মার্চ ২৮, ২০২৩ ১৫:১৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ২৮ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি হিরো আলমের-ইত্তেফাক
  • নওগাঁয় নারীর মৃত্যুর ঘটনায় কমিটি করে তদন্ত চলছে : র‌্যাব-কালের কণ্ঠ
  • ভোক্তার সঙ্গে ভাওতাবাজি-যুগান্তর
  • রাজধানীতে তীব্র যানজট, তিন কারণ জানাল ট্রাফিক পুলিশ-প্রথম আলো
  • উচ্চ রক্তচাপে জেসমিনের মৃত্যু: ময়নাতদন্তের প্রতিবেদন হাইকোর্টে -মানবজমিন
  • বাংলাদেশে খুব শিগগিরই গণঅভ্যুত্থান হবে: খন্দকার মোশাররফ -বাংলাদেশ প্রতিদিন 
  • যে দেশে গণতন্ত্র নাই, সেখানে মানবাধিকার থাকতে পারে না : ড. মোশাররফ-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • প্রমাণ করুন ঠাকুরদা ব্রিটিশের কাছে ক্ষমা চেয়েছিলেন’! রাহুলকে চ্যালেঞ্জ সাভারকরের নাতির-আনন্দবাজার পত্রিকা
  • ‘জয় শ্রী রাম’ না বলায় ইমামকে মারধরের অভিযোগ, অজ্ঞান করে দাড়িও কাটল বর্বরের দল!-সংবাদ প্রতিদিন
  • হাই কোর্টে ধাক্কা খেলো শুভেন্দুর দায়ের করা মামলা-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার

 

বিএনপিকে সংলাপে নয়, আলোচনার জন্য আমন্ত্রণ: সিইসি-প্রথম আলো/ইত্তেফাক/যুগান্তরসহ বেশ কয়েকটি  এ খবরে লেখা হয়েছে, বিএনপিকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে সিইসি বলেন, বিএনপিকে আমন্ত্রণ জানানো সরকারের কোনো কূটকৌশলের অংশ নয়, সরকারের সংশ্লেষ নেই।কূটকৌশল হলে সেটা ইসির হতে পারে, সরকারের নয়। সরকারের পরামর্শেও চিঠি দেওয়া হয়নি। ইসি কোনো কূটকৌশল থেকে এই চিঠি দেয়নি।

হিরো আলাম

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি হিরো আলমের-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দিয়েছেন ইউটিউবার হিরো আলম। তিনি বলেন, ‘আমি কী অন্যায় করেছি। কেন আমার সবকিছু নিয়ে মানুষ টর্চার করে। এই সমাজ কেন আমাকে রুচিসম্মত লোক কেন বানাতে পারল না। আপনাদের যদি এতই রুচিতে বাঁধে, তাহলে প্রধানমন্ত্রীকে বলে আমাকে দেশ থেকে বের করে দেন, নাহলে জেলখানায় বন্দি করে রাখুন। অন্যথায় লাইভে এসে আত্মহত্যা করে দেশটাকে রেহাই করে যাব।’

রবিবার (২৬ মার্চ) সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলমের উত্থান নিয়ে নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশিদ বলেছেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি। আর সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে।’ তার এই কথার প্রেক্ষিতে সোমবার (২৮ মার্চ  নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব কথা বলেন হিরো আলম।

জেসমিন

উচ্চ রক্তচাপে জেসমিনের মৃত্যু: ময়নাতদন্তের প্রতিবেদন হাইকোর্টে-যুগান্তর/ মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় হাইকোর্টে ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে। এতে অস্বাভাবিক উচ্চ রক্তচাপকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, যুগ্ম সচিব এনামুলের অভিযোগে জেসমিনকে তুলে আনে র‌্যাব। নিহত জেসমিনের মামা নাজমুল হক মন্টু বলেন, প্রতারণার মামলার বিষয়ে আমরা এখন পর্যন্ত অন্ধকারে। এখন পর্যন্ত আমরা মামলার কোনো তথ্য বা কপি পাইনি। তিনি বলেন, আমার ভাগনির মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত আমাদের কাছে সন্দেহজনক।  এদিকে এ সম্পর্কিত খবরে কালের কণ্ঠে লেখা হয়েছে, নওগাঁয় র‍্যাব হেফাজতে আটক নারীর অসুস্থ হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে খুব শিগগিরই গণঅভ্যুত্থান হবে: খন্দকার মোশাররফ-রাজনীতি বিষয়ক এ খবরে বাংলাদেশ প্রতিদিন লিখেছে, বাংলাদেশে খুব শিগগিরই গণঅভ্যুত্থান হবে এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকারকে হঠাতে হলে একটি গণঅভ্যুত্থান প্রয়োজন আছে।খন্দকার মোশাররফ বলেন, এই সরকার দেশের কোন কিছুই মেরামত করতে পারবে না। গণতন্ত্র যারা হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে না। অর্থনীতিকে যারা হত্যা করেছে তারা কখনো অর্থনীতি মেরামত করতে পারবে না।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

‘জয় শ্রী রাম’ না বলায় ইমামকে মারধরের অভিযোগ, অজ্ঞান করে দাড়িও কাটল বর্বরের দল!-সংবাদ প্রতিদিন

মহারাষ্ট্রে (Maharashtra) ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে অস্বীকার করায় মসজিদের এক ইমামকে মারধরের অভিযোগ উঠল উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। এমনকী ওই ইমামকে অজ্ঞান করে তাঁর দাড়ি কেটে নেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। ঘটনায় সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি মহারাষ্ট্রের আনওয়া গ্রামের এক মসজিদের। সেই সময় ধর্মস্থানে নিজের ঘরে বসে কোরান পাঠ করছিলেন ইমাম জাকির সইদ খাজা। তিনি জানিয়েছেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ একদল দুষ্কৃতী মসজিদে ঢুকে পড়ে। তাঁদের মুখে কাপড় বাঁধা ছিল। তাঁরা ইমামকে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বলে। ইমাম তা অস্বীকার করায় তিন ব্যক্তি জাকির সইদ খাজাকে জোর করে মসজিদের বাইরে নিয়ে যায় এবং মারধর করে।

ইমাম দাবি করেন, এরপর রাসায়নিক মাখানো কাপড় ব্যবহার করে তাঁকে অজ্ঞান করে ফেলে দুষ্কৃতীরা। জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন তাঁর দাড়ি কেটে ফেলা হয়েছে। জানা গিয়েছে, রাত ৮টা নাগাদ নমাজের জন্য মসজিদে আসেন বেশ কিছু লোক। তাঁরা দেখেন আক্রান্ত ইমাম অজ্ঞান অবস্থায় মসজিদের বাইরে পড়ে আছেন। তাঁরাই ইমামকে উদ্ধার করে সিলোদের সরকারি হাসপাতালে ভরতি করেন। পরে তাঁকে ঔরঙ্গাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ইমাম জাকির সইদ খাজা।

শাহকে তোপ কপিল সিব্বলের

ধর্মের নামে রাজনীতি কি সংবিধান লঙ্ঘন নয়? মুসলিম সংরক্ষণ ইস্যুতে শাহকে তোপ সিব্বলের-সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করার বিষয়টি আসলে সংবিধান বিরোধী, এমনটাই দাবি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবার সেই মন্তব্যের রেশ টেনেই তাঁকে বিঁধলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল (Kapil Sibal)। প্রাক্তন কংগ্রেস নেতার প্রশ্ন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করাটা কি সংবিধান বিরোধী নয়? প্রসঙ্গত, কয়েকদিন আগেই কর্ণাটকে (Karnataka) মুসলিমদের জন্য সংরক্ষণ প্রত্যাহার করে বিজেপি সরকার।

শুক্রবার মুসলিমদের জন্য সংরক্ষণ প্রত্যাহার করে কর্ণাটক সরকার। তারপরেই রবিবার সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অমিত শাহ বলেন, “ধর্মীয় ভিত্তিতে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের ব্যবস্থা আসলে সংবিধান বিরোধী। এমন কোনও ধারা নেই যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বিশেষ সংরক্ষণের অনুমতি দেওয়া হয়নি। আসলে তোষণের রাজনীতি করতে গিয়েই এমন সংরক্ষণ ব্যবস্থা শুরু করেছিল কংগ্রেস।”

সংরক্ষণ আসলে সংবিধান (Indian Constitution) বিরোধী। তাহলে ধর্মের ভিত্তিতে রাজনীতি করা, প্রোপাগান্ডা করা- সেগুলো কি সংবিধান বিরোধী নয়। ধর্মের নামে ভাষণ দেওয়া,অ্যাজেন্ডা তৈরি-সমস্ত বিষয়ে কি সংবিধানের আদর্শ ক্ষুণ্ণ হয় না? প্রসঙ্গত কংগ্রেসের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, কর্ণাটকে তারা ক্ষমতায় ফিরলে মুসলিমদের জন্য সংরক্ষণ ফিরিয়ে দেওয়া হবে।

স্মৃতি বিজড়িত সরকারি বাংলো ছেড়ে দেবেন, পালটা চিঠি দিয়ে জানালেন রাহুল গান্ধী-সংবাদ প্রতিদিন

রাহুল গান্ধী

সাংসদ পদ খারিজের পরই সরকারি বাংলো ছেড়ে দেওয়ার নোটিস পান রাহুল গান্ধী। এবার তারই উত্তর দিয়ে কংগ্রেস নেতা জানিয়ে দিলেন, নির্দেশ মেনেই বাংলো খালি করে দেবেন তিনি। সঙ্গে এও উল্লেখ করেছেন, এই বাংলোর আনাচে-কানাচে তাঁর অনেক আনন্দের স্মৃতি জড়িয়ে রয়েছে।

২০০৪ থেকে লোকসভার সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই সূত্রেই ২০০৫ সাল থেকে ১২ তুঘলক রোডে তাঁর জন্য সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল। তবে মানহানির মামলায় সাজা পেয়ে সাংসদ পদ হারানোয় এবার সেই বাংলো থেকেই বেরিয়ে যেতে হবে সোনিয়াপুত্রকে। নোটিস গ্রহণের পর লোকসভার সচিবালয়ের উদ্দেশে জবাবি চিঠিতে তিনি লেখেন, “গত চারবারের সাংসদ হওয়ায় এই জায়গায় অনেকটা সময় কাটিয়েছি। যেখানে জীবনের নানা স্মৃতি রয়েছে। নিশ্চিতভাবেই নোটিসের নির্দেশ মেনেই কাজ করব।”

সোমবারই কংগ্রেস নেতাকে নোটিস দিয়ে সরকারি বাংলো ছাড়তে বলে লোকসভার হাউজিং প্যানেল। প্রথমে রাহুল গান্ধীর টিম নোটিস পাওয়ার কথা স্বীকার না করলেও এবার সেই নোটিসের উত্তরও দিলেন রাহুল। তবে হাউজিং প্যানেলের নোটিসের পরই নতুন করে রাহুলের নিরাপত্তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, এবার সরকারের তরফে রাহুলকে দেওয়া z প্লাস নিরাপত্তাও তুলে নেওয়া হতে পারে।

সরকারি বাংলো ছাড়ার প্রসঙ্গে রাহুলকে আবার খোঁচা দিতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বলে দেন, এই বাংলো রাহুলের নিজের নয়। এটা সাধারণ মানুষের। 

হাই কোর্টে ধাক্কা খেলো শুভেন্দুর দায়ের করা মামলা-গণশক্তি

এখনই নির্বাচনী প্রক্রিয়ায় কোন হস্তক্ষেপ করবে না কলকাতা হাই কোর্ট। সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিসন বেঞ্চ জানিয়ে দিয়েছে নির্বাচনী আইন অনুযায়ী পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গননা প্রক্রিয়া নিয়ে হাই কোর্টে দারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। মঙ্গলবার সেই মামলার শুনানিতে আদালত জানিয়ে দিয়েছে যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোন হস্তক্ষেপ করবে না হাই কোর্ট।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ