বিএনপির সমাবেশ: 'সরকারের নির্দেশে ভয় দেখিয়ে পরিবহন ধর্মঘট করা হয়েছে'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৭ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- পরিবহন ধর্মঘটের সঙ্গে শ্রমিক-মালিকদের কোনো সম্পর্ক নেই:শিমুল বিশ্বাস-ইত্তেফাক
- ডলার সংকট: সার আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা-যুগান্তর
- একযোগে ১০০ সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-প্রথম আলো
- বিএনপির সমাবেশ থেকে বিচারপতি মানিকের ওপর হামলা : ডিবি-কালের কণ্ঠ
- ২৭ ছাত্রের সঙ্গে কলেজ শিক্ষকের অনৈতিক সম্পর্ক, তোলপাড় ধামরাই-মানবজমিন
- মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যার ঘটনায় তদন্ত কমিশন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার শিরোনাম:
- অসমে ভয়াবহ ডেঙ্গু, ডিফুতে স্কুল-কলেজ বন্ধের নির্দেশ প্রশাসনের-সংবাদ প্রতিদিন
- আর্থিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষণ বৈধ, রায় দিল সুপ্রিম কোর্ট-আজকাল
- কমছে দূষণ, বুধবার থেকে দিল্লিতে খুলছে স্কুল, বাড়ি থেকে কাজ নয়-আনন্দবাজার পত্রিকা
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

একযোগে ১০০ সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-প্রথম আলোসহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যান চলাচলের জন্য ২৫ জেলায় ১০০টি সড়ক সেতুর উদ্বোধন করেছেন। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সারা দেশে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে বর্তমান সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে এই সেতুগুলো একযোগে উদ্বোধন করেন শেখ হাসিনা। তিনি বলেন, এটি হচ্ছে একযোগে এক শ সেতু উদ্বোধনের একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে। কালের কণ্ঠের একটি খবরে প্রধানমন্ত্রীর আরেকটি বক্তব্য পরিবেশিত হয়েছে। তিনি বলেছেন, তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ ব্যবহার সীমিত করতে হবে।
দমনপীড়ন করে গণজাগরণ দমানো যাবে না: ফখরুল-ইত্তেফাক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ আজ জেগে উঠেছে। কোন বাধাই কাজে আসছে না। এ লড়াই গণতন্ত্র উদ্ধারের লড়াই, মুক্তির লড়াই। এ সংগ্রামে জাতি-বর্ণ নির্বিশেষে, সকল রাজনৈতিক দলকে এক হতে হবে; জাতিকে এ সরকার থেকে উদ্ধার করতে হবে। সরকারের দমনপীড়নে গণজাগরণ দমানো যাবে। বিএনপির ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গণতন্ত্র উদ্ধারে চলমান আন্দোলনে মামলা দেয়া হয়েছে, হত্যা করা হয়েছে। আমাদের কি দমিয়ে রাখতে পেরেছে? দেশের মানুষকে দমিয়ে রাখতে পেরেছে? পারেনি আর পারবেও না। রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সরকারের নির্দেশে ভয় দেখিয়ে পরিবহন ধর্মঘট করা হয়েছে : শিমুল বিশ্বাস/মানবজমিন-প্রথম আলো
বিএনপির গণসমাবেশের আগে যে ধর্মঘট করা হচ্ছে, তার সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং সাধারণ শ্রমিক-মালিকদের কোনো ধরনের সম্পর্ক নেই।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস এ কথা বলেছেন। বিএনপির এই নেতা বলেন, পুরোপুরি সরকারের নির্দেশে অতি উৎসাহী পুলিশসহ স্থানীয় প্রশাসন আর ক্ষমতাসীন দলের ক্যাডাররা ভয়ভীতি দেখিয়ে পরিবহন ধর্মঘট করেছে।
আজ সোমবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে শিমুল বিশ্বাস এসব কথা বলেন।বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে গণপরিবহন বন্ধ করার দায় দলের নেতাদের ওপর চাপিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদের বিভিন্ন সময় দেওয়া বক্তব্যের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।
মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যার ঘটনায় তদন্ত কমিশন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিপ্লবের নাম করে ১৯৭৫ সালে হত্যা করলো। ১৯৭৭ সালে জাপানি বিমান ছিনতাই হলো, পরে প্রচার করলো ক্যু হয়েছে। ক্যুর নাম করে হত্যা করেছে। কথায় কথায় মৃত্যুর হোলি খেলা করেছে সেসব ঘটনার বিচার হবে। এজন্য তদন্ত কমিটিও হচ্ছে। প্রধানমন্ত্রী ন্যায়ের পক্ষে আছেন, তিনি যখন আছেন বিচার হবেই। যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করেছেন।
যুগান্তরের অর্থনীতি বিষয়ক খবরে লেখা হয়েছে, রেমিট্যান্স পাঠাতে চার্জ লাগবে না। বিস্তারিত খবরে লেখা হয়েছে, চলমান ডলার সংকটে বৈধভাবে রেমিট্যান্স বাড়াতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে কোনো চার্জ লাগবে না। এছাড়া দেশের বাইরে ছুটির দিনে নিজস্ব এক্সচেঞ্জ হাউস খোলা রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর এক খবরে লেখা হয়েছে, ডলার সংকটের কারণে সার আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জটিলতা সৃষ্টি হচ্ছে এলসি খোলা ও বিল পরিশোধে। আমদানির জন্য ৫১৯ কোটি ডলার জোগান নিশ্চিতে অর্থ বিভাগকে চিঠি দেয়া হয়েছে।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
কেরলে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে, এবার আদালতের দ্বারস্থ বাম সরকার!
শীঘ্রই রাজ্যপাল আরিফ মহম্মদ খানের (Arif Mohammad Khan) বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে কেরলের (Kerala) বাম সরকার। এ ব্যাপারে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের (Supreme Court) বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও আবেদন জানানো হতে পারে।সম্প্রতি একাধিক ইস্যুতে রাজ্যপালের সঙ্গে কেরল সরকারের সংঘাত বেধেছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও (Pinarayi Vijayan) আক্রমণ করেছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
বায়ুদূষণ সম্পর্কিত খবরে দৈনিক আনন্দবাজার লিখেছে, দিল্লির বাতাসে দূষণের পরিমাণ একটু হলেও কমেছে। তাই বুধবার থেকে খুলে যাবে রাজধানীর সব প্রাথমিক স্কুল। সরকারি দফতরের ৫০ শতাংশ কর্মীর বাড়ি থেকে কাজ করার নির্দেশও বাতিল করা হয়েছে। সোমবার ঘোষণা করলেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। দিল্লির পাশাপাশি নয়ডার স্কুলও খুলছে বুধবার থেকে।
এদিকে, করোনা মহামারীর প্রকোপ কিছুটা কমতে না কমতেই অসমে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। মশকবাহিত রোগটির মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিজেপি শাসিত রাজ্যটির স্বাস্থ্যবিভাগ। বিশেষ করে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে ডিফুতে। সেখানে সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ খবরটি পরিবেশিত হয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকায়।
আর্থিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষণ বৈধ, রায় দিল সুপ্রিম কোর্ট-আজকাল
আর্থিকভাবে পিছিয়েপড়া মানুষদের (ইডব্লিউএস)-এর জন্য বৈধ সংরক্ষণ। জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।শীর্ষ আদালতের এই রায়ের প্রেক্ষিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষেরা সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সুযোগ পাবে।শীর্ষ আদালতের এই রায় নিয়ে একসারিতেই অবস্থান করছে কেন্দ্রের শাসকদল বিজেপি এবং বিরোধী তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলি। তবে এই আবহে উঠে আসছে নতুন দাবিও।সোমবার রায় ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় সরকারের কাছে বেকারদের জন্য কাজের সুযোগ তৈরি করার দাবি তুলেছে বিরোধীরা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭