জানুয়ারি ১৪, ২০২৩ ১৫:৫২ Asia/Dhaka
  • বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৪ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • তাঁদের মিথ্যাচারের জবাব দিতে রুচিতে বাধে: ফখরুল -প্রথম আলো
  • কোথায় দুর্নীতি হচ্ছে তথ্য দেন, ব্যবস্থা নেব : প্রধানমন্ত্রী -কালের কণ্ঠ
  • মেগানের জন্য ব্রিটিশ রাজপরিবারের ক্ষমা চাওয়া উচিত: প্রিন্স হ্যারি -বাংলাদেশ প্রতিদিন 
  • ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন-সাত্তারকে বিজয়ী করতে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের ৩ প্রার্থী-মানবজমিন

  • যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পরামর্শেই র‌্যাব তৈরি: পররাষ্ট্রমন্ত্রী-  যুগান্তর 

ভারতের শিরোনাম:

  • দেড় কিলোমিটার দূরেও নিখুঁত নিশানা! পাক ড্রোন ধ্বংস করতে সেনার নয়া অস্ত্র জ্যামার বন্দুক -আনন্দবাজার পত্রিকা
  • ২৪-এ গুরুত্বপূর্ণ হবে আঞ্চলিক দলগুলি, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মমতা: অমর্ত্য সেন -সংবাদ প্রতিদিন
  • করাত দিয়েই শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করা হয়, প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট -আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

তাঁদের মিথ্যাচারের জবাব দিতে রুচিতে বাধে: ফখরুল -প্রথম আলো

আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর‍ বলেছেন, ‘তাঁদের মিথ্যাচারের জবাব দিতে আমাদের রুচিতে বাধে।’

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকেরা আরেকটি প্রশ্ন করতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি বিবৃতি দিয়েছেন। আজ আওয়ামী লীগের নেতাদের কথার উত্তর দিতে তিনি বসেননি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে নয় দিনের কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল।

কোথায় দুর্নীতি হচ্ছে তথ্য দেন, ব্যবস্থা নেব : প্রধানমন্ত্রী -কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্নীতি নিয়ে যে কথা বলে, আমি তো পার্লামেন্টে বলেছি-  কোথায় দুর্নীতি হচ্ছে আমাকে তথ্য দেন, আমি ব্যবস্থা নেব। (দুর্নীতির কথা) শুধু মুখে মুখে বললে তো হবে না। এখন এমন এমন লোকজনের কাছ থেকে আমাকে শুনতে হচ্ছে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত।’ আজ শনিবার (১৪ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন তিনি।

যৌথ সভার সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ‘যাদের আমলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে অথবা কেউ বলতে গেলে ওই ক্ষুদ্রঋণের ব্যবসা করতে যেয়ে গরিব মানুষের ওপর এমন চাপ যে সুদ দিতে দিতে তাদের অনেক সময় বাড়ি-ঘর ছেড়ে এলাকা থেকে চলে যেতে হয়েছে অথবা আত্মহত্যা করতে হয়েছে।’ শেখ হাসিনা বলেন, ১৪ বছরে যে কাজ সরকার করেছে তাতে দেশের অনেক উন্নয়ন হয়েছে। করোনার পরে বিশ্বমন্দার মাঝে মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার ভর্তুকি দিচ্ছে। নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা করতে হবে। মন্দার কারণে সরকার অনেক হিসাব-নিকাশ করে চলছে। 

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পরামর্শেই র‌্যাব তৈরি: পররাষ্ট্রমন্ত্রী-  যুগান্তর 

র‌্যাব গঠনের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পৃক্ততা ছিল দাবি করে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, র‌্যাব যখন তৈরি হয়, তখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরামর্শেই তৈরি হয়। তখনকার পরিস্থিতি বিবেচনা করে ওই দেশগুলো র‌্যাবের কনসেপ্টটা দেয়। তারাই তৎকালীন সরকারকে এ জন্য ইকুয়েপমেন্ট দেয়। তাদের কারণেই প্রাথমিকভাবে র‌্যাব চালু হয়।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগের আয়োজিত এক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মোমেন। মোমেন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে র‌্যাব এখন অনেক পরিপক্ব। দেশের জনগণ পারফরম্যান্সের জন্য তাদের চায়৷ যুক্তরাষ্ট্র অন্য বুদ্ধিতে তাদের ওপর প্রেশার দিয়েছে। নির্বাচন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় একটা স্বচ্ছ নির্বাচন করতে চায়। কোনো বুলেটের মাধ্যমে আসেনি, আওয়ামী লীগ সরকার ব্যালটের মাধ্যমে আসে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মৌলিক উদ্দেশ্য— আমরা একটি স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন-সাত্তারকে বিজয়ী করতে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের ৩ প্রার্থী-মানবজমিন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। শনিবার দুপুরে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহগীর আলমের কাছে এ মনোনয়নপত্র জমা দিয়ে প্রত্যাহার করেছেন। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। বিএনপি থেকে পদত্যাগ করা আবদুস সাত্তারকে বিজয়ী করতেই আওয়ামী লীগের তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র। এদিকে আওয়ামী লীগের তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করায়  ‘কপাল খুলছে’ সেই সাত্তারের।   এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) কেন্দ্রীয় নির্দেশে জেলা আওয়ামী লীগের সঙ্গে প্রার্থীদের এক বৈঠকে মনোনয়নপত্র প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেয়া হয়।

সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ট্রেনের ভাড়া বাড়াননি : রেলমন্ত্রী- দৈনিক নয়াদিগন্ত

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘সব যানবাহনে ভাড়া বেড়েছে শুধু ট্রেনে ভাড়া বাড়েনি। প্রধানমন্ত্রী বলেছেন, এটা সেবামূলক। সাধারণ মানুষের আরামদায়ক চলাচলের কথা চিন্তা করেই কাজ করা হচ্ছে।’ শনিবার (১৪ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বোস কেবিনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিন দুপুরে চাষাড়া রেলস্টেশন ও নারায়ণগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিং গেট টি২ এবং টি১ পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে ভূমি সংক্রান্ত জটিলতা সরেজমিনে পরিদর্শন করতে নারায়ণগঞ্জে আসেন তিনি।

নগরীর বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেল গেইটের সামনে নিজ গাড়ি থেকে নেমেই পায়ে হেঁটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীকে সাথে নিয়ে পায়ে হেঁটে ১ নম্বর রেল গেট পর্যন্ত নতুন রেল লাইনের জমি পর্যবেক্ষণ করে বোস কেবিনে আসেন চা পান করতে। এ সময় আলাপচারিতায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রেলমন্ত্রী।

দেড় কিলোমিটার দূরেও নিখুঁত নিশানা! পাক ড্রোন ধ্বংস করতে সেনার নয়া অস্ত্র জ্যামার বন্দুক -আনন্দবাজার পত্রিকা

পাকিস্তানের ড্রোন হানাদারি রুখতে বফর্সের শরণাপন্ন হয়েছিল ভারতীয় সেনা। তাতে আংশিক সুফলও মিলেছে। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং পঞ্জাব-রাজস্থানের সীমান্তে উন্নত প্রযুক্তির সাহায্যে ড্রোন হানার মোকাবিলার সওয়াল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিষয়ে প্রয়োজনীয় গবেষণার জন্য সেনা এবং বিএসএফ-কে পরামর্শ দিয়েছেন তিনি। শাহের পরামর্শ মেনে এ ক্ষেত্রে জ্যামার বন্দুকের ব্যবহারের উপর জোর দিচ্ছে সেনা এবং বিএসএফ।

রাজীব গান্ধীর জমানায় কেনা ১৫৫ মিলিমিটার বফর্স হাউইৎজার নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ-ভারতীয় বাহিনীর ব্যবহৃত ৪০ মিলিমিটার বিমান বিধ্বংসী স্বয়ংক্রিয় কামানের (অটো ক্যানন) সাহায্যে সীমান্তে পাক ড্রোনের হানাদারি রুখতে কয়েক বছর আগে সক্রিয় হয়েছিল সেনা। প্রায় ৮৫ বছরের পুরনো সেই বফর্স এল-৭০ বিমান বিধ্বংসী কামানের সাহায্যে কিছু সাফল্যও মিলেছে। ৫০০ মিটার পর্যন্ত যে কোনও উড়ন্ত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম এই হালকা স্বয়ংক্রিয় কামানগুলি মোতায়েন করা হয়েছে নিয়ন্ত্রণরেখা ও সীমান্তের বিভিন্ন এলাকায়।

২৪-এ গুরুত্বপূর্ণ হবে আঞ্চলিক দলগুলি, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মমতা: অমর্ত্য সেন -সংবাদ প্রতিদিন

২০২৪ লোকসভায় বিজেপি (BJP) একপেশেভাবে জিতে যাবে ধরে নেওয়া ভুল হবে। মত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। তাঁর কথা অনুযায়ী, ২৪-এর লোকসভায় আঞ্চলিক দলগুলি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সঙ্গে তাঁর সংযোজন, এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখেন।

এমনিতে অমর্ত্য সেন বিজেপি এবং নরেন্দ্র মোদির (Narendra Modi) ঘোষিত বিরোধী। তবে এভাবে খোলাখুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে খোলাখুলি বার্তা দিতে কখনও শোনা যায়নি তাঁকে। বরাবরই তিনি বামমনস্ক। কিন্তু ২০২৪ সালের লোকসভার আগে অমর্ত্য (Amartya Sen) একপ্রকার স্পষ্টই বলে দিলেন, প্রধানমন্ত্রী পদে মমতার যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন নেই। তিনি সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, এমনটা একেবারেই নয়। আমার মনে হয় মমতা ভীষণভাবেই যোগ্য।” যদিও পরক্ষণেই নোবেলজয়ী অর্থনীতিবিদ বলে দেন,”একই সঙ্গে এটা এখনও প্রতিষ্ঠিত হয়নি যে, বিজেপির বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে, মমতা সেটাকে কাজে লাগিয়ে সবাইকে একত্রিত করে দেশে বিভেদকামী শক্তিকে রুখে দিতে পারেন।”

পার্সটুডে/এমবিএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।