জুন ০২, ২০২২ ১৭:১৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা ! আজ ২ জুন বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ৯ মাসের মধ্যে সর্বনিম্ন রপ্তানি আয়-প্রথম আলো
  • কমেছে প্রবাসী আয়-ডলারের বেঁধে দেয়া দাম তুলে নেয়া হবে?-মানবজমিন
  • টাকার মান ধরে রাখার চেষ্টা থেকে সরে দাঁড়াল বাংলাদেশ ব্যাংক-যুগান্তর
  • বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার অবৈধ ডলারসহ দুই যাত্রী আটক-কালের কণ্ঠ
  • আবারও টেস্ট দলের অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন-বাংলাদেশ প্রতিদিন
  • মজুতদারির বিরুদ্ধে অভিযান আরও জোরালো হবে: খাদ্যমন্ত্রী-ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • কেকের মৃত্যুর জন্য দায়ী প্রশাসনিক গাফিলতি! CBI তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি সৌমিত্রর-সংবাদ প্রতিদিন
  • ‘ক্ষুদ্র সৈন্য হয়ে কাজ করব’, পুজো করে বিজেপিতে যোগ হার্দিক প্যাটেলের-আজকাল 
  • চিকিৎসার জন্য দুবাই যেতেই পারেন অভিষেক, পালানোর আশঙ্কা ভিত্তিহীন: হাই কোর্ট-আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বিএনপিপন্থী শিক্ষকদের অভিযোগ অশিক্ষকসুলভ: ঢাবি প্রোক্টর গোলাম রব্বানি। এই বিবৃতি এবং ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কী বলবেন আপনি?

২. আমেরিকা ঠাণ্ডামাথায় যুদ্ধের আগুনে ঘি ঢালছে- ইউক্রেনকে আমেরিকা রকেট সিস্টেম সরবরাহের ঘোষণা দেয়ার পর এই কথা বলেছে রাশিয়া। পরিস্থিতি কী আরো জটিল হতে যাচ্ছে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

৯ মাসের মধ্যে সর্বনিম্ন রপ্তানি আয়-প্রথম আলো

প্রবাসী আয়ের পর রপ্তানি আয়েও কিছুটা নেতিবাচক খবর এল। গত মে মাসে ৩৮৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা ২০২১-২২ অর্থবছরের (জুলাই-জুন) গত আগস্টের পর এটিই এক মাসে সর্বনিম্ন রপ্তানি আয়। অর্থাৎ টানা ৯ মাসের মধ্যে সর্বনিম্ন রপ্তানি আয় এসেছে গত মাসে। আয় কমলেও গত মাসের রপ্তানি আয়ে ২৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

পণ্য রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এতে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ৪ হাজার ৭১৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৪ দশমিক শূন্য ৯ শতাংশ বেশি।

মে মাসে রপ্তানি কম হলেও দেশের পণ্য রপ্তানির ইতিহাসে চলতি অর্থবছর রেকর্ড হতে যাচ্ছে। কারণ, চলতি অর্থবছর শেষে দেশের ইতিহাসে সর্বোচ্চ পণ্য রপ্তানি হবে। ইতিমধ্যে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে পণ্য রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারের মাইলফলকে পৌঁছে যাবে।

সাউথ চায়না মর্নিং পোস্টের নিবন্ধ-বাংলাদেশ অনেক ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে-প্রথম আলো

বাংলাদেশ ২০০৯ সাল থেকে বিচক্ষণ আর্থিক ও ঋণ ব্যবস্থাপনার পাশাপাশি সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও অবকাঠামো প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশে গত চার দশকে অর্থনৈতিক অগ্রগতি ছিল সামঞ্জস্যপূর্ণ এবং এ ধারা অব্যাহত রয়েছে। মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে। ২০২০ সালে দক্ষিণ এশিয়ার গড় জিডিপি ৬ দশমিক ৫৮ শতাংশ হ্রাস পেয়েছিল। অথচ সে বছর বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ এখন ভারতের তুলনায় রাজস্ব ঘাটতি, বাণিজ্য ভারসাম্য, কর্মসংস্থান, ঋণ ও জিডিপির সঙ্গে আনুপাতিক বিনিয়োগ হারের মতো বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে।

টাকার মান ধরে রাখার চেষ্টা থেকে সরে দাঁড়াল বাংলাদেশ ব্যাংক-যুগান্তর

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও দরে লাগাম টানা যাচ্ছে না। মুদ্রাবাজার স্বাভাবিক রাখতে ডলার বিক্রি করছিল কেন্দ্রীয় ব্যাংক। চলতি ২০২১-২২ অর্থবছরে প্রায় ১০ মাসে (২০২১ সালের ১ জুলাই থেকে ২৭ এপ্রিল পর্যন্ত) ৪ দশমিক ৬০ বিলিয়ন ডলার (৪৬০ কোটি টাকা) বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু আশানুরূপ কোনো ফল আসছে না। ডলারের বিপরীতে টাকার দাম কমেই যাচ্ছে।

এ অবস্থায় ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখার চেষ্টা থেকে সরে দাঁড়াল বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংক গত ২৯ মে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় হার ৮৯ টাকা নির্ধারণ করে দিয়েছিল, আজ (বৃহস্পতিবার) তা তুলে নিয়েছে। ফলে আজ থেকে বাজারই উন্মুক্ত অর্থনীতির নিয়মে মুদ্রা বিনিময় হার ঠিক করবে।ব্যাংকগুলো যে কোনো দরে ডলার বিক্রি করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ওপেন মার্কেট অনুযায়ী ডলারের দাম ঠিক হবে। এটা না করলে রেমিটেন্স কমে যাবে বলে ব্যাংকাররা জানিয়েছেন।’তবে বিষয়টি বাজারের ওপর ছেড়ে দিলেও বাংলাদেশ ব্যাংক সব সময় মনিটরিং করবে বলে জানান তিনি।

মজুতদারির বিরুদ্ধে অভিযান আরও জোরালো হবে: খাদ্যমন্ত্রী- ইত্তেফাক

বাংলাদেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, মজুতদারির বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরালো হবে। কোন ধরনের গাফিলতি সহ্য করা হবে না। বৃহস্পতিবার (২ জুন) খাদ্যমন্ত্রী বোরো ২০২২ মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ ও বাজার মনিটরিং সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

কেকের মৃত্যুর জন্য দায়ী প্রশাসনিক গাফিলতি! তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি সৌমিত্রর-সংবাদ প্রতিদিন

কেকের মৃত্যু ঘিরে তোলপাড় শহর। কীভাবে মৃত্যু হল, কারও গাফিলতি ছিল কিনা, প্রশ্ন উঠছে লাগাতার। এই পরিস্থিতিতে কেকের মৃত্যুর পিছনে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে সিবিআই তদন্ত চাইলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিষ্ণুপুরের সাংসদ। তাঁর এই অভিযোগের পালটা দিয়েছে তৃণমূলও।

ঘাসফুল শিবিরের মিডিয়া কো অর্ডিনেটর কুণাল ঘোষ বলেন, “ওঁর (কেকে) শারীরিক অস্বস্তি ছিল। এর সঙ্গে অযথা পারিপার্শ্বিক বিষয় জড়িয়ে ফেলা উচিৎ নয়। যখন ওঁর ম্যানেজার কোনও অভিযোগ করছেন না তখন এই বিজেপি নেতার এমন আচরণ মেনে নেওয়া যায় না।”

কল্যাণী AIIMS-এ নিয়োগ দুর্নীতি: বিজেপির ৮ সাংসদ-বিধায়কের বিরুদ্ধে FIR, তদন্তভার নিল সিআইডি-সংবাদ প্রতিদিন

কল্যাণী এইমসের (Kalyani AIIMS) চাকরিতে দুর্নীতির অভিযোগ। বিজেপি সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে বেআইনিভাবে প্রভাব খাটিয়ে আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এবার রাজ্য পুলিশের বদলে সেই দুর্নীতির তদন্তভার নিল সিআইডি (CID)। কল্যাণী থানার তরফে অভিযোগের নথিপত্র সিআইডিকে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে বিজেপির ৮ সাংসদ, বিধায়কের বিরুদ্ধে একাধিক ধারায় FIR হয়েছে।সূত্রের খবর, FIR-এ নাম রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক নিলাদ্রিশেখর দানা, বঙ্কিম ঘোষ-সহ মোট ৮ জনের।

‘ক্ষুদ্র সৈন্য হয়ে কাজ করব’, পুজো করে বিজেপিতে যোগ হার্দিক প্যাটেলের-আজকাল

এককালে যেই দলের বিরোধিতা করে গোটা দেশে পরিচিত হয়েছিলেন, আজ সেই বিজেপি–তেই যোগ দিলেন হার্দিক প্যাটেল।

সকালেই অবশ্য সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। টুইটারে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ‘ক্ষুদ্র সৈন্য হয়ে কাজ করব’। এর পর রীতমতো পুজোআচ্চাও করেন। গুজরাটের গান্ধীনগরে তাঁর গলায় গেরুয়া উত্তরীয় এবং টুপি পরিয়ে স্বাগত জানালেন বিজেপি নেতারা। এদিন সকালে পতিদার নেতা হার্দিক টুইটারে লেখেন, ‘আমি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি

চিকিৎসার জন্য দুবাই যেতেই পারেন অভিষেক, পালানোর আশঙ্কা ভিত্তিহীন: হাই কোর্ট-আনন্দবাজার পত্রিকা

চোখের চিকিৎসা করাতে দুবাই যেতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে আপত্তি জানিয়েছিল ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)’। তা নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। হাই কোর্ট তাঁকে ৩ থেকে ১০ জুন সস্ত্রীক দুবাইয়ে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে। বিচারপতি বলেন, ‘‘দুবাই থেকে অভিষেক পালিয়ে যেতে পারেন ইডির এই আশঙ্কা ভিত্তিহীন। অভিষেক কোথায় চিকিৎসা করাবেন সেটা তাঁর নিজস্ব ব্যাপার।’’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২

ট্যাগ