মে ২৩, ২০২২ ১৬:১৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ মে সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • পনের দেশে ছড়াল মাঙ্কিপক্স-প্রথম আলো
  • সিলেটে ত্রাণের জন্য হাহাকার-মানবজমিন
  • দেশে কালো টাকা ৮৯ লাখ কোটি, বিদেশে অর্থ পাচার ৮ লাখ কোটি-যুগান্তর
  • জনতা ব্যাংকেও পি কে হালদারের হাত!–ইত্তেফাক
  • ১৩১ কোটি ডলার রেমিট্যান্স এলা ১৯ দিনেই-কালের কণ্ঠ
  • দেশে সন্দেহজনক মাংকিপক্স রোগীদের আইসোলেশনের নির্দেশ-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:-

  • অর্জুন সিংয়ের দলবদলের পরদিনই দিল্লিতে দিলীপ ঘোষ, জরুরি বৈঠকের সম্ভাবনা-সংবাদ প্রতিদিন
  • রাজ্যপালের জরুরি তলব শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে, কেন? -আজকাল
  • আলাদা জঙ্গলমহল রাজ্য চাই, জানাব কেন্দ্রের কাছে, ভাগাভাগির দাবি তুললেন বিজেপির সৌমিত্র- আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

স্বাস্থ্য জনবলে পিছিয়ে বাংলাদেশ-প্রথম আলো

এক হাজার মানুষের জন্য চারজনের বেশি চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ থাকা দরকার। বাংলাদেশে আছে একজনের সামান্য বেশি। স্বাস্থ্য খাতের নানা সূচক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশের স্বাস্থ্য জনবল নিয়ে এ তথ্য পাওয়া গেছে। 

বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০২২ নামের এই প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্যসেবার জনবলে পিছিয়ে আছে বাংলাদেশ। এই জনবলের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে। বাংলাদেশের অবস্থান সপ্তম। সবার ওপর রয়েছে মালদ্বীপ।

গতকাল রোববার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে ৭৫তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের এক দিন আগে স্বাস্থ্য খাতের পরিসংখ্যান নিয়ে এই বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মূলত টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) স্বাস্থ্য খাতের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অবকাঠামো বা আধুনিক যন্ত্রপাতি থাকাই যথেষ্ট নয়। সেগুলো কার্যকরভাবে চালু রাখার জন্য পর্যাপ্ত ও দক্ষ জনবল থাকা জরুরি। এসডিজি অর্জনের জন্য তৈরি করা জনবল কৌশলপত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, এক হাজার মানুষের সেবা দেওয়ার জন্য ৪ দশমিক ৪৫ জন চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ দরকার। বাংলাদেশে এক হাজার মানুষের জন্য চিকিৎসক আছেন শূন্য দশমিক ৬৭ জন। আর এক হাজার মানুষের জন্য নার্স ও মিডওয়াইফ আছেন শূন্য দশমিক ৪৯ জন। এক হাজার মানুষের জন্য চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ আছেন ১ দশমিক ১৬ জন।অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মানদণ্ডের চেয়ে ৭৪ শতাংশ চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ কম আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর প্রথম আলোকে বলেন, ‘কোভিড–১৯ মহামারির সময় অনেক চিকিৎসক, নার্স নিয়োগ দেওয়া হয়েছে। সেই তথ্য এখানে অনুপস্থিত। আমাদের জনবলের ঘাটতি আছে ঠিকই। তবে ২০৩০ সালের আগে আমরা সেই ঘাটতি প্রায় পুরোটা কাটিয়ে উঠতে পারব।’

প্রতিবেদন বলছে, বাংলাদেশে বছরে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় অনিরাপদ পানিসংশ্লিষ্ট সমস্যার কারণে। পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয় বিষক্রিয়ায়। সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন রোগের মৃত্যুর তথ্যও প্রতিবেদনে আছে। অন্যের হাতে মৃত্যুর তথ্যও প্রতিবেদনে এসেছে। দেশে এক লাখ মানুষের মধ্যে বছরে ২ দশমিক ৮ জন খুন হয় অন্যের হাতে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৭ কোটি ৩ লাখ। সেই হিসাবে বছরে ৪ হাজার ৭৬৮ জন মানুষ অন্যের হাতে খুন হচ্ছে। অর্থাৎ দৈনিক গড়ে ১৩ জন মানুষ অন্যের হাতে মারা যাচ্ছে।

বিশ্বব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে মাংকিপক্স নামের এক ধরনের রোগ। তাই এই রোগ  প্রতিরোধে দেশে সতর্কতার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পাশাপাশি সন্দেহজনক ও লক্ষণযুক্ত মাংকিপক্স রোগীদের ঢাকায় আইসোলেশনের ব্যবস্থা করার পাশাপাশি রোগ নিয়ন্ত্রণ শাখা ও আইইডিসিআরে তাদের বিষয়ে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

জনতা ব্যাংকেও পি কে হালদারের হাত!-ইত্তেফাক

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকেও পি কে হালদারের হাত! পারস্পরিক যোগসাজশে সফটওয়্যার ব্যবসার ফাঁদে ফেলে জনতা ব্যাংক থেকে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। পাচার হয়েছে বিদেশে। বিষয়টি জানতে বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা চেয়েছে। কিন্তু সন্তোষজনক উত্তর দিতে পারেনি জনতা ব্যাংক কর্তৃপক্ষ। ইত্তেফাকে পরিবেশিত অন্য একটি খবর-ছয় বছরেও উদ্ধার হয়নি রিজার্ভ চুরির বেশিরভাগ অর্থ।

আইএমএফ প্রধানের হুঁশিয়ারি গরিবরা সহায়তা না পেলে দেশে দেশে শ্রীলঙ্কা পরিস্থিতি-মানবজমিন

দরিদ্রদের সহায়তা করতে বিভিন্ন দেশের সরকার ব্যর্থ হলে, শ্রীলঙ্কার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি দেখা দিতে পারে দেশে দেশে। এমন সতর্কতা উচ্চারণ করে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, সমাজের অতি দরিদ্রদের খাদ্যে এবং জ্বালানিতে ভর্তুকি দেয়া প্রয়োজন সরকারগুলোর। এক্ষেত্রে সরকার যদি যথাযথ সাপোর্ট না দেয়, তাহলে শ্রীলঙ্কায় যে পরিস্থিতি দেখা গেছে, তার পুনরাবৃত্তি ঘটতে পারে অনেক দেশে। কিছু কিছু সরকার কিছুটা সাহায্য করছে। কিন্তু সমালোচকরা বলছেন, তা যথেষ্ট নয়। তিনি বিবিসিকে বলেছেন, বিশ্বজুড়ে মানুষ ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচ বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করছে। 

তিনি বলেন, এই সাপোর্ট দিতে হবে অত্যন্ত ‘টার্গেটেড’ উপায়ে এবং মানুষকে সরাসরি ভর্তুকি দিতে হবে। জীবনধারণের ব্যয় বৃদ্ধির মতো সংকটের ইস্যুতে তিনি বলেন, এক্ষেত্রে দুটি অগ্রাধিকার আছে। একটি হলো অত্যন্ত গরিব মানুষ। সমাজের এই শ্রেণিটি এখন উচ্চ খাদ্যমূল্য এবং জ্বালানি মূল্যের বিরুদ্ধে যুদ্ধ করছে। দ্বিতীয়টি হলো, ইউক্রেন যুদ্ধের কারণে যেসব ব্যবসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে সাপোর্ট দেয়া

দেশে কালোটাকা ৮৯ লাখ কোটি, বিদেশে অর্থপাচার ৮ লাখ কোটি টাকা-যুগান্তর

দুর্নীতির মাধ্যমে গত ৪৬ বছরে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। একই সময়ে দেশে কালোটাকার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৮৯ লাখ কোটি টাকা। এসব টাকা উদ্ধারে একটি স্বাধীন কমিশন গঠন করার সুপারিশ করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। পাশাপাশ্নি ২০২২-২৩ অর্থবছরের জন্য সাড়ে ২০ লাখ কোটি টাকার বেশি বিকল্প বাজেট প্রস্তাব করেছে সংগঠনটি। 

রোববার অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে ‘বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২২-২৩ : একটি জনগণতান্ত্রিক বাজেট প্রস্তাব’ শীর্ষক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত এসব তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।

দেশের আয় বৃদ্ধি ও বাজেট ঘাটতি পূরণের বিষয়ে অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণে অন্যতম উৎস হলো সম্পদ কর ও অতিরিক্ত মুনাফার ওপর কর। এ ছাড়া কালোটাকা উদ্ধার থেকে প্রাপ্ত অর্থ এবং পাচার ও বিদেশি নাগরিক থেকে প্রাপ্ত কর। 

কালোটাকা ও অর্থ পাচার প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭২-৭৩ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত দেশে কালো টাকার অঙ্ক ৮৮ লাখ ৬১ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে গত ৪৬ বছরে পুঞ্জিভূত কালোটাকার মাত্র দুই শতাংশ উদ্ধারের প্রস্তাব করছি।

দেশে সন্দেহজনক মাংকিপক্স রোগীদের আইসোলেশনের নির্দেশ-বাংলাদেশ প্রতিদিন

বিশ্বব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে মাংকিপক্স নামের এক ধরনের রোগ। তাই এই রোগ  প্রতিরোধে দেশে সতর্কতার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পাশাপাশি সন্দেহজনক ও লক্ষণযুক্ত মাংকিপক্স রোগীদের ঢাকায় আইসোলেশনের ব্যবস্থা করার পাশাপাশি রোগ নিয়ন্ত্রণ শাখা ও আইইডিসিআরে তাদের বিষয়ে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

অর্জুন সিংয়ের দলবদলের পরদিনই দিল্লিতে দিলীপ ঘোষ, জরুরি বৈঠকের সম্ভাবনা-সংবাদ প্রতিদিন

৩ বছর ২ মাস ৮ দিন পর ফের ফুলবদল অর্জুন সিংয়ের (Arjun Singh)। বারাকপুরের সাংসদের দলবদলের পরেরদিনই দিল্লি যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, এদিনের বৈঠকে অর্জুন সিংয়ের সাংসদপদ এবং কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে। অর্জুনের দলবদলের পর বারাকপুরের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও কথা হওয়ার সম্ভাবনা।মাসকয়েক আগে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও রবিবার অর্জুনের দল ছাড়া বঙ্গ বিজেপির কাছে বড় ধাক্কা। লোকসভা ভোটের আগে আরও যে অনেকে দল ছাড়তে পারেন, তা এদিন স্বীকার করে নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে অর্জুনের দলত্যাগ নিয়ে দিলীপের ‘প্রশাসনিক চাপে’র ব্যাখ্যা যে সরাসরি শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূলের দীর্ঘদিনের দাবিকে সমর্থন করছে, তা মেনে নিয়েছেন বিজেপি সমর্থকরাও। দলের হয়ে সাফাই দিতে গিয়ে এদিন দিলীপ বলেন, “আসলে অর্জুন চাপে পড়ে চলে গিয়েছেন।

অসমে জোরদার লড়াইয়ে তৃণমূল, মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনশনে কর্মসূচি শুরু দলীয় নেতৃত্বের

মূল্যবৃদ্ধির বোঝায় নাজেহাল আমজনতা। প্রতিদিন একটু একটু করে বাড়তে বাড়তে গগনচুম্বী নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। যার মধ্যে রয়েছে ওষুধের (Medicines) মতো প্রাণদায়ী দ্রব্যও। কেন্দ্রীয় নীতির কারণেই এমন পরিস্থিতি। এই অভিযোগ তুলে এবার অনশন আন্দোলনে নামল অসম তৃণমূল কংগ্রেস (Assam TMC)। সোমবার সকাল থেকে গুয়াহাটিতে ধরনা মঞ্চ তৈরি করে অনশনে বসেছেন দলের নেতা, কর্মীরা। সকলের হাতে পোস্টার, ব্যানার। তাতে মূল্যবৃদ্ধি বিরোধী স্লোগান লেখা।

সোমবার সকালে রাজধানী গুয়াহাটি (Guwahati) চচল এলাকায় তৈরি ধরনা মঞ্চে হাজির তৃণমূল নেতা, কর্মীরা। তাঁদের প্রত্যেকের গলায় দলীয় উত্তরীয়। ধরনা মঞ্চের সামনে মহাত্মা গান্ধীর ছবি। সঙ্গে পোস্টারে লেখা – ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। এই দাম কমানো হোক অবিলম্বে, রোগীদের জীবন দেওয়া হোক। কোনও পোস্টারে আবার পেট্রল, ডিজেলের মূল্য আরও কমানোর দাবি। জানা গিয়েছে, ১২ ঘণ্টার অনশন কর্মসূচিতে (Hunger Strike) শামিল হয়েছেন অসম তৃণমূলের নেতা, কর্মীরা।

রাজ্যপালের জরুরি তলব শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে, কেন?-আজকাল

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই জেরা করেছে সিবিআই। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও একাধিকবার জেরা করা হয়েছে। তাঁর মেয়ে অঙ্কিতার স্কুলে নিয়োগ অবৈধ ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। তাঁকে চাকরি থেকে ছাঁটাই করার রায়ও দেয় আদালত। পাশাপাশি দুই কিস্তিতে সমস্ত বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।মনে করা হচ্ছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়েই আলোচনা করার জন্য ব্রাত্য ও মণীশ জৈনকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। কী কারণে ডাকা হয়েছে তা খোলসা করেননি ধনখড়।

আলাদা জঙ্গলমহল রাজ্য চাই, জানাব কেন্দ্রের কাছে, ভাগাভাগির দাবি তুললেন বিজেপির সৌমিত্র-আনন্দবাজার পত্রিকা

পৃথক রাজ্যের দাবিতে একাধিক বার সরব হয়েছিলেন উত্তরবঙ্গের জনাকয়েক বিজেপি নেতা। এ বার রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল নিয়ে আলাদা রাজ্যের দাবি তুললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যদিও সৌমিত্রের দাবিকে ‘পাগলের প্রলাপ’ বলে উড়িয়ে দিয়েছেন বাঁকুড়ার তৃণমূল নেতারা।সৌমিত্রের দাবি, রাঢ় বাংলা বঞ্চিত। তিনি সোমবার বলেন, ‘‘রাঢ় বাংলা এবং জঙ্গলমহলকে বঞ্চিত করা হচ্ছে। কলকাতার বাবুরা নেতা কেনাবেচা করবেন। কিন্তু আলাদা বঙ্গ হলে ক্ষতি কী আছে? পশ্চিমবাংলায় থেকে উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে না। আমাদের নদী, আমাদের বীরভূমের সম্পত্তি, আমাদের জঙ্গলমহলের সম্পত্তি। আপনাদের সঙ্গে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে নিশ্চয় থাকব। কিন্তু রাঢ়ভূমের উন্নয়নের জন্য কী পাচ্ছি?#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩

ট্যাগ