ডিসেম্বর ০৮, ২০২২ ২১:০৬ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: ইমেইলের ইনবক্স খোলার আগে বরাবরের মতোই আমি একটি মূল্যবান বাণী শোনাতে চাই। আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) বলেছেন, "যারা তাকওয়ার মাধ্যমে উচ্চ মর্যাদার আসনে আসীন হয়েছে তাদেরকে খাটো করে দেখো না, আবার পার্থিব জগত যাদেরকে আপাত দৃষ্টিতে বড় করেছে তাদেরকে উচ্চ মর্যাদাবান বলে ভেবো না।"

আকতার জাহান: চমৎকার দুটি উপদেশ শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি ইমেইলের দিকে।

বাংলাদেশের ময়মনসিংহ থেকে আমাদের নিয়মিত শ্রোতা ও শুভাকাঙ্ক্ষি এ. এস মাহমুদ পাঠিয়েছেন আসরের প্রথম মেইলটি।

তিনি লিখেছেন, “রেডিও তেহরান শোনার জন্য প্রতিদিন সন্ধ্যার পর অপেক্ষার প্রহর গুণতে থাকি। বিশেষ কোনো কারণে যেদিন শুনতে পারি না সেদিন মনে হয় কিছু একটা মিস করেছি। রেডিও তেহরানের প্রায় সবগুলো অনুষ্ঠান আমার কাছে ভালো লাগে। বতর্মান সময়ে যেখানে মানুষ পশ্চিমা জগতের সোশ্যাল মিডিয়া নিয়ে ব‍্যস্ত যেখানে নীতি নৈতিকতা নেই বল্লেই চলে- সেখানে রেডিও তেহরানের অনেক শিক্ষণীয় অনুষ্ঠান প্রচার করে থাকে। মানুষের চরিত্র গঠন থেকে শুরু করে সমাজ কাঠামো পরিবার, স্বাস্থ‍্য-সেবামূলক অনুষ্ঠান সবাই আছে। শিশুদেরকে নিয়ে অনুষ্ঠানপ্রচার আমার মনে হয় রেডিও তেহরানের মতো অন্য কোনো রেডিও প্রচার করে না। আমি রেডিও তেহরানের আরও সাফল্য কামনা করি সেই সাথে রেডিও তেহরানের সকলস্তরের কলাকুশলী যাদের অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানমালা তৈরি ও প্রচার করেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন।”

নাসির মাহমুদ: মাহমুদ ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি চিঠি লিখার জন্য। আশা করি নিয়মিত আপনার লেখা পাব।

আসরের পরের মেইলটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে তরুণ মৈত্র।

আশরাফুর রহমান: এ শ্রোতাবন্ধু ইদানীং নিয়মিতই লিখছেন।

নাসির মাহমুদ: হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। তরুণ দা এই চিঠিতে লিখেছেন, “গত ২০ নভেম্বর ভারতের কৃষ্ণনগরে আকাশবাণী কলকাতার সম্মেলন ছিল। সেই সম্মেলনে আমিসহ রেডিও তেহরান বাংলা বিভাগের দশ জন শ্রোতা অংশগ্রহণ করেছিলাম। উপস্থিত অনেককেই আমরা রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের কথা বলি ও অনুষ্ঠান শুনতে উৎসাহ দিই। তারা অনেকেই রেডিও তেহরান শোনার আগ্রহ প্রকাশ করেন।”

আকতার জাহান: নিজে অনুষ্ঠান শোনার পাশাপাশি রেডিও তেহরানের শ্রোতাবৃদ্ধির চেষ্টা করায় তরুণ মৈত্র আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নতুন শ্রোতাদেরকে চিঠি লিখতেও উৎসাহ যোগাবেন।

আশরাফুর রহমান: ঢাকার সাভারের আশুলিয়া থেকে মো: রোমান সরদার পাঠিয়েছেন পরের মেইলটি।

ফুটন্ত গাঁদা ফুলের শুভেচ্ছা ও অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জানাবার পর তিনি লিখেছেন, আমি নিয়মিত রেডিও তেহরান শুনছি। কিন্তু লিখিনি কখনো। রেডিও তেহরানে এটিই আমার প্রথম চিঠি।

নাসির মাহমুদ: প্রথম চিঠির জন্য এ শ্রোতাবন্ধুকে ইরানের নানা-রঙয়ের গোলাপ ও টিউলিপ ফুলের শুভেচ্ছা জানাই। তো প্রথম চিঠিতে তিনি কী লিখেছেন?

আশরাফুর রহমান: তিনি লিখেছেন, "অধিবেশনের শুরুতে বাংলা অনুবাদসহ কুরআন তেলাওয়াত আমার মন কেড়েছে। যতগুলো স্টেশনের অনুষ্ঠান শুনি সবচেয়ে বেশি ভালো লাগে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা। কারণ এখানে নিখুঁত প্রাণশক্তির খোঁজ পাই। তাই পরিবারের সদস্যদের পাশাপাশি অফিস কলিগদের সাথে অনুষ্ঠান শুনি।"

আকতার জাহান: রেডিও তেহরানের অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি প্রকাশ করে চিঠি লিখার জন্য ভাই রোমান সরদার আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের পর আবারো ভারতের চিঠি। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে এটি পাঠিয়েছেন মনীষা রায়।

তিনি লিখেছেন, ১৯ নভেম্বর সান্ধ্য অধিবেশনে 'জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান' শীর্ষক আলোচনায় ইরানি বিজ্ঞানী এবং মনীষী কুতুবুদ্দিন সিরাজির মহান কর্মের মহামূল্যবান তথ্য জানতে পেলাম। 'ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস' শীর্ষক আলোচনায় শহীদ বাকেরির অবদান সম্পর্কে আলোকপাতটিও খুব ভালো ছিল। এছাড়া, ২০ নভেম্বর প্রচারিত নতুন ধারাবাহিক অনুষ্ঠান 'নারী: মানব ফুল'-এর প্রথম পর্ব ভালো লেগেছে বলে এ শ্রোতাবোন উল্লেখ করেছেন।

নাসির মাহমুদ: আমাদের তিনটি ধারাবাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোয় বোন মনীষা রায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

নতুন ধারাবাহিক অনুষ্ঠান 'নারী: মানব ফুল' সম্পর্কে মতামত জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গে থেকে আরও দুটি ইমেইল এসেছে। প্রথমটি পাঠিয়েছেন মুর্শিদাবাদের বারুই পাড়া থেকে এসএম নাজিমউদ্দিন আর পরেরটি পাঠিয়েছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল। আমি নাজিম ভাইয়ের চিঠির কিছু অংশ পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, "দীর্ঘদিন ধরে শ্রোতারা নারীবিষয়ক একটি অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিলেন। নতুন ধারাবাহিক অনুষ্ঠান 'নারী: মানব ফুল' অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রোতাদের আরেকটি দাবি পূরণ করল রেডিও তেহরান বাংলা।

ইরানের নারী বিষয়ে অনেক কথা জানার জানালা হয়ে উঠুক এই অনুষ্ঠানটি এই কামনা করি। এসবের বাইরেও ইসলামে যুগে যুগে মহীয়সী নারীদের জীবনী, তাঁদের মর্যাদা, আত্মত্যাগ, বীরত্ব এসবও জানার সুযোগ ঘটবে আশা করি। সুন্দর ও তাৎপর্যপূর্ণ একটি সুন্দর অনুষ্ঠানের সূচনা করে আবার ও রেডিও তেহরান প্রমাণ করলো যে, শ্রোতাদের মতামতকে কতটা গুরুত্ব দেয়!"

আশরাফুর রহমান: একই অনুষ্ঠান সম্পর্কে বিধান চন্দ্র সান্যাল লিখেছেন, "ইরানি নারীদের নিয়ে পাশ্চাত্য মিডিয়ায় যেভাবে প্রকৃত অবস্থার বিপরীত চিত্র তুলে ধরার চেষ্টা করা হয় সেটি আমাদের দেশেও প্রচার পায়। এমতাবস্থায় রেডিও তেহরানের নব সংযোজন "নারী : মানব ফুল" অত্যন্ত সময়োপযোগী। নতুন অনুষ্ঠানের প্রথম পর্ব আকতার জাহান ও নাসির মাহমুদের উপস্থাপনায় বেশ লাগল। ইসলামের দৃষ্টিতে নারীর অবস্থান নিয়ে সুন্দর আলোচনা করতে গিয়ে মহানবী যে কন্যা সন্তানকে সুগন্ধি ফুলের সঙ্গে তুলনা করেছেন সে বিষয়ে আলোকপাত করা হয়। পরবর্তী পর্ব শোনার জন্য গভীর আগ্রহে অপেক্ষায় রইলাম।"

আকতার জাহান: সমাজ ও পরিবারে নারীর ভূমিকা বিষয়ক অনুষ্ঠান 'নারী: মানব ফুল' আপনাদের ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। তো তাৎক্ষণিকভাবে মতামত জানিয়ে চিঠি লিখার জন্য এসএম নাজিম উদ্দিন ও বিধান চন্দ্র সান্যাল আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।

অনুষ্ঠানের এ পর্যায়ে একজন শ্রোতার কাছ থেকে সরাসরি মতামত জানতে চাই। টেলিফোনের অপর প্রান্তে যিনি আছেন প্রথমেই তার পরিচয় জানা যাক। 

আকতার জাহান: আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ-এর যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম পাঠিয়েছেন এবারের ইমেইলটি।

তিনি লিখেছেন, "আন্তর্জাতিক প্রচারমাধ্যম হিসেবে রেডিও তেহরান তার অবস্থান সুদৃঢ় করেছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রচারের জন্যে। এ বেতারের সান্ধ্য অধিবেশনে প্রচারিত অনুষ্ঠানমালা- দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া বস্তুনিষ্ঠ সংবাদপ্রাপ্তিতে আমাকে সহায়তা করছে। বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যমে পার্সটুডেকে উদ্ধৃত করে সংবাদ পরিবেশন তারই উদাহরণ। রেডিও তেহরানের এসব অনুষ্ঠান শুনে ও ওয়েবসাইটে পড়ে নিজেকে সমৃদ্ধ করে চলছি। বিশ্বের সকল স্থানের ও সবরকমের খবর প্রাপ্তিতে নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে রেডিও তেহরান।"

নাসির মাহমুদ: ভাই আতিকুল ইসলাম, বস্তুনিষ্ঠ সংবাদপ্রাপ্তিতে রেডিও তেহরান আপনাকে সহায়তা করছে জেনে ভালো লাগল। আশা করি আবারো লিখবেন।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া শিমুলিয়া থেকে জাকির হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "ভারত ও বাংলাদেশের শ্রোতাদের মতামত নিয়ে সাজানো পরিবেশনা প্রিয়জন আমার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান। গত ১৪ নভেম্বর প্রিয়জন অনুষ্ঠানে আমার চিঠির উত্তর শুনেছি। ইরানের মেয়েদের বিয়েতে পণ নিয়ে বিস্তারিত তথ্য জানতে পেরে ভালো লেগেছে। এ জন্য রেডিও তেহরানকে অসংখ্য ধন্যবাদ।"  

আশরাফুর রহমান: জাকির ভাই আপনাকেও ধন্যবাদ প্রশ্নসহ চিঠি পাঠানোর জন্য।

বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার দক্ষিণ বন্দর কর্মকার পট্টি থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক পাঠিয়েছেন এই মেইলটি।

তিনি লিখেছেন, "রেডিও তেহরান আমি নিয়মিত শুনি। কারণ এ বেতার থেকে আমি উপকৃত হই। যতই শুনছি ততই আমার জ্ঞানের পরিধি বাড়ছে। এ বেতারে প্রচারিত গানগুলো শুনে আমার মনের ক্লান্তি দূর হয়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে রেডিও তেহরানের ধ্বনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়।"  

আকতার জাহান: কৌশিক দাদাকে ধন্যবাদ ছোট্ট অথচ শক্তিশালী বার্তাসম্বলিত চিঠিটির জন্য।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে। আর পাঠিয়েছেন দেবাশীষ গোপ।  

তিনি লিখেছেন, রেডিও  তেহরান  বাংলার  প্রিয়জন অনুষ্ঠানটি  নানা  রঙের  বাহার।  যেকোনো  দিক  দিয়ে  এটি  সমসাময়িক  ও সৌন্দর্যের প্রতীক। ২১ নভেম্বরের  প্রিয়জন  সমান  আকর্ষণীয়  লেগেছে। শ্রোতাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞানের বিকাশ  সত্যিই  প্রাণবন্ত। এ বেতারের বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা অনুষ্ঠানকে তিনি 'খবরের  পসরাভর্তি  ডালি' বলে অভিহিত করেছেন।

নাসির মাহমুদ: চমৎকার মতামতের জন্য শ্রোতাবন্ধু দেবাশীষ গোপ আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে আর পাঠিয়েছেন এস. এম. হৃদয় রহমান।

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের বিশ্লেষণধর্মী সংবাদ অনলাইন সংস্করণ পার্সটুডেকে এক ভিন্নমাত্রা দিয়েছে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলোকে আরও গুরুত্ব দিয়ে প্রকাশ করার ফলে পাঠকদের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখছে পার্সটুডে। বিশ্লেষণধর্মী সংবাদ মানেই রেডিও তেহরান এবং এর অনলাইন সংস্করণ পার্সটুডে। আমরা যারা শ্রোতা এবং পাঠক, আমরা সব সময়ই চাই সারা বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার আদ্যোপান্ত জানতে। আমাদের সে চাহিদা পূরণ করতে পার্সটুডে এক ভিন্নধর্মী গণমাধ্যম হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখছে।"

আশরাফুর রহমান: রেডিও তেহরান ও পার্সটুডে সম্পর্কে মতামত জানানোর জন্য হৃদয় রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকটি ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি।

  • বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা থেকে আলী আহম্মেদ আরিফ
  • ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম
  • ঢাকার সাভারের আশুলিয়া থেকে নাজমুন নাহার মুন্নি
  • কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে আবদুল কুদ্দুস মাস্টার
  • রংপুরের পীরগাছা থেকে আতাউর রহমান রঞ্জু
  • এবং ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনিপুর জেলার গড়বেতা থেকে মহম্মদ ঘোরী শাহ

আকতার জাহান: চিঠিতে অনুষ্ঠান সম্পর্কে মতামত কিংবা শ্রবণমান রিপোর্ট পাঠানোয় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

তো বন্ধুরা, আজকের আসর শেষ করার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান। 'গা গারে গা নাম মোহাম্মদ' শিরোনামের গানটি গেয়েছেন আবু সাঈদ সরকার।

নাসির মাহমুদ: তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে । 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

ট্যাগ