ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১১:৩৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ১০ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • মতামত-বাতাসে উড়ছে দুর্নীতির দূষণকণা-প্রথম আলো
  • তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ২১ হাজার ছাড়ালো-ইত্তেফাক
  • পাবলিক বিশ্ববিদ্যালয়-মেডিকেলে ভর্তি
  • সুযোগ পাবে না জিপিএ-৫ পাওয়াদের অনেকেই-মানবজমিন
  • নাশকতার সুযোগ খুঁজছে জঙ্গিরা-কালের কণ্ঠ
  • যে কারণে বাইডেনকে সন্ত্রাসী বললেন রুশ স্পিকার-বাংলাদেশ প্রতিদিন
  • আমরাও চাই রহস্য উন্মোচিত হোক: স্বরাষ্ট্রমন্ত্রী- ডেইলি স্টার
  • মালয়েশিয়া রুটে বিমান টিকিট সিন্ডিকেট
  • ওয়ানওয়ের দাম দেখাচ্ছে লাখ টাকার উপরে-নয়া দিগন্ত

কোলকাতার শিরোনাম:

  • তুরস্কের পর ভয়াবহ ভূমিকম্প হতে পারে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানে! আশঙ্কা বিশেষজ্ঞের-সংবাদ প্রতিদিন
  • শেয়ার দরে ধস কেন, আদানিদের কাছে ব্যাখ্যা চাইবে এলআইসি-আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

প্রথম আলো, ইত্তেফাকসহ সব দৈনিকের খবরে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পের আপডেট খবরে বলা হয়েছে, সেখানে থামছে না মৃত্যুমিছিল। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আর শুধু তুরস্কে ভূমিকম্পকবলিত ১০টি প্রদেশে আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাঁদের উদ্ধারে চলছে তৎপরতা। তুরস্কে উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র ঠান্ডা, বৃষ্টি, যোগাযোগে বিপর্যয়সহ নানা সমস্যা। আশ্রয়, খাবার, পানি, জ্বালানি ও বিদ্যুতের অভাবে চরম দুর্দশায় রয়েছেন উপদ্রুত এলাকাগুলোর বেঁচে থাকা মানুষেরা। ফলে তাঁদের মধ্য থেকেও অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই ভূমিকম্পকে 'শতাব্দীর বিপর্যয়' বলে অভিহিত করেছেন।

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে: তথ্যমন্ত্রী। দৈনিক ইত্তেফাকের এ খবরে লেখা  হয়েছে-বাংলাদেশের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'যাদের পরাধীনতা থেকে আমরা স্বাধীন হয়েছিলাম সেই পাকিস্তানকে অনেক আগেই বাংলাদেশ মানবিক, অর্থনৈতিক, সামাজিকসহ সব সূচকে অতিক্রম করেছে, মানব উন্নয়নের অনেক সূচকে ভারতকেও ছাড়িয়েছে। এমন কি করোনার সংগ্রামের মধ্যেও আন্তর্জাতিক অর্থ তহবিল-আইএমএফ প্রকাশিত উপাত্ত অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে।'

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক তাঁর মতামত কলামের শিরোনাম করেছেন এমন- বাতাসে উড়ছে দুর্নীতির দূষণকণা। এতে তিনি লিখেছেন,‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে’—জনপ্রিয় এ গান ঢাকাবাসী গাইতে পারেন এভাবে, ‘বাতাসে বহিছে বিষ, নাকেতে লাগিল সিসা, মরণ ডাকিল পিছে, বসন্ত আসে কাছে।’ বায়ুদূষণে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ, সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি করে ঢাকা তার শীর্ষস্থান অক্ষুণ্ন রাখছে। ঢাকার এবং আশপাশের শহরে বায়ুদূষণের হাল ‘বিপজ্জনক’। প্রথম আলো শিরোনাম করেছে, ‘ঢাকায় নিশ্বাস নিলেও বিপদ’। হাইকোর্ট জানতে চেয়েছেন, ঢাকার বায়ুদূষণ কমাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।বাংলাদেশের বাতাসে আসলে উড়ছে দুর্নীতি-অনিয়মের বিষকণা। কয়েক বছর ধরেই বাংলাদেশ বিদেশে টাকা পাচারে শীর্ষস্থান অধিকার করার গৌরব ধরে রেখেছে। ব্যাংক থেকে নাম-না-জানা ঠিকানাবিহীন কোম্পানি হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে এবং লাপাত্তা হয়ে যাচ্ছে। অন্যদিকে, কানাডা, তুরস্ক, মালয়েশিয়া, আরব আমিরাত, ইংল্যান্ড—দেশে দেশে বাড়ি কেনায় বাংলাদেশিদের জয়জয়কার।

দৈনিক নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, ঢাকা-মালয়েশিয়া রুটে বিমান টিকিটের দাম আকাশচুম্বী হচ্ছে। কী কারণে এই রুটের বিমান ভাড়া নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তা নিয়ে টেনশনে সময় পার করছেন জনশক্তি ব্যবসার সাথে সম্পৃক্তরা। গত সপ্তাহেও ঢাকা-কুয়ালালামপুর রুটে চলাচলকারী একটি এয়ারলাইন্সের ওয়ানওয়ের টিকিটের ভাড়া অনলাইনে দেখাচ্ছিল লাখ টাকার ওপরে। অভিযোগ রয়েছে, অভিনব কৌশল অবলম্বন করে এবার বিমান টিকিট সিন্ডিকেটের সদস্যরা এয়ারলাইন্সগুলোর সাথে যোগসাজশ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।

মানবজমিনের ভর্তি সম্পর্কিত খবরে লেখা হয়েছে, ২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুখোমুখি হতে হবে ভর্তিযুদ্ধে। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি লড়াইয়ে নামবে তারা। সব শিক্ষার্থীরই স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও    মেডিকেলে ভর্তির। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ৫৭ হাজার ৯৯টি। অন্যদিকে সরকারি ও বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ১০ হাজার ৮৩৯টি।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

আনন্দবাজার পত্রিকার খবর,আদানি ইস্যুতে অবশেষে নড়েচড়ে বসল রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি। কেন শেয়ারে ধস নামল। নেপথ্যের আসল কারণ কী? আদানিদের কাছে ব্যাখ্যা চাইবে বিমা সংস্থা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন সংস্থার প্রধান এম আর কুমার। আদানিদের নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্টে প্রকাশ্যে আসার পর থেকেই শেয়ার বাজারে সংস্থার রক্তক্ষয় শুরু হয়েছে। গত ২৫ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি অর্থাৎ, স্রেফ দু’সপ্তাহে আদানির সংস্থাগুলির লগ্নিকারীরা প্রায় ৯.৫ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ হারিয়েছেন। এলআইসির কর্ণধার এম আর কুমার বলেন, ‘‘এ ব্যাপারে শীঘ্রই আদানি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করা হবে। গত কয়েক দিন ধরে যা ঘটে চলেছে, সেই পরিস্থিতি কী ভাবে মোকাবিলা করার কথা ভাবছে তারা, তা জানতে চাওয়া হবে। তারা বিষটির ব্যাখ্যা দিলে আমাদেরও বুঝতে সুবিধা হবে, কী হচ্ছে।”

সংবাদ প্রতিদিনের খবর, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় ১৯ হাজারে। আহতও প্রায় ৪০ হাজার। চোখের নিমেষে কার্যতই সৃষ্টি হয়েছে মৃত্যু উপত্যকা। ভূমিকম্পের তিন দিন আগেই এই বিপর্যয়ের আঁচ পেয়েছিলেন ডাচ বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক হুগারবিটস। তাঁর আশঙ্কা ছিল, শিগগিরি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প হতে পারে। এবার সেই বিশেষজ্ঞেরই দাবি, শিগগিরি এমন কম্পন অনুভূত হতে পারে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানে!

শ্রোতা/পাঠকবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।# 

 পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০

ট্যাগ