সেপ্টেম্বর ৩০, ২০২২ ১৬:১৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩০ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • সরকারের উন্নয়ন ও বিএনপির দুঃশাসন তুলে ধরুন : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ/প্রথম আলো
  • এ বছর মাসে ২৮৮ জন মেয়ে বাল্যবিবাহের শিকার-প্রথম আলো
  • কনডেম সেলে ফাঁসির অপেক্ষায় ২১০২ আসামি-মানবজমিন
  • আমাদের হাঁটু ভাঙেনি, আ.লীগেরই কোমর ভেঙেছে: মির্জা ফখরুল- যুগান্তর
  • জাতীয় কন্যাশিশু দিবস-কন্যাশিশুদের নিরাপত্তা কোথায়-ডেইলি স্টার
  • বাংলাসহ বন্ধ হচ্ছে বিবিসির ১০ ভাষার রেডিও সম্প্রচার খরচ কমাতে ৪০০ কর্মী ছাটাই-বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • কাবুলের বিস্ফোরণে হত শতাধিক পড়ুয়া, আহত বহু, শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীন ভয়াবহ আত্মঘাতী হামলা-আনন্দবাজার পত্রিকা
  • কংগ্রেস সভাপতি পদে লড়বেন মল্লিকার্জুন খাড়গে?-আজকাল
  • এসএসসি দুর্নীতিতে নয়া মামলা, কমিশনের কাছে হলফনামা তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

প্রবাসীদের প্রতি আহ্বান বিএনপির অপশাসনের চিত্র বিদেশিদের কাছে তুলে ধরুন: প্রধানমন্ত্রী-প্রথম আলো কালের কণ্ঠসহ বেশ কয়েকটি দৈনিকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি বিএনপি সরকারের সময়ের দুর্নীতি, অনিয়ম ও বিরোধীদের ওপর চালানো নৃশংসতার বর্ণনা তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিদেশিরা জানুক, দেশের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার চালানো বিএনপির এখন প্রধান কাজ।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় শেখ হাসিনা এ আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকায় বাংলাদেশ উন্নত দেশের মর্যাদা পেতে যাচ্ছে।

এ বছর মাসে ২৮৮ জন মেয়ে বাল্যবিবাহের শিকার-প্রথম আলো/ডেইলি স্টারসহ সহ কয়েকটি দৈনিকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত দেশের ২৮টি জেলায় ২ হাজার ৩০১ জন কন্যাশিশু বাল্যবিবাহের শিকার হয়েছে। সে হিসাবে প্রতি মাসে ২৮৮ কন্যাশিশুর বাল্যবিবাহ হয়েছে। এ সময় ৫৮৯টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ‘কন্যাশিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন-২০২২’ উপস্থাপন করেছে।

জাতীয় কন্যাশিশু দিবস-কন্যাশিশুদের নিরাপত্তা কোথায়

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ২০৩০ সালের মধ্যে শিশু নির্যাতন-পাচারসহ সব ধরনের সহিংসতা বন্ধের বিষয়টি উল্লেখ থাকলেও বাংলাদেশ এখনো এই ক্ষেত্রে বেশিদূর এগোতে পারেনি।

কন্যাশিশুর জন্য বাস্তবতা আরও ভয়াবহ। এক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম ৮ মাসে ৫৭৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, যাদের মধ্যে ৮৪ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার এবং ৪৩ জন প্রতিবন্ধী শিশু।জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিবেদনে বলা হয়েছে, এ ছাড়াও ৮৭ কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০ জন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ১ বছর বয়সী কন্যাশিশুকেও ধর্ষণ করা হয়েছে।

সংগঠনটি চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২৪টি দৈনিক সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে 'গার্ল চিলড্রেন সিচুয়েশন মনিটরিং রিপোর্ট ২০২২' তৈরি করেছে। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করবে সংগঠনটি।

আমাদের হাঁটু ভাঙেনি, আ.লীগেরই কোমর ভেঙেছে: মির্জা ফখরুল-যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, আন্দোলনে জনসম্পৃক্ততা দেখে আওয়ামী লীগেরই কোমর ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

'বিএনপি হাঁটুভাঙা বলে লাঠির ওপর ভর করেছে' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত 'প্রতিবাদী ছাত্র সমাবেশে' তিনি এ কথা বলেন। 'ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের ওপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে' এই সমাবেশ হয়।

কনডেম সেলে ফাঁসির অপেক্ষায় ২১০২ আসামি-মানবজমিন

কারাগারের কনডেম সেলে ফাঁসির অপেক্ষায় রয়েছেন ২১০২ আসামি। এদের মধ্যে অনেকের মামলা হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি চলছে। আবার অনেকের ডেথ রেফারেন্স শেষ হওয়ার পর আপিল করেছেন। যা আপিল বিভাগের বিচারাধীন। সংশ্লিষ্টরা বলছেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় বছরের পর বছর ধরে কনডেম সেলে থাকতে হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের। ডেথ রেফারেন্সের জটে কনডেম সেলে ফাঁসির আসামির সংখ্যা বাড়ছে। প্রতি বছরই বাড়ছে ডেথ রেফারেন্স মামলার সংখ্যা। মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে ডেথ রেফারেন্স জট। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আইন ও বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং মামলার সংখ্যা ও নিষ্পত্তির অগ্রগতি নিয়মিত মনিটরিং করতে কারা অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

বাংলাসহ বন্ধ হচ্ছে বিবিসির ১০ ভাষার রেডিও সম্প্রচার-বাংলাদেশ প্রতিদিন

খরচ কমাতে ৪০০ কর্মী ছাটাই- বিবিসির বরাত দিয়ে  বাংলাদেশ প্রতিদিনের এ প্রতিবেদনে লেখা হয়েছে, বিবিসি বাংলাসহ দশটি ভাষার রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি। তবে কোনো ভাষা বিভাগই পুরোপুরি বন্ধ করা হচ্ছে না এবং অনেকগুলো অনলাইন কার্যক্রম পরিচালনা করবে। বিবিসি বাংলা ছাড়াও আরও যেসব ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে তার মধ্যে আছে আরবি, পার্সিয়ান, চীনা, কিরগিজ, উজবেক, হিন্দি, ইন্দোনেশিয়ান, তামিল ও উর্দু।

একই সাথে খরচ কমানোর উদ্দেশ্যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ শূন্য করার প্রস্তাব করেছে। যার উদ্দেশ্য ২৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড (৩২০ কোটি টাকার বেশি) সঞ্চয় করা।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

কাবুলের বিস্ফোরণে হত শতাধিক পড়ুয়া, আহত বহু, শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীন ভয়াবহ আত্মঘাতী হামলা-আনন্দবাজার পত্রিকা

শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। কাবুলের পশ্চিম দিকে কাজ এডুকেশন সেন্টার হঠাৎই কেঁপে ওঠে তীব্র শব্দে। সেখানে তখন পরীক্ষা চলছিল। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ওই পরীক্ষায় বসেছিলেন অনেক পড়ুয়া।

শুক্রবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও সংগঠনের তরফে এই আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করা হয়নি। তালিবানের তরফে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছেছে তাদের নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

কংগ্রেস সভাপতি পদে লড়বেন মল্লিকার্জুন খাড়গে?-আজকাল

রাজস্থানে অনুগামীদের বিদ্রোহের জের। কংগ্রেস সভাপতি পদে নির্বাচনে দাঁড়াচ্ছেন না রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এদিকে সূত্রের খবর, সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা সাংসদ মল্লিকার্জুন খাড়গে।জানা যাচ্ছে, শশী থারুর, দিগ্বিজয় সিংয়ের পর এবার কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রার্থী হতে চলেছেন মল্লিকার্জুন খাড়গে। আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন।মনোনয়ন পত্র জমা করতে পারেন মল্লিকার্জুন খাড়গে

এসএসসি দুর্নীতিতে নয়া মামলা, কমিশনের কাছে হলফনামা তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, এসএসসি দুর্নীতিতে নয়া মামলা, কমিশনের কাছে হলফনামা তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।এসএসসি নিয়োগ দুর্নীতিতে ফের অঙ্কিতা অধিকারী বনাম ববিতা সরকারের মামলার ছায়া। হাই কোর্টে মামলা দায়ের করে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা লিপিকা মণ্ডল জানিয়েছেন, র‍্যাঙ্ক কার্ড অনুযায়ী ওয়েটিং লিস্টের ৩০ নম্বর প্রার্থী ছিলেন লিপিকা। অথচ মেধাতালিকায় ওয়েটিং লিস্টে ৩১ নম্বরে নাম ছিল তাঁর। ওয়েটিং লিস্টের ২ নম্বরে নাম ছিল প্রবীণ মণ্ডলের। এদিকে আদালতের নির্দেশে সম্প্রতি একাদশ-দ্বাদশের নম্বর বিভাজন সমেত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে কমিশন। তাতে দেখা গিয়েছে, মেধা তালিকায় আদৌ নাম ছিল না ওই ব্যক্তির। ওই নিয়োগ প্রক্রিয়ায় ওয়েটিং লিস্টে থাকা ৩০ জন প্রার্থীর চাকরি হয়েছিল বলে দাবি লিপিকা মণ্ডলের। কিন্তু মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও কীভাবে চাকরি পেয়েছেন ওই ব্যক্তি, প্রশ্ন তুলে এবার হাই কোর্টে মামলা দায়ের করলেন লিপিকা। এই মামলার শুনানিতে এদিন স্কুল সার্ভিস কমিশনের কাছে হলফনামা তলব করলেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে জমা দিতে হবে হলফনামা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০

ট্যাগ