গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করছে না ইসরায়েল: হামাস
-
হাজেম কাসেম
পার্সটুডে- ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তিতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকার পরও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে দেরি করছে। ইসরায়েল তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে অস্বীকৃতি জানাচ্ছে।
হামাসের মুখপাত্র আল-জাজিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন, ইসরায়েলি বন্দীদের মৃতদেহ খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। কঠিন পরিস্থিতিতেও এই কাজটি করা হচ্ছে, এটা এই চুক্তির প্রতি হামাসের সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রমাণ।
তিনি আল-জাজিরাকে আরও বলেন, "ইসরায়েলের কারণেই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।"
হাজেম কাসেম বলেন, মধ্যস্থতাকারীদের প্রতি আমাদের আহ্বান ইহুদিবাদী ইসরায়েলকে তাদের প্রতিশ্রুতি মেনে চলতে বিশেষ করে রাফা সীমান্ত পয়েন্ট খুলে দেওয়ার জন্য এবং চুক্তির দ্বিতীয় পর্যায় শুরু করার জন্য চাপ প্রয়োগ করুন, তাদেরকে বাধ্য করুন।#
পার্সটুডে/এসএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।