ডিসেম্বর ২০, ২০২২ ১২:১৫ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি যথারীতি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আজকের অনুষ্ঠান শুরু করব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস শুনিয়ে। মহানবীর পবিত্র আহলে বাইতের অষ্টম ইমাম হযরত আলী ইবনে মূসা আর রেযা (আ.) বলেছেন, 'যে ব্যক্তি সবার কাছে প্রিয় হতে চায় তার উচিত গোপনে ও প্রকাশ্যে মহান আল্লাহকে ভয় করা।'

আকতার জাহান:  আমরা সর্বাবস্থায় মহান আল্লাহকে ভয় করে চলব- এ আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের ঢাকা সেনানিবাস থেকে আর পাঠিয়েছেন মোঃ সোহেল রানা হৃদয়।

এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ৮ ডিসেম্বর প্রচারিত  রংধনু আসরকে 'একটি আনন্দের পাঠশালা' হিসেবে অভিহিত করে তিনি লিখেছেন, "আজকের পুরো রংধনু অনুষ্ঠান মোহবিষ্ট হয়ে শুনলাম। সত্যিই যেন রংধনু একটি আনন্দের পাঠশালা। ভালো ফলাফলে বাচ্চারা যেমন খুশি, তাদের বাবা-মাও নিশ্চয়ই মহাখুশি। আর এই খুশির বিদ্যাপীঠ যেন রেডিও তেহরানের সকলের প্রিয় অনুষ্ঠান 'রংধনু'। অনুষ্ঠানে ছোট বন্ধু আবদুল্লাহ আল হিশামের কণ্ঠে ইসলামী গানটি দারুণ উপভোগ করলাম। আনন্দ ভাগাভাগিতে আমাদেরকে সঙ্গী করায় ধন্যবাদ প্রিয় বাচ্চাদেরকে। সেইসাথে এই ব্যতিক্রমী আয়োজনের জন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।"

নাসির মাহমুদ: রংধনুর এই বিশেষ আয়োজনটি শোনার পর আপনি তাৎক্ষণিকভাবে চিঠি লিখায় আমাদের অনুষ্ঠানটি স্বার্থক বলে মনে হয়েছে। কারণ অনেকদিন ধরেই আপনার চিঠি পাচ্ছিলাম না। তো সোহেল রানা হৃদয় ভাই, নিরবতা ভেঙে চিঠি লিখা শুরু করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের পর এবার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পূর্বস্থলী থেকে আসা একটা ইমেইল চেক করছি।

আশরাফুর রহমান:  মেইলটি কি হাফিজুর  রহমান ভাই পাঠিয়েছেন?

নাসির মাহমুদ: হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। অনেকদিন পর হাফিজ ভাইয়ের ইমেইল পেলাম।

সালাম ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, "৮ ডিসেম্বর বৃহস্পতিবার পবিত্র কুরআন তেলাওয়াত ও বাংলা তর্জমার পর বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রংধনু আসর এবং পত্রপত্রিকার পাতা কথাবার্তা অনুষ্ঠান নিয়ে সাজানো পুরো পরিবেশনা- অত্যন্ত মনোযোগ সহকারে শুনলাম এবং দারুণভাবে উপভোগ করলাম। ভারত, বাংলাদেশ, ইরানসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর শুনলাম। প্রতিটি খবর যথেষ্ট গুরুত্ব সহকারে স্থান পেয়েছে। সুন্দর, আকর্ষণীয় ও মনোগ্রাহী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানাই।"

আকতার জাহান: ৮ ডিসেম্বর প্রচারিত পুরো অনুষ্ঠান শুনে বিস্তারিত মতামত দেওয়ায় হাফিজুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার মোহাম্মদপুর গ্রামের বন্ধন বেতার শ্রোতা ক্লাবের সভাপতি শ্রী বৃত্তি রায় পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "আমি রেডিও তেহরানের নতুন শ্রোতা। এ বেতারের অনুষ্ঠানমালা নিয়মিত শোনার চেষ্ঠা করি। বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা শুনে বিশ্বের সকল বিষয়ে সঠিক খবর জানতে পারছি। ধন্যবাদ রেডিও তেহরান কর্তৃপক্ষকে। "

আশরাফুর রহমান: শ্রোতাবন্ধু বৃত্তি রায়, আপনাকেও ধন্যবাদ জানাই মতামত জানিয়ে চিঠি লিখার জন্য।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনী থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "রেডিও তেহরান তার সম্প্রচার বেতারমাধ্যমে ব্যতিরেকে ফেসবুক ও ওয়েবসাইটে ও সরাসরি সম্প্রচারিত করে থাকে। তবে বাস্তবতা হলো- রেডিও তেহরানের বেতার সম্প্রচার মান যথেষ্ট উন্নত নয়। তাছাড়া আবহাওয়ার প্রতিকূলতা তো রয়েছেই। সেক্ষেত্রে ফেসবুক সম্প্রচারের মান যথেষ্ট উন্নত। আর ফেসবুকের শ্রোতা সংখ্যাও বেশি। কিন্তু দুঃখের হলেও সত্য- ফেসবুক সম্প্রচারের ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীলতার অভাব রয়েছে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেবে।"

নাসির মাহমুদ: ভাই বিধান চন্দ্র সান্যাল, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে,  ইন্টারনেট সার্ভারে সমস্যার কারণে মাঝেমধ্যে ফেসবুক ও ইউটিউবে লাইভ সম্প্রচারে বিঘ্ন ঘটে। আমরা চেষ্টা করছি সমস্যা কাটিয়ে নির্বিঘ্নে লাইভ সম্প্রচার করতে। তো, সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বাংলাদেশের ঢাকার সাভারের ইপিজেডের গনকবাড়ি থেকে মোহাম্মদ রোমান পাঠিয়েছেন পরের মেইলটি।

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ২৭ নভেম্বর প্রচারিত বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তাসহ প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই আমাদের খুব ভালো লেগেছে। তবে সাপ্তাহিক অনুষ্ঠান 'জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান' ও 'ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস' ছিল অসাধারণ। এছাড়া ২৯ নভেম্বরে হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহার জীবনীভিত্তিক অনুষ্ঠানটিও খুব ভালো লাগছে।"

এরপর এ শ্রোতাবন্ধু বিশ্বনবী হযরত হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক একটি অনুষ্ঠান প্রচারের প্রস্তাব দিয়েছেন।   

আকতার জাহান: ভাই মোহাম্মদ রোমান, মহানবীর জীবনীভিত্তিক অনুষ্ঠান প্রচারের যে প্রস্তাব আপনি দিয়েছেন তা আমাদের বিবেচনায় থাকল। তবে যতদিন না নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে ততদিন আপনি আমাদের ওয়েবসাইট থেকে 'নূরনবী মোস্তফা'  এবং 'প্রাচ্যবিদদের চোখে মহানবী' শীর্ষক অনুষ্ঠান দুটি শুনে নিতে পারেন। তো, নিয়মিত চিঠি লিখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, 'জীবনের  সুর, তাল, ছন্দ  খুঁজে  পেতে রেডিও তেহরান বাংলা  অনুষ্ঠান সদা জাগ্রত। অন্যদিকে তার চিন্তন ও মনন আমাদের করে তোলে  সমৃদ্ধশালী। এ বেতারের বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা  যেন  খবরের  ফুলঝুরি।'

আশরাফুর রহমান: আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানমালা সম্পর্কে তিনি কিছু লিখেছেন কি?

আকতার জাহান: হ্যাঁ, আমাদের দুটি অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, 'জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের  অবদান  অনুষ্ঠানে  জামশেদ  কাসানির  তাত্ত্বিক  ও  ব্যবহারিক  বিজ্ঞান  যে  কত  উন্নত  ছিল  তা  সহজেই  অনুমেয়। আর  ইরান-ইরাক যুদ্ধের  ইতিহাস' শুনে আমার উপলব্ধি হলো- ইরানিদের জয়ের  কারণ  ইমানি  শক্তি  ও  আল্লাহর  স্মরণ।'

নাসির মাহমুদ: ভাই দেবাশীষ গোপ, ছোট্ট এই চিঠিতে অনেকগুলো বিষয়ে শক্তিশালী বার্তা দিয়েছেন আপনি। আশা করি আবারো লিখবেন।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে। আর পাঠিয়েছেন এস. এম. হৃদয় রহমান।

তিনি লিখেছেন, "আমার জন্য একটি আনন্দের সংবাদ বয়ে এনেছে 'আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ' আয়োজিত শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর আমি প্রথম স্থান অধিকার করেছি। এতে আমি ভীষণ আনন্দিত। পরম করুনাময় মহান আল্লাহ তা'আলা'র প্রতি শোকরিয়া জানাচ্ছি। সেইসাথে আইআরআইবি ফ্যান ক্লাব-এর প্রতিটি সদস্যের প্রতি আমার আন্তরিক শুভ কামনা রইল।"  

আশরাফুর রহমান: শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত হওয়ায় ভাই হৃদয় রহমান আপনাকে অভিনন্দন। সেইসাথে প্রতিযোগিতার আয়োজক আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ'কে ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, গত নভেম্বর মাসে তেহরানের  ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের সিনিয়র শ্রোতা তরুণ মৈত্র। অনুষ্ঠানের এ পর্যায়ে তার অনুভূতি জানব একটি অডিও বার্তায়।

আকতার জাহান:  মাসিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ায় ভাই তরুণ মৈত্র আপনাকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।

নাসির মাহমুদ: আসরের এবারের মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের ভূবিরচর থেকে। আর পাঠিয়েছেন মো. আতিকুল ইসলাম আতিক। 

তিনি লিখেছেন, 'ইরান পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু উপেক্ষা করে দেশের নিজস্ব ও ইসলামি সংস্কৃতি সমুন্নত রাখতে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা মুসলিম বিশ্বে ইরানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখেছে। ইরান সেক্ষেত্রে ইসলামি বিশ্বে অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে উঠছে দিন দিন।'

আশরাফুর রহমান: এরপর অনুষ্ঠান সম্পর্কে আতিক ভাই লিখেছেন, "রেডিও তেহরানের গত ২৭ তারিখের প্রচারিত অনুষ্ঠানমালার সবগুলো পর্ব ছিল বেশ ভালোলাগার। তবে সবচেয়ে আকর্ষণীয় ও ভালোলাগার পর্ব ছিল নতুন চালু হওয়া 'নারী: মানব ফুল'। এই পর্বটি যুক্ত হওয়ায় বৈচিত্র্য এসেছে অনুষ্ঠানসূচিতে। দ্বিতীয় পর্বটিতে প্রচারিত বিস্তারিত আলোচনা ছিল অত্যন্ত জ্ঞানগর্ভ। প্রাচীন গ্রিসে নারীদের শোচনীয় অবস্থার আলোচনা এতোটাই ভালো ছিল যে, ওয়েবসাইট থেকে পরবর্তীতে আরও কয়েকবার শুনেছি।"

আকতার জাহান: ইরান এবং রেডিও তেহরান সম্পর্কে মতামত জানানোয় আতিকুল ইসলাম আতিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এবারের চিঠিটি এক শ্রোতা বোনের। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাধারঘাট থেকে এটি পাঠিয়েছেন মিসেস সুজাতা রাজবংশী।

তিনি লিখেছেন, "আমি রেডিও তেহরানের এক নতুন শ্রোতা। আমি ফেসবুক আর আপনাদের ওয়েব সাইটে বাংলা অনুষ্ঠান শোনা শুরু করেছি। 'নারী: মানব ফুল' অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগছে। এছাড়াও স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠানটিও দরকারি মনে হচ্ছে।"

নাসির মাহমুদ: বোন সুজাতা রাজবংশী, নতুন শ্রোতা হওয়ার বিষয়টি চিঠি লিখে জানানোয় প্রিয়জনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।  

বরিশালের মঠবাড়ীয়া থানার দক্ষিণ বন্দর কর্মকার পট্টি থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক পাঠিয়েছেন পরের মেইলটি। 

একগুচ্ছ কামিনী ফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, 'আমি পড়াশোনার পাশাপাশি তেহরানের বাংলা অনুষ্ঠান উপভোগ করছি। নিয়মিত অনুষ্ঠান শুনলেও প্রিয়জনে আমার চিঠির জবাব শোনার জন্য সোমবারের অপেক্ষায় থাকি।'

আশরাফুর রহমান: ভাই কৌশিক, চিঠিপত্রের আসর প্রিয়জনের প্রতি আপনার ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আশা করি নিয়মিত লিখবেন।

আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে। আর পাঠিয়েছেন আলমিন সেখ হিরামন।

তিনি লিখেছেন, "গত ৪ ডিসেম্বর তারিখে 'নারী: মানব ফুল' ধারাবাহিকের তৃতীয় পর্বে প্রাচীন গ্রিক নারীদের জীবনের অনেক অজানা কথা জানতে পারলাম। একইদিন ইসলাম ও ইরানি পরিবারবিষয়ক ধারাবাহিক 'সুখের নীড়' অনুষ্ঠানের ৩৮তম পর্ব থেকে জানতে পারলাম স্বামী ও স্ত্রী কোনো পরিকল্পনা করার পূর্বে দু'জনে আলোচনা দরকার। এছাড়া, ৮ ডিসেম্বর প্রচারিত রংধনু আসরটি রংধনুর সাত রঙ-এর মত জীবনকে রাঙিয়ে দিয়ে গেছে। এসএসসি পরীক্ষায় উত্ত্বীর্ণ চার বন্ধুর মনের কথা শুনলাম। খুব ভালো ও শিক্ষণীয় ছিল অনুষ্ঠানটি।"

আকতার জাহান: আমাদের তিনটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে চিঠি লিখার জন্য ভাই আলমিন সেখ হিরামন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, এবার আমরা কয়েকজন ডিএক্সার বন্ধুর চিঠির প্রাপ্তিস্বীকার করব যারা আমাদের অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।

  • বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে মো. শাহাদত হোসেন
  • সিরাজগঞ্জের শাহজাদপুর থানার মশিপুর থেকে মো. আবদুল মান্নান
  • কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে আব্দুল কুদ্দুস মাস্টার
  • ঝিনাইদহের মহেশপুর থেকে মো. নজরুল ইসলাম
  • দিনাজপুরের ওসমানপুর থেকে মো. নূর আমিন।
  • এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বারুই পাড়া থেকে এস এম নাজিমউদ্দিন

নাসির মাহমুদ: অনুষ্ঠান শোনার পাশাপাশি শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

আশরাফুর রহমান: তো, শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ায় আগে আপনাদের জন্য রয়েছে একটি প্রার্থনা সঙ্গীত। 'হে খোদা দয়াময় রহমান রহিম' শিরোনামের গানটির গীতিকারী গোলাম মোস্তফা। আর গেয়েছেন বেলাল খান।

আকতার জাহান: আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। 

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ