জুলাই ২১, ২০২২ ১৮:৫৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২১ জুলাই বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • সুনামগঞ্জে আদালত চত্বরে বিচারপ্রার্থীকে ছুরিকাঘাতে হত্যা-মানবজমিন
  • দেশে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল-প্রথম আলো
  • অর্থনীতিতে বড় ধাক্কা আসছে: দেবপ্রিয় ভট্টাচার্য-যুগান্তর। যুগান্তরের আরেকটি শিরোনাম-নির্বাচন যথাসময়ে, কে এলো না এলো সেটি তাদের বিষয়: সিইসি
  • সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে একমত বিজিবি-বিএসএফ-কালের কণ্ঠ
  • রাস্তা দখল করে কেউ দোকান বসালে ব্যবস্থা : স্থানীয় সরকারমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • রাজ্যের প্রাপ্য টাকা না দিলে দিল্লি ঘেরাও’, একুশের মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার-সংবাদ প্রতিদিন
  • সুপারিশে মিলবে না পঞ্চায়েতের টিকিট, ফের ঠিকাদারি নিয়ে সতর্কতা অভিষেকের  -আজকাল 
  • ধনখড়কে তো নয়ই, আলভাকেও নয়, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল: অভিষেক-আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

১. জাতির স্বার্থে অনিবার্যভাবে অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন- একথা বলেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। তার এ বক্তব্য নিয়ে আপনি কী বলবেন?

২. অন্য দেশের সম্পদ লুট করে উন্নত হয়েছে পশ্চিমারা- এ বক্তব্য দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

সুনামগঞ্জে আদালত চত্বরে বিচারপ্রার্থীকে ছুরিকাঘাতে হত্যা-মানবজমিন

‘নিজের জীবনের নিরাপত্তা নেই’ এমন মামলায় বিচারপ্রার্থী আদালতে হাজিরা দিতে এসে প্রতিপক্ষ আসামিদের প্রকাশ্যে চুরিকাঘাতে সুনামগঞ্জ জেলা  আদালত প্রাঙ্গণে খুন হয়েছেন খোকন মিয়া নামে এক যুবক। তিনি জেলার জগন্নাথপুর উপজেলার গলাখাই গ্রামের বাসিন্দা। এঘটনায় তাৎক্ষণিক  তিনজনকে বারের আইনজীবীরা আটক করে পুলিশে সৌপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। আটককৃতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাইদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আদালত প্রাঙ্গণে একটি খুনের ঘটনা ঘটেছে। পুলিশ তিনজনকে আটক করেছে।

সুনামগঞ্জ বারের আইনজীবী এ আর জুয়েল জানান, নিজের জীবনের নিরাপত্তা নেই এমন মামলায় বাদী হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষ আসামিদের ছুরিকাঘাতে একজন খুন হয়েছেন।

দেশে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল-প্রথম আলো

দেশে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৮৮৪ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ লাখ ২৭৯। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা ছয়জনের মৃত্যু হয়েছে। আগের দিন করোনায় একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় করোনা শনাক্ত হয় ১ হাজার ১০৪ জনের। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৯ দশমিক ৮১। আগের দিন শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০।

অর্থনীতিতে বড় ধাক্কা আসছে: দেবপ্রিয় ভট্টাচার্য-যুগান্তর

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘মেগা প্রকল্পে ঋণ পরিশোধের ক্ষেত্রে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে অর্থনীতিতে বড় ধাক্কা আসছে।মেগা প্রকল্পে ঋণ পরিশোধের সময় এগিয়ে আসছে, যা অর্থনীতির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় একটি পরিকল্পনা প্রয়োজন।’

বৃহস্পতিবার দেশের ২০টি বড় প্রকল্প নিয়ে ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বর্তমানে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বিদেশি দায়দেনা পরিশোধ করা হয় ১ দশমিক ১ শতাংশের মতো। ২০২৬ সাল নাগাদ তা দ্বিগুণ হতে পারে। এই হার ২ শতাংশের পৌঁছানোর আশঙ্কা রয়েছে।’

তখন বাংলাদেশ সমস্যায় পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এটি আসলে নির্ভর করবে ওই সময়ে দেশের রিজার্ভ পরিস্থিতি কেমন থাকে, অর্থনীতি কতটা সুসংহত থাকে, তার ওপর।’

তিনি আরও বলেন, ‘বড় প্রকল্পের ক্ষেত্রে রাশিয়া, চীন ও জাপানকেই বেশি অর্থ পরিশোধ করতে হবে। তার মধ্যে চীনের ঋণ পরিশোধের সময়সীমা বেশ কম।’

এ সময় দেশের ২০টি বড় প্রকল্প বিশ্লেষণ করে দেবপ্রিয ভট্টাচার্য বলেন, ‘এসব প্রকল্পের তালিকার অন্যতম হলো পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, পদ্মা সেতুর রেল সংযোগ ইত্যাদি। এসব প্রকল্পে প্রায় ৫ লাখ ৫৬ হাজার ৯৫৫ কোটি টাকা খরচ হচ্ছে। এর মধ্যে প্রায় ৬২ শতাংশ বিদেশি ঋণ।’

তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে বড় প্রকল্প নেওয়ার ক্ষেত্রে এক ধরনের জাতীয় ঐকমত্য আছে। বড় প্রকল্প বাস্তবায়ন করলে দৃশ্যমান উন্নয়ন দেখা যায় বলে রাজনীতিবিদেরা এতে আগ্রহ দেখান।’

সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ওই ২০টি প্রকল্প ২০২৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও চলতি দশকে সব কটি শেষ করা সম্ভব হবে না। প্রকল্প বাস্তবায়নে এক ধরনের স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকারের আলোচনা শুরুকে ভালো দিক হিসেবে অভিহিত করেছেন দেবপ্রিয়।

গতকাল অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আইএমএফের কাছ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলারের ঋণ নিচ্ছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, ফরমালভাবে আমার কাছে ঋণের কোনো প্রস্তাব আসেনি। প্রস্তাব আসলে ঋণ গ্রহণ করবেন কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগে দেখতে হবে আমাদের প্রয়োজন আছে কি না। প্রয়োজন থাকলে নেব। তবে এই মুহূর্তে প্রয়োজন নেই।

এ প্রসঙ্গে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য তার মত তুলে ধরে বলেন, ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার হোক আর সাড়ে চার বিলিয়ন বা ৪৫০ কোটি ডলার হোক- আইএমএফের কাছে অর্থ নেওয়ার প্রয়োজন আছে। এর ফলে মধ্য মেয়াদে অর্থনীতি স্থিতিশীল রাখতে সহায়তা করবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করবে। বিদেশি বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীরা এক ধরনের আস্থা পাবেন। তারা মনে করেন, বাংলাদেশকে এক ধরনের পরিবীক্ষণ ও নজরদারিতে রাখছে আইএমএফ। তিনি এই প্রসঙ্গে সংকটে পড়া শ্রীলংকার আইএমএফের অর্থ না নেওয়ার সিদ্ধান্তের উদাহরণটি তুলে ধরেন।

রাস্তা দখল করে কেউ দোকান বসালে ব্যবস্থা : স্থানীয় সরকারমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, মানুষের চলাচলের রাস্তা দখল করে কেউ দোকান বসালে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পাইকারি কাঁচাবাজারগুলো শহরের বাইরে হলেই বেশি ভালো হবে।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ কাঁচাবাজার স্থানান্তরের লক্ষ্যে গাবতলী কাঁচাবাজার এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, রাজধানীতে জনদুর্ভোগ ও যানজট কমাতে সরকার কর্তৃক নির্ধারিত স্থানে পাইকারি ও খুচরা কাঁচাবাজার বসাতে হবে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

বিজেপি গরিষ্ঠতা না পেলেই এক হবে সবাই, মমতা কি ভোটের পরে জোটের বার্তা দিলেন? আনন্দবাজার পত্রিকা

প্রত্যাশিত ভাবেই ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ২০২৪ সালের ভোটের নান্দীমুখ করে রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রক্রিয়ার মধ্যে তিনি ভোট-পরবর্তী বিজেপি-বিরোধী জোটের ইঙ্গিত দিয়ে রাখলেন বলেই মনে করছে তৃণমূলের একটি অংশ। মমতার বক্তব্যের নির্যাস— ভোট বিজেপি সংখ্যাগরিষ্ঠ হবে না। আর তারা গরিষ্ঠতা না-পেলেই অন্যরা (বিরোধীরা) এক হয়ে যাবে। অর্থাৎ, ভোটের আগে নয়, ভোটের পরের জোটের দিকেই ইঙ্গিত করেছেন তৃণমূলনেত্রী।
সভামঞ্চের কাছের তৃণমূল সমর্থকদের হাতে ছিল ব্যানার। তাতে লেখা, ‘বাঙালি প্রধানমন্ত্রী চাই।’ তবে মমতা সে সব দিকে হাঁটেননি। তিনি জানান, ২০২৪ সালে বিজেপি সর্ববৃহৎ দল হবে না। তাঁর কথায় ‘‘বিজেপি যাতে একক গরিষ্ঠ দল হতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। সেটা হলেই সবাই এক হয়ে যাবে।’’ মঞ্চ থেকে স্লোগান তোলেন, ‘‘চব্বিশে বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো।’’

কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে, মমতা তাঁর বক্তৃতায় কংগ্রেসের নামটুকুও উচ্চারণ করেননি। আক্রমণ করেছেন বিজেপিকে। এমনকি, আক্রমণ করেছেন সিপিএমকেও। কিন্তু কংগ্রেস নিয়ে তাঁর বক্তৃতায় কোনও উচ্চবাচ্য ছিল না। যে সূত্রের তৃণমূলের নেতারা আরও মনে করছেন যে, কংগ্রেসকে ‘বিরোধী শক্তি’ হিসেবে আর ধর্তব্যের মধ্যে আনছেন না মমতা।

সুপারিশে মিলবে না পঞ্চায়েতের টিকিট, ফের ঠিকাদারি নিয়ে সতর্কতা অভিষেকের  -আজকাল 

ঠিকাদারি প্রসঙ্গে ফের দলের নেতা-কর্মীদের সতর্ক করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তাঁর সাফ কথা, ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না। তৃণমূল কংগ্রেস নিজের ‘করেকম্মে’ খাওয়ার জায়গা নয়। 
এর আগে হলদিয়া এবং উত্তরবঙ্গেও দলের কর্মীদের ঠিকাদারির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে সতর্ক করেছিলেন অভিষেক। ২১-এ জুলাইয়ের দিন যেহেতু গোটা বাংলা থেকেই দলের নেতা-কর্মীরা আসেন সেজন্য এই মঞ্চ থেকে অভিষেক বুঝিয়ে দেন ঠিকাদারি নিয়ে তাঁর এই কথা গোটা বাংলার ক্ষেত্রেই প্রযোজ্য। সেই সঙ্গে আসন্ন পঞ্চায়েত ভোটের টিকিট দেওয়া নিয়ে দল যে আগের থেকে অনেক বেশি সতর্ক এবং কোনও নেতা ধরে যে এই টিকিট মিলবে না সেকথাও এদিন বুঝিয়ে দিয়েছেন তিনি। অভিষেকের কথায়, 'দাদাদের জল বয়ে টিকিট পাওয়া যাবে না। মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকলে কোনও সুপারিশেই টিকিট মিলবে না।' 

শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ