ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১৬:৫৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ২৫ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • রোজায় মাছ, মাংস, ডিম, দুধের দাম কোনোভাবেই বাড়বে না বললেন মন্ত্রী  -প্রথম আলো
  • রোহিঙ্গা ক্যাম্পে এবার ইমামকে ‘শ্বাসরোধ’ করে হত্যা-ইত্তেফাক
  • বিডিআর বিদ্রোহের সুষ্ঠু তদন্ত হয়নি, অভিযোগ ফখরুলের -যুগান্তর
  • আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা হয় কীভাবে:
  • প্রধানমন্ত্রী-মানবজমিন
  • পিলখানা হত্যাকাণ্ড মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ১৩৯ আবেদন এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন-ডেইলি স্টার

কোলকাতার শিরোনাম:

  • শুধু আমেরিকা-কানাডা নয়, ভারতের আকাশেও চক্কর কেটেছে রহস্যজনক বেলুন! -সংবাদ প্রতিদিন
  • কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের গাড়ি লক্ষ্য করে বোমা, গুলি, পাথর! উত্তপ্ত কোচ বিহার -আনন্দবাজার পত্রিকা
  • বিজেপি বিরোধী শক্তির সমঝোতায় জোর কংগ্রেসের প্লেনারিতে -গণশক্তি

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা হয় কীভাবে: প্রধানমন্ত্রী-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কেউ কেউ বলেন বড় দুই দল। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা হয় কীভাবে? ২০০৮ সালের নির্বাচনে বিএনপি পেয়েছিল ৩০ আসন, তিনশ আসনের মধ্যে। আর আওয়ামী লীগ মহাজোট করেছিল। বিএনপির ছিল ২০ দলীয় জোট। বিএনপি পেল ৩০ আসন। বাকি সব আসন পেয়েছে আওয়ামী লীগ। তাহলে দুই দল সমপর্যায়ের হয় কীভাবে? প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে যুগান্তর লিখেছে, তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করে নিজের ভাগ্য বদলাতে আসিনি, জনগণের ভাগ্য পরিবর্তন করতে এসেছি। কেউ যখন মিথ্যা অপবাদ দেয়, সেই অপবাদ নিতে আমি রাজি না। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিন বলেছেন, ‘এদেশে ইসলাম একমাত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা আর হত্যার রাজনীতি, বিএনপি যখন থেকে ক্ষমতায় আসছে তখন থেকেই হত্যার রাজনীতি শুরু করেছে।

বিডিআর বিদ্রোহের সুষ্ঠু তদন্ত হয়নি, অভিযোগ ফখরুলের-কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, পিলখানায় বিডিআর বিদ্রোহের সুষ্ঠু তদন্ত হয়নি অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ঘটনার যেভাবে তদন্ত হওয়ার দরকার ছিল, যেভাবে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত অপরাধীদের বের করে নিয়ে আসার যে তদন্তপ্রক্রিয়া হওয়া উচিত ছিল সেটা দুর্ভাগ্যজনকভাবে হয়নি। আমরা পত্রপত্রিকায় দেখেছি, সেনাবাহিনী একটি তদন্ত প্রতিবেদন তৈরি করেছিল, সেটার পূর্ণাঙ্গ চেহারা দেশবাসী জানতে পারেনি।মির্জা ফখরুল বলেন, আমি কিছুদিন আগে কারাগারে ছিলাম। সেখানে দেখেছি অনেক প্রাক্তন বিডিআরের সদস্য, যাদের এ মামলার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে, তারা ১৩-১৪ বছর ধরে সেখানে মানবেতর জীবন যাপন করছেন। তাদের পরিবার নষ্ট হয়ে গেছে, তাদের সমস্ত ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে।

জাতিসংঘে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ রাশিয়ার-প্রথম আলো

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গতকাল বৃহস্পতিবার পাস হয়েছে জাতিসংঘে। এতে জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবারের ভোটাভুটিতে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল। এ কারণে এক টুইট বার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ঢাকার রাশিয়া দূতাবাস।

রোহিঙ্গা ক্যাম্পে এবার ইমামকে ‘শ্বাসরোধ’ করে হত্যা-ইত্তেফাক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এবার এক মসজিদের ইমামকে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উখিয়ার ক্যাম্প-২০ পাহাড়ি এলাকায় ছরার কাছে তার মরদেহ পাওয়া যায়। আরসা সন্ত্রাসীরা তাকে মেরে ফেলেছে বলে ধারণা পরিবার সদস্যদের ও ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদের।উল্লেখ্য, গত চারদিনে গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা শিশু আহত ও সেলিম নামে এক সাব মাঝি নিহত হয়েছেন।

রোজায় মাছ, মাংস, ডিম, দুধের দাম কোনোভাবেই বাড়বে না বললেন মন্ত্রী  -প্রথম আলো

আসন্ন পবিত্র রমজানে মাছ, মাংস, দুধ, ডিমের দাম কোনোভাবেই বাড়বে না বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। রমজানের সময় সরকার ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র বসাবে বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘এখন এসবের যে দাম, বাজার ব্যবস্থাপনাকে আরও সংহত ও মনিটরিং করা হলে অনেকটাই দাম কমে আসবে।’প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘রমজানের সময় আমরা ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র স্থাপন করব।আশা করি, রমজানে মাছ,  মাংস, দুধ, ডিমের দাম কোনোভাবেই বাড়বে না। বরং সহনশীলতার ভেতরে যেন রাখা যায়, সেই প্রক্রিয়ায় আমরা আছি।’

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

শুধু আমেরিকা-কানাডা নয়, ভারতের আকাশেও চক্কর কেটেছে রহস্যজনক বেলুন!- শুধু আমেরিকা-কানাডা-লাতিন আমেরিকা নয়, রহস্যজনক বেলুনের দেখা মিলেছিল ভারতের আকাশেও! তবে এদেশের মূল ভূখণ্ড নয়, ২০২২ সালে রহস্যজনক বেলুন দেখা গিয়েছিল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের আকাশে। সেই বেলুন কে পাঠাল, কী উদ্দেশে পাঠানো হয়েছিল, তা খতিয়ে দেখার আগেই বেলুনটি বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিমে দিকে উড়ে যায়। সম্প্রতি বেলুন কাণ্ড নিয়ে বিশ্বজুড়ে হইচই হওয়ার পরই এই তথ্য প্রকাশ্যে এসেছে।

আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা। বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলার অভিযোগ কোচবিহারের দিনহাটার বুড়িরহাট এলাকায়। উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনহাটার বিভিন্ন জায়গা পরিদর্শন, ‘ক্ষতিগ্রস্ত’ বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং জনসংযোগ করতে এলাকায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু দিনহাটার বুড়িরহাট এলাকায় তাঁর কনভয়ে পৌঁছলে তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। সে সময় উপস্থিত থাকা বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা এবং হাতাহাতি শুরু হয়। এর পরই কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের উপর ঢিল ছোড়া হয়। তাঁর গাড়ির কাচ ভেঙে যায় ক্ষতিগ্রস্ত হয়। এর পর নিরাপত্তারক্ষীরা নিশীথকে সেখান থেকে বের করে নিয়ে যান।

এ নিয়ে নিশীথের প্রতিক্রিয়া, ‘‘বাংলা এখন দুষ্কৃতীদের রাজত্ব হয়ে গিয়েছে। যে ভাবে দুষ্কৃতীরা হামলা করছে, তা কখনও স্বাভাবিক রাজনীতির পরিবেশ হতে পারে না।’’ তাঁর কনভয়ে হামলা প্রসঙ্গে নিশীথের সংযুক্তি, ‘‘বাংলার মানুষ দেখুন, কী চলছে।

দেউলিয়া’ পাকিস্তানের নাভিশ্বাস, -সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, কার্যতই ‘ভিখারির দশা’ পাকিস্তানের (Pakistan)। ধুঁকছে সেদেশের অর্থনীতি। কী করে পরিস্থিতি সামাল দেবে ভেবে পাচ্ছে না প্রশাসন। এহেন অবস্থায় শাহবাজ শরিফের সরকারের নয়া নির্দেশ, সমস্ত বিলের পাওনা আটকে দেওয়ার। যার মধ্যে রয়েছে বেতনও।

বিজেপি বিরোধী শক্তির সমঝোতায় জোর কংগ্রেসের প্লেনারিতে-গণশক্তি

বিজেপি বিরোধী শক্তির সমঝোতায় জোর কংগ্রেসের প্লেনারিতে ধর্মনিরপেক্ষ শক্তি গুলিকে একজোট করতে পারার ওপর নির্ভর করছে কংগ্রেসের ভবিষ্যৎ। রায়পুরে প্লেনারি অধিবেশনে বিশেষ প্রস্তাব নিয়ে এই লক্ষ্য জানিয়েছে কংগ্রেস নেতৃবৃন্দ। লোকসভা নির্বাচনের আগে দলের কর্তব্য ঠিক করার জন্য এই প্রস্তাব গৃহীত হয়েছে। বলা হয়েছে, ‘‘ধর্মনিরপেক্ষ এবং সমাজবাদী শক্তি গুলিকে এক জোট করতে পারা যাবে কিনা তার ওপর নির্ভর করছে কংগ্রেসের ভবিষ্যৎ।

 পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫

ট্যাগ