ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১৫:৪৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ১১ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • বিএনপিকে তৃণমূলেই শেষ করা হবে: পরিকল্পনামন্ত্রী-প্রথম আলো
  • তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়ালো-ইত্তেফাক
  • তুরস্কের ধ্বংসস্তূপ থেকে যে বার্তা দিল বাংলাদেশ ফায়ার সার্ভিস-দৈনিক যুগান্তর
  • এই সরকারকে গদি থেকে নামতে হবে: গয়েশ্বর-মানবজমিন
  • নারীদের বিজ্ঞানে উৎকর্ষতা লাভের সুযোগ দিতে বৈশ্বিক প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক সমকাল
  • আড়াইহাজারে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ২০-নয়া দিগন্ত

কোলকাতার শিরোনাম:

  • বাম আমলে থানাও ক্যাডারদের দখলে ছিল’, ত্রিপুরায় সিপিএমকে ‘চাঁদা কোম্পানি’ বলে তোপ মোদির-সংবাদ প্রতিদিন
  • বিএসএফের গুলিতে নিহত রাজবংশী যুবকের পরিবার অভিষেকের মঞ্চে, কড়া আক্রমণ শাহকে-আনন্দবাজার পত্রিকা
  • সংখ্যালঘু উন্নয়নে সবাইকে পথ দেখাচ্ছে পশ্চিম বাংলা: ফিরহাদ-দৈনিক আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

বিএনপিকে তৃণমূলেই শেষ করা হবে: পরিকল্পনামন্ত্রী-প্রথম আলো

বিএনপির ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচির সমালোচনা করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এত দিন পর আপনাদের (বিএনপি) ইউনিয়নের কথা, তৃণমূলের মানুষের কথা মনে পড়েছে?আওয়ামী লীগ তৃণমূলের দল, এখানে বিএনপি নেই। বিএনপিকে তৃণমূলেই শেষ করা হবে।’ আজ শনিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলি উচ্চবিদ্যালয় মাঠে দুপুর থেকে এই সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেলা পৌনে দুইটায় মঞ্চে আসেন। এম এ মান্নান বক্তব্য দেন বেলা দেড়টায়।

সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বক্তব্যে বলেন, আওয়ামী লীগের জন্ম তৃণমূল থেকে। মাটি ও মানুষের দল আওয়ামী লীগ। বিএনপি ইউনিয়ন পর্যায়ে এসে আওয়ামী লীগ ছাড়া আর কিছু পাবে না। তাদের তৃণমূলেই মোকাবিলা করবে আওয়ামী লীগের মাঠের নেতা-কর্মীরা।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়ালো-ইত্তেফাক

তুরস্ক-সিরিয়া ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা শনিবার আরো শিশুদের উদ্ধার করেছে। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ছাড়িয়েছে এবং বরফ শীতল তাপমাত্রা লাখ লাখ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে, অনেকের চরমভাবে সাহায্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, ভূমিকম্পের পর দুই দেশে অন্তত ৮লাখ ৭০হাজার মানুষের জরুরিভাবে খাদ্যের প্রয়োজন, শুধুমাত্র সিরিয়াতেই ৫.৩ মিলিয়ন লোক গৃহহীন হয়ে পড়েছে।

গত সোমবারের ৭.৮-মাত্রার কম্পনের পরে আফটারশকগুলো মৃতের সংখ্যা বাড়িয়েছে এবং বেঁচে থাকা ব্যক্তিদের জীবনের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আন্তাকায়ার বাসিন্দা পেনশনভোগী ফিদান তুরান অশ্রু ভরা চোখে বলেন, ‘যখন আমি ধ্বংস হওয়া ভবন, মৃতদেহ দেখি, তখন এমন নয় যে আমি দুই বা তিন বছরে কোথায় থাকব তা দেখতে পাচ্ছি না, কার্যত আমি ভাবতে পারি না যে আমি আগামীকাল কোথায় থাকব। আমরা আমাদের বর্ধিত পরিবারের ৬০ জন সদস্যকে হারিয়েছি’। 

আড়াইহাজারে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ২০-নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি’র পদযাত্রায় পুলিশ সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ মোল্লা গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, শর্টগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। আড়াইহাজার পৌরসভা বিএনপি’র সভাপতি মোহাম্মদ উল্লাহ জানান, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রঘোষিত পদযাত্রার অংশ হিসেবে সাতগ্রাম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মিছিল বের করা হয়। এই সময় পুলিশ তাদের পদযাত্রায় বাধা দেয়। এক পর্যায়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি ছুঁড়লে আমাদের ছাত্রদল নেতা নাহিদের শরীরে ছিটা গুলি লাগে।

তুরস্কের ধ্বংসস্তূপ থেকে যে বার্তা দিল বাংলাদেশ ফায়ার সার্ভিস-দৈনিক যুগান্তর

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তৎপরতা নিয়ে বার্তা দিয়েছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপসহকারী পরিচালক দিনমনি শর্মা।  তিনি তুরস্কে ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন।

শনিবার দেশটির আদিয়ামান শহর থেকে ৫৪ সেকেন্ডের ভিডিওবার্তা দিয়েছেন তিনি। ভিডিওবার্তায় দিনমনি শর্মা বলেন, আমরা আদিয়ামান শহরের একটি পাঁচতলা বিধ্বস্ত ভবনের উদ্ধারকাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এখানে কাজ করছে বাংলাদেশ টিম।আমরা এখানে লাইভ (জীবিত) ডিকটিম এবং ডেড (মৃত) ভিকটিমের সন্ধান পেয়েছি। এখানে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পারছেন আমাদের উদ্ধারকর্মীরা কাজ করছেন।

তিনি আরও বলেন, আমরা শুক্রবার পার্শ্ববর্তী একটি বিল্ডিং থেকে একটি জীবিত ভিকটিম এবং চারটি ডেড ভিকটিম উদ্ধার করতে সক্ষম হয়েছি। সবাই এখানে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে এবং আমরা আমাদের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

এই সরকারকে গদি থেকে নামতে হবে: গয়েশ্বর-মানবজমিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন শেখ হাসিনার বাড়ির ভৃত্যের চেয়েও অধম। কারণ নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার কোন ক্ষমতা নেই। এজন্য নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে।  

আজ শনিবার দুপুরে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বিভিন্ন গ্রাম-পাড়া-মহল্লায় পদযাত্রা কর্মসূচি শেষে আলুকান্দা স্যান্ড বাজারে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন । বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজ দেশের ৪৫শ’ ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি হচ্ছে। দাবি এক, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। আমরা আমাদের ভোটের অধিকার চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট আমি দেব, কেন্দ্রে গিয়ে দেব এবং রাতে নয় দিনে দেব। এটা হচ্ছে আমাদের মূল দাবি।’ 

নারীদের বিজ্ঞানে উৎকর্ষতা লাভের সুযোগ দিতে বৈশ্বিক প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক সমকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বেশি সংখ্যক নারী ও মেয়েকে বিজ্ঞানে উৎকর্ষতা লাভের সুযোগ দিতে সবার মানসিকতা পরিবর্তনে বৈশ্বিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং নিজেদের পরিবর্তনের লক্ষ্যে এজেন্ট হিসেবে কাজ করার জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত অষ্টম নারী ও মেয়েদের দিবস বিজ্ঞান সমাবেশে আজ শনিবার এক ভিডিও বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের

প্রধানমন্ত্রী বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক যে নারীরা বিশ্বব্যাপী মাত্র ১২ শতাংশ বিজ্ঞানী এবং ৩০ শতাংশ গবেষকদের প্রতিনিধিত্ব করে। আমাদের অবশ্যই মানসিকতা এবং শিক্ষার পরিবেশের প্রতিবন্ধকতাগুলো দূর করার লক্ষ্যে কাজ করতে হবে, যাতে আরও বেশি সংখ্যক নারী ও মেয়ে বিজ্ঞানে উৎকর্ষতা লাভ করতে পারে।’ নারী ও মেয়েদের নিজেদের বদলে দেওয়ার এজেন্ট হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তিতে নিয়োজিত নারী ও মেয়েদের মনে রাখতে হবে যে, তারা একা নন। তারা যে পদক্ষেপগুলো নেন তা বিশ্বজুড়ে মেয়েদের জন্য আরও দ্বার উন্মুক্ত করতে সাহায্য করবে।’

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

বিএসএফের গুলিতে নিহত রাজবংশী যুবকের পরিবার অভিষেকের মঞ্চে, কড়া আক্রমণ শাহকে-আনন্দবাজার পত্রিকা

বিএসএফের গুলিতে স্থানীয় যুবকের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর ডেপুটি তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে কাঠগড়ায় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুড়ে জানালেন, ২ থেকে ৩ মাসের মধ্যে বিচার পাইয়ে দেবেন নিহতের পরিবারকে।

শনিবার কোচবিহারের মাথাভাঙার কলেজ ময়দানের সভামঞ্চ থেকে হঠাৎই স্থানীয় এক যুবকের নাম নেন অভিষেক। সভায় উপস্থিত জনতার কাছে তিনি জানতে চান, প্রেমকুমার বর্মণ নামে কাউকে তাঁরা চেনেন কি না। এর পর নিজেই ওই যুবকের ‘পরিচয়’ এবং ‘পরিণতি’র কথা বলে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তিনি জানান, দিনহাটা-১ ব্লকের গীতলদহ এলাকার ভারবাঁধা গ্রামের বাসিন্দা যুবক প্রেমকুমারের মৃত্যু হয় বিএসএফের গুলিতে। ২৩ বছরের ওই যুবক ভিন্ রাজ্যে কাজ করতেন। বাড়ি এসে মাঠে ঘুরতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ‘‘বেঙ্গালুরুতে কাজ করতেন। ৪ বছর পরে বাড়ি ফিরেছিলেন। গত ২৪ ডিসেম্বর সকালবেলা মাঠে ঘুরতে গিয়েছিলেন। এক-দু’হাত দূর থেকে বিএসএফের জওয়ানরা তাকে গুলি করে মেরেছে। আপনারা কেউ জানেন?’’ অভিষেকের সংযুক্তি, ‘‘বিএসএফের উপদ্রবের কথা আপনারা সবাই জানেন। কিন্তু এই যে নির্দোষ রাজবংশী যুবককে হত্যা করল কেন্দ্রীয় বাহিনী, আর যে কেন্দ্রের ক্ষমতাসীন দল রাজবংশীদের দরদ দেখায় আমি তাদের প্রশ্ন করছি, প্রেমকুমার কে ছিলেন? জঙ্গি? মাঠে যখন গিয়েছিলেন, তাঁর কাছে বোমা-বন্দুক উদ্ধার হয়েছে? গরু পাওয়া গিয়েছে? সোনা পাচার করতে গিয়েছিলেন?’’

বাম আমলে থানাও ক্যাডারদের দখলে ছিল’, ত্রিপুরায় সিপিএমকে ‘চাঁদা কোম্পানি’ বলে তোপ মোদির

কংগ্রেস বা বামেরা মানুষের সেবা করতে পারে না। ওরা শুধু জনকল্যাণমুখী প্রকল্পগুলি বন্ধ করে দিতে জানে। ত্রিপুরার আমবাসায় দাঁড়িয়ে সেরাজ্যের বাম-কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ত্রিপুরায় বাম আমলে পুরোপুরি ক্যাডার রাজ চলত বলে অভিযোগ করেছেন মোদি। সিপিএমকে চাঁদার কোম্পানি বলেও তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। 

এদিন আমবাসার এক সভায় প্রধানমন্ত্রী বলেন, “একটা সময় রাজ্যে চাঁদার রাজত্ব ছিল। যে কোন কাজে কমিউনিস্টদের চাঁদা দিতে হত। থানায় যেতে হলেও চাঁদা দিতে হত। কারণ থানাও সিপিএম ক্যাডারদের নিয়ন্ত্রণে ছিল। বর্তমান সরকার রাজ্যে ভয়, সন্ত্রাস, চাঁদাবাজির পরিবেশ শেষ করেছে। মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। মহিলারা সিপিএম (CPIM) শাসনে অত্যাচারিতা হতেন। আজ মহিলা সশক্তিকরণ চলছে।”

মোদির বক্তব্য, ডবল ইঞ্জিন সরকারের দৌলতে ত্রিপুরায় দ্বিগুণ গতিতে উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী এদিনের সভায় বলেন, “আবাস, আরোগ্য ও আয়-এই ত্রিশক্তি ত্রিপুরার (Tripura) মানুষের জীবন সহজতর করেছে। গত পাঁচ বছরে রাজ্যের প্রত্যেক মানুষের জীবনে উন্নয়ন পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। 

সংখ্যালঘু উন্নয়নে সবাইকে পথ দেখাচ্ছে পশ্চিম বাংলা: ফিরহাদ-দৈনিক আজকাল

অন্যান্য বছরের মতো এবারও শুরু হল  রাজ্য সংখ্যালঘু  বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীন  সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজিত ‘মিলন উৎসব- ২০২৩’। শুক্রবার সন্ধ্যায় পার্ক সার্কাস ময়দানের মেলাপ্রাঙ্গনে  উৎসবের সূচনা হয়। তাতে ছিলেন রাজ্য মন্ত্রিসভার একাধিক  সদস্য, সাংসদ ও বিশিষ্টরা। অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন  সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মগুরুরাও।

মিলন উৎসবের উদ্বোধন করেন রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার  মেয়র ফিরহাদ হাকিম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন রাজ্যের  মন্ত্রী জাভেদ আহমেদ খান, বিপ্লব মিত্র, গুলাম রব্বানী, বিধায়ক আখরুজ্জামান, সাংসদ নাদিমুল হক, সাবেক সাংসদ ও বিত্ত নিগমের সদস্য আহমদ হাসান ইমরান, দফতরের সচিব ও বিত্ত নিগমের চেয়ারম্যান মুহাম্মদ গুলাম আলি আনসারী, বিশেষ  সচিব সাকিল আহমেদ, বিধায়ক মিনহাজুল আরেফিন, আল-আমীন মিশনের সম্পাদক এম নুরুল ইসলাম, রেড রোডে  ইমামে ঈদাইন ক্বারী ফজলুর রহমান, মাওলানা আবদুস সামাদ,  খ্রিস্টান সংগঠনের অঞ্জেলিনা ম্যান্টস জাসিন্ডা, আলিয়ার ভিসি  ড. আবু তাহের কমরুদ্দিন প্রমুখ।

এদিনে অনুষ্ঠানের শুরুতেই আনজুমান গার্লস স্কুল ও আল- আমীন মিশনের পড়ুয়ারা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।  একইসঙ্গে থিমসং-এর মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়দের  জীবনযাত্রা তুলে ধরা হয়। তারপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

মিলন উৎসবের উদ্বোধন ফিরহাদ হাকিম বক্তব্যের শুরুতেই  বাম আমলের সংখ্যালঘু বাজেট ও বর্তমান সময়ের তুলনা  টানেন। তিনি বলেন, আগে মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ হতো  এখন মমতা  বন্দ্যোপাধ্যায়ের সরকার ৫ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করেছে। সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে  সরকার কাজ করছে। এই রাজ্যে ৪৩ লাখ পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া হয়, শিক্ষাঋণ, কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ ইত্যাদির কাজ হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানে উল্লেখযোগ্যস্থান দখল করা নিয়েও  সন্তোষ প্রকাশ করেন তিনি।

ডাক্তারি পড়াশোনায় আল-আমীন  মিশনের ভূমিকার কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। একইসঙ্গে  কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনাও করেন ফিরহাদ  হাকিম। তাঁর কথায়, কেন্দ্র সরকার চায় না সংখ্যালঘুদের উন্নয়ন  হোক। আমাদের রাজ্যে অনেক আর্থিক সংকট রয়েছে, কাজ করতে অসুবিধা হচ্ছে ঠিকই তবুও সরকার সবার উন্নয়নে সমান নজর দিচ্ছে। সরকার মনে করে, সংখ্যালঘু ও সংখ্যাগুরুদের সমুন্নত উন্নয়ন বাংলাকে এগিয়ে নিয়ে যাবে। হিন্দু-মুসলিম নয়,  মানুষই শেষ কথা। কাজী নজরুলের কবিতার মাধ্যমে সে কথাও তুলে ধরেন ফিরহাদ।

অন্যদিকে রাজ্যের সংখ্যালঘু দফতরের মন্ত্রী গুলাম রব্বানী পার্শ্ববর্তী রাজ্য বিহারের সঙ্গে বাংলার সংখ্যালঘু বাজেটের  তুলনা টানেন। কাশ্মীরের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, আগে কাশ্মীরকে দেশের জান্নাত বলা হতো, কিন্তু এখন চারিদিকে সেনাবাহিনীর পদধ্বনী শোনা যায়। বর্তমানে দেশে যদি শান্তি ও গণতন্ত্রের এক টুকরো জান্নাত থাকে তা হল বাংলা।

মিলন মেলার গুরুত্ব তুলে ধরতে সাবেক সাংসদ ও বিত্ত  নিগমের সদস্য আহমদ হাসান ইমরান বলেন, এটা আমাদের কাছে আনন্দের দিন যে আমরা মিলন উৎসবের ময়দানে সবাই  সমবেত হয়েছি। আজকের দিনটি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বের কেননা, কেন্দ্র সরকার ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত মানুষের  সবকিছুকে শেষ করে দিচ্ছে। শপিং মল সবকিছুকে দখল করছে। এমন অবস্থায় আমরা হাতে তৈরি জিনিসপত্রকে বেশি গুরুত্ব দিয়েছি। অনেক স্টল রয়েছে এখানে। এটাই আমাদের কাছে বড় পাওনা। ‘সবকা সাথ-সবকা বিকাশ’-এর সরকার সংখ্যালঘু বাজেট কমিয়ে দিচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, এবার মোদি সরকার আগের থেকে সংখ্যালঘু বাজেটে অনেক টাকা কমিয়ে দিয়েছে। তাঁর প্রশ্ন, তাহলে কী কেন্দ্র মনে করছে সংখ্যালঘুদের সব উন্নয়ন হয়ে গিয়েছে নাকি তারা কিুছুই করতে চায় না?

মন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন, ২০০৮ সালে বাম আমলে মাত্র ১৪৬ কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ হয়েছিল। আমি তখন বুদ্ধবাবুকে ধন্যবাদ দিয়ে সামালোচনা করে বলেছিলাম-  আপনারা সংখ্যালঘুদের ভোটে সরকারে রয়েছেন আর মাত্র ১৪৬ কোটি টাকা বরাদ্দ করছেন! আর সাংসদ নাদিমুল হক তাঁর সংক্ষিপ ভাষণে বলেন, মিলন মেলায় একদিকে যেমন কেরিয়ার কাউন্সেলিং হবে তেমনি, হস্তশিল্পসামগ্রীর বেচাকেনা হবে। রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রও এ দিন মিলন মেলার প্রশংসা করেন। সংখ্যালঘুদের সঙ্গে সংখ্যাগুরুদের মিলন ও সহযোগিতায় বাংলা আরও এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

শ্রোতা/পাঠকবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।# 

 

পার্সটুডে/বাবুল আখতার/১১

ট্যাগ