ফেব্রুয়ারি ০১, ২০২৩ ১৬:২৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বিশেষ সাক্ষাৎকার: আনু মুহাম্মদ আইএমএফের ঋণ মানুষের বঞ্চনা ও কষ্ট বাড়াবে -প্রথম আলো
  • অপরাজনীতির জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে : তথ্যমন্ত্রী- যুগান্তর 
  • কমলাপুরে মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপির পদযাত্রা-বাংলাদেশ প্রতিদিন 
  • আগামী ২ মাস রাতে ৫ ঘণ্টা ফ্লাইট বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরে-কালের কণ্ঠ
  • ‘সরকারের দুর্বলতা-নিষ্ক্রিয়তায় বিদ্যুতের দাম বাড়ছে’-ডেইলি স্টার
  • তিন কারণে বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রে?- মানবজমিন
  • ভাষা শহীদদের সম্মানে বাংলায় রায় দিলেন হাইকোর্ট -ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • উনিশের অঙ্ক চব্বিশের আগেও, মধ্যবিত্তের ভোট টানতে মোদীর রাস্তায় কার্পেট বিছোলেন নির্মলা-আনন্দবাজার পত্রিকা
  • ‘গরিব ও মধ্যবিত্তদের স্বপ্নপূরণের বাজেট’, নির্মলা সীতারমণকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির-সংবাদ প্রতিদিন
  • নজর লোকসভা ভোটে, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ালেন নির্মলা-আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ভাষা শহীদদের সম্মানে বাংলায় রায় দিলেন হাইকোর্ট-ইত্তেফাক

ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে বাংলা ভাষায় রায় দিয়েছে হাইকোর্ট। বুধবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নাইমা হায়দার বলেন, আজ ১ ফেব্রুয়ারি। ভাষার মাস আজ থেকে শুরু। ভাষা শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে আজকের প্রথম রায়টি বাংলায় ঘোষণা করছি। বিশ্বের সব বাংলা ভাষাভাষিদের প্রতি সম্মান জানিয়ে বাংলায় এ রায় ঘোষণা করছি।

উপনির্বাচন নিয়ে বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবর পরিবেশিত হয়েছে। প্রথম আলোর কয়েকটি শিরোনাম এরকম, ব্রাহ্মণবাড়িয়া-২/ আসনের ৬ কেন্দ্রের ৪৬ ভোটকক্ষের কোথাও সাত্তারের মূল প্রতিদ্বন্দ্বীর এজেন্ট নেই। বগুড়া–৬ আসনের ১৪৩টি কেন্দ্রের মধ্যে ১৩৫টি আওয়ামী লীগের দখলে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী। আশুগঞ্জের দুই কেন্দ্র নিখোঁজ আসিফের এজেন্ট নেই, দেড় ঘণ্টায় দেড় শতাংশ ভোট পড়েছে। ভোট দিয়ে হিরো আলম বললেন, ‘গোলযোগের আশঙ্কাই সত্যি হয়েছে। তিনি বললেন ভোট সুষ্ঠু হলে দুই আসনেই জিতব। ইত্তেফাকের শিরোনাম- ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ উপ নির্বাচ ইভিএমে ত্রুটি, দুইবারে ভোট!  যুগান্তরের খবর- চাপাইয়ে ভোটকেন্দ্রে আওয়ামী লীগের দুইপক্ষের হাতাহাতি হয়েছে।

শহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত বন্ধ করা উচিত: ট্রায়াল ওয়াচ-ইত্তেফাক

আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম পরিচালনায় মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙঘন হচ্ছে বলে ট্রায়াল ওয়াচের এক প্রতিবেদনে অভিমত দেওয়া হয়েছে। তারা বলছে, নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) অধীনে আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে শহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত বাতিল বা বন্ধ করা উচিত।

রাজনীতির খবরে দৈনিক যুগান্তর লিখেছে, অপরাজনীতির জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে : তথ্যমন্ত্রী। বিস্তারিত খবরে লেখা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জনগণের কাছ থেকে দূরে সরে গেছে। আবার জনগণের কাছে যেতে হলে ২০১৩, ১৪ ও ১৫ সালে যে অপরাজনীতি করেছে, মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে, সেগুলোর জন্য মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, গণতন্ত্র ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠাসহ অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও সেই প্রত্যাশা পূরণ হয়নি। দেশ এখন উলটো পথে চলছে।

তিন কারণে বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রে?-মানবজমিন

বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্বের দুই শীর্ষ পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বেশ ঘনঘন বাংলাদেশ সফরে আসছেন। 'ঘনঘন' এর মাত্রা এতোই তীব্র যে পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তার মন্ত্রণালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা যখন হয়তো এক দেশের নেতাকে বিদায় জানাবার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই হয়তো আরেক দেশ থেকে আগত নেতাকে বরণ করতে ছুটতে হচ্ছে! অতি সম্প্রতি এমন ঘটনার নজির আমরা প্রত্যক্ষ করেছি।

‘সরকারের দুর্বলতা-নিষ্ক্রিয়তায় বিদ্যুতের দাম বাড়ছে’-ডেইলি স্টার

সরকার 'ভর্তুকি কমানোর জন্য দাম সমন্বয়' করতে ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিদ্যুতের দাম বাড়িয়েছে। তারা বলছে, আন্তর্জাতিক বাজারে গ্যাস-তেল-কয়লার মতো জ্বালানির দামবৃদ্ধি পাওয়ায় তারাও দাম বাড়াচ্ছে। কিন্তু, তাদের এই যুক্তির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন অর্থনৈতিক বিশ্লেষক ও জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে, বিকল্প থাকা সত্ত্বেও সরকার অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষক ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সরকারের 'দুর্বলতা ও নিষ্ক্রিয়তা'র কারণেই এভাবে দামবৃদ্ধি করা হয়েছে। জাতীয় সক্ষমতা না বাড়িয়ে একটা ব্যবস্থা দাঁড় করিয়ে মূলত নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে। এই সমন্বয়ের কথা বলে এখন অবিরাম তারা দাম বাড়াতে থাকবে।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, সামনের বছর লোকসভা নির্বাচন। সেদিকে তাকিয়েই এবারের বাজেটের দিকে নজর ছিল সকলের। এই আবহেই বুধবার সকালে চলতি আর্থিক বছরের বাজেট (Union Budget 2023) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। এবারের বাজেটকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জানালেন, ”এই বাজেট দরিদ্র, গ্রামবাসী, কৃষক ও মধ্যবিত্তের স্বপ্নকে পূরণ করবে।” এদিন অর্থমন্ত্রী বাজেট পেশ করার পর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তাঁকে বলতে শোনা যায়, ”নির্মলাজি ও তাঁর দলকে ঐতিহাসিক বাজেট পেশের শুভেচ্ছা জানাচ্ছি।

তবে দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, ‘বাজেটে আশার আলো নেই, অমাবস্যার অন্ধকার’, কেন্দ্রকে খোঁচা মমতার। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বাজেটে পেশ হওয়ার পর কী প্রতিক্রিয়া রাজনীতিবিদদের? স্বাভাবিক ভাবেই বিজেপির নেতানেত্রীরা বাজেটের ভূয়সী প্রশংসা করলেও বিরোধীরা তীব্র সমালোচনা করেছেন। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবারের কেন্দ্রীয় বাজেটকে ‘গরিব-বিরোধী বাজেট’ বলে আক্রমণ করেছেন। ”বাজেট না অন্য কিছু! মুখে বলা হচ্ছে দারুণ নাকি বাজেট হয়েছে। কী দারুণ? একটা কথা বেকারদের জন্য বলা নেই। সব বিক্রি করে দেওয়া হয়েছে।”

আদালত তদন্ত করছে, না আপনারা?-বিচারপতি গঙ্গোপাধ্যায়-সংবাদ প্রতিদিন

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আবার সিবিআইকে ধমক দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার আদালতে সিবিআইয়ের দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের থেকে প্রাপ্ত কিছু সূত্রের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তবে বিচারপতির পাল্টা দাবি, মানিক সম্পর্কিত বেশ কিছু তথ্য তো তিনিই জানেন। ফলে মামলার তদন্ত সিবিআই করছে না আদালত, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১

ট্যাগ