অক্টোবর ৩১, ২০২২ ২০:৫৬ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। সপ্তাহ ঘুরে আজও চিঠিপত্রের ঝাঁপি নিয়ে উপস্থিত হয়েছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আজকের অনুষ্ঠান শুরু করব ইমাম হাসান আসকারি (আ.)-এর একটি বাণী শুনিয়ে। তিনি বলেছেন, "যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দেয় সে তাকে অলংকৃত করল, আর যে ব্যক্তি সকলের সামনে প্রকাশ্যে তার সমালোচনা করল, সে শুধু তার বদনামই করল- সংশোধন করতে পারল না।"

আকতার জাহান: খুবই মূল্যবান একটি বাণী শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

আজকের আসরের প্রথম মেইলটি এসেছে নরসিংদী জেলার শিবপুর থানার 'বইলাব বেতার শ্রোতা সংঘ' থেকে। আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি আবুল কালাম। 

তিনি লিখেছেন, "আমি ছোটকাল থেকেই রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান শুনতাম, এখনও শুনি। আপনাদের সকল অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে খবর শুনতে আমার খুব ভালো লাগে। কেননা ইসলাম ও ইসলামি বিশ্বের খবরাখবর একমাত্র রেডিও তেহরান থেকেই পাওয়া যায়। তাই আমি নিয়মিত আপনাদের খবর শুনে থাকি। আমি মনে করি রেডিও তেহরানের অনুষ্ঠান সকল মানুষেরই শোনা উচিত। কেননা এর বৈচিত্র্যময় অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর করতে সহায়তা করে এবং জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে।"   

নাসির মাহমুদ: রেডিও তেহরান সম্পর্কে মনের অনুভূতি প্রকাশ করার জন্য আবুল কালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নিয়মিত আপনার চিঠি পাব।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার হাটুদেওয়ান নাগেরপাড়া থেকে অজয় কুমার সরকার পাঠিয়েছেন এই মেইলটি।

তিনি লিখেছেন, "আশি ও নব্বই দশকে নিয়মিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনতাম। মাঝে কয়েক বছর অনুষ্ঠান শোনায় ছেদ পড়ে। পুনরায় মুর্শিদাবাদের নাজিম ভাইয়ের কাছে রেডিও তেহরান সম্পর্কে বিস্তারিত জেনে আবার শুরু করেছি নিয়মিত শোনা। আমার প্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, রংধনু, জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান, স্বাস্থ্যকথা, কুরআনের আলো, ইরান ভ্রমণ, দর্পন প্রভৃতি পরিবেশনাগুলো। পরিশেষে অনুরোধ- ইরানকে জানার জন্য সে দেশের ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্য সম্পর্কে পর্যায়ক্রমে বিস্তারিত জানতে চাই।"

আশরাফুর রহমান: অনুষ্ঠান সম্পর্কে মতামতের পাশাপাশি নতুন আলোচনার প্রস্তাব দেওয়ায় অজয় কুমার সরকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ঢাকার যাত্রাবাড়ি থেকে তানজিলুর রহমান পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি এ মেইলে কেবল ইরানের গণিতবিদ মরিয়ম মির্জাখানিকে নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রচারের অনুরোধ জানিয়েছেন।

আকতার জাহান: ভাই তানজিলুর রহমান, সম্প্রতি জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আমরা গণিতের নোবেলখ্যাত ফিল্ডস মেডেলজয়ী ইরানি গণিতবিদ মরিয়ম মির্জাখানির জীবন ও কর্মভিত্তিক দুই পর্বের প্রতিবেদন প্রচার করেছি। প্রতিবেদন দুটি আমাদের ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে। আশা করি সেখান থেকে পড়ার পাশাপাশি শুনতেও পারবেন। তো, ইমেইলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

নাসির মাহমুদ: বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। 

মাহসা আমিনির দুর্ভাগ্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ইরানে সহিংস পরিস্থিতির নেপথ্য কারণ সম্পর্কে গত ৭ অক্টোবর প্রচারিত সাক্ষাৎকারের প্রশংসা করে তিনি লিখেছেন, "মাহসা আমিনির মৃত্যু ও এর ভিত্তিতে ইরানজুড়ে সহিংসতা শুধু ‘টক অব দ্যা ইরান' নয়, বরং ‘টব অব দ্যা ওয়ার্ল্ড। তাই এ বিষয়ে সঠিক তথ্য ও নির্মোহ বিশ্লেষণ বিশ্ববাসীকে জানানো দরকার ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই সাক্ষাৎকারটি শুনে অনেক মানুষের ভুল ভাঙবে, তারা প্রকৃত সত্য ও ঘটনার পেছনের ঘটনা জানতে পারবেন। ইরান বিশেষজ্ঞ মো. মুনির হোসাইন খান চমৎকারভাবে ইসরাইল-আমেরিকা-ইউরোপের ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরেছেন। আমি মনে করি উক্ত অনুষ্ঠানটি ডাবিং করে রেডিও তেহরানের অন্যান্য ভাষায়ও প্রচার করা উচিত।"

আশরাফুর রহমান: ভাই শাহাদত হোসেন, আপনার এই মেইলটি পাওয়ার পরই আমরা জনাব মুনির হোসাইন খানের সাক্ষাৎকারটি ফার্সিতে অনুবাদ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সময়োপযোগী পরামর্শটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে প্রায় সাড়ে এগারশ' শব্দের একটি প্রবন্ধ পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শ্রোতা এস এম নাজিম উদ্দিন। তার লেখার গুরুত্বপূর্ণ কিছু অংশ পড়ে শোনাচ্ছি। নাজিম ভাই লিখেছেন-  "ঐক্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। আজ মুসলিম জাহান ঐক্য থেকে বঞ্চিত বলেই পৃথিবীর সর্ব প্রান্তে মুসলমানরা খোদাদ্রোহী সাম্রাজ্যবাদীদের হাতে মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে। মুসলমানদের অনৈক্যের কারণেই অদ্যাবধি ফিলিস্তিনসহ বিশ্বের মজলুম মুসলিম জাতি গুলোর সমস্যার সমাধানও হচ্ছে না। তাই মহানবী (সা.)-এর পবিত্র জন্ম দিবস উপলক্ষে মুসলিম বিশ্বকে ঐক্যের তাৎপর্য ও গুরুত্ব উপলব্ধি করতে হবে।"

আকতার জাহান: সময়োপযোগী বিষয়ে বিস্তারিত লেখাটির জন্য নাজিমউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

নাসির মাহমুদ: নাজিম ভাইয়ের কথা যখন উঠলই তখন তার ‘ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব' আয়োজিত ‘শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতা' নিয়েও কিছু কথা বলা দরকার। রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতা বৃদ্ধি ও ‘প্রিয়জন’অনুষ্ঠানকে জনপ্রিয় করতে তিনি গত সেপ্টেম্বর মাস থেকে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। ওই মাসে বাংলাদেশ থেকে বিজয়ী হয়েছেন জামালপুর জেলার মাদারগঞ্জের শ্রোতা হারুন অর রশীদ আর ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বিধান চন্দ্র সান্যাল। শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত হওয়ার পর কেমন লেগেছিল- জানতে চেয়েছিলাম বিধান দা'র কাছে। তিনি বললেন:

আশরাফুর রহমান: বিধান দা'র অনুভূতি জেনে ভালো লাগল। আশা করি রেডিও তেহরানের পাশাপাশি সহযোগী শ্রোতা ক্লাবগুলোর সাথেই থাকবেন।

কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার 'টেকনিক্যাল স্কুল ও কলেজ বেতার শ্রোতা ক্লাব-এর সাধারণ সম্পাদক কাজী এনামুল হক পাঠিয়েছেন এবারের ইমেইলটি। 

বাংলাদেশের স্বাধীনতার প্রতীক লাল-সবুজের শুভেচ্ছা ও সালাম জানাবার পর তিনি লিখেছেন, "আমি রেডিও তেহরানের একজন পুরোনো শ্রোতা। যতটুকু মনে পড়ে ১৯৮০ দশকের মাঝামাঝি সময় থেকে রেডিও তেহরান থেকে বাংলা অনুষ্ঠান শোনা শুরু করি এবং আজও শ্রোতা হিসেবে যুক্ত আছি। এই কেন্দ্র থেকে দৈনন্দিন বিশ্বের কোনখানে কী ঘটছে- তার সত্য খবরসহ বিভিন্ন সুন্দর সুন্দর তথ্যবহুল অনুষ্ঠান শুনতে পাই। পারস্য উপসাগরীয় অঞ্চলের হাজার মাইল সাগর ও স্থল পথ পেরিয়ে রেডিও তেহরান থেকে ইথারে ভেসে আসা অর্থসহ কোরআন পাঠ, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, দর্পন, রংধনু আসর, স্বাস্থ্যকথা, কথাবার্তা, প্রিয়জন, সুখের নীড়সহ নিত্য নতুন সত্য ঘটনার বিবরণসহ অন্যান্য অনুষ্ঠান শুনতে আমার ভীষণ ভালো লাগে।"

আকতার জাহান: আশির দশক থেকে এখন পর্যন্ত রেডিও তেহরানের সাথে আছেন জেনে ভালো লাগল। আশা করি মাঝেমধ্যে চিঠি লিখে নিজের অনুভূতি প্রকাশ করবেন। তো চিঠি লিখার জন্য কাজী এনামুল হক আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা থানার সৈয়দপুর গ্রাম থেকে এ,টি, এম,আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, 'জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান' শীর্ষক অনুষ্ঠানটি জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করছে। অনুষ্ঠানটির একটি পর্বে মধ্যযুগের বিখ্যাত ইরানি মনীষী আল খাওয়ারিজমির অবদান ও জ্ঞান গরীমার কথা জানতে পেরে ভীষণ ভালো লেগেছে বলে রঞ্জু ভাই উল্লেখ করেছেন।

নাসির মাহমুদ:  আতাউর রহমান রঞ্জু ভাইকে ধন্যবাদ 'জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান' শীর্ষক অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানানোর জন্য।

রাজশাহী জেলার বোয়ালিয়া থেকে মোঃ মোস্তাফিজুর রহমান পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি ২৯ সেপ্টেম্বরের সান্ধ্য অধিবেশন সম্পর্কে একটি দীর্ঘ মতামত জানিয়েছেন এই চিঠিতে। কুরআন তেলাওয়াত, বিশ্বসংবাদ ও দৃষ্টিপাত সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশের পর রংধনু আসর সম্পর্কে তিনি লিখেছেন, "আশরাফুর রহমানের প্রযোজনায় প্রচারিত অনুষ্ঠানটি শিশুতোষ হলেও আমার কাছে তা আরাধ্য পীযূস! গাজী আব্দুর রশীদের বলিষ্ঠতা এবং আকতার জাহানের স্নেহমাখা উচ্চারণে আজকের আসর প্রাণবন্ত হয়ে উঠেছিল। প্রায় দুই হাজার বছর আগের লেখা কালিলা ও দিমনা থেকে একটি হিতোপদেশমূলক গল্প শুনে ভালো লেগেছে। উপস্থাপক এবং উপস্থাপিকার কথোপকথনের মাধ্যমে বলা গল্পটি শুনে মনে হচ্ছিল যেন কোনো বেতার নাটক শুনছি। গল্পের পর ইলিয়াস শাহের লেখা ও সুরে বিখ্যাত একটি গান গেয়েছে শিশুশিল্পী নাবিহা নুর। গানটি অনেক আগে থেকেই বহুল প্রচলিত এবং প্রশংসিত। আজ তা রেডিও তেহরানে অন্যভাবে শুনে ভালো লেগেছে।"

আশরাফুর রহমান: ভাই মোস্তাফিজুর রহমান, আমাদের অনুষ্ঠানমালা যেমন আপনার ভালো লাগে তেমনি আপনার চিঠিও আমাদের প্রেরণা দেয়। আশা করি নিয়মিত লিখবেন।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের বরিশাল জেলার কাশিপুর থেকে আর পাঠিয়েছেন তৃণমূল বেতারশ্রোতা তথ্য ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিল্লু।

চিঠির শুরুতেই তিনি পুলিশ হেফাজতে মাহসা আমিনির দুর্ভাগ্যজনক মৃত্যুকে পুঁজি করে একটি গোষ্ঠী ইসলামী শাসনব্যবস্থাকে কলংকিত করার যে অপপ্রচেষ্টা চালিয়েছে তার নিন্দা জানিয়েছেন। এরপর নেদারল্যান্ডের আমস্টারডামে প্রকাশ্য সমাবেশে অর্ধনগ্ন হয়ে এক নারীর বক্তৃতা দেয়ার সমালোচনা করে জিল্লু ভাই 'পোশাক' শিরোনামে একটি কবিতা লিখেছেন।

আকতার জাহান: শ্রোতারা কবিতা লিখে পাঠিয়েছেন শুনলে আমার আর তর সয় না। নাসির ভাই ঝটপট কবিতাটা পড়ে শোনান না!!

নাসির মাহমুদ: ঠিক আছে, জিল্লুর ভাই কষ্ট করে কবিতাটি লেখার চেষ্টা করেছেন। আমার ওনার সম্মানে কিছুটা পড়ে শোনাবার চেষ্টা করছি।

পোশাকে শালীনতা বাড়ে সৌন্দর্য

রুচিশীল পোশাকের আছে তার কদর্য।

ব্যক্তিত্বের পরিচয় সুন্দর পোশাকে

মানটা বেড়ে যায় পোশাকের মোশাকে।

নগ্নতা ঢেকে যায় পোশাকের আড়ালে

সুন্দরী কে তুমি হাতটা নাড়ালে?

ছেঁড়াফাড়া, ফুটাফাটা জিন্সের তালিতে

ছেলেমেয়ে হেটে চলে রাস্তায়, গলিতে।

পোশাকে চেনা যায় নতুন জামাই

গরমে কোট পরে ভিতরে ঘামাই।

ফিনফিনে জামা পড়ে বের হলে শীতে

চোয়ালে সূর তোলে ঠকঠক গীতে

নগ্নতায় ফুটে উঠে রুচিহীন বাসনা

পোশাকেই শালীনতা ধর্মীয় চেতনা।

আশরাফুর রহমান: বাহঃ চমৎকার একটি কবিতা শুনলাম। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কয়েকজন ডিএক্সার বন্ধুর নাম-ঠিকানা জানিয়ে দেবো- যারা আমাদের কাছে শর্টওয়েভে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।

  • ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন
  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে মুহাম্মদ নাজিমউদ্দিন ও নিজামুদ্দিন সেখ
  • নয়াদিল্লি থেকে জয়ন্ত চক্রবর্তী
  • বাংলাদেশের ঝিনাইদহ থেকে নজরুল ইসলাম
  • শাওন হোসাইন রাজবাড়ী থেকে
  • মাদারীপুরে থেকে মোঃ রাসেল শিকদার
  • রোব ডেন বোয়ের, নেদারল্যান্ডস থেকে
  • কাস্টিয়ানটিন প্রাভোতোরভ ইউক্রেন থেকে
  • এবং মরক্কো থেকে জাওয়াদ সাবের।

আকতার জাহান:  শর্টওয়েভে কষ্ট করে অনুষ্ঠান শোনার পাশাপাশি শ্রবণমান রিপোর্ট  পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি গান। গেয়েছেন মরহুম শিল্পী খালিদ হোসেন।

নাসির মাহমুদ: তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।

আশরাফুর রহমান: কথা হবে আবারো আগামী সপ্তাহে।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ