নভেম্বর ০৩, ২০২২ ১৭:৪১ Asia/Dhaka
  • প্রবাস ও রপ্তানি আয় কমেছে, আরো চাপে পড়ছে  বাংলাদেশের অর্থনীতি

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৩ নভেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • রেমিট্যান্সের পর রপ্তানি আয়েও ধাক্কা-মানবজমিন
  • প্রবাস ও রপ্তানি আয় কমেছে, আরো চাপে পড়ছে অর্থনীতি-বৈদেশিক সহায়তার অর্থছাড়ের পরিমাণও কমেছে-কালের কণ্ঠ
  • দেশপ্রেম ও দক্ষতায় ঘাটতি, তাই ৫ পুলিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
  • হত্যার রাজনীতির প্রধান হোতা বিএনপি: কাদের-ইত্তেফাক
  • ভেজা মাঠ-ফেক ফিল্ডিং: আইসিসির দ্বারস্থ হচ্ছে বিসিবি?-বাংলাদেশ প্রতিদিন
  • আইসিসির কাছে যে দুটি বিষয়ে অভিযোগ করবে বিসিবি- যুগান্তর

ভারতের শিরোনাম:

  • ভোটের স্বার্থে চূড়ান্ত বিভাজন চালাচ্ছে দল, বিজেপি ছেড়ে বিস্ফোরক অভিযোগ নেতার-সংবাদ প্রতিদিন
  • ডেঙ্গি নিয়ে বিজেপির পুরসভা অভিযান, বিক্ষোভে ধুন্ধুমার, আটক অগ্নিমিত্রা সহ-একাধিক নেতা–আনন্দবাজার পত্রিকা
  • বায়ুদূষণে নাজেহাল দিল্লি, কেজরিওয়ালের দিকে আঙুল তুললেন কেন্দ্রীয় মন্ত্রী-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বিএনপির সমাবেশ: বরিশালে এবার লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ। দৈনিক মানবজমিন এই শিরোনাম করেছে? কীভাবে দেখছেন বিষয়টিকে?

২. সৌদি আরবের ওপর ইরানের কথিত 'হামলা' নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা তবে এ বিষয়ে একদম নীরব রিয়াদ। আসলে কী হচ্ছে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

দেশপ্রেম ও দক্ষতায় ঘাটতি, তাই ৫ পুলিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো

দেশপ্রেম ও  দক্ষতায় ঘাটতি থাকায় পাঁচ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এটি একটি চলমান প্রক্রিয়া বলেও জানান তিনি।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এরপর দুই দিনে মোট পাঁচজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কর্মকর্তাদের মধ্যে যাঁদের চাকরির বয়স ২৫ বছর হয়ে যায়, তাঁদের যদি দক্ষতায় ঘাটতি পড়ে যায়, দেশপ্রেমে ঘাটতি পড়ে যায়, তখন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এটা আগে থেকেই নেওয়া হচ্ছে। দক্ষতায় ও দেশেপ্রমে ঘাটতি ছিল বলেই বিভাগ থেকে তাঁদের (পাঁচ পুলিশ কর্মকর্তা) বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার যদি মনে করে তাঁকে দিয়ে কাজ হচ্ছে না, তাহলে খামাখা একটি পদ দখল করে রাখবেন কেন? আরেকজন সেই পদে গিয়ে আরও বেশি সেবা দিতে  পারেন, সেজন্য এই কাজটি করা হয়েছে।

হত্যার রাজনীতির প্রধান হোতা বিএনপি: কাদের-ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলার হত্যার যে রাজনীতি, তার প্রধান হোতা হচ্ছে বিএনপি। তারাই (বিএনপি) বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা এবং ২১ আগস্টে গ্রেনেড মেরে নেতাকর্মীদের হত্যাকারী।ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল। বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যা। ৩ নভেম্বর জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা ছিল ১৫ আগস্টের ধারাবাহিকতা। এই হত্যার অপরাজনীতির ধারাবাহিকতায় ২০০৪ সালে ২১ আগস্টে ২৩টি তাজা প্রাণে রক্তাক্ত হয় বঙ্গবন্ধু এভিনিউ। তাদের প্রধান টার্গেট ছিল তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেতুমন্ত্রী বলেন, আমরা আজ এই কথা বলতে চাই— রাজনীতিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধকে আমাদের চেতনায় লালন করি, পালন করি; এজন্য আমাদের বাংলার হত্যার রাজনীতি শেখ হাসিনার নেতৃত্বে চিরতরে বন্ধ করতে হবে। সেই লড়াই আমাদের চলছে।

হিমাদ্রী হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড বহাল, দুজনকে খালাস-মানবজমিন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে এ লেভেল শিক্ষার্থী হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার রায়ে ৩ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে দণ্ডপাওয়া অপর ২ আসামিকে খালাস দিয়েছেন। আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স (ট্রায়াল কোর্টের নথি) এবং নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আসামিদের আপিল শুনানি শেষে এই রায় দেন। মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা আসামিরা হলেন- জাহেদুল ইসলাম শাওন, মাহবুব আলী খান ড্যানি ও জুনায়েদ আহমেদ রিয়াদ। বেকসুর খালাস পেয়েছেন শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসেন সাজু।

রেমিট্যান্সের পর রপ্তানি আয়েও ধাক্কা-মানবজমিন

চলমান ডলার সংকটকালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ের পর অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ সূচক রপ্তানি আয়েও বড় ধাক্কা খেলো বাংলাদেশ। সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে পণ্য রপ্তানি থেকে ৪৩৫ কোটি ৬৬ লাখ (৪.৩৫ বিলিয়ন) ডলার আয় করেছে বাংলাদেশ, যা গত বছরের অক্টোবর মাসের চেয়ে ৭.৮৫ শতাংশ কম। আর লক্ষ্যমাত্রার চেয়ে কম প্রায় ১৩ শতাংশ। সেপ্টেম্বরে পণ্য রপ্তানি কমেছিল ৬.২৫ শতাংশ। ফলে টানা দুই মাসে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস রেমিট্যান্স ও পণ্য রপ্তানি কমলো।

আইসিসির কাছে যে দুটি বিষয়ে অভিযোগ করবে বিসিবি-যুগান্তর

ভারতের বিপক্ষে ব্যাট করার সময় অক্ষর প্যাটেলের বলে একটি ফেক ফিল্ডিং হয়েছিল বলে দাবি টাইগারদের। সেই সময় আম্পায়ারকে অভিযোগ করেন নাজমুল হোসেন শান্ত, তবে সে অভিযোগ নিয়ে কোনো ভ্রূক্ষেপই করতে দেখা যায়নি মাঠের আম্পায়ারদের। পেনাল্টি রান দিলে স্কোরবোর্ডে যোগ হত ৫ রান। 

এ ছাড়া বাংলাদেশকে ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ রয়েছে। ঠিক এ দুই ইস্যুতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার অভিযোগ জানানোর বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন। 

তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠ, ফেক ফিল্ডিং ও আম্পায়ারিং নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা তুলতে চায় বাংলাদেশ। আপনারা জানেন, এই অস্ট্রেলিয়াতেই মিটিং রয়েছে সামনে। তবে একটা জিনিস দিনশেষে আম্পায়ার এবং ম্যাচ রেফরির সিদ্ধান্ত চূড়ান্ত। অবশ্য মানুষ মাত্রই ভুল হয়।’

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

সুপ্রিম নির্দেশিকা সত্ত্বেও কেন চাকরিতে যোগদান করতে পারছেন না? কেন বন্ধ বেতন? অবিলম্বে তাঁদের চাকরিতে যোগ দিতে দেওয়া হোক ও অবিলম্বে বেতন চালু করা হোক। এই আবেদন করে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন ২৬৯ জন প্রাথমিক শিক্ষক। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, নিয়োগ জটিলতায় জর্জরিত শিক্ষকদের গত ১৮ অক্টোবর স্বস্তি দিয়েছিল বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ। 

তাঁদের নিয়োগ বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাই কোর্টে চলা মামলায় তাঁদেরও পার্টি করার নির্দেশ দেওয়া হয়েছিল। বেঞ্চ জানিয়েছিল, এই শিক্ষকদেরও নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া প্রয়োজন। একইসঙ্গে আদালত জানিয়েছিল এই শিক্ষকদের প্রমাণ করতে হবে যে, তাঁদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ছিল। 

এই অবস্থায় সোমবারই কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে চলা মামলায় তাঁদের পার্টি করার আবেদন করে মধ্য শিক্ষা পর্ষদকে চিঠি লেখেন শিক্ষকরা। সেখানে তাঁদের বক্তব্য ছিল, যেহেতু চার বছরের বেশি চাকরি হয়ে গিয়েছে, তাই নিয়ম অনুযায়ী তাঁদের স্থায়ী শিক্ষক হয়ে যাওয়ার কথা। ইতিমধ্যেই শিক্ষকদের আইনজীবীদের তরফে মামলায় তাঁদের পার্টি করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে এদিন শিক্ষকরা দ্বারস্থ হন শীর্ষ আদালতের। তাঁদের আবেদন, দ্রুত মামলার শুনানি করে অচলাবস্থা থেকে মুক্তি দেওয়া হোক। তাঁরা যাতে অবিলম্বে স্কুলে গিয়ে শিক্ষকতা শুরু করতে পারেন ও নিজেদের প্রাপ্য বেতন পান, সেই আবেদনই করা হয় এদিন।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের ২৬৯ জনের  চাকরি বাতিল করেছিলেন। সেই রায় বহাল রাখে হাই কোর্টের ডিভিশন বেঞ্চও।

বিজেপি ছেড়ে বিস্ফোরক অভিযোগ নেতার-সংবাদ প্রতিদিন

বিস্ফোরক পদত্যাগপত্র জমা দিয়ে সম্প্রতি দল ছাড়লেন তেলেঙ্গানার বিজেপি নেতা আনন্দ ভাস্কর রাপলু। বছর চারেক আগে তিনি যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। কিন্তু এই চার বছরেই দলের কাজকর্ম এবং নীতিহীনতায় অতিষ্ঠ হয়েই দল ছাড়লেন তিনি। সাফ জানিয়েছেন, গত চার বছরে তিনি যথেষ্ট অপমানিত ও হেনস্তার শিকার হয়েছেন।রাজসভ্যার এই প্রাক্তন সদস্য দলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা এক কথায় বিস্ফোরক। জে পি নাড্ডার উদ্দেশে দেওয়া এই চিঠিতে তিনি সাফ জানিয়েছেন, তেলেঙ্গানার প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে দল।

ডেঙ্গি নিয়ে বিজেপির পুরসভা অভিযান-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বিজেপি যুব মোর্চার কলকাতা পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে পুরসভা অভিযানে শামিল হয় বিজেপির যুব মোর্চা। সেখানে আটক করা হয়েছে অগ্নিমিত্রা সহ-একাধিক নেতাকে।

বায়ুদূষণে নাজেহাল দিল্লি, কেজরিওয়ালের দিকে আঙুল তুললেন কেন্দ্রীয় মন্ত্রী-আজকালের এ খবরে লেখা হয়েছে, দিল্লির ওপর দূষণের চাদর। বাসিন্দারা জানাচ্ছেন বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিকে। এমনিতেই দিল্লির বায়ু দূষণ নিয়ে প্রায় প্রতিবছর এই সময়েই আলোচনা হয়। উৎসবের মরশুম শেষে দেশের রাজধানী একপ্রকার ঢেকে যায় ধূলোর চাদরে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩

ট্যাগ