জুন ১৪, ২০২২ ১৬:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৪ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস মন্মথ বাড়ৈ চাকরিচ্যুত-প্রথম আলো
  • ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর চুয়েট বন্ধ ঘোষণা-ইত্তেফাক
  • ইজ্জত গেল কার?-মানবজমিন
  • যুদ্ধের ১০০ দিনে ৯৮ বিলিয়ন ডলার আয় রাশিয়ার-যুগান্তর
  • খালেদা জিয়াকে সরকার ভয় পাচ্ছে : নজরুল-কালের কণ্ঠ
  • একনেকে ১১ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • মহিলা আইনজীবীকে ধর্ষণ, জোর করে গর্ভপাত, যোগীরাজ্যের ঘটনায় অভিযুক্ত খোদ পুলিশ!-সংবাদ প্রতিদিন
  • দেড় বছরে ১০ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা কেন্দ্রের, কংগ্রেস করল কটাক্ষ -আজকাল 
  • ‘মুসলমানদের নিশানা’ করছে মোদী সরকার, ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ থামাতে আর্জি অ্যামনেস্টির-আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট বন্ধ ঘোষণা , হল ছাড়ার নির্দেশ। ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন?

২) তুরস্কের নিরাপদ অঞ্চল গঠনের পরিকল্পনা থেকে সিরিয়ার ভেতরে সামরিক অভিযান পরিচালনা করছে তুরস্ক তবে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে সিরিয়া। কী বলবেন আপনি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস মন্মথ বাড়ৈ চাকরিচ্যুত-প্রথম আলো

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের তৎকালীন সহকারী একান্ত সচিব (এপিএস) ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ রঞ্জন বাড়ৈকে চাকরিচ্যুত করা হয়েছে। অসদাচরণ ও পলায়নের কারণে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিভাগীয় মামলার পর দীর্ঘদিন ধরে যাচাই-বাছাইসহ যাবতীয় প্রক্রিয়া শেষ করে গতকাল সোমবার মন্মথ রঞ্জন বাড়ৈকে চাকরিচ্যুত করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।গত বছর পদায়নের ৯ মাস পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় মন্মথ রঞ্জন বাড়ৈর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ এনেছিল শিক্ষা মন্ত্রণালয়।

চাকরি থেকে বরখাস্ত করার প্রজ্ঞাপনে বলা হয়, সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মন্মথ রঞ্জন বাড়ৈ ২০২০ সালের ১২ এপ্রিল থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকেন।সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২০০৯ সালে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর দীর্ঘদিন তাঁর এপিএসের দায়িত্ব পালন করেন মন্মথ রঞ্জন বাড়ৈ। তখনই তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। একপর্যায়ে মন্মথ রঞ্জন বাড়ৈকে এপিএসের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। শিক্ষা ক্যাডারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মন্মথ রঞ্জন বাড়ৈ অনুমতি না নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

ইজ্জত গেল কার?-মানবজমিন

বাংলাদেশ নির্বাচন কমিশন 

এলাকা ছাড়ার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই কুমিল্লায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘আইনের কিছু ফাঁক-ফোকরকে ব্যবহার করে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছেন। তিনি (এমপি বাহার) আইন অমান্য করে নির্বাচনী এলাকায় আছেন। আমাদেরও সময় আসবে। ওয়েট অ্যান্ড সি।’ তিনি বলেন, ‘যদি ভোটের পরিস্থিতি ভালো না থাকে তাহলে নির্বাচন স্থগিত করা হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে।’ গতকাল সকাল সাড়ে ১০টায় কুমিল্লা নগরীর বাদুড়তলায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কুমিল্লা সিটি  নির্বাচনের ১০৫টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এমপি বাহাউদ্দিন বাহার প্রসঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেন, ‘উনি একজন জনপ্রতিনিধি। উনারা আইন প্রণয়ন করেন। 

যদি ওনারাই আইন না মানেন, তাহলে আর কী বলবো! ওনাকে তো আর আমরা টেনে-হিঁচড়ে নামাতে পারি না। এখানে ইজ্জত গেল কার আপনারাই বুঝুন।’ এই নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের খারাপ পরিস্থিতির এখনো উদ্ভব হয়নি এবং ভোটের পরিস্থিতি ভালোই আছে। নির্বাচনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ কমিশন কুমিল্লায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে।

যুদ্ধের ১০০ দিনে ৯৮ বিলিয়ন ডলার আয় রাশিয়ার-যুগান্তর

রুশ প্রেসিডেন্ট পুতিন

ইউক্রেনে রুশ অভিযানের প্রথম ১০০ দিনে জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে ৯৮ বিলিয়ন ডলার (৯৩ বিলিয়ন ইউরো বা ৯ হাজার ৮০০ কোটি ডলার) আয় করেছে মস্কো।

এর বেশির ভাগই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় পাঠানো হয়েছে। স্থানীয় সময় সোমবার ফিনল্যান্ডভিত্তিক সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।সিআরইএ’র প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের প্রথম ১০০ দিনে রাশিয়ার কাছ থেকে ইউরোপীয় ইউনিয়ন যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে, তা মস্কোর মোট রপ্তানির ৬১ শতাংশ।

এর মূল্য প্রায় পাঁচ হাজার ৭০০ কোটি ইউরো। রাশিয়ার জ্বালানির শীর্ষ আমদানিকারক দেশ চীন। এক হাজার ২৬০ কোটি ইউরো মূল্যের জ্বালানি কিনেছে দেশটি।

এর পরের অবস্থানে আছে জার্মানি। দেশটি রাশিয়ার কাছ থেকে এক হাজার ২১০ কোটি ইউরো মূল্যের জ্বালানি কিনেছে। আর ইতালি কিনেছে ৭৮০ কোটি ইউরো মূল্যের জ্বালানি।

জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে রাশিয়া যে আয় করেছে, তার বেশির ভাগই এসেছে অপরিশোধিত তেল রপ্তানি করে। এর মধ্য দিয়ে চার হাজার ৬০০ কোটি ইউরো আয় করেছে দেশটি।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আগামী দেড় বছরে দেশে ১০ লক্ষ চাকরি হবে, কর্মসংস্থানে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদির-সংবাদ প্রতিদিন ও আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, দেশে কর্মসংস্থান নিয়ে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দেড় বছরে ১০ লক্ষ চাকরি হবে।  প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি মন্ত্রকেই এবং বিভাগগুলিতে দক্ষ কর্মী নিয়োগ করা হবে। এই প্রকল্পের নাম তিনি দিয়েছেন ‘মিশন মোড’। ক্ষমতায় আসার সময় কেন্দ্রের তরফে কর্মসংস্থান নিয়ে ভুরি ভুরি প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ হয়নি, এই অভিযোগে বিরোধীরা লাগাতার বিঁধেছেন মোদি সরকারকে। বিরোধী কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইটে কটাক্ষ করে বলেন, ‘কর্মসংস্থানে এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলেছে দেশ। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। আর প্রধানমন্ত্রী শুধু ‘টুইটার টুইটার’ খেলছেন!’ ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, সেই সমালোচনার জবাব দিতেই প্রধানমন্ত্রী মানবসম্পদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। 

‘মুসলমানদের নিশানা’ করছে মোদী সরকার, ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ থামাতে আর্জি অ্যামনেস্টির-আনন্দবাজার পত্রিকা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

বর্তমানে নিলম্বিত (সাসপেন্ডেড) বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য এবং তৎপরবর্তী বিক্ষোভের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে। এ বার এই প্রেক্ষিতে কড়া বিবৃতি জারি করে ভারত সরকারকে মুসলমানদের নিশানা না করার আবেদন জানাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার (বর্তমানে নিলম্বিত) বিতর্কিত মন্তব্যের জেরে আরব দুনিয়ায় কার্যত একঘরে হয়ে যায় ভারত। একাধিক দেশ ভারতের রাষ্ট্রদূতকে ডেকে শাসক দলের মুখপাত্রেরর মন্তব্যের বিরোধিতা করে। পশ্চিম এশিয়ার একাধিক বাণিজ্যিকস্থলে ভারতীয় পণ্য বয়কট করা হয়। বিরোধিতা, বিক্ষোভ শুরু হয় দেশের মধ্যেও। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো সেই বিক্ষোভ দমনে ‘অতিরিক্ত কড়া’ পদক্ষেপ গ্রহণ করে বলে অভিযোগ। এবার সেই প্রেক্ষিতে কড়া বিবৃতি জারি করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে লেখা হল, ‘বিক্ষোভ দমনে ভারতীয় কর্তৃপক্ষ যেন অবিলম্বে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত হয়।’ বিক্ষোভ দমনের কড়া প্রক্রিয়ায় দেশে একটি শিশু-সহ দু’জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে অ্যামনেস্টি।

একইসঙ্গে মুসলমানদের নিশানা করে সরকার ক্রমাগত যে পদক্ষেপ করছে তাও চিন্তার বিষয়।’ রাষ্ট্র মুসলমানদের নিশানা করছে বলেও দাবি করেছে অ্যামনেস্টি। বিবৃতিতে তারা লিখেছে, ‘ভারত সরকার প্রতিশোধমূলক ভাবে বেছে বেছে সেই সমস্ত মুসলমানদের উপর নিপীড়ন নামিয়ে আনছে যারা মুখ খোলার স্পর্ধা দেখাচ্ছেন বা শান্তিপূর্ণ উপায়ে তাঁদের উপর হওয়া বিদ্বেষের প্রতিবাদ জানাচ্ছেন।’

 মহিলা আইনজীবীকে ধর্ষণ, জোর করে গর্ভপাত, যোগীরাজ্যের ঘটনায় অভিযুক্ত খোদ পুলিশ!

আইনজীবী মহিলাকে ধর্ষণ

মাস কয়েক আগে গণধর্ষণের অভিযোগ জানাতে থানায় যাওয়া এক নাবালিকাকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। সেই যোগীরাজ্যেই এবার মহিলা আইনজীবীকে ধর্ষণে অভিযুক্ত আরও এক পুলিশ আধিকারিক। অভিযোগ, মহিলা গর্ভবতী হয়ে পড়লে, তাঁকে গর্ভপাত করতে বাধ্য করা হয়। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মিরাটে (Meerut)।

ঘটনায় অভিযুক্ত সাব-ইন্সপেক্টর অজয় শর্মা। বর্তমানে তিনি গাজিয়াবাদের একটি থানায় কর্মরত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি যখন মিরাটের কানকারখেরা এলাকার লিসারি গেট থানায় ছিলেন সেই সময় ওই মহিলা আইনজীবীকে ধর্ষণ করেন। নির্যাতিতা জানিয়েছেন, মিরাটের আদালতে একটি শুনানির সময় অজয়ের সঙ্গে আলাপ হয় তাঁর। অভিযোগ, ঠান্ডা পানীয়ে মাদক মিশিয়ে ওই পুলিশ আধিকারিক ও তাঁর বন্ধুরা মহিলা আইনজীবীকে গণধর্ষণ করে। এমনকী ধর্ষণের ভিডিও করে পুলিশকর্মী। এরপর মহিলা অন্তঃসত্ত্বা হলে তাঁকে গর্ভপাত করতে বাধ্য করে অভিযুক্ত সাব-ইন্সপেক্টর। আরও অভিযোগ, অভিযুক্ত পুলিশ আধিকারিকের ভয়ে তিনি নিজের বাড়ি ছেড়ে ভাড়াবাড়িতে থাকা শুরু করেন। কারণ বাড়িতে হামলা চালিয়ে জোর করে টাকা ও গয়না নিয়ে যায় অজয় শর্মা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪

ট্যাগ