ডিসেম্বর ১৪, ২০২২ ১০:৫৪ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। সপ্তাহ ঘুরে আজও চিঠিপত্রের ঝাঁপি নিয়ে উপস্থিত হয়েছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আজকের অনুষ্ঠান শুরু করব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস শুনিয়ে। তিনি বলেছেন, ‘আমি তোমাদের জন্য অতি মূল্যবান দুটি বস্তু রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে আমার রক্তসম্পর্কীয় নিকটাত্মীয়, আমার আহলে বাইত। তোমরা যদি এ দুটিকে শক্ত করে আঁকড়ে ধর তবে কখনো পথভ্রষ্ট হবে না।’

আকতার জাহান: নিজেদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য আমরা সবাই মহান আল্লাহর কিতাব ও তাঁর রাসূলের আহলে বাইতকে আঁকড়ে ধরব- এ  কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আমাদের ইমেইলের ইনবক্সে আজ ভারতের চিঠিই বেশি দেখতে পাচ্ছি।

নাসির মাহমুদ: ভারতের শ্রোতাবন্ধুরা ইদানীং চিঠি লেখায় বেশ তৎপর। এটা আমাদের আশান্বিত করেছে।

আকতার জাহান: হ্যাঁ, সত্যিই তাই। তো আজকের আসরের প্রথম মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে আর পাঠিয়েছেন মহম্মদ ঘোরী শাহ।

তিনি লিখেছেন, "নারী: মানব ফুল' রেডিও তেহরান বাংলা বিভাগের একটি অনন্য সংযোজন। শিরোনাম, সুন্দর উপস্থাপনা এবং প্রথম পর্বের বিষয়বস্তু আমাকে মুগ্ধ করেছে। ধারাবাহিকটি যে জনপ্রিয় হবে তা বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরে রেডিও তেহরান থেকে আমার মত নগন্য উৎসুক অনেক কিছুই পেয়েছে। 'নারী: মানব ফুল'-এর প্রথম পর্বেই ইঙ্গিত পেলাম, নারী সম্পর্কে আমাদের প্রচলিত ধ্যান-ধারণা ও উন্নাসিকতা বদলে দেবে। আর নারী শ্রোতাগণও নিজেদেরকে নতুনরূপে খুঁজে পাবে।"

আশরাফুর রহমান: 'নারী: মানব ফুল' শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানটি সম্পর্কে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকেও একটি মেইল এসেছে। আর পাঠিয়েছেন আল-আমিন সেখ হিরামন। তিনি লিখেছেন, “২৭ নভেম্বর তারিখে প্রচারিত 'নারী: মানব ফুল’-এর দ্বিতীয় পর্ব থেকে জানতে পারলাম যে, গ্রীস সভ্যতা সময় ৫০০ থেকে ৮০০ আগে এথেন্সে নারী কেনাবেচা হতো। গ্রীসের আইন অনুযারী- নারীদের শুধু বাড়ির কাজে অধিকার ছিল। তাদের চাকরি, ব্যবসা কোনো কিছুতেই অধিকার ছিল না। এমনকি যদি কারো ভাই থাকে তাহলে বোনেরা সম্পত্তি অধিকার থেকে বঞ্চিত হতো।"

নাসির মাহমুদ: নারীর অধিকার ও মর্যাদা বিষয়ক নতুন ধারাবাহিক অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগছে এবং এ থেকে উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগল। চিঠি লিখে বিষয়টি জানানোয় মহম্মদ ঘোরী শাহ ও আল-আমিন সেখ হিরামন আপনাদের দু’জনকেই ধন্যবাদ।

ভারতের পর এবার বাংলাদেশ থেকে আসা একটি মেইল চেক করছি। নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা থেকে জননী বেতার শ্রোতা সংঘের সভাপতি আলী আহম্মেদ আরিফ পাঠিয়েছেন এটি।

তিনি লিখেছেন, “গত ২৮ নভেম্বর প্রচারিত প্রিয়জন অনুষ্ঠানটি অত্যাধিক ভালো লেগেছে। অনুষ্ঠানে অক্টোবর মাসের শ্রেষ্ঠ পত্রলেখক পশ্চিমবঙ্গের হামিম হোসেন বুলবুলের রেকর্ডকৃত অডিও সাক্ষাৎকারটি ছিল এককথায় চমৎকার। অনুষ্ঠানের শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে একটি ফার্সি গানটিও বেশ ভালো লেগেছে।”

আকতার জাহান: চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানিয়ে চিঠি লিখায় আলী আহম্মেদ আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আশরাফুর রহমান: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "পৃথিবীতে কত দেশইতো আছে তারমধ্যে শিক্ষা-দীক্ষা, জ্ঞান-বিজ্ঞান  ও খেলাধুলায় ইরানও কম যায় না। ইরানের ইতিহাস, ভূগোল, ঐতিহ্য-সংস্কৃতি দেশটিকে দিয়েছে শ্রেষ্ঠত্বের সম্মান। ইরান সর্বগুণে গুণান্বিত। আর এসব জানতে  বুঝতে শুনতেই হবে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান।"

নাসির মাহমুদ: ছোট্ট এই চিঠিতে ইরান ও রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য দেবাশীষ গোপ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে। আর পাঠিয়েছেন এস. এম. হৃদয় রহমান।

তিনি লিখেছেন, "গত ২৮ নভেম্বর সোমবার প্রিয়জন অনুষ্ঠানে আমার চিঠি গুরুত্বসহকারে পড়ে শোনানোয় অনুষ্ঠানটির উপস্থাপকদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানাই। প্রতিবার যখন আমার চিঠি পড়ে শোনানো হয় তখন মনের মাঝে এক অন্য অনুভূতির সঞ্চার হয় যা বলে বোঝানো যাবে না।"

আকতার জাহান: এ শ্রোতাবন্ধু আরও লিখেছেন, "রেডিও তেহরান এবং পার্সটুডে আমার নিত্যদিনের শ্রবণ এবং পাঠচর্চার কেন্দ্রে পরিণত হয়েছে। সংবাদ উপস্থাপন, অনুষ্ঠানের বিষয় নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি দিক থেকে রেডিও তেহরান এবং পার্সটুডে এখন নতুন মাত্রার এক আন্তর্জাতিক গণমাধ্যম।"

আশরাফুর রহমান: হৃদয় রহমান ভাইকে ধন্যবাদ- নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি পার্সটুডে ভিজিট করার জন্য।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এম নাজিমউদ্দিন পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় নাতনী, আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) ও বে‌হেশ‌তের নারী‌নেত্রী হযরত ফা‌তেমা জাহরা (আ.)-এর কন্যা হযরত যায়নাব (সা. আ.)'র প‌বিত্র জন্ম‌দিন উপলক্ষে গত ২৯ নভেম্বর রেডিও তেহরানের বিশেষ পরিবেশনা আমাদের মুগ্ধ করেছে। বিশেষ দিনের এই মহতী আলোচনার মাধ্যমে আমাদের জানার সুযোগ করে দেবার জন্যে রেডিও তেহরানকে অশেষ কৃতজ্ঞতা জানাই।"

নাসির মাহমুদ: হযরত যায়নাব (সা. আ.)'র প‌বিত্র জন্ম‌দিন উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। তো মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

তো বন্ধুরা, আসরের এ পর্যায়ে বাংলাদেশি এক শ্রোতার সঙ্গে সরাসরি কথা বলব। টেলিফোনের অপর প্রান্তে যিনি অপেক্ষা করছেন প্রথমেই তার পরিচয় জানা যাক।

আকতার জাহান: আসরের এবারের চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে। আর পাঠিয়েছেন তরুণ মৈত্র।

তিনি লিখেছেন, "২৯ নভেম্বরের সান্ধ্য অধিবেশনে হযরত যয়নাব সালামুল্লাহ আলাইহার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি খুবই আকর্ষণীয় ছিল। তাঁর কাজের নৈপুণ্য ও বীরত্বের কথা শুনে মুগ্ধ  হলাম। একইদিন 'গল্প ও প্রবাদের গল্প' অনুষ্ঠানে 'তুলোধুনা হবে দই স্যুপের মতো' শীর্ষক প্রবাদের কথাই গল্পটি খুবই মজার ছিল।"

আশরাফুর রহমান: আমাদের দুটি অনুষ্ঠানের বিষয়ে মতামত জানানোয় ভাই তরুণ মৈত্র আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের পরের মেইলটিও ভারতের। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে এটি পাঠিয়েছেন মনীষা রায়

তিনি লিখেছেন, "২৯ নভেম্বর প্রিয়জন অনুষ্ঠান শুনে একরাশ মুগ্ধতায় মোহিত হলাম। এদিন আমিসহ মোট বারোজন শ্রোতা বন্ধুর মেইলের জবাব দেওয়া হয়। আমার মেইলের জবাব দিতে গিয়ে আমার নামের আগে 'সিনিয়র' কথাটি উল্লেখ করায় আমি আবেগ-উচ্ছ্বাসে আপ্লুত হলাম। 'সিনিয়র' উপমাটি আমার কাছে পুরস্কারস্বরুপ মনে হল। আরও বেশি করে অনুষ্ঠান শোনা এবং চিঠি লেখার আগ্রহ লাভ করলাম। প্রিয়জন অনুষ্ঠানে আন্তরিকতার সহিত শ্রোতা বন্ধুদের চিঠির জবাব দেওয়ার বিষয়টি আমাকে মুগ্ধ করে। এই মুগ্ধতার ছোঁয়ায় আমি আরো বেশি বেশি করে অনুষ্ঠান শোনা এবং চিঠি লেখার অনুপ্রেরণা পেয়ে থাকি। অনুষ্ঠানের শেষের দিকে যে ফার্সি গানটি শোনানো হয়েছিল তার ভাষা বুঝতে না পারলেও সুর ভালো লেগেছিল।"

নাসির মাহমুদ: মনীষা রায় আরেকটি মেইলে কাজী নজরুল ইসলামের "এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী"- এই গানটি শুনতে চেয়েছেন।

আকতার জাহান: এ শ্রোতাবোনের অনুরোধের গানটি আজকের আসরের শেষের দিকে বাজিয়ে শোনানোর ইচ্ছে রইল। আর চমৎকার মেইলটির জন্য বোন মনীষা রায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের দিনাজপুর জেলার ওসমানপুর থেকে। আর পাঠিয়েছেন মো. নূর আমিন।

তিনি লিখেছেন, "আমি রেডিও তেহরানের একজন পুরাতন শ্রোতা। তবে দীর্ঘদিন অনুষ্ঠান শোনা হয়নি। 'কনকর্ড রেডিও লিসেনার্স ক্লাব' নামে  আমাদের একটি শ্রোতা ক্লাব ছিল। ১৯৯৬ সালে আমাদের ক্লাবটি রেডিও তেহরানের তালিকাভূক্ত হয়। ২০০২ সালের পর শ্রোতা ক্লাবের অনেক শ্রোতা পেশাগত কারণে বিভিন্ন শহরে চলে যায় এবং অনেকেই সাংসারিক জীবনে ব্যস্ত হয়ে পড়ায় কেউই আর নিয়মিত অনুষ্ঠান শুনতে পারেন না। গত কয়েক মাস আগে বগুড়ার শ্রোতাবন্ধু সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ হলে আমাকে রেডিও তেহরান শুনতে বলেন। সেই থেকে আমি নিয়মিত অনুষ্ঠান শুনছি। প্রিয়জন আমার পছন্দের অনুষ্ঠান। এছাড়া নতুন ধারাবাহিক 'নারী: মানব ফুল' ভালো লাগছে।"

আশরাফুর রহমান: ভাই নূর আমিন, দীর্ঘদিন পর আবারো রেডিও তেহরান শুনছেন জেনে ভালো লাগল। নতুন করে রেডিও তেহরান শোনায় উদ্বুদ্ধ করায় বগুড়ার সাইফুল ইসলাম ভাইকেও অসংখ্য ধন্যবাদ।

বন্ধুরা, এ পর্যায়ে কয়েকজন ডিএক্সার বন্ধুর ইমেইলের প্রান্তি স্বীকার করছি যারা আমাদের অনুষ্ঠান শোনার পর শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।

  • বাংলাদেশের কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে আবদুল কুদ্দুস মাস্টার
  • ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম
  • দেবাশীষ গোপ ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে
  • মুর্শিদাবাদের বারুইপাড়া থেকে এস এম নাজিমউদ্দিন
  • এবং ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন।

নাসির মাহমুদ: চিঠিতে অনুষ্ঠান সম্পর্কে মতামত কিংবা শ্রবণমান রিপোর্ট পাঠানোয় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের আসর শেষ করার আগে আপনাদের জন্য রয়েছে শ্রোতাবোন মনীষা রায়ের অনুরোধের গানটি। গেয়েছেন শিল্পী আপন আহসান।

আকতার জাহান: তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

 

ট্যাগ