ইউক্রেন যুদ্ধ; যুদ্ধক্ষেত্র থেকে আলোচনার টেবিল পর্যন্ত
-
ইউক্রেন যুদ্ধ; যুদ্ধক্ষেত্র থেকে আলোচনার টেবিল পর্যন্ত
১৩৭৫ দিনের ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কৃষ্ণ সাগরে তেল ট্যাঙ্কার বিস্ফোরণের মাধ্যমে মিডিয়ার শিরোনামে পরিণত হয়।
ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ফলে কিয়েভ এবং ভলগোগ্রাদে হতাহতের ঘটনা ঘটে এবং দুই দেশের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আন্তর্জাতিক উন্নয়নের অগ্রভাগে রয়েছে; এমন একটি ঘটনা যা প্রতিদিন নতুন মাত্রা গ্রহণ করে এবং বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। আল জাজিরার বরাত দিয়ে পার্সটুডে জানায়, ইউক্রেন যুদ্ধের ১৩৭৫ দিনে ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক প্রতিক্রিয়াও ছিল। আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিকভ রবিবার ঘোষণা করেছেন যে ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত এবং একজন শিশুসহ ১১ জন আহত হয়েছে।
এই "ব্যাপক" আক্রমণের সূত্রপাত নিশ্চিত করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে "সন্ত্রাসী হামলা" বলে অভিহিত করার প্রতিক্রিয়ায় ইউক্রেনীয় সামরিক-শিল্প এবং জ্বালানি সুবিধাগুলোর বিরুদ্ধে আক্রমণগুলো চালানো হয়েছিল। মন্ত্রণালয় জানিয়েছে তারা ১৫৮টি ইউক্রেনীয় ড্রোন এবং দুটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা TASS জানিয়েছে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার বেলগোরোড অঞ্চলে একজন এবং ভলগোগ্রাদ অঞ্চলে পাঁচজন আহত হয়েছে।
অপরদিকে, প্রতিবেদনে বলা হয়েছে জেলেনস্কি বারবার যুদ্ধ বন্ধের জন্য সমর্থন চেয়েছেন। তিনি দেশটির নিরাপত্তা পরিষদের সচিব রুস্তম উমারভের নেতৃত্বে একটি ইউক্রেনীয় প্রতিনিধিদল মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট আরও জানিয়েছে যে জেনেভায় আলোচনার পর "একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির শর্ত" এবং মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে জেলেনস্কির সোমবার প্যারিসে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে দেখা করার কথা ছিল।#
পার্সটুডে/এনএম/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।