ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১০:৪৬ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আজ শনিবার ১৮ ফেব্রুয়ারির ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনের খবরাখবর বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের শিকার আরও ৪ ছাত্রী: প্রথম আলো
  • দূষণের সর্বোচ্চ মাত্রায় ঢাকার বায়ু- দৈনিক কালেরকণ্ঠ
  • আইএমএফের শর্ত মেনে রাজস্ব খাতের সংস্কার-চলতি বছর প্রায় ৬৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে- ইত্তেফাক

  • সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলা, নিহত ৫৩ : যুগান্তর
  • আদানির সেই চুক্তি নিয়ে মোদী সরকারের ভূমিকা স্পষ্ট করার দাবি ভারতীয় এমপির- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

  • দেশের বিদ্যুৎ খাত আদানির হাতে জিম্মি হয়ে যেতে পারে: টিআইবি: মানবজমিন

কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • ৩ হাজার ভুয়ো অ্যাকাউন্টে ৭৫ কোটির আর্থিক কেলেঙ্কারি! উত্তরপ্রদেশে বৃত্তি প্রকল্পে দুর্নীতি ফাঁস আনন্দবাজার
  • জঙ্গিদের পুষলে এই পরিণতিই হয়’, করাচিতে তালিবানি হামলা নিয়ে পাকিস্তানকে তোপ প্রসাদের- দৈনিক সংবাদ প্রতিদিন
  • ধ্বংসস্তূপের নিচে ২৭৮ ঘণ্টা আটকে, জীবিত উদ্ধার ৪৫ বছরের ব্যক্তি-দৈনিক আজকাল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের শিকার আরও ৪ ছাত্রী: প্রথম আলো

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক নবীন ছাত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী ওরফে অন্তরা ও তাঁর অনুসারী তাবাসসুম ইসলাম গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাস ছেড়েছেন। এরপর সাধারণ শিক্ষার্থীরা তাঁদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।

চারজন ছাত্রী গতকাল শুক্রবার প্রথম আলোকে জানিয়েছেন, সানজিদা তাঁদের মানসিকভাবে নির্যাতন করেছেন। এমনকি তিনি কারও কারও অভিভাবককে ফোন করে কুৎসা রটিয়েছেন। ছাত্রীদের দাবি, ছাত্রলীগের পদ পাওয়ার পর সানজিদা আরও বেপরোয়া হয়ে ওঠেন। হলে থাকতে হলে তাঁর মানসিক নির্যাতন সহ্য করা ছাড়া উপায় থাকে না।  চার ছাত্রীর তিনজন এখনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। একজন কিছুদিন আগে পড়াশোনা শেষ করে হল ছাড়েন। তাঁদের একজন প্রথম আলোকে বলেন, সানজিদার ভয়ে কেউ প্রতিবাদ করেন না।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির কয়েক দিনের মাথায় ১২ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেত্রী সানজিদা ও তাঁর অনুসারী তাবাসসুমসহ কয়েকজনের নিষ্ঠুরতার শিকার হন এক ছাত্রী। নেত্রীদের কথা না শোনার অভিযোগ তুলে তাঁর ওপর সাড়ে চার ঘণ্টা ধরে নির্যাতন চালানো হয়। এ সময় অকথ্য ভাষায় গালাগাল, মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়।

দূষণের সর্বোচ্চ মাত্রায় ঢাকার বায়ু- দৈনিক কালেরকণ্ঠ

দূষণের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে ঢাকার বায়ু। শহরের বাতাস আজও বিপজ্জনক। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার এ তথ্য দিয়েছে। ৩২৯ স্কোর নিয়ে আজ (শনিবার) আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকার শীর্ষে, বিপজ্জনক শ্রেণিতে রয়েছে ঢাকা। গতকালও (শুক্রবার) ঢাকার বায়ু ছিল বিপজ্জনক, স্কোর ছিল ৩৩৫।

শনিবার সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ৩০৯ স্কোর নিয়ে ঢাকার পরের অবস্থানে, বিপজ্জনক শ্রেণিতে রয়েছে ঘানার আক্রা। ২১৩ স্কোর নিয়ে এর পরের স্থানে রয়েছে চীনের বেইজিং। তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২০০। ১৮৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি, ৬ষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই, স্কোর ১৮৭। এর পরের স্থানগুলোতে রয়েছে চীনের সেনইয়াং, মঙ্গোলিয়ার উলানবাটর, উত্তর মেসিডোনিয়ার কোজে এবং দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন।

সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলা, নিহত ৫৩ : যুগান্তর

সিরিয়ায় ভয়াবহ হামলায় অন্তত ৫৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার সিরিয়ার মধ্যাঞ্চলীয় মরুময় প্রদেশ হোমসে এ হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। খবর রয়টাসের।

এই হামলার জন্য জিহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে দায়ী করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।  প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহত বেসামরিক লোকদের লাশ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধানকে উদ্ধৃত করে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া নিহতদের সবারই মাথায় গুলির ক্ষত রয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ওই ব্যক্তিরা মরুভূমিতে ট্রাফল (মাটির নিচে জন্মায় এবং রান্নার কাজে ব্যবহৃত হয় এমন ছত্রাক বা ছাতা) সংগ্রহ করার সময় তাদের ওপর হামলা চালানো হয়। যদিও হোমস প্রদেশ সিরীয় সরকার ও তার মিত্রদের নিয়ন্ত্রিত অঞ্চল বলে পরিচিত

আইএমএফের শর্ত মেনে রাজস্ব খাতের সংস্কার-চলতি বছর প্রায় ৬৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে- ইত্তেফাক

রাজস্ব খাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করতে আগামী তিন অর্থবছরে বাংলাদেশকে রাজস্ব হিসেবে ২ লাখ ৩৪ হাজার কোটি টাকা আয় করতে হবে। এর মধ্যে আগামী ২০২৩-২৪ অর্থবছরেই আদায় বাড়াতে হবে ৬৫ হাজার কোটি টাকা। বাংলাদেশ আইএমএফের কাছ থেকে ৪৭০ কোটি ডলার ঋণ পাচ্ছে। এই ঋণ বাংলাদেশ পাবে সাত কিস্তিতে সাড়ে তিন বছরে। এ ক্ষেত্রে সংস্থাটির শর্তই হচ্ছে কর-জিডিপির অনুপাতে প্রতি বছরই সরকারকে রাজস্ব আয় বাড়াতে হবে। রাজস্ব আয় বাড়াতে আইএমএফের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট দিকনির্দেশনা না পাওয়া গেলেও বাজেটের আগে ধাপে ধাপে নির্দেশনাগুলো আসবে। তবে শুধু আইএমএফের চাপে এসব সংস্কার না করে বরং নিজেদের সক্ষমতা বাড়াতেই এই সংস্কার হওয়া প্রয়োজন। তা ছাড়া আইএমএফ যে শর্ত দিয়েছে, তা কঠোর কিছু নয়। সুতরাং এ লক্ষ্য অর্জন সম্ভব। রাজস্ব খাতের ক্ষেত্রে আইএমএফের সংস্কারগুলো বাস্তবায়ন অসম্ভব নয়। এ জন্য সরকারের সদিচ্ছার পাশাপাশি রাজনৈতিক-অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিও বদলাতে হবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা।

আদানির সেই চুক্তি নিয়ে মোদী সরকারের ভূমিকা স্পষ্ট করার দাবি ভারতীয় এমপির- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

আলোচিত আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তির পেছনে ভারতের নরেন্দ্র মোদী সরকারের ভূমিকা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য জওহর সরকার।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ জন্য গত বছরের ডিসেম্বর থেকে জওহর সরকার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে তিনটি চিঠি লিখেছেন। ওইসব চিঠিতে তিনি জানতে চেয়েছেন, বাংলাদেশ যাতে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে, সেজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর নিজে সক্রিয় ভূমিকা রেখেছিল কি না। 

সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারির চিঠিতে তিনি লিখেছেন, আদানির সাথে ওই চুক্তি নিয়ে বাংলাদেশে মানুষের মধ্যে ‘ক্ষোভ’ তৈরি হয়েছে। ‘অন্যায্য দামে’ আদানির বিদ্যুৎ বাংলাদেশের কাছে বিক্রির ওই চুক্তি বাংলাদেশে ভারতবিরোধী অসন্তোষ তৈরি করতে পারে।

দেশের বিদ্যুৎ খাত আদানির হাতে জিম্মি হয়ে যেতে পারে: টিআইবি: মানবজমিন

শেয়ার ও হিসাব জালিয়াতির অভিযোগে অভিযুক্ত আদানি গ্রুপের সঙ্গে অস্বচ্ছ ও বৈষম্যমূলক চুক্তি পুনর্বিবেচনা ও প্রয়োজনে বাতিলের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ভারতের আদানি পাওয়ার থেকে এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অসম, অস্বচ্ছ ও বৈষম্যমূলক চুক্তির বাস্তবায়ন হলে বাংলাদেশের বিদ্যুৎ খাত এই বিতর্কিত কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়তে পারে জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানায় টিআইবি।

বিবৃতিতে বলা হয়, শেয়ার ও হিসাব জালিয়াতির দায়ে অভিযুক্ত ভারতের আদানি পাওয়ার থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সম্পাদিত অসম, অস্বচ্ছ ও বৈষম্যমূলক চুক্তির বাস্তবায়ন হলে বাংলাদেশের বিদ্যুৎ খাত এই বিতর্কিত কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়তে পারে। তাই জাতীয় স্বার্থে, বিশেষ করে এই চুক্তির চূড়ান্ত বোঝা দেশের জনগণকে বইতে হবে বিবেচনায়, সংশ্লিষ্ট খাতে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে চুক্তির শর্তগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ, প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন এবং প্রয়োজনে চুক্তি বাতিল করতে হবে।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

হাজার ভুয়ো অ্যাকাউন্টে ৭৫ কোটির আর্থিক কেলেঙ্কারি! উত্তরপ্রদেশে বৃত্তি প্রকল্পে দুর্নীতি ফাঁস আনন্দবাজার

উত্তরপ্রদেশে মাধ্যমিক উত্তীর্ণদের জন্য সরকারি বৃত্তি প্রকল্পে বড়সড় আর্থিক কেলেঙ্কারি ফাঁস করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রের দাবি, এই বৃত্তি প্রকল্পে ৭৫ কোটি টাকার আর্থিক তছরুপ হয়েছে। শুধু তাই-ই নয়, রাজ্যের বেশ কয়েকটি কলেজ এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে বলেও ধারণা তদন্তকারী সংস্থাটির।

শুক্রবার রাজ্যের ৬টি জেলার ২২টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছিল ইডি। তদন্তকারী সংস্থাটির দাবি, বহু শিক্ষা প্রতিষ্ঠান এই দুর্নীতির সঙ্গে জড়িত। একটি তালিকাও তৈরি করেছে তারা। লখনউ, হরদোই, ফারুখাবাদ-সহ একাধিক জায়গার বহু কলেজ ইতিমধ্যেই ইডির নজরে। তদন্তকারী সংস্থার এক সূত্র জানিয়েছে, এই বৃত্তি মূলত তফসিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। কিন্তু বহু শিক্ষা প্রতিষ্ঠান সেই বৃত্তির অপপ্রয়োগ করেছে বলে অভিযোগ। শুধু তাই-ই নয়, যাঁদের এই বৃত্তি পাওয়ার কথা নয়, তাঁদেরও পাইয়ে দেওয়া হয়েছে।

জঙ্গিদের পুষলে এই পরিণতিই হয়’, করাচিতে তালিবানি হামলা নিয়ে পাকিস্তানকে তোপ প্রসাদের- দৈনিক সংবাদ প্রতিদিন

শুক্রবার করাচিতে পাকিস্তানি তালিবানি হামলা নিয়ে সে দেশের সরকারকে একহাত নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। গোপনে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ বারবার উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এবার সেই প্রসঙ্গ টেনেই শাহবাজ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রসাদ। বলে দিলেন, জঙ্গি পুষলে এই পরিণতিই হয়।

শুক্রবার পুলিশের সদর দপ্তরে পুলিশ ও জঙ্গিদের গুলির লড়াইয়ে মৃত্যু হয় অন্তত সাতজনের বলে পিটিআই সূত্রে খবর। পাকিস্তানি তালিবান জঙ্গি গোষ্ঠী তথা তেহরিক-ই-তালিবান এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। করাচি পুলিশ দাবি করে, এই হামলা রুখতে শক্ত হাতে লড়াই চালিয়েছে সেনা বাহিনী। প্রায় চার ঘণ্টা ধরে লড়াই চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিন্ধ প্রদেশের মুখপাত্র মুর্তাজা ওয়াহাব পরে টুইট করে জানান, তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। বিল্ডিংয়ের ভিতর আর কোনও জঙ্গি লুকিয়ে নেই। তবে গোটা ঘটনায় দুই পুলিশ আধিকারিক-সহ চারজন প্রাণ হারান। গুরুতর আহত হন অন্তত ১৪ জন পুলিশ কর্মী।

ধ্বংসস্তূপের নিচে ২৭৮ ঘণ্টা আটকে, জীবিত উদ্ধার ৪৫ বছরের ব্যক্তি-দৈনিক আজকাল

২৭৮ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে।

তবুও প্রাণে বাঁচলেন ৪৫ বছরের এক ব্যক্তি। তুরস্ক–সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের প্রায় ১২ দিন পর জীবিত উদ্ধার করা হল এক ব্যক্তিকে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম হাকান ইয়াসিনোগ্লু। হাকানকে শুক্রবার সিরিয়ার সীমান্তবর্তী হাতায়ে প্রদেশ থেকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। একটি বাড়ির ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছিলেন ওই ব্যক্তি। উদ্ধারকারীরা ওই ব্যক্তিকে উদ্ধারের পর স্ট্রেচারে তুলে নিয়ে অ্যাম্বুল্যান্সে বসিয়ে হাসপাতালে পাঠান। ঠান্ডা থেকে বাঁচাতে ওই ব্যক্তির গায়ে মোটা জ্যাকেট দিয়ে ঢেকে দিয়েছিল উদ্ধারকারী দল। প্রসঙ্গত গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.‌৮। এরপর বেশ কয়েকবার আফটারশক অনুভূত হয়। ইতিমধ্যেই ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। উদ্ধারকার্য চলাকালীনই তুরস্ক ও সিরিয়ায় প্রচন্ড ঠাণ্ডা পড়েছে। চলছে শৈত্যপ্রবাহ। এই পরিস্থিতিতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবুও একাধিক মানুষকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়েছে উদ্ধারকারী দল। গত দু’‌দিনে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ