ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ২৩:৩৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ৬ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • ৮৪ বছর পর তুরুস্কে আবারও এমন ভয়াবহ ভূমিকম্প হলো-প্রথম আলো
  • তুরস্কে ভূমিকম্প: ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১০ বিলিয়ন ডলার-ইত্তেফাক
  • আমার মন্তব্য ছিল ফখরুলকে নিয়ে, হিরো আলম নয়: কাদের-যুগান্তর
  • ওবায়দুল কাদেরকে হিরো আলমের চ্যালেঞ্জ-মানবজমিন
  • রাজশাহী সড়ক ভবন-সোনার ডিম পাড়া গাড়ি! মাসে ২০ লাখ টাকার বাড়তি বিল-কালের কণ্ঠ
  • তুরস্কে ভূমিকম্প: নিহতের সংখ্যা ১০ হাজার হতে পারে, আশঙ্কা -বাংলাদেশ প্রতিদিন
  • দুর্নীতি-অদক্ষ প্রশাসন যেভাবে ব্যবসার প্রতিবন্ধক- ডেইলি স্টার

কোলকাতার শিরোনাম:

  • যোগ্য হিসেবেই ডিলিট সম্মান পেয়েছেন’মুখ্যমন্ত্রী মমতার ভূয়সী প্রশংসা রাজ্যপালের-সংবাদ প্রতিদিন
  • লাশের পর লাশ, কাঁদারও লোক নেই কোনও কোনও পরিবারে-আনন্দবাজার পত্রিকা
  • আর্সেনিক মিশ্রিত পানি খেয়ে বাড়ছে বহু,বিহারে মৃত্যুর মুখে বহু মানুষ-পূবের কলম

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের খবর বাংলাদেশে ভারতসহ বিশ্বের সব মিডিয়ায় প্রধান খবর হিসেবে ছাপা হয়েছে। বিভিন্ন দৈনিকের খবরে লেখা হয়েছে, ভূমিকম্পে ধ্বংসস্তূপ তুরস্ক ও সিরিয়া, মৃতের সংখ্যা সাড়ে বারোশ জন ছাড়িয়েছে। মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখন বলা সম্ভব নয়। এ সম্পর্কে যুগান্তরের খবরে লেখা হয়েছে,একের পর এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত হয়েছে তুরস্ক। এ ঘটনায় দেশটির ১০ নগরীতে ১৭শর বেশি ভবন বিধ্বস্ত হয়েছে।

‘ওবায়দুল কাদেরকে হিরো আলমের চ্যালেঞ্জ-মানবজমিন

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার কথায় কথায় বলেন খেলা হবে। আমি ওবায়দুল কাদের স্যারকে বলতে চাই খেলার নাকি লোক খুঁজে পান না? খেলা আপনাকে সবার সঙ্গে খেলতে হবে না। আপনি আমার সঙ্গে খেলার আয়োজন করেন। আমাকে অন্যায়ভাবে যে আসন থেকে হারিয়ে দেয়া হলো সেই আসনে আসুন। আপনি আপনার দল থেকে দাঁড়ান আর আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবো। প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, কোনো মানুষকে ভয়ভীতি দেখানো হবে না। নিরপেক্ষ নির্বাচন দেন। দেখি আপনি কতো ভোট পান আর আমি হিরো আলম কতো ভোট পাই।’ তিনি ওবায়দুল কাদেরের মন্তব্য প্রসঙ্গে বলেন, হিরো কখনো জিরো হয় না।  গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে ভোট পুনর্গণনার দাবিতে আবেদন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় হিরো আলম ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘ভোটে দাঁড়ানোর সাংবিধানিক অধিকার সবার আছে। যদি অযোগ্যদের ভোটে দাঁড়ানোর অধিকার না থাকে তাহলে আমরা যখন মনোনয়পত্র কিনলাম তখন সেই কথাটা বললেন না কেন? যাদের মামা খালু নেই। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, হিরো আলমকে নিয়ে ওবায়দুল কাদেরের ইউটার্ন।

এদিকে প্রথম আলোর খবরে লেখা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী হিরো আলম নিয়ে কিছুই বলেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাব দিয়েছেন।

সোনার ডিম পাড়া গাড়ি! মাসে ২০ লাখ টাকার বাড়তি বিল-কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজশাহীর সড়ক ও জনপথ বিভাগে সচল রয়েছে ২৩টি গাড়ি। কিন্তু চালক আছে এর অর্ধেকের মতো। সে ক্ষেত্রে এক চালকের বিপরীতে দুটি গাড়ি দেখানো হচ্ছে। সে ক্ষেত্রে জ্বালানি তেল তোলার হিসাব দেখানো হচ্ছে এক চালকের জন্য দুই গাড়ির। এভাবে জ্বালানি বাবদ মাসে প্রায় ১০ লাখ টাকা বাড়তি তোলার অভিযোগ পাওয়া গেছে।

লাশ হয়ে ফেরা ৭১৪ নারীর ক্ষতিপূরণ চেয়ে রিট-ইত্তেফাক

সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ৭১৪ নারীর লাশ হয়ে ফিরে আসার ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বিদেশে থাকা সব নারী শ্রমিকদের দেখভাল ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।এর আগে, গত ৩০ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘লাশ হয়ে ফিরলেন ৭১৪ নারী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদনটি দায়ের করা হয়েছে। প্রতিবেদনের একাংশে বলা হয়, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে যত নারী কর্মীর লাশ দেশে এসেছে, তাদের বড় অংশের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

যোগ্য হিসেবেই ডিলিট সম্মান পেয়েছেন’, মুখ্যমন্ত্রী মমতার ভূয়সী প্রশংসা রাজ্যপালের-সংবাদ প্রতিদিন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। পূর্বঘোষণা অনুযায়ী তাঁকে ডিলিট উপাধি সম্মানে ভূষিত করল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর প্রথমবার কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাঁকে এই সম্মান দিল। সোমবার সম্মান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

এদিন রাজ্যপাল বলেন, “এই ডক্টরেট অফ লিটারেচার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল। রাজনীতিতে সাফল্যের জন্য নয়। সেটা তিনি রাজ্যের মানুষের কাছ থেকে পেয়েছেন। তিনি এই সম্মানের যোগ্য এবং নিজের যোগ্যতাতেই তা অর্জন করেছেন।

ত্রিপুরার সভায় বাম-কংগ্রেস জোটকে তুলোধনা শাহের, নাম নিলেন না তৃণমূলের-সংবাদ প্রতিদিন

ভোটমুখী ত্রিপুরায় (Tripura) রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। সোমবার একদিকে মেগা প্রচারের উদ্দেশে উত্তর পূর্বের রাজ্যে পা রাখলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঠিক তার আগে ত্রিপুরায় জনসভা করলেন অমিত শাহ। সভা থেকে বাং-কংগ্রেস জোটকে আক্রমণ শানানোর পাশাপাশি বিজেপির উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তিনি। শাহের কথায়, “একসময় ত্রিপুরা উগ্রবাদীদের আখড়া ছিল। গত ৫ বছরে দুই মুখ্যমন্ত্রী রাজ্যকে আমূল বদলে দিয়েছে।” এদিন বাম-কংগ্রেস-তিপ্রামোথাকে নিশানা করলেও তৃণমূলের (TMC) নাম শোনা যায়নি তাঁর মুখে। 

সোমবার দুপুরে ত্রিপুরার শান্তিরবাজারে জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে থেকে বিরোধী সিপিএম–কংগ্রেস জোটকে একহাত নেন তিনি। শাহের দাবি,”ত্রিপুরা একসময় উগ্রবাদীদের আখড়া ছিল। গত পাঁচ বছরে দুই মুখ্যমন্ত্রী রাজ্যকে আমুল বদলে দিয়েছে। প্রধানমন্ত্রীর মডেল ত্রিপুরাকে বিকাশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।” উত্তর-পূর্বের রাজ্য়ের জন্য উন্নয়নের ডালি সাজিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, এমনই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

 পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬

ট্যাগ