নভেম্বর ১০, ২০২২ ১৭:২৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১০ নভেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ফারদিন হত্যা মামলায় বুশরা ৫ দিনের রিমান্ডে-ইত্তেফাক
  • উচ্চ মূল্যস্ফীতি-জনগণের পাশে সরকার নেই কেন? -প্রথম আলো
  • ঢাকায় গণসমাবেশের পরই সরকার পতন আন্দোলন: দুলু- যুগান্তর 
  • লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে আন্দোলন তো আরেক সন্ত্রাস: ওবায়দুল কাদের- মানবজমিন
  • ‘পৃথিবীর বাস্তবতায় আমরা ভালো আছি, আতঙ্কিত হওয়ার কিছু নেই’-স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ
  • ইংলিশদের কাছে বিধ্বস্ত টিম ইন্ডিয়া-ফাইনালে ইংল্যান্ড-বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • ভূপতিত ভারত, পাকিস্তানের সঙ্গে ফাইনালের স্বপ্নে ইতি, ইংল্যান্ডের কাছে গোহারা রোহিতরা-আনন্দবাজার পত্রিকা
  • অগ্নি-পথ’ বড্ড কঠিন! হিমাচলের নির্বাচনের আগে স্বপ্নের প্রকল্পেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি-সংবাদ প্রতিদিন
  • শিক্ষা ব্যবসা করার জায়গা নয়: সুপ্রিম কোর্ট- -আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

Image Caption

 

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা সম্পর্কিত নানা খবর পরিবেশিত হয়েছে জাতীয় দৈনিকগুলোতে। ইত্তেফাক/প্রথম আলোর খবর এরকম, ফারদিন নূর পরশ হত্যা মামলায় তাঁর বান্ধবী আয়াতুল্লাহ বুশরার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে রামপুরা থানা-পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পাঁচ দিন রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।এর আগে আজ সকালে রাজধানীর রামপুরার বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ।ফারদিনের বাবা বাদী হয়ে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় রাজধানীর রামপুরা থানায় হত্যার ঘটনায় মামলা করেন। মামলায় ফারদিন নূরের বান্ধবীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

প্রথম আলোর অর্থনীতি বিষয়ক খবরে লেখা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি-জনগণের পাশে সরকার নেই কেন? বিস্তারিত খবরটিতে লেখা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতির চাপে সীমিত আয়ের মানুষ দিশেহারা। সরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, চলতি বছরের মে মাসে ৩০ শতাংশ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগেছেন। জরিপে দেখা যায়, সেই সময় ১ শতাংশ মানুষ ২৪ ঘণ্টায় কিছু খাননি, ১৭ শতাংশ মানুষের পাতে খাবার কমেছে, খাবার কিনতে পারেননি ৫ শতাংশ আর ক্ষুধা পেটে ঘুমাতে গেছেন ৭ শতাংশ মানুষ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়েছে। শুধু বাংলাদেশ নয়! কিন্তু বাস্তবতা হলো, আমাদের মতো স্বল্পোন্নত দেশের সরকার মানুষকে স্বস্তি দিতে তেমন কিছু করেনি। কথা হচ্ছে, কেন আমাদের মতো দেশের সরকার নিম্ন ও সীমিত আয়ের মানুষের জন্য বিশেষ কিছু করছে না? এক কথায় এর উত্তর হলো, সরকারের হাতে পর্যাপ্ত রাজস্ব না থাকা।

এদিকে, কালের কণ্ঠের একটি খবরে লেখা হয়েছে,পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ ভালো আছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কঠিন সময় পার করছি এটা ঠিক। তবে এটা বলতে পারি সারা পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় নেই।

লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে আন্দোলন তো আরেক সন্ত্রাস: ওবায়দুল কাদের-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আওয়ামী লীগ লড়াই চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। সেতুমন্ত্রী বলেন, বিএনপি নিজেরা প্রতিজ্ঞা করুক, তারা আগুন-সন্ত্রাস করবে না। সেটি তারা মাঠে বাস্তবায়ন করুক। সমাবেশে লাঠি নিয়ে কেন তাদের নেতাকর্মীদের বের হতে হবে? জাতীয় পতাকা লাঠির সঙ্গে বেঁধে তারা আন্দোলন করবে, এটাও তো আরেক সন্ত্রাস। এটা বন্ধ করতে হবে।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

ধর্ম দেখে নাম বাদ! খসড়া ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, নির্বাচন কমিশনের প্রকাশ করা খসড়া ভোটার তালিকা নিয়ে ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরিয়ে অভিযোগ করলেন, বহু এলাকায় ধর্ম দেখে ভোটারদের নাম বাদ পড়েছে খসড়া ভোটার তালিকা থেকে। বুধবারই ২০২৩ সালের জন্য রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে একবছরে ভোটারের সংখ্যা বাড়ার বদলে ১২ হাজার ৫৭৭ জন কমে গিয়েছে। সেটা নিয়ে বুধবারই উদ্বেগপ্রকাশ করেছিলেন মমতা। আজ রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি অনেক জায়গায় ৩০ শতাংশ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে।

শিক্ষা ব্যবসা করার জায়গা নয়: সুপ্রিম কোর্ট-আজকাল ও আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, শিক্ষা সকলের মৌলিক অধিকার। সেই শিক্ষা নিয়ে ব্যবসা নয়। অন্ধ্রপ্রদেশের এক বেসরকারি মেডিকেল কলেজ সাত গুণ পড়ার খরচ বাড়িয়ে দেয়। হাই কোর্ট ফি বাড়ানোর বিরুদ্ধে রায় দেয়। অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের রায় বহাল রাখে শীর্ষ আদালত।

অগ্নি-পথ’ বড্ড কঠিন! হিমাচলের নির্বাচনের আগে স্বপ্নের প্রকল্পেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি-সংবাদ প্রতিদিন

হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনে ‘অগ্নিপথ’ পার হতে হবে বিজেপিকে । গত জুনে কেন্দ্রের মোদি সরকারের তরফ থেকে সেনাবহিনীতে নিয়োগ সংক্রান্ত চুক্তিভিত্তিক এই প্রকল্প ঘোষণার পরেই এর প্রতিবাদে জ্বলে উঠেছিল সারা দেশ। তাতে শামিল হয়েছিল হিমাচলপ্রদেশও। সেনাবাহিনীতে যে রাজ্য থেকে সর্বাধিক সেনাবহিনীতে যোগ দেয় তাতে এক নম্বরে রয়েছে এই পাহাড়ি রাজ্যই। দেখা যাচ্ছে, ভোট প্রচারের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির কোনও নেতাকেই এবার সেনাবহিনীর কথা বলে আস্ফালন করতে দেখা যায়নি।কথা বললেও অগ্নিপথ প্রকল্প নিয়ে অন্য নেতাদের মতো খোদ মোদির মুখেও একপ্রকার কুলুপই বলা চলে।কথা বললেও অগ্নিপথ প্রকল্প নিয়ে অন্য নেতাদের মতো খোদ মোদির মুখেও একপ্রকার কুলুপই বলা চলে।আর এই ইস্যুই নির্বাচনে পথের কাঁটা হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় গেরুয়া শিবির।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০

ট্যাগ