জুন ২০, ২০২২ ১৭:২৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২০ জুন সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • মৌলভীবাজারে বন্যা-বাড়ছে পানি, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ- মানবজমিন
  • এক ফোনে ভোটের ফল পাল্টানোকে গুজব বললেন সিইসি-ইত্তেফাক-ইত্তেফাকগন্তব্যে
  • পৌঁছানোর কথা বলে গৃহবধূকে বাসে ধর্ষণ, গ্রেপ্তার ৩-প্রথম আলো
  • ‘প্রস্তাবিত বাজেটেও কুইক রেন্টালের নামে লুটপাটের অনুমোদন দেওয়া হয়েছে’- যুগান্তর
  • ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলি, পুলিশসহ আহত অনেকে-কালের কণ্ঠ
  • পাকিস্তান হতে যাচ্ছে পরবর্তী শ্রীলঙ্কা, বললেন ইমরান খান-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • বিধানসভায় কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় মমতা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • চতুর্থবার ইডি হাজিরা রাহুলের, যন্তর মন্তরে প্রতিবাদ দেখাবে কংগ্রেস নেতৃত্ব-আজকাল
  • পাকিস্তান-চিন শত্রু আমাদের, ওদের রুখতে অগ্নিপথই ভারতের জন্য সঠিক রাস্তা–আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

চারদিকে পানি আর পানি, ভেলায় মরদেহ নিয়ে পাশের গ্রামে দাফন-প্রথম আলো

নেত্রকোনার মোহনগঞ্জে যত দূর চোখ যায়, শুধু পানি আর পানি। বাড়িঘর, কবরস্থান—সব জায়গা ডুবে আছে পানিতে। এমন পরিস্থিতিতে গত শনিবার রাতে পানুর গ্রামের মানিক মিয়া (৩৮) মারা গেলে তাঁকে কোথায় দাফন করা হবে, তা নিয়ে বিপত্তি ঘটে। আশপাশে মরদেহ রেখে জানাজা পড়ার মতো জায়গা নেই, নেই দাফন করার মতো শুকনা জায়গাও।পুরো গ্রাম বন্যায় প্লাবিত হওয়ায় লোকজন সিদ্ধান্ত নেন, পাশের সমাজ গ্রামের রাস্তায় জানাজা শেষে মানিক মিয়াকে ওই গ্রামে দাফন করা হবে।

পানুর গ্রামের কয়েকজন বলেন, তাঁদের গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। তাই মানিকের মরদেহ তাঁরা পাশের সমাজ গ্রামের রাস্তায় জানাজা পড়া শেষে দাফনের সিদ্ধান্ত নেন। তবে সেখানে মরদেহ নিয়ে পৌঁছানোটা কঠিন ছিল। সমস্যা সমাধানে বানানো হয় কলাগাছের ভেলা। সেই ভেলায় মানিকের মরদেহ নেওয়া হয় সমাজ গ্রামের রাস্তায়। পরে গতকাল রোববার সন্ধ্যায় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

সিলেটে বন্যার্তদের আহাজারি-মানবজমিন

বানভাসি লাখো মানুষের আহাজারিতে ভারী সিলেটের বাতাস। বাড়ছে পানি। ডুবছে জনপদ। বিদ্যুৎ নেই। খাবার নেই। নিরাপদ আশ্রয়ে যাওয়ার জলযান নেই। পরিবার-পরিজন নিয়ে দুঃসহ সময় পার করছেন পানিবন্দি মানুষজন। সময় যত যাচ্ছে বাড়ছে বিপদ, বাড়ছে উৎকণ্ঠা। বানের পানি গ্রাস করেছে সিলেট শহরের প্রায় সব সড়ক। পানিতে ভেসে গেছে বাড়িঘর। বিদ্যুৎ না থাকায় ভুতুড়ে পরিস্থিতি। বাজার-হাটে পানি উঠায় দেখা দিয়েছে খাদ্যপণ্যের সংকট। অনেকে না খেয়ে সময় পার করছেন।

এক ফোনে ভোটের ফল পাল্টানোকে গুজব বললেন সিইসি-ইত্তেফাক

এক ফোনে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ভোটের ফল পাল্টানোর বক্তব্যকে গুজব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।সোমবার (২০ জুন) বেলা ১১টায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।সিইসি বলেন, একটা ফোনে ফল পাল্টে গেলো এটা- একজন বলার পর হাজার মানুষ তাই বললো। আসলে আমাদের দেশের কালচার এটা, এটা একটা গুজব। মেশিনের ফল অথবা হাতের রেজাল্ট আমরা ওয়েবসাইটে তুলে দিয়েছি। এমন ঘটনা ঘটেনি।

‘প্রস্তাবিত বাজেটেও কুইক রেন্টালের নামে লুটপাটের অনুমোদন দেওয়া হয়েছে’-যুগান্তর

বিএনপি দলীয় সংসদ সদস্য রুবিন ফারহানা বলেছেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার নামে দায়মুক্তির দেওয়া অনৈতিক। টাকা ফেরত আনতে নয়, পাচারকারীদের নিরাপত্তা দিতেই এই ব্যবস্থা। এটা মানিলন্ডারিং আইনেরও পরিপন্থী। বাংলাদেশের ঋণ বিপৎসীমা অতিক্রম করেছে। তিনি প্রস্তাবিত বাজেটেও কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অনুমোদন দেওয়া হয়েছে বলেও দাবি করেন।

পাকিস্তান হতে যাচ্ছে পরবর্তী শ্রীলঙ্কা, বললেন ইমরান খান-বাংলাদেশ প্রতিদিন

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি পাকিস্তানকে শ্রীলঙ্কার দিকে নিয়ে যাচ্ছে মন্তব্য করেছেন পাকিস্তানের সদস্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান। রবিবার মূল্যস্ফীতির বিরুদ্ধে ডাকা আন্দোলনে ব্ক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। করাচি, পেশোওয়ার, মুলতান, ইসলামাবাদসহ বড় শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য দেন ইমরান খান।

 এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

 অগ্নিপথ প্রকল্প: ভারতজুড়ে বন্‌ধ্‌, বিভিন্ন রাজ্যে সতর্কতা-এনডিটিভি

ভারতীয় সশস্ত্র বাহিনীর নিয়োগসংক্রান্ত প্রকল্প ‘অগ্নিপথ’-এর বিরোধিতা করে ভারতজুড়ে বন্‌ধ্ পালন করছেন চাকরিপ্রত্যাশী বিক্ষোভকারীরা। চুক্তিভিত্তিক ও স্বল্পমেয়াদি এ প্রকল্প বহাল থাকবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পর আজ সোমবার দেশজুড়ে বন্‌ধ্ পালনের ঘোষণা দেন তাঁরা। বন্‌ধ্‌কে কেন্দ্র বিভিন্ন রাজ্যে মোট ৪৮৩টি ট্রেন সেবা বাতিল করা হয়েছে। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে গত কয়েক দিনে ভারতের বিভিন্ন রাজ্যে সহিংস বিক্ষোভ হয়েছে। বন্‌ধ্‌কে কেন্দ্র করে আজ এসব রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ বন্‌ধ্‌কে কেন্দ্র করে বিহার রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে সাড়ে ৩০০ ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত ২০ জেলায় ইন্টারনেট সেবা বন্ধ আছে।

পাকিস্তান-চিন শত্রু আমাদের, ওদের রুখতে অগ্নিপথই ভারতের জন্য সঠিক রাস্তা-আনন্দবাজার পত্রিকার শিরোনাম।

কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের (Agnipath Protest) বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভের আগুন। বাংলাও তার বাইরে নয়। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, সোমবার বিধানসভায় দাঁড়িয়ে অগ্নিপথের বিরোধিতায় কার্যত গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর মন্তব্য, ”চার বছর পর চাকরি চলে গেলে সবারই চাকরি যাবে। তখন বেকারদের বিজেপি (BJP) বিধায়কদের বাড়িতে দিয়ে আসব, আপনারা চাকরি দেবেন।” এই মন্তব্য শুনেই প্রবল হইহট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীনই তাঁরা সকলে ওয়াকআউট করে বেরিয়ে যান। বাইরের লবিতে পোস্টার হাতে অবস্থান বিক্ষোভ শুরু করেন।

এসএসসি-তে শিক্ষক নিয়োগ নিয়ে পার্থর পাশে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ মুখ্যমন্ত্রীর-আনন্দবাজার পত্রিকা

এসএসসি দুর্নীতি মামলায় সতীর্থ পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় নূপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে নাম না করে নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী পার্থ। সেই প্রস্তাবের সমর্থনে বক্তৃতা দিতে মমতা বলেন, ‘‘এক লক্ষ চাকরি দিতে গিয়ে একশোটা ভুল হতেই পারে। তা শুধরে নিতে হবে। শিক্ষা দফতরের দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। সেই ঘটনায় পার্থর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর উদ্দেশে মুখ্যমন্ত্রীর আরও আক্রমণ, ‘‘মন্দারমণির নাম এখন ‘দাদামণি’ হয়ে গেছে। কেন হয়েছে? আর বলা হচ্ছে, ১৭ হাজার চাকরি খেয়ে নেব। তা হলে ওই সব ছেলেমেয়েদের ওঁর বাড়ি পাঠিয়ে দেব। বিজেপি বিধায়কদের বাড়ি পাঠিয়ে দেব।

চতুর্থবার ইডি হাজিরা রাহুলের, যন্তর মন্তরে প্রতিবাদ দেখাবে কংগ্রেস নেতৃত্ব-আজকাল

ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ চতুর্থ বার তলব করা হয়েছে রাহুল গান্ধীকে। এর আগে ১৩ থেকে ১৫ জুন, টানা তিনদিন দফায় দফায় জেরা করা হয়েছিল কংগ্রেস নেতাকে। তারপরেই ১৭ জুন ফের চতুর্থ দফার তলব করা হয়েছিল রাহুল গান্ধীকে।সেই সময় ইডির কাছে সময় চেয়ে নিয়েছিলেন কংগ্রেস নেতা। জানিয়েছিলেন হাজিরা দেবেন সোমবার। কংগ্রেস নেতাকে ১৩ থেকে ১৫ জুন লাগাতার জিজ্ঞাসাবাদের সময় থেকেই ক্ষোভ প্রকাশ করেছে গোটা দল। দিল্লির দলীয় কার্যালয় থেকে ইডি দফতর, কংগ্রেস নেতা, সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছিলেন।  সোমবার রাহুলকে জিজ্ঞাসাবাদের আগে কংগ্রেস নেতা অজয় মাকেন সাংবাদিক সম্মেলন করে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০

ট্যাগ