ভারতে সমলিঙ্গের বিয়ে নিয়ে হলফনামা
সমলিঙ্গের বিয়েতে আইনি স্বীকৃতির বিরোধিতা করেছে কেন্দ্রীয় সরকার
সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ১৩ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- সংবাদ সম্মেলনে রাবি উপাচার্য, সবাই সচেষ্ট থাকলে এত বড় ঘটনা ঘটত না-প্রথম আলো
- ৩ মাসের মধ্যে ভাঙতে হবে ঝুঁকিপূর্ণ ৪২ সরকারি ভবন-ইত্তেফাক
- আসল আসামিদের বাঁচাতেই বিএনপির ওপর দোষ চাপাচ্ছে: মির্জা ফখরুল-যুগান্তর
- কিছু ক্ষেত্রে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের ইঙ্গিত দিলেন সিইসি-মানবজমিন
- বিয়ের শর্তে ধর্ষণ মামলায় জামিন পেলেন সাবেক এমপি-কালের কণ্ঠ
- ১৭ মার্চ সরকারি-বেসরকারি ভবন-শিক্ষাপ্রতিষ্ঠানে ওড়াতে হবে জাতীয় পতাকা-বাংলাদেশ প্রতিদিন
- শিক্ষার্থীদের দাবি মেনে নিলো কর্তৃপক্ষ, আগামীকাল থেকে রাবিতে ক্লাস-পরীক্ষা-ডেইলি নয়াদিগন্ত
কোলকাতার শিরোনাম:
- প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বদল করতে চাইছে চিন, চাঞ্চল্যকর দাবি কেন্দ্রের রিপোর্টে-সংবাদ প্রতিদিন
- সমলিঙ্গ বিবাহে আপত্তি জানিয়ে মোদী সরকারের হলফনামা সুপ্রিম কোর্টে -আনন্দবাজার পত্রিকা
- একজোটে বিরোধীদের প্রতিবাদ সংসদে, সরে রয়েছে তৃণমূল-গণশক্তি
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
রাজশাহী বিশ্ববিদ্যালয়: সংঘর্ষের ঘটনায় এবার পুলিশের মামলা, আসামি ৩০০-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। পুলিশের করা এই মামলায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।গতকাল রোববার রাতে নগরের মতিহার থানায় হওয়া মামলাটির বাদী থানার উপপরিদর্শক (এসআই) আমানত উল্লাহ।এর আগে সংঘর্ষের ঘটনায় গতকাল বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বাদী হয়ে নগরের মতিহার থানায় একটি মামলা করেন। ওই মামলায় বিনোদপুর এলাকার ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
রাজনীতি এবং নির্বাচন সম্পর্কিত খবরে দৈনিক প্রথম আলোর ভিন্ন ভিন্ন খবর এরকম-নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বলেন, নির্বাচনকালে নিরপেক্ষ সরকারে আওয়ামী লীগের আপত্তির একটাই কারণ, তারা জানে, যদি নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন হয়, তাদের কারও জামানত থাকবে না। ৩০টির বেশি আসনও তারা পাবে না। অপর খবরে লেখা হয়েছে, হুদার পথেই আউয়াল কমিশন।
সংলাপে বেশির ভাগ রাজনৈতিক দল নির্বাচনকালীন সরকারে কোনো না কোনো ধরনের পরিবর্তন আনার প্রস্তাব করেছিল।কিন্তু বাস্তবে সংলাপে আসা সুপারিশ বাস্তবায়নে তেমন কোনো উদ্যোগ নেই ইসির।এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বর্তমান নির্বাচন কমশিনও কি সংলাপ প্রশ্নে সাবেক সিইসি কে এম নূরুল হুদার দেখানো পথেই হাঁটছে?
মনে হচ্ছে, কী করবে তা আগেই ঠিক করে রেখেছে ইসি এবং সরকারের অঘোষিত দিকনির্দেশনা অনুযায়ী তারা কাজ করবে। একথা বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
৩ মাসের মধ্যে ভাঙতে হবে ঝুঁকিপূর্ণ ৪২ সরকারি ভবন-ইত্তেফাক
ভূমিকম্প সহনশীলতা প্রকল্পের আওতায় যে ৪২টি ভবনকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে সেগুলো এক সপ্তাহের মধ্যে খালি করতে হবে। ভেঙে ফেলতে হবে ৩ মাসের মধ্যে।দুর্যোগ মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সরকারি ও স্বায়ত্বশায়িত প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর উপর ভূমিকম্প সহনশীলতা প্রকল্প (আরবান রেজিলিয়েন্স) এর আওতায় ২ হাজার ৭০৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২০৭টি হাসপাতাল, ৩৬টি থানা ও ৩০৪টি অন্যান্য ভবনের জরিপ চালানো হয়। এসব ভবনের মধ্যে ৫৭৯টির ‘প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট’ (পিইএ) করা হয়। এতে ৪২টি ভবন অতি ঝুঁকিপূর্ণ বলে রিপোর্ট দেওয়া হয়। মালিকরা নিজ উদ্যোগে এই ভবন আগামী তিন মাসের মধ্যে না ভাঙলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এসব ভবন ভেঙে দেবে।
দ্রব্যমূল্য সম্পর্কিত খবরে দৈনিক যুগান্তর লিখেছে, সবজি-মাছে আগুন, ঝাঁজ বেড়েছে পেঁয়াজেরও।কয়েক দিনের ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে।সঙ্গে ব্যাপক হারে বেড়েছে মাছের দামও। সোমবার সকালে ঢাকার কাঁচাবাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
কয়েক মাস ধরে গরু ও খাসির মাংস ছোঁয়াই যাচ্ছে না। এমতাবস্থায় মাছ দিয়ে মাংসের স্বাদ নেওয়ার চেষ্ট করছিলেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। রমজান সামনে রেখে মাছের দামও নাগালের বাইরে চলে যাচ্ছে। পাল্লা দিয়ে বেড়েছে সবজির দামও। মাংসের পর সবজি ও মাছের এ অসহীয় মূল্যে নাজেহাল হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এই দাবি জানান। তিনি বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে মানুষের মাঝে চাপা হাহাকার বিরাজ করছে।
আর প্রথম আলো মতামত কলামের শিরোনাম করেছে এমন-১৩০ টাকার ব্রয়লার মুরগি কেন ২৬০ টাকায় কিনতে হচ্ছে। এতে লেখা হয়েছে, ডিম আগে না মুরগি? এ প্রশ্নের সমাধান করতে হলে আমাদের সবার মাথার চুল উঠে যাওয়ার আশঙ্কাই বেশি, কিন্তু মীমাংসায় পৌঁছানো অসম্ভব। দেশে ডিম আর মুরগির উৎপাদন খরচ আর বিক্রির দামে যে বিস্তর ফারাক, তা দেখে ধ্রুপদি সে প্রশ্নই ঘুরেফিরে মাথার ভেতর চক্কর দিচ্ছে। কেউ কি এ প্রশ্নের উত্তর দিতে পারবেন, যে ব্রয়লার মুরগির কেজিপ্রতি উৎপাদন খরচ ১৩০ টাকা, তা বাজার থেকে প্রায় দ্বিগুণ দামে কেন কিনতে হয়?
বিয়ের শর্তে ধর্ষণ মামলায় জামিন পেলেন সাবেক এমপি-কালের কণ্ঠ
বিয়ের শর্তে জামিন পেয়েছেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ওরফে ফারুক। ১০ লাখ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহার আপস শর্তে এ জামিন মঞ্জুর করেন।
নিজের নাম-পরিচয় পরিবর্তন করে তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে ও প্রতারণার ঘটনায় এ মামলা করা হয়। গত বছরের ২২ এপ্রিল শিক্ষানবিশ এক আইনজীবীর মাধ্যমে মামলাটি করেন ওই নারী। ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্তের আদেশ দেন। অভিযোগ তদন্তের পর ঢাকা মহানগর উত্তর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সাব্বির মোহাম্মদ সেলিম ট্রাইব্যুনালে গত ৫ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।২২ ফেব্রুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক বেগম সামছুন্নাহারের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০০০ সালের ডিসেম্বরে বাদীর প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তখন তিনি একটি ফার্মাসিউটিক্যাল কম্পানিতে চাকরি করতেন। এ সময় বাসায় প্রায় নিঃসঙ্গ জীবন যাপন করছিলেন। তখন তার আত্মীয়-স্বজনরা তাকে আবার বিয়ের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। একপর্যায়ে ২০০১ সালের শেষের দিকে বাদীর চাচার মাধ্যমে আসামির সঙ্গে পরিচয় হয়। পরে আসামি নিয়মিত বাদীর সঙ্গে যোগাযোগ রেখে আকৃষ্ট করার চেষ্টা করে ও একপর্যায়ে সফল হয়।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

সমলিঙ্গ বিবাহ নিয়ে নিজেদের আপত্তির কথা সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল কেন্দ্রীয় সরকার। হলফনামায় সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতির বিরোধিতা করে বলা হয়েছে, সমলিঙ্গ বিবাহ এবং অসমলিঙ্গ বিবাহের মধ্যে স্পষ্ট বিভাজন রয়েছে। তাই দুটোকে এক ভাবে দেখা উচিত নয়। আরও বলা হয়েছে, সমলিঙ্গ সম্পর্কের স্বীকৃতি পাওয়ার অর্থ এই নয় যে, সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে মোদী সরকারের তরফে দাবি করা হয়েছে, অসমলিঙ্গ বিবাহের ‘সামাজিক মূল্য’ রয়েছে। দেশ, সমাজের ‘উন্নতি’র জন্য এই বিবাহের স্বীকৃতির প্রয়োজন থাকলেও অন্যটির নেই বলেও হলফনামায় দাবি করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর এ দেশে সমলিঙ্গ সম্পর্ক আর খাতায়কলমে ‘বেআইনি’ না হলেও, সমলিঙ্গ বিবাহের কোনও আইনি স্বীকৃতি এখনও অবধি এ দেশে নেই।সোমবারই এই সংক্রান্ত মামলায় উভয় পক্ষের বক্তব্য শুনবে শীর্ষ আদালত। তার ঠিক এক দিন আগেই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাল কেন্দ্র। সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি চেয়ে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল দেশের বিভিন্ন আদালতে।
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বদল করতে চাইছে চিন, চাঞ্চল্যকর দাবি কেন্দ্রের রিপোর্টে-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, সীমান্তে স্থিতাবস্থা লঙ্ঘন করতে সবসময়ই উদ্যোগী চিন (China)। তাদের একতরফা আগ্রাসনের জন্যই বারবার অশান্তি তৈরি হয়েছে সীমান্তে। তার প্রভাব পড়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে। ভারতীয় বিদেশ মন্ত্রকের বার্ষিক রিপোর্টে এই বিষয়টিই তুলে ধরা হল। তবে চিনা আগ্রাসনের পালটা কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। সোমবার ২০২১-২০২২ সালের বার্ষিক রিপোর্ট প্রকাশ করে বিদেশ মন্ত্রক (MEA)। সেখানে বলা হয়েছে, ২০২০ সালের এপ্রিল মাস থেকেই ভারতীয় সীমান্ত পেরিয়ে জমি দখলের চেষ্টা চালাচ্ছে চিন। প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LAC) পশ্চিম দিক থেকে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। তবে প্রতিবারেই পালটা জবাব দিয়েছে ভারত। কূটনৈতিক আলোচনা হোক বা সামরিক সংঘর্ষ-সমস্ত ক্ষেত্রেই জবাব দিতে দেরি হয়নি।বিদেশ মন্ত্রকের রিপোর্টে আরও বলা হয়েছে, সীমান্তে শান্তি বজায় রাখতে বরাবর চিনের সঙ্গে সহযোগিতা করেছে ভারত। তবে কেন্দ্র মেনেই নিয়েছে, চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই জটিল। সীমান্ত সমস্যা নিয়ে একাধিকবার বৈঠক হলেও স্থায়ী সমাধানসূত্র মেলেনি। তবে প্রায় ১৯ বার বৈঠকের পর সীমান্ত থেকে আংশিক সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছিল দুই দেশ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল, ভারত-চিন সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
বিরোধীদের ঘরবন্দি করার তৎপরতা কেন্দ্রের! সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ইডি-সিবিআইয়ের (CBI) ‘অতি সক্রিয়তা’ নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তৎপরতার বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে রাজ্য। চলতি অধিবেশনের শেষদিন অর্থাৎ সোমবার বিধানসভায় আসছে বিশেষ বিল। এদিন সাংবাদিক বৈঠক করে সে কথা জানালেন রাজ্য়ের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর কথায়, দেশজুড়ে বিরোধীদের কোণঠাসা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ব্যবহার করা হচ্ছে। দেশ ক্রমাগত একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে।
একজোটে বিরোধীদের প্রতিবাদ সংসদে, সরে রয়েছে তৃণমূল-গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুতেই সংঘাত তীব্র হলো সংসদে। লোকসভার পর রাজ্যসভাতেও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভাষণ নিয়ে হইচই পাকিয়েছে সরকারপক্ষ। স্থগিত হয়ে যায় রাজ্যসভার অধিবেশনও।এদিন অধিবেশন শুরুর আগে রাজ্যসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের কক্ষে বৈঠকে বসে বিরোধী ১৬টি দল।কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউকে দেখা যায়নি।বিরোধীরা ঠিক করেছেন আদানির শেয়ার পতন এবং সরকারের, বিশেষ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হবে সংসদে। খারগে বলেছেন, ‘‘কেবল আদানিই নয়। মূল্যবৃদ্ধি, বেকারি, রাজ্যে রাজ্যে বিরোধী নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থা পাঠানোর মতো বিষয়গুলিও তোলা হবে সংসদে।’’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩