নিয়ে পেনসিল দিয়ে লেখেন ‘কত দিতে পারবেন’। অর্থাৎ সরাসরি ঘুসের অঙ্ক নিয়ে দরকষাকষি শুরু হয়। টাকা না দিলে পদোন্নতি হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। পরে বাধ্য হয়ে তাদের দুজনকেই ঘুস দিয়ে পদোন্নতি নিতে হয়।’

৩০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে কামরুল ভিজিট ভিসায় মানব পাচার-মানবজমিন

মৌলভীবাজারের বাসিন্দা কামরুল আহম্মেদ (৪২)। লেখাপড়া করেছেন মাত্র নবম শ্রেণি পর্যন্ত। দৃশ্যমান কোনো পেশা নেই তার। তবে দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। ভিজিট ভিসা দিয়ে মানুষকে মধ্যেপ্রাচ্যর বিভিন্ন দেশে পাঠাতেন। সবাইকে পাঠাতেনও না। মোটা অংকের টাকা নিয়ে ভুয়া ভিসা ও টিকেট দিতেন যাত্রীদের। পরে যাত্রীরা বিমানবন্দরে গিয়ে সেটি বুঝতে পারতেন আর ধরা খেতেন।

তবে কে গেল আর  কে যেতে পারেনি এই নিয়ে কামরুলের কোনো মাথাব্যথা নেই। সবাইকে গন্তব্যে পৌঁছে দিয়ে ভালো সুযোগ-সুবিধা করে দেওয়ার নাম করে ৫০০ জনের কাছ থেকে অন্তত ৩০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। রেহাই পাননি কামরুল।  সৌদিআরব পাঠানোর নাম করে নিজ এলাকা মৌলভীবাজারের এক নারীকে ঢাকায় এনে জিম্মি করেন তার বাসায়। সেই বাসায় তার সহযোগীরা ওই নারীকে ধর্ষণ করে। ভুক্তভোগী নারী র‌্যাব’র কাছে সহযোগিতা চান। পরে র‌্যাব তাকে উদ্ধার করে। ওই নারীর দেয়া তথ্য নিয়ে অভিযান চালিয়ে কামরুল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে র‌্যাব-৩।

র‌্যাব জানায়, কামরুল মানবপাচার করলেও ২০১৯ সালের দিকে ভিজিট ভিসায় দুবাই যান। তারপর সেখানে রেসিডেন্স ভিসা নেন। প্রাইভেটকার চালিয়ে যা আয় করতেন সেটা দিয়েই চলতেন। কিন্তু করোনাকালে তিনি সংকটে পড়েন। এজন্য ২০২১ সালে সেই গাড়ি বিক্রি করে চলে আসেন দেশে। শুরু করেন ভিজিট ভিসায় মানবপাচার। জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স না থাকলেও দেদারছে বিভিন্ন দেশে লোক পাঠাতেন। বিভিন্ন ট্যুর ও ট্রাভেল্‌স এজেন্সির সঙ্গে যোগাযোগ করে অবৈধভাবে ভিজিট ভিসায়  লোক পাঠাতেন। ভিজিট ভিসায় পাঠালেও স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়ার নাম করে  প্রতিজনের কাছ থেকে নিতেন ৫ থেকে ৭ লাখ টাকা।

গতকাল দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব- ৩ অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রামপুরা এলাকায় একটি মানবপাচার ও প্রতারক চক্র মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা ও টিকিট সরবরাহ করে। তারা বিদেশ যেতে চায় এমন বেকার যুবক-যুবতীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে তাদের সর্বস্বান্ত করছে। সহজ-সরল ব্যক্তিরা বিমানবন্দরে যাওয়ার পর ভিসা ও টিকিট জাল হওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়। এমন কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি দল গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। ১২ই এপ্রিল সৌদি আরব পাঠানোর প্রলোভন দেখিয়ে মৌলভীবাজার থেকে একজন নারীকে ঢাকার রামপুরায় আনেন কামরুলের সহযোগী তোফায়েল। তারপর রামপুরায় কামরুলের বাসায় তাকে আটকে রাখেন। তোফায়েল ওই নারীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। তাতে তিনি রাজি না হওয়ায় ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী মোবাইল ফোনে র‌্যাব’র কাছে সাহায্য চাইলে র‌্যাব’র একটি দল ১৩ই এপ্রিল রাতে অভিযান চালিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। পরে ওই নারীর দেয়া তথ্যমতে রামপুরা ও হাতিরঝিল এলাকা থেকে কামরুল আহম্মেদ ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে।

পাকিস্তান প্রসঙ্গ: আফগান সীমান্তে গোলাগুলি, ৭ পাকিস্তানি সেনা নিহত-ইত্তেফাক

পাকিস্তান তালেবানের একটি পরিত্যক্ত ঘাঁটির কাছে সেনাবাহিনীর একটি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়| সেই সময় দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়| এতে সাত পাকিস্তানি সেনা এবং চার হামলাকারী নিহত হয়েছে। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর রকেট হামলায় ৪৫ আফগান নিহত, দাবি তালেবানের। 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গ:

ইউক্রেনের সেনাদের জীবন বাঁচাতে আত্মসমর্পণের আহ্বান রাশিয়ার-ইত্তেফাক

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের নগরী মারিউপোল দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির ভাষ্যমতে, তাদের সেনারা ইউক্রেনের অন্যতম প্রধান এই বন্দরনগরীর পুরো এলাকা দখলে নিয়েছে। এবং যে কয়জন সেনা বেঁচে আছে জীবন বাঁচাতে আত্মসমর্পণ করতে বলছে রুশ সেনারা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ বলেছেন, ‘মারিউপোলের পুরো শহুরে এলাকাটি সম্পূর্ণরূপে দখলে নেওয়া হয়েছে ইউক্রেনীয় যোদ্ধাদের অবশিষ্ট একটি অংশ বর্তমানে আজভস্টাল ইস্পাত কারখানায় সম্পূর্ণরূপে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।’

ওডেসায় নিকটবর্তী এলাকায় পশ্চিমা অস্ত্র বহনকারী ইউক্রেনের একটি বিমান ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা সেনারা। একথা জানিয়েছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কো।

তিনি বলেন, ‘ওডেসার কাছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের একটি সামরিক সরঞ্জামবাহী বিমান ভূপাতিত করেছে। ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর পাঠানো বড় অস্ত্রের চালান বহন করছিল বিমানটি।’ 

এছাড়াও রাশিয়ার সেনারা ইউক্রেনের সামরিক বাহিনী ও তাদের সরঞ্জাম লক্ষ্য করে গেল ২৪ ঘণ্টায় ৬৭ টি হামলা চালিয়ে বলেও জানিয়েছেন, ইগোর কোনাশেঙ্কো। 

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

দেশে করোনায় প্রকৃত মৃত সরকারি হিসেবের ৮ গুণ! রিপোর্ট উড়িয়ে WHO-কে বিঁধল ভারত-সংবাদ প্রতিদিন

এখনও পর্যন্ত দেশে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে? সরকারি হিসেব যা বলছে তা নাকি আসল সংখ্যা নয়। আসল সংখ্যা অন্তত ৪০ লক্ষ! ‘দ্য নিউ ইয়র্ক টাইমসে’ প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। এই প্রতিবেদনের দাবির প্রতিবাদ করেছে স্বাস্থ্যমন্ত্রক। ভারতের মতে, এর পিছনে রয়েছে WHO-র গণনাপদ্ধতির গলদ।এই দাবি কার্যত উড়িয়ে দিয়েছে ভারত।

করোনা পরিস্থিতিতে দুর্বল হচ্ছে অর্থনীতি, জাতীয় সঙ্কটের পথে এগচ্ছে চিন?- প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ‘কোভিড জিরো’ নীতির ব্যর্থতা প্রমাণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গোটা বিশ্ব যখন করোনার দুঃস্বপ্ন ভুলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে, তখন বাণিজ্যিক রাজধানী সাংহাই-সহ চিনের একাধিক শহর লকডাউনের কবলে। এই পরিস্থিতিতে সে দেশের আর্থিক অগ্রগতি গুরুতর ভাবে ব্যাহত হতে পারে বলে অনুমান বিভিন্ন আন্তর্জাতিক ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের।

নোমুরা ব্যাঙ্ক এবং আমেরিকার একটি সংবাদসংস্থার যৌথ সমীক্ষা বলছে, এই মুহূর্তে চিনের ৪৪টি শহরে সম্পূর্ণ বা আংশিক লকডাউন চলছে। সংক্রমণের হার কমারও কোনও ইঙ্গিত নেই। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে সে দেশে ‘জাতীয় সঙ্কট’ তৈরি হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে ওই সমীক্ষায়।আনন্দবাজার পত্রিকা

সাম্প্রদায়িক অশান্তি নিয়ে মুখ খুলতে ব্যর্থ মোদি, তীব্র আক্রমণ ১৩টি বিরোধী দলের-আজকাল

সাম্প্রতিক কালে দেশে ফের মাথাচাড়া দিয়েছে সাম্প্রদায়িক অশান্তি।

কর্নাটকের হিজাব বিতর্ক থেকে রাজস্থানের কারাউলিতে দাঙ্গা, এছাড়াও রামনবমীর দিন সম্প্রদায়ের মানুষের সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন বিরোধীরা। একযোগে আবেদন করে দেশের মানুষের কাছে শান্তি-সংহতি বজার রাখার অনুরোধ করেছেন বিরোধী নেতারা। সেই সঙ্গে দোষীদের কড়া শাস্তির দাবি করেছেন। এই ধরনের ইস্যুতে মুখে কুলুপ আঁটার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ করা হয়েছে।আবেদন স্বাক্ষরকারীরা বলেছেন, ‘যারা ধর্মান্ধতার প্রচার চালায়, কথা ও কাজের দ্বারা সমাজকে উত্তেজিত করে এবং উসকানি দেয়, তাঁদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে ব্যর্থ প্রধানমন্ত্রী।’ তাঁরা এও বলেন, এই মৌনতা পরিষ্কার বলে দেয় যে এইসব প্রাইভেট সশস্ত্র গুন্ডারা পৃষ্ঠপোষকতা পায়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭