নভেম্বর ১১, ২০২২ ১৮:০৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১১ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • গ্রামে যান, উৎপাদন করেন: শেখ হাসিনা-ইত্তেফাক
  • মানি চেঞ্জারের জন্য নির্দেশনা-৫০ লাখ টাকার বেশি রাখা যাবে না ব্যাংক হিসাবে-প্রথম আলো

  • দেউলিয়ার ঝুঁকিতে রয়েছে বিশ্বের ৫০টিরও বেশি দেশ- যুগান্তর 
  • আইএমএফ'র শর্ত বাস্তবায়ন কি সরকারের জন্য কঠিন হতে পারে!- মানবজমিন
  • বিএনপি ফের ক্ষমতায় গেলে বাংলাদেশটাকে গিলে খাবে : সেতুমন্ত্রী-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • জলের দরে ফাইনালের টিকিট ছেড়ে দিচ্ছেন ভারতীয়েরা, সঙ্গে বিনামূল্যে বিয়ারের বোতল!-আনন্দবাজার পত্রিকা
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা করতে তৈরি নয় ভারত, সাফ জানালেন জয়শংকর-সংবাদ প্রতিদিন
  • শিক্ষা ব্যবসা করার জায়গা নয়: সুপ্রিম কোর্ট- -আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

মানি চেঞ্জারের জন্য নির্দেশনা-৫০ লাখ টাকার বেশি রাখা যাবে না ব্যাংক হিসাবে-প্রথম আলো

দেশের অনুমোদিত মানি চেঞ্জারগুলো তাদের ব্যাংক হিসাবে কত টাকা জমা রাখতে পারবে, তা নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মানি চেঞ্জারগুলো তাদের ব্যাংক হিসাবে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জমা রাখতে পারবে।

এ ছাড়া আগের মতো মানি চেঞ্জারগুলো তাদের কাছে সর্বোচ্চ ২৫ হাজার ডলার স্টক রাখতে পারবে। এর বেশি ডলার থাকলে তা ব্যাংক হিসাবে জমা করতে হবে। তবে ব্যাংক হিসাবে জমা ডলারের পরিমাণ কোনোভাবেই ৫০ হাজারের বেশি হবে না। মানি চেঞ্জারের ব্যাংক হিসাবে সর্বোচ্চ জমা টাকার পরিমাণ হতে পারবে ৫০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ গতকাল বৃহস্পতিবার এই নির্দেশনা জারি করেছে।

বিএনপি ফের ক্ষমতায় গেলে বাংলাদেশটাকে গিলে খাবে : সেতুমন্ত্রী-কালের কণ্ঠ-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবাইকে সতর্ক করে বলেছেন, বিএনপি যদি আরেকবার ক্ষমতায় আসে, বিদেশি ঋণ গিলে খাবে। নির্বাচন, গণতন্ত্র গিলে খাবে। বাংলাদেশ পর্যন্ত সুযোগ পেলে গিলে খাবে। তাই সাবধান।

আজ শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। সেতুমন্ত্রী বলেন, খেলা হবে, হবে খেলা দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। খেলা হবে, প্রস্তুত হয়ে যান।এ সময় তিনি আইএমএফের ঋণ প্রসঙ্গে বলেন, ঋণ পরিশোধ হয় বলেই খুব সহজেই আইএমএফ ঋণ দেয়। বাংলাদেশ কখনও ঋণখেলাপি হয় না। যথা সময়েই শোধ করে বলে।তিনি বলেন, চারদিকে আজ যুব সমাজের ঢল নেমেছে। নেত্রী অনেক দিন পর এমন সমাবেশে এসেছেন। যুবলীগ কথা দিয়ে কথা রাখে। তার প্রমাণ এটা যুব মহাসমাবেশ নয়, মহাসমুদ্র।

দেউলিয়ার ঝুঁকিতে রয়েছে বিশ্বের ৫০টিরও বেশি দেশ- যুগান্তর

বিশ্বের ৫০টিরও বেশি উন্নয়নশীল দেশ ঋণখেলাপির ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান আচিম স্টেইনার। বৃহস্পতিবার মিসরে কপ-২৭ জলবায়ু সম্মেলনে এমন তথ্য দিয়েছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যদি উন্নত দেশগুলো এসব  দেশকে সহায়তা না করে, তা হলে ঝুঁকিতে থাকা এসব দেশ দেউলিয়া হয়ে যেতে পারে। আচিম স্টেইনার জানিয়েছেন, মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান সুদের হার এমন পরিস্থিতির সৃষ্টি করছে, যেখানে বেশ কয়েকটি দেশ ঋণখেলাপির ঝুঁকিতে পড়েছে। যার মারাত্মক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে।

তিনি বলেন, ‘আমাদের তালিকায় এখন ৫৪ দেশ রয়েছে, যেগুলো ঋণখেলাপির ঝুঁকিতে পড়তে পারে। যদি আমরা আরও ধাক্কা খাই, সুদের হার বাড়ে, ঋণগ্রহণ আরও ব্যয়বহুল হয়ে যায়, জ্বালানির মূল্য, খাদ্যের মূল্য বাড়ে তা হলে আমরা দেখব এ দেশগুলো আর ঋণ পরিশোধ করতে পারছে না।’

আইএমএফ'র শর্ত বাস্তবায়ন কি সরকারের জন্য কঠিন হতে পারে!- মানবজমিন

আইএমএফের কাছ থেকে ঋণ পাবার জন্য সংস্থাটির সাথে বাংলাদেশ সরকারের সমঝোতা হয়েছে। আগামী তিন মাসের মধ্যেই এই ঋণের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবে সংস্থাটি। মোট সাত কিস্তিতে তারা বাংলাদেশকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ দেবে। এ ঋণ পরিশোধের ক্ষেত্রে সুদ হার নির্ধারিত হবে বাজারদর অনুযায়ী, যা গড়ে দুই দশমিক দুই শতাংশ হবে।

আইএমএফ বলছে, দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং এ ক্ষেত্রে যেসব বাধা আছে সেগুলো ঠেকাতেই এ ঋণ দেয়ার বিষয়ে সমঝোতা হয়েছে।

সংস্থাটি তাদের বিজ্ঞপ্তিতে ঋণ দেয়ার সিদ্ধান্তের কারণ উল্লেখ করে বলেছে, করোনা মহামারীর পর বাংলাদেশ অর্থনৈতিক পুনরুদ্ধারে অগ্রসর হচ্ছিল কিন্তু যুদ্ধের কারণে সেটি বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে বিদেশী মুদ্রার রিজার্ভ কমেছে, মূল্যস্ফীতির হার বেড়েছে এবং প্রবৃদ্ধির গতি কমেছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখন সমঝোতা অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম সরকারকে বাস্তবায়ন করতে হবে। তবে আইএমএফের মতো সংস্থার ঋণ দেয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে স্বস্তি দেবে বলেই মনে করছেন তারা।

গ্রামে যান, উৎপাদন করেন: শেখ হাসিনা-ইত্তেফাক-ইত্তেফাক

আপনারা গ্রামে ফিরে যান। নিজের জমি নিজে চাষ করেন। নিজেরা উৎপাদন করেন। যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে যুবদের এ আহবান জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যুবদের কর্মসংস্থান দিয়েছি, বিএনপি হত্যা করেছে।  শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

যুব সমাজকে আমি অনুরোধ করব। যুদ্ধের কারণে আমারা আমদানি করতে পারছি না। ফলে নিজেদের উৎপাদনে মন দিতে হবে। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। তিনি বলেন, অনেকে নাকি আমাদের উন্নয়ন চোখে দেখে না। চোখ থাকতে অন্ধ হলে দেখবে কী করে? আমরা কত যুবকের কর্মসংস্থান করেছি। আর জিয়াউর রহমান ও খালেদা জিয়া? সবই তো একই ইতিহাস। হাজার হাজার যুব নেতাদের হত্যা করেছেন।

মহাসমাবেশে সভাপতিত্ব করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এতে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও জাহাঙ্গীর কবির নানক। সঞ্চালনা করছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

জলের দরে ফাইনালের টিকিট ছেড়ে দিচ্ছেন ভারতীয়েরা, সঙ্গে বিনামূল্যে বিয়ারের বোতল!-আনন্দবাজার পত্রিকা

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ধুন্ধুমার লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এমনটা ভেবে অস্ট্রেলিয়ায় বসবাসকারী অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের জন্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের টিকিট কিনে রেখেছিলেন। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের হাতে দুরমুশ হওয়ার পর হতাশ হয়ে সেই টিকিটই অনেক কম দামে বিক্রি করে দিচ্ছেন তাঁরা।

ভারত বনাম পাকিস্তানের খেলা হলে এমসিজি পুরোপুরি ভর্তি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে সেই সম্ভাবনা দেখতে পারছেন না কেউই। ভারতীয়রা যে টিকিট কিনেছেন, তা বিক্রি করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। জানা গিয়েছে, ১০ অস্ট্রেলীয় ডলার বা মাত্র ৫০০ ভারতীয় টাকাতেও টিকিট বিক্রি করে দিতে চাইছেন ভারতীয় সমর্থকরা। সঙ্গে দেওয়া হচ্ছে বিনামূল্যে বিয়ার দেওয়ার প্রতিশ্রুতিও। এমনকি, ক্রেতা চাইলে তাঁর বাড়ির দোরগোড়ায় গিয়ে টিকিট দিয়ে আসার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা করতে তৈরি নয় ভারত, সাফ জানালেন জয়শংকর-সংবাদ প্রতিদিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) থামাতে মধ্যস্ততা করুক ভারত, এমনটা চেয়েছিলেন পশ্চিমি রাষ্ট্রনেতাদের অধিকাংশ। যুদ্ধ চলাকালীন একাধিকবার রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু এই মুহূর্তেই যুদ্ধ থামাতে ভারত সক্রিয় ভূমিকা নেবে কিনা, সেই নিয়ে এবার মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। তাছাড়াও দীর্ঘ ন’মাস ধরে চলতে থাকা যুদ্ধের ফলে আন্তর্জাতিক পরিস্থিতিতে কী ধরনের প্রভাব পড়বে, সেই প্রসঙ্গেও জয়শংকর মুখ খুলেছেন।

একটি সাক্ষাৎকারে জয়শংকরকে জিজ্ঞাসা করা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারত কি অংশগ্রহণ করবে? ভারতের বিদেশমন্ত্রী জানিয়ে দেন, “এখনই এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আসেনি। যুদ্ধের ফলে যে দেশগুলি সরাসরি ভাবে প্রভাবিত হয়েছে, তাদেরই যুদ্ধ থামানোর উদ্যোগ নিতে হবে।”এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক পরিস্থিতিতে বড়সড় বদল হবে, মত ভারতীয় বিদেশমন্ত্রীর। তিনি বলেছেন, আগে এইরকম পরিস্থিতির মুখোমুখি হয়নি ভারত। সেই কারণে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মধ্যস্ততা করার বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চায় না ভারত।

পার্সটুডে/এমবিএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ