মার্চ ১৪, ২০২৩ ১৪:৪৪ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। ১৪ মার্চ (মঙ্গলবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ডাকাতি: নতুন উদ্ধার ৫৮ লাখ টাকা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩-প্রথম আলো
  • কারও কাছে ভিক্ষা চাই না, ন্যায্য অধিকার চাই: প্রধানমন্ত্রী- ইত্তেফাক
  • বিদ্যুৎ সেক্টরকে দুর্নীতির প্রধান খাত হিসেবে বেছে নিয়েছে সরকার : মির্জা ফখরুল- নয়াদিগন্ত
  • রপ্তানির আড়ালে চার প্রতিষ্ঠানের ৩৮০ কোটি টাকা পাচার- সমকাল
  • সমালোচনার মুখে অপুর মামলা থেকে সরে দাঁড়ালেন কামরুল- মানবজমিন

কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • নন্দীগ্রামের ময়দানে তৃণমূল-বিজেপি বাগ্‌যুদ্ধ! মমতা মনে করালেন ১৪ মার্চের সেই ‘কালো দিন’: আনন্দবাজার
  • জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান চালাল এনআইএ: সংবাদপ্রতিদিন
  • মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে ফের হাইকোর্টে বিরোধী দলনেতা: পূবের কলম
  • দেশে দরিদ্র কত, সরকার জানে না: গণশক্তি

বিশ্লেষণের বিষয়

১. নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে বিএনপি'র অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু বিএনপি তো বলছে, তত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। তাহলে এর মীমাংসা কীভাবে হবে?

২. পশ্চিমা নিষেধাজ্ঞা বানচাল করতে ভিকটিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বেলারুশের প্রেসিডেন্টকে একথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। আপনার কী মনে হয় এসব দেশ ঐক্যবদ্ধ হবে?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ডাকাতি: নতুন উদ্ধার ৫৮ লাখ টাকা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩-প্রথম আলো

ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় নতুন করে আরও ৫৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার পুলিশ এ কথা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় ৭ কোটি ১ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

কারও কাছে ভিক্ষা চাই না, ন্যায্য অধিকার চাই: প্রধানমন্ত্রী- ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে উদ্ভূত অর্থনৈতিক মন্দা কাটিয়ে বিশ্ব অর্থনীতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহজ শর্তে ঋণ অব্যাহত রাখতে উন্নয়ন সংস্থা ও উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও উন্নত দেশগুলোকে এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে। আমরা কারো কাছে কোনো করুণা চাই না, দয়া ভিক্ষা চাই না, আমরা ন্যায্য অধিকার চাই।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুম হলে বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ সেক্টরকে দুর্নীতির প্রধান খাত হিসেবে বেছে নিয়েছে সরকার : মির্জা ফখরুল- নয়াদিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিদ্যুৎ সেক্টরকে দুর্নীতির প্রধান খাত হিসেবে বেছে নিয়েছে। গত ১৪ বছরে আওয়ামী সরকারের শাসনামলে দেশের সমগ্র বিদ্যুৎ খাতে কী ভয়াবহ দুর্নীতি, লুট ও অব্যবস্থাপনা হয়েছে, যার কুফল এখন সমগ্র দেশবাসীকে ভোগ করতে হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অপরিকল্পিতভাবে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন, অযোগ্য কোম্পানিকে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প প্রদান, প্রতিযোগিতা ছাড়া বিনা টেন্ডারে অতিরিক্ত দরে বিদ্যুৎ কেনার চুক্তি এবং স্বল্প মেয়াদের রেন্টাল ও কুইকরেন্টালগুলোর মেয়াদ বাড়িয়ে বিদ্যুৎ খাতে বছরের পর বছর খরচ বাড়ানো হয়েছে। সরকার পরিণাম না ভেবে দেশের স্বার্থবিরোধী প্রাইভেট সেক্টরেও যৌথ মালিকানার নামে একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আনন্দে বিভোর ছিল, এখনো আছে। এখন এক শ্রেণীর ক্ষমতাবান ব্যক্তি ও সরকারি কর্তাদের পৌষ মাস। যত চুক্তি তত লাভ। কুইক রেন্টাল ও আইপিপি চুক্তিগুলো এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে সরকার ঘনিষ্ঠ অলিগার্কদের কৌশলে অবৈধ ও অনৈতিক আর্থিক সুবিধা পাইয়ে দেয়া যায়।

রপ্তানির আড়ালে চার প্রতিষ্ঠানের ৩৮০ কোটি টাকা পাচার- সমকাল

জাল নথি তৈরি করে রপ্তানির আড়ালে চার প্রতিষ্ঠানের প্রায় ৩৮০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই চার প্রতিষ্ঠান বিভিন্ন সময় ১৭৮০টি চালানের বিপরীতে টাকাগুলো পাচার করেছে। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সংস্থার মহাপরিচালক ফখরুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকার দক্ষিণখানের সাবিহা সাইকি ফ্যাশন নামের প্রতিষ্ঠান ১ হাজার ৭৮০টি চালানে ৯৯৭ টন মেনস ট্রাউজার, টি-শার্ট, বেবি সেট, ব্যাগ, পোলো শার্ট, জ্যাকেট, প্যান্ট ও হুডি রপ্তানি করেছে, যার মূল্য প্রায় ১৮ কোটি টাকা (১৮ লাখ ৪৫ হাজার ৭২৭ ডলার)। কিন্তু এ অর্থ দেশে আসেনি। সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব ও নাইজেরিয়ায় এসব পণ্য রপ্তানি হয়।

সমালোচনার মুখে অপুর মামলা থেকে সরে দাঁড়ালেন কামরুল- মানবজমিন

সমালোচনার মুখে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) নুরউদ্দিন আহমেদ অপুর একটি মামলার জামিন শুনানি থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম।

আজ মঙ্গলবার অপুর পক্ষে শুনানিতে আসেননি তিনি। এর আগে গতকাল অর্থপাচার প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সর্বোচ্চ আদালতে অপুর পক্ষে জামিনের শুনানি করেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সমালোচনা শুরু হয়।

কামরুল ইসলামের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, আমাদের জন্য একটা আদর্শ হওয়া উচিত, যে আমাদের মধ্যে যারা সিনিয়র আইনজীবী, তারা আমাদের আদর্শগত দিকটা যদি উজ্জ্বল রাখেন, আমরা যারা তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে পথ চলি। তাহলে নৈতিকতার মান আরও বৃদ্ধি পাবে।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

নন্দীগ্রামের ময়দানে তৃণমূল-বিজেপি বাগ্‌যুদ্ধ! মমতা মনে করালেন ১৪ মার্চের সেই ‘কালো দিন’: আনন্দবাজার

নন্দীগ্রামে ২০০৭ সালের ১৪ মার্চ গ্রামবাসীদের নিহত হওয়া নিয়ে তৃণমূল-বিজেপির বাগ্‌যুদ্ধ অব্যাহত। নন্দীগ্রামে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তৃতা দেন মঙ্গলবার সকালে। নন্দীগ্রামে তৃণমূলেরও সভা হয় মঙ্গলবারই। ১৪ মার্চকে বাংলার ইতিহাসের ‘কালো দিন’ বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার টুইট করে এমনটাই দাবি করেছেন তিনি। পর পর দু’টি টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘১৪ মার্চ বাংলার ইতিহাসে একটি কালো দিন। নন্দীগ্রামের ঘটনা ছিল বাংলার অসহায় কৃষকদের উপর বর্বর হামলা, ১৪ জন শহিদ হন এবং অগণিত গ্রামবাসী রাষ্ট্রীয় মদতপুষ্ট হিংসার শিকার হয়েছিলেন।’’

দ্বিতীয় টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘১৬ বছর পর বাংলা কৃষি নেতৃত্বাধীন একটি রাজ্য হিসাবে উঠে এসেছে। এই রাজ্য কৃষকদের ক্ষমতায়নে বিশ্বাস করে। কৃষকদের মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে সক্ষম করেছে এই রাজ্য।’’ তিনি আরও লিখেছেন, ‘‘নন্দীগ্রাম দিবস আমাদের অদম্য লড়াইয়ের মনোভাব এবং রাজ্যের প্রতিটি বাসিন্দাকে সুরক্ষিত করার জন্য নিরলস উদ্যোগের একটি সাহসী দৃষ্টান্ত।’’

জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান চালাল এনআইএ: সংবাদপ্রতিদিন

সাতসকালে জম্মু ও কাশ্মীর জুড়ে অভিযানে নেমে পড়ল এনআইএ। জঙ্গিদের আর্থিক সহায়তার অভিযোগের তদন্তে সোপিয়ান, পুলওয়ামা, অনন্তনাগ ও কুলগামের বেশ কয়েকটি স্থানে আজ আচমকা হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাটি। বেশ কিছুদিন ধরেই জঙ্গিবাদের বিরুদ্ধে তদন্ত করছে এনআইএ। এর আগে ইডি-ও হুরিয়ত নেতা কাজি ইয়াসির ও কাশ্মীর মুক্তি আন্দোলনের চেয়ারম্যান জাফার ভাটের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। এনআইএ সূত্রে খবর, অধিকাংশ জামাত-ই-ইসলামি নেতাদের বাড়িতেই আজ অভিযান চলছে। এছাড়াও কাশ্মীরের অন্যতম বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আন্দরাবির বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে এনআইএ। তিনি বর্তমানে সংশোধনাগারে বন্দি। উল্লেখ্য, আজ জঙ্গিদের আর্থিক সহায়তা মামলার পাশাপাশি কেরল আইসিস মডিউল মামলাতেও শ্রীনগরেও এনআইএ তল্লাশি চলছে।

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে ফের হাইকোর্টে বিরোধী দলনেতা: পূবের কলম

ফের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে মুকুল রায়। মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে তাঁর বিধায়ক পদ খারিজের আর্জি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

তবে কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতির বেঞ্চ জানায়,  আগে সিঙ্গল বেঞ্চে মামলা করতে হবে। তারপর ডিভিশন বেঞ্চ শুনবে’।ইতিপূর্বে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রথমে নালিশ করেছিলেন শুভেন্দুরা। কিন্তু দীর্ঘ শুনানি শেষে স্পিকার জানান, -‘ মুকুল রায় বিজেপিতেই আছেন। তিনি যে দলত্যাগ করেছেন এমন কোনও প্রমাণ মেলেনি’।

দেশে দরিদ্র কত, সরকার জানে না: গণশক্তি

দেশে দারিদ্রসীমার নিচে কত মানুষ রয়েছেন, সরকারের কাছে তার কোনো হিসাব নেই। যে হিসেব রয়েছে তা ১১ বছরের পুরানো। রাজ্যসভায় সিপিআই(এম) সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানতে চেয়েছিলেন, সরকারের দারিদ্রসীমার সংজ্ঞা কী, তার ভিত্তিতে দারিদ্রসীমার নিচে কত মানুষ রয়েছেন তার শতাংশ কত, ২০২০-২০২১-২০২২সালের তথ্য কী, কখন শেষ এই হিসাব করা হয়েছে, চলতি বছরের জন্য কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা। 

উত্তরে পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী রাও ইন্দরজিৎ সিং জানিয়েছেন, পূর্বতন যোজনা কমিশন দারিদ্রসীমা এবং অনুপাত হিসেব করত হাউসহোল্ড কনজিউমার এক্সপেন্ডিচারের বৃহৎ নমুনা সমীক্ষার ভিত্তিতে। এনএসএসও শেষবার এই সমীক্ষার ফল প্রকাশ করেছে ২০১১-১২ সালে। তারপর তেন্ডুলকার কমিটির সুপারিশের ভিত্তিতে দারিদ্রসীমা তৈরি হয়েছিল। সেই মাপকাঠি এখন অনুসরণ করা হয় না। ২০১১-১২ সালে সর্বভারতীয় ক্ষেত্রে দারিদ্রসীমা ঠিক করা হয়েছিল মাসিক মাথাপিছু ব্যয়ের ভিত্তিতে। তখন তা ছিল গ্রামে ৮১৬ টাকা, শহরে ১০০০ টাকা। তখন এই সংখ্যা ছিল ২৭ কোটি। এর বেশি কোনো উত্তর মন্ত্রী দেননি।#
 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

ট্যাগ