জানুয়ারি ২৭, ২০২৩ ১৫:১৫ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আকতার। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সহকর্মী আশরাফুর রহমান। ২৭ জানুয়ারি (শনিবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।  

ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী- ডেইলি স্টার
  • আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী : আইনমন্ত্রী- বাংলাদেশ প্রতিদিন
  • ঢাকায় নিঃশব্দ পদযাত্রার কর্মসূচি দিল বিএনপি: প্রথম আলো
  • আইএমইডির প্রতিবেদন: পাঁচ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন, এক টাকাও খরচ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়: মানবজমিন
  • গেল বছর স্কুল-কলেজের ৪৪৬ শিক্ষার্থী আত্মহত্যা করেছে: ইত্তেফাক
  • এবার ডেনমার্কে কুরআন পোড়ানোর ঘোষণা দিলেন উগ্র প্যালুড্যান: নয়াদিগন্ত

কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র দেখানো হবে দিল্লি বিশ্ববিদ্যালয়েও, রুখতে মরিয়া কর্তৃপক্ষ
  • কোনও কর্মীকে টিকা নিতে বাধ্য করতে পারে না সংস্থা, তাৎপর্যপূর্ণ রায় দিল্লি হাই কোর্টের
  • সরস্বতী পুজোর চাঁদা না দেওয়ায় মুসলিম ছাত্রকে নির্দয় প্রহার: পূবের কলম

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী- ডেইলি স্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড প্রধানমন্ত্রীর সংসদ ভবনস্থ কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, 'আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।'

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন আইন প্রণয়নের পর সরকার সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করেছে।

তিনি আরও বলেন, 'বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন তদারকি করতে আসবে এবং তারা স্বাধীনভাবে তাদের কাজ করবে। দেশের নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং এর ওপর এবং এর বাজেটের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।'

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী : আইনমন্ত্রী- বাংলাদেশ প্রতিদিন

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশে একটা সংবিধান আছে। সংবিধানে জাতীয় নির্বাচন কিভাবে হবে তা সম্পূর্ণ লিখা আছে। তাই বাংলাদেশের জাতীয় নির্বাচন সেই সংবিধান অনুযায়ীই হবে।’

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপির চারদিনের পথযাত্রা ঘোষণা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকাণ্ড করতেই পারে। তাতে আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার কোনো আপত্তি নাই। তার কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ দেশে গণতন্ত্র স্থাপন করেছে।’

ঢাকায় নিঃশব্দ পদযাত্রার কর্মসূচি দিল বিএনপি: প্রথম আলো

গণমিছিল, গণ–অবস্থান ও বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় ‘পদযাত্রা’ বা হাঁটার কর্মসূচি দিল বিএনপি। স্লোগান, মিছিল ও সমাবেশবিহীন হাঁটার ভিন্ন ধরনের এই কর্মসূচির মধ্য দিয়ে সরকারবিরোধী আন্দোলনে রাজধানী ঢাকায় দলের নেতা-কর্মী ও সমর্থক ছাড়াও সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা এর লক্ষ্য। যুগপৎ কর্মসূচির বাইরে বিএনপি দলীয়ভাবে এই কর্মসূচি নিয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।

আইএমইডির প্রতিবেদন

পাঁচ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন, এক টাকাও খরচ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়: মানবজমিন

চলতি অর্থবছরের প্রথমার্ধে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ২৩ দশমিক ৫৩ শতাংশ অর্থ ব্যয় হয়েছে, যা গত ৫ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। টাকার অঙ্কে চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে এর পরিমাণ ৬০ হাজার ২৪৯ কোটি টাকা বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার এডিপি বাস্তবায়নের সর্বশেষ এ প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫ মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রায় ৭৯ দশমিক ৬৬ শতাংশ অর্থ ব্যয় করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। অন্যদিকে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

গেল বছর স্কুল-কলেজের ৪৪৬ শিক্ষার্থী আত্মহত্যা করেছে: ইত্তেফাক

২০২২ সালে দেশে স্কুল ও কলেজের ৪৪৬ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। দেশের পত্রপত্রিকায় প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে এই পরিসংখ্যান পাওয়া গেছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন।

শুক্রবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আঁচল ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আত্মহত্যা করা এসব শিক্ষার্থীদের মধ্যে স্কুল ও সমমান পর্যায়ের ৩৪০ এবং কলেজ পর্যায়ে ১০৬ জন রয়েছেন। এদের মধ্যে ৫৪ জন মাদরাসার শিক্ষার্থী। এসব শিক্ষার্থীদের মধ্যে নারী ২৮৫ জন এবং পুরুষ ১৬১ জন।

এছাড়া ২০২২ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ৮৬ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেঁছে নিয়েছেন বলেও জানিয়েছে আঁচল ফাউন্ডেশন।

এবার ডেনমার্কে কুরআন পোড়ানোর ঘোষণা দিলেন উগ্র প্যালুড্যান: নয়াদিগন্ত

ভয়াবহ উগ্র ও বর্ণবাদী ড্যানিশ-সুইডিশ রাজনীতিবিদ র‌্যাসমাস প্যালুড্যান ঘোষণা করেছেন, তিনি আবারো পবিত্র কুরআনের কপিতে অগ্নিসংযোগ করবেন। এবার তিনি আজ শুক্রবার ডেনমার্কে তা করবেন।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় হার্ড লাইন পার্টির নেতা প্যালুড্যান জানান, তিনি শুক্রবার কোপেনহেগেনের ডর্থেভেজের একটি মসজিদের সামনে পবিত্র গ্রন্থ কুরআনে আগুন দেবেন।

একটি 'খ্রিস্টান দেশের' খ্রিস্টান দাবি করে প্যালুড্যান বলেন, তিনি পোড়ানোর জন্য একটি ম্যাচ ও একটি কুরআন নিয়ে আসবেন।

গত সপ্তাহে তিনি স্টকহোমে তুর্কি দূতাবাসের বাইরে একটি পবিত্র কুরআন পুড়িয়ে দেন। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দিত হয়।

এরপর ডাচ রাজনীতিবিদ এবং উগ্র পেজিডা পার্টির প্রধান এডউইন ওগেনসভেল্ড একটি কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে অগ্নিসংযোগ করেন।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র দেখানো হবে দিল্লি বিশ্ববিদ্যালয়েও, রুখতে মরিয়া কর্তৃপক্ষ

বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ ঘিরে বিতর্ক তুঙ্গে। দেশজুড়ে নিষিদ্ধ করা হয়েছে প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি বিতর্কিত ওই তথ্যচিত্রটি। 

এ সম্পর্কে আনন্দবাজার লিখেছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়ার পর এ বার দিল্লি বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের উদ্যোগে সেখানেও দেখানো হবে বিবিসির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর তৈরি তথ্যচিত্র, ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’। শুক্রবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের এক জায়গায় এই তথ্যচিত্র দেখানো হবে। যা রুখতে মরিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিতর্কিত এই তথ্যচিত্র প্রদর্শন ঘিরে পড়ুয়া এবং কর্তৃপক্ষের মধ্যে চাপান-উতোর চলছে। জেএনইউ-যাদবপুরের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও এই তথ্যচিত্র দেখানো হবে বলে ঘোষণা করেছে বাম ছাত্র সংগঠন। ২৭ জানুয়ারি, বিকেল ৪টের সময় মোদী এবং ২০০২ সালের গুজরাত সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে তৈরি তথ্যচিত্রটি প্রদর্শনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে বলে খবর।

কোনও কর্মীকে টিকা নিতে বাধ্য করতে পারে না সংস্থা, তাৎপর্যপূর্ণ রায় দিল্লি হাই কোর্টের: সংবাদ প্রতিদিন

করোনার ভ্যাকসিন (Corona Vaccine) নিতে অস্বীকার করে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন টেনিস তারকা নোভাক জকোভিচ। তাঁর বক্তব্য ছিল, ‘আমার শরীর, ভ্যাকসিন নেব নাকি নেব না, ঠিক করার অধিকার শুধু আমার।’ নোভাকের সেই বক্তব্যের সঙ্গে কার্যত অবিকল মিলে গেল ভারতের এক আদালতের (Delhi High Court) রায়। যাতে বলে দেওয়া হল, কোনও সংস্থা জোর করে কোনও কর্মীকে ভ্যাকসিন নিতে বাধ্য করতে পারে না।

আসলে দিল্লির এক সরকারি স্কুলের শিক্ষিকার করা মামলায় দিল্লি হাই কোর্ট রায় দিয়েছে, কোনও সংস্থাই কর্মীর উপর জোর করে ভ্যাকসিন চাপিয়ে দিতে পারে না। মহামারীর সময় কার্যত গোটা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান তথা সংস্থাতেই ভ্যাকসিন না নিয়ে প্রবেশ করা নিষেধ ছিল। কিন্তু ঈশা নামের ওই ইতিহাস শিক্ষিকা ভ্যাকসিন নিতে অস্বীকার করেন। স্কুল কর্তৃপক্ষ তাঁকে জানিয়ে দিয়েছিল ভ্যাকসিন না নিলে তিনি স্কুলে ক্লাস নিতে পারবেন না বা স্কুলের অন্যান্য কাজ করতে পারবেন না।

সরস্বতী পুজোর চাঁদা না দেওয়ায় মুসলিম ছাত্রকে নির্দয় প্রহার: পূবের কলম

সরস্বতী পুজোর চাঁদা দিতে অস্বীকার করায় কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজের এক মুসলিম পড়ুয়াকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ পাওয়ার অবশেষে তদস্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ।

গত সোমবার কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজের মুহাম্মদ ইনজামামুল হক নামে তৃতীয় বর্ষের মুসলিম এক ডাক্তারি পড়ুয়া সরস্বতী পুজোর চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধর করেছে বেশ কিছু জুনিয়র পড়ুয়া। এ নিয়ে নির্যাতিত পড়ুয়া সেদিনই ই-মেল করে কলেজের ডিনকে অভিযোগ জানান। তাঁর অভিযোগ, তাকে প্রচণ্ড মারধর করেছে। সোমবার প্রায় ৪০ জন জুনিয়র মেডিক্যাল স্টুডেন্ট লোহার পাইপ, ব্যাট ইত্যাদি নিয়ে মারধর করেছে। #   

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

ট্যাগ