জানুয়ারি ২৯, ২০২৩ ২১:১৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৯ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • আওয়ামী লীগ মুখে বলে এক, কাজ করে আরেক: মির্জা ফখরুল-দৈনিক প্রথম আলো
  • ভারত ও চীনের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলতে হয় : মোমেন-দৈনিক কালেরকণ্ঠ
  • সাত দিন ধরে নিখোঁজ আইনজীবী, ছবিতে দেখা গেল থানায়, পুলিশ বলছে জানি না-মানবজমিন
  • পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো: কাদের-দৈনিক সমকাল

কোলকাতার শিরোনাম:

  • জমি চোর, চোরে-চোরে মাসতুতো ভাই’, TMC অর্মত্য সেনের পাশে দাঁড়ানোয় খোঁচা দিলীপের-সংবাদ প্রতিদিন
  • ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি পুলিশকর্মীর, অবস্থা আশঙ্কাজনক-আজকাল
  • খাদ্যসঙ্কটের উপর ‘খাঁড়ার ঘা’ পাকিস্তানে! প্রতি লিটারে ৩৫ টাকা দাম বাড়ল জ্বালানির–আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

কথাবার্তার প্রশ্ন (২৯ জানুয়ারি)

১. এক বছরে ঢাকার ৩ নদীতে ১০৯ লাশ। এটি দৈনিক মানবজিমিনের শিরোনাম। কী বলবেন এই চিত্র সম্পর্কে?

২. রাশিয়া ইরানে সবচেয়ে বড় পুঁজি বিনিয়োগকারীতে পরিণত হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরানের উপ অর্থমন্ত্রী। প্রশ্ন হচ্ছে-এর মধ্যদিয়ে কী আন্তর্জাতিক অঙ্গনে অর্থনীতি বা রাজনীতিন ক্ষেত্রে বিশেষ কোনো  পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো: কাদের-দৈনিক সমকাল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো।

আজ রোববার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নিয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন। রাজশাহী নগর ও জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মরণযাত্রা হচ্ছে এখন। তারা এখন সরকারকে পালাতে বলে; পালানোর পথ নাকি খুঁজে পাবেন না। ফখরুল সাহেব, পালিয়ে তো আছেন আপনারা। তারেক রহমান আর রাজনীতি করবে না; মুচলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে। ৭ বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না। বিএনপি মহাসচিবের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরবো। আমরা পালাবো না। কোথায় পালাবো! পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না! ওই বাড়িতে গিয়ে উঠবো। তিনি আরও বলেন, বিএনপির এখনো শিক্ষা হয়নি। শিক্ষা হবে যখন আগামী নির্বাচনে আবারও পরাজয়ের মুখ দেখবে।

এর আগে আজ দুপুর ১২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভা শুরু হয়। সকাল ৯টা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। 

ভারত ও চীনের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলতে হয় : মোমেন-দৈনিক কালেরকণ্ঠ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের সৃষ্টিই হয়েছিল গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। সে কারণে এখানকার গণতন্ত্র নিয়ে অন্যদের (বিদেশি) বাড়াবাড়ি করার দরকার নেই। রবিবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিক অর্জন : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।  আমাদের এই অঞ্চলের একপাশে ভারত আর একপাশে চীন, তাদের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। আমাদের এই অবস্থানের দিকে সবারই নজর। কেননা আগামী বিশ্ব হবে এশিয়ার বিশ্ব। ড. মোমেন বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, ভারত ও চীন সবার সঙ্গে চলতে হবে। আর যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু বলেই তারা সুপারিশ দেয়। তাদের সুপারিশকে আমরা স্বাগত জানাই। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, সৌদি, জাপান প্রত্যেকের সঙ্গে আমরা খুব ভালো সম্পর্ক রেখেছি।

তিনি বলেন, আমাদের অনেক রিসোর্স আছে। সেটা কাজে লাগাতে পারলে আমাদের আরো অর্জন-অগ্রগতি হবে। আমরা সে লক্ষ্যে ডিপ্লোম্যাসির তিনটি  নীতি গ্রহণ করেছি। সেগুলো হলো—ইকোনমিক ডিপ্লোম্যাসি, পাবলিক ডিপ্লোম্যাসি এবং শান্তি ও স্থিতিশীলতা।

ড. মোমেন বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে দেশে দুর্নীতি ও  সন্ত্রাস খুব বেড়ে গিয়েছিল। সেই সময়ে এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করা হয়েছিল। বর্তমান সরকার ভোটের অধিকার নিশ্চিত করতে চায়। তবে দুর্নীতি এখনো হচ্ছে, আমরা দুর্নীতিবাজদের শাস্তি দিতে চাই।

খাদ্যসঙ্কটের উপর খাঁড়ার ঘা পাকিস্তানে! প্রতি লিটারে ৩৫ টাকা দাম বাড়ল জ্বালানিরআনন্দবাজার

দীর্ঘ দিন ধরেই ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। ডলারের নিরিখে তাদের মুদ্রার দাম পড়েই চলেছে। জ্বালানির অভাব দেখা দিয়েছে বলেও রিপোর্টে প্রকাশিত হয়েছে। এর মধ্যেই দাম বাড়ল জ্বালানির। পাকিস্তানে পেট্রল এবং ডিজেলের প্রতি লিটারে দাম বাড়ল ৩৫ টাকা। পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, জ্বালানি এবং গ্যাস নিয়ামক সংস্থার সুপারিশ মেনেই দাম বাড়ানো হয়েছে। দাম যে বাড়তে পারে, সেই আশঙ্কা আগেই করেছিলেন দেশবাসী। তাই শনিবার থেকে পেট্রল পাম্পের সামনে ছিল দীর্ঘ লাইন। সমাজমাধ্যমে নাগরিকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ১ ফেব্রুয়ারি থেকে জ্বালানির দাম বাড়বে। প্রতি লিটারে ৪০ থেকে ৮০ টাকা বাড়তে পারে দাম। সেই আশঙ্কা সত্যি করে প্রতি লিটারে ৩৫ টাকা দাম বাড়ল। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো: কাদের-দৈনিক সমকাল

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি পুলিশকর্মীর, অবস্থা আশঙ্কাজনক-আজকাল

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর ওপর গুলি চলেছে।

ঘটনায় তোলপাড় রাজ্য। জানা গিয়েছে এক পুলিশকর্মী এই গুলি চালিয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, অবস্থা আশঙ্কাজনক মন্ত্রীর। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মন্ত্রী নব কিশোর দাস। জানা গিয়েছে, রবিবার দুপুরে ঝাড়সুগদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে এক পার্টি অফিস উদ্বোধনের জন্য গিয়েছিলেন তিনি। সেই সময় আচমকা এক পুলিশ কর্মীর বন্দুক থেকে গুলি চলে। জানা গিয়েছে দু' রাউন্ড গুলি চলে। গুলি চলার পরেই মাটিতে লুটিয়ে পড়েন মন্ত্রী। সেখান থেকে তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, এয়ারলিফটে করে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছে মন্ত্রীকে। অভিযুক্ত পুলিশকে আটক করা হয়েছে এবং পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।  তবে কেন আচমকা এই ঘটনা, এক মন্ত্রীকে কেন গুলি চালালেন এই পুলিশ? প্রশ্ন উঠছে তা নিয়ে। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।

জমি চোর, চোরে-চোরে মাসতুতো ভাই, TMC অর্মত্য সেনের পাশে দাঁড়ানোয় খোঁচা দিলীপের-সংবাদ প্রতিদিন

এবার অর্মত্য সেনকে (Amartya Sen)  ‘জমি চোর’ বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির অভিযোগ,” নোবেলজয়ী অর্থনীতিবিদ বিশ্বভারতীয় জমি দখল করে রেখেছেন। উপরন্তু বিশ্বভারতীয় উপাচার্যকে চোখ রাঙাচ্ছেন।” জমি দখল বিতর্কে অর্মত্য সেনের পাশে দাঁড়িয়ে উপাচার্যের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল। যা দেখে দিলীপ ঘোষের খোঁচা, “চোরে চোরে মাসতুতো ভাই।” পালটা তৃণমূলের জবাব, বিতর্কিত মন্তব্য করে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন দিলীপ ঘোষ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখল নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নিশানায় অর্মত্য সেন। আর এই ইস্যুতে আড়াআড়ি বিভক্ত বাংলার রাজনৈতিক মহল। নোবেলজয়ীর অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল (TMC)। তাদের দাবি, বিশ্বভারতীর উপাচার্য পাগলের প্রলাপ বকছেন। সূত্রের খবর, বীরভূম সফরে মুখ্যমন্ত্রী অর্মত্য সেনের বাড়ি প্রতীচীতে যেতে পারেন। আবার ঠারেঠোরে বিশ্বভারতীয় উপাচার্য়কে সমর্থন করেছে বিজেপি (BJP)। এদিন এই ইস্যুতে বর্ষীয়ান অর্থনীতিবিদকে নিশানা করলেন দিলীপ ঘোষ।

পার্সটুডে/বাবুল আখতার/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ