নভেম্বর ২০, ২০২২ ১৫:৩৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২০ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • আগামী বছর ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আমদানি শুরুর আশা -ইত্তেফাক
  • খাদ্যে মূল্যস্ফীতি আরও বাড়বে -যুগান্তর
  • মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে আদালত থেকে ছিনিয়ে নিলেন সহযোগীরা-প্রথম আলো
  • বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত -কালের কণ্ঠ
  • ল্যাভরভের ঢাকা সফর বাতিল -মানবজমিন
  • মানুষ বাধা মানছে না, গণতন্ত্রের মুক্তির আন্দোলনে শরিক হচ্ছে : মির্জা ফখরুল - বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

  • সরকারি হাসপাতালের ICU-তে ঘুরছে গরু, খাচ্ছে খাবার-সংবাদ প্রতিদিন
  • শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার-আজকাল
  • প্রাক্তন নৌসেনাকে মেরে, দেহ পাঁচ টুকরো করে লোপাট! বারুইপুরে গ্রেফতার স্ত্রী ও পুত্র-আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ঢাকার আদালত থেকে পালিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি। কীভাবে দেখছেন এই ঘটনাকে?

২. রাশিয়া এবং ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে, হুঁশিয়ারি উচ্চারণ করলো জার্মানি। এ নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

ঢাকার আদালত থেকে পালিয়ে গেল মৃত্যুদণ্ড পাওয়া দুই জঙ্গি-প্রথম আলো, যুগান্তর, মানবজমিনসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ঢাকার আদালত থেকে পালিয়েছে। আজ রোববার দুপুর ১২টায় পুরান ঢাকার আদালত পাড়ায় এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। আজ ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাদের হাজিরা ছিল। হাজিরা শেষে তাদের হাজতখানায় নেয়ার পথে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া দুই জঙ্গি হলেনÑ মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল।   

রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের সমানে এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া দুই আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।  তারা  হলেন- আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব এবং মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান। ডিবি প্রধান প্রধান হারুন অর রশিদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আদালতে নিয়ে যাওয়ার সময় ভবনের গেটের সামনে থেকে দুই পুলিশ সদস্যের চোখে স্প্রে করে আসামিরা পালিয়ে যায়। আসামিদেরকে আমরা আদালতের আশপাশে খোঁজার চেষ্টা করে যাচ্ছি। এই ধরনের ঘটনা আদালত চত্বরে এই প্রথম ঘটল।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশ খাদ্যে মূল্যস্ফীতি আরও বাড়বে-যুগান্তর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী খাদ্যের উৎপাদন হ্রাস, সরবরাহ কমে যাওয়া এবং ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার অবমূল্যায়নে বাড়ছে খাদ্যপণ্যের দাম।

এর প্রভাবে বেড়ে যাচ্ছে খাদ্য মূল্যস্ফীতির হার। এটি আগামী দিনে আরও বাড়বে। বাংলাদেশসহ অনেক দেশে খাদ্য মূল্যস্ফীতির হার ডাবল ডিজিট অতিক্রম করে যেতে পারে। চলতি বছরে খাদ্যসূচক ১৮ শতাংশ বাড়বে। আগামী বছর তা ৬ শতাংশ কমতে পারে। তবে ২০২৪ সালে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে।

আগামী বছর ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আমদানি শুরুর আশা-ইত্তেফাক

আগামী বছর পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল আমদানি করতে চায়। আশা করছি আগামী বছর তা শুরু করা যাবে। শেখ হাসিনা আরও বলেন, করোনাকালে বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের সীমান্ত লাইনের বিভিন্ন অংশে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্ডার হাটগুলো আবার চালু হবে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

সরকারি হাসপাতালের -তে ঘুরছে গরু, খাচ্ছে খাবার-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, সরকারি হাসপাতাল নোংরা, শৌচালয় ব্যবহারের অযোগ্য, ওয়ার্ডে ঘুরে বেড়ায় বিড়াল, এমনকী কুকুরও। এমন অভিযোগ মাঝেমাঝে শোনা যায়। তবে আইসিইউতে গরুর মতো বড় প্রাণীর ঢুকে পড়ার ঘটনা এই প্রথম। চূড়ন্ত গাফিলতির এই অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে। আইসিইউতে গরু ঘুরে বেড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর পর ঘটনাটি নিয়ে হইচই শুরু হয়। তড়িঘড়ি আইসিইউ ইন-চার্জ ও এক নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

প্রাক্তন নৌসেনাকে মেরে, দেহ পাঁচ টুকরো করে লোপাট! বারুইপুরে গ্রেফতার স্ত্রী ও পুত্র-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, দিল্লির শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডের সঙ্গে বেশ সাদৃশ্য রয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রাক্তন নৌসেনা কর্মী উজ্জ্বল চক্রবর্তীকে খুনের ঘটনার। শ্রদ্ধাকে খুন করে ৩৫ টুকরো করেছিলেন তাঁর প্রেমিক আফতাব পুনাওয়ালা। প্রাক্তন নৌসেনা কর্মী উজ্জ্বলকেও খুন করে ছয় টুকরো করেছিল তাঁর স্ত্রী শ্যামলী চক্রবর্তী এবং ছেলে জয়। পুলিশ সূত্রে এমনই খবর। শ্যামলী এবং জয়কে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, আফতাবের ‘কীর্তি’ দেখে ‘অনুপ্রাণিত’ হয়েছিলেন তাঁরা। তাই উজ্জ্বলকে খুন করে দেহ তাঁরা টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলেন বাড়ির কাছাকাছি জলাশয়-সহ বিভিন্ন এলাকায়। রবিবার জয়কে নিয়ে বারুইপুরের ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ।

বাংলার নয়া রাজ্যপালকে ফোন মুখ্যমন্ত্রীর সংবাদপ্রতিদেনের এ খবরে লেখা হয়েছে, আগামী সপ্তাহেই শপথ নিতে পারেন বাংলার নবনিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস? শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ফোনালাপের পর এমনই প্রশ্ন উঠে এসেছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, শপথ নেওয়ার দিন হিসাবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে ২১ অথবা ২৩ নভেম্বর প্রস্তাব করা হয়েছে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির জের। এবার মুর্শিদাবাদের স্কুল ইন্সপেক্টরদের তলব করল সিবিআই। নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০


 

ট্যাগ